- What's up = কি খবর?
- Carry on = চালিয়ে যাও
- Wow = বাহ, দারুন তো
- My goodness! = একি!
- How come = কি ব্যাপার?
- What a mess = কি এক ঝামেলা!
- Oh shit! = ধ্যাত্তেরি
- Yes, go on = হ্যা, বলতে থাক
- Oh dear! = বলো কী!
- Hi guys = হ্যালো বন্ধুরা
- Good Job = সাবাশ!
- So what = তাতে কি?
- Oh, no! = এ হতে পারেনা
- Pay attention = মনোযোগ দিন!
- Definitely = অবশ্যই
- Let it pass = ছেড়ে দিন।
- Obviously = স্পষ্টত, সম্ভবত
- I'm off = আমি গেলাম
- It's your turn = এবার তোমার পালা
- As if = যেনো, কি যে হতো
- Damn it = চুলায় যাক!
- What a surprise = হটাৎ যে!
- Go to the devil! = গোল্লায় যাক!
- What about you = তোমার খবর কি?
- so so = মোটামোটি
- So be it = তবে তাই হোক
- Who cares = কার কি যায় আসে!
- I'm at a loss = কি বলবো ভেবে পাচ্ছিনা
- Heiya! It is you I see = আরে তুমি যে!
- Oh! ome on = আহ! একটু বুঝতে চেষ্টা করো
- Excuse me = এই যে শুনুন
- Not a bit = একটুও না
- That's Fantastic = এটা সত্যি চমৎকার
- Next to nothing = বলতে গেলে কিছুইনা
- Mind your language ভাষা সংযত করো
- Come to the point = আসল কথা বল
- That's right = ঠিক বলেছেন
- To be frank = খোলাখুলি ভাবে বলতে গেলে।
- Really Pleased = সত্যি আনন্দিত
- I am delighted = আমি আনন্দিত
- So kind of you = আপনার দয়া
- Anybody home? = বাড়ড়িতে কেউ আছেন?
- Keep quiet চুপ কর
- No entrance = প্রবেশ নিষেধ
- It's enough = যথেষ্ট হয়েছে
- What happened = কি হয়েছে?
- What and idea! = কি বুদ্ধি!
- Well done = সাবাশ
- Indeed = সত্যি
- How peaceful! কি শান্ত
- Get Lost = বিদায় হোন
- Let me see = আমাকে দেখতে দাও
- Oh, Sure = অহ, নিশ্চয়
- Who knows = কে জানে?
- Bullshit = বাজে কথা
- But who cares? = কে ধারধারে!
- No more buts = আর কোন কিন্তু নয়
- How so = তা কি করে হয়
- I think so = আমি তাই মনে করি
- Calm down = শান্ত হোন
- Let's have a look = চলো দেখি
- Let's run away = চলো এক্ষুনি পালাই
- I am getting wet = আমি ভিজে যাচ্ছি
- I don't care = আমার কিছু যায় আসেনা
- How else = আর কিভাবে?
- Little by little = ক্রমান্বয়ে
- Is it so! = তাই নাকি
- If you do case = যদি আপনি চান
- Have a good day = ভাল একটি দিন কাটাও
- Let's sit somewhere = চল কোথাও বসি
- So far so good = এ পর্যন্ত সবই ভালো
- I tend to think = আমার কেন যেন মনে হয়
- I suppose so = আমিও সেটা ধারনা করছি
- I don't mind = আমি কিছু মনে করিনা
- If so, so what = যদি তাই হয় তাতে কী
- Keep your word = তোমার কথা রেখো
- Nothing is impossible = কোন কিছুই অসম্ভব নয়
- Whatever (you want) - তুমি যা চাও
- Whatever you do? = তুমি যা কর
- Why should I care? = কেন আমি পারোয়া করব?
- Something else = অন্য কিছু
- Nothing else = অন্য কিছুই না
- Talk sense = চিন্তা করে কথা বল
- Don't say anymore = আর কিছু বলো না
- Forget it = এ ভুলে যাও
- What a pity = কি দুঃখিত
- Hold on = লাইনে থাকুন
- Do it at once = এক্ষনি কর
- Speak with care = সাবধানে কথা বল
- How stranger = কি অতভুদ
- By the grace of allah = আল্লাহর রহমতে
- How absure = কি বাজে বকছে
- Good Riddance = যাক বাচা গেল
- Just for asking = চাইলেই পাওয়া যায়
- Stand in queue = লাইনে দাঁড়ান
- No Smoking = ধুমপান নিষেধ
- I give up = আমি ছেড়ে দিয়েছি
- It's sound good = তোমার কথা ভালো লাগছে
- Cheap and nasty = সস্তার তিন অবস্থা
- On my part = আমার পক্ষ থেকে
Thursday, March 31, 2022
Wednesday, March 30, 2022
ব্যাবসায় অর্থায়ন কাকে বলে?
অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ন ধরন হচ্ছে ব্যাবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের ইদ্দ্যেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি গঠিত সংঘটনকে ব্যাবসায় প্রতিষ্ঠান বলা হয়। ফলে ব্যাবসায় প্রতিষ্ঠান তার তাহবিল সংগ্রহ ও বিনিয়গের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যাবহার করে, সেটাই ব্যাবসায় অর্থায়ন। ব্যাবসায় প্রতিষ্ঠানগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়-
- একমালিকানা ব্যাবসা
- অংশদারী ব্যাবসা
- যৌথ মূলধনি ব্যাবসা
একমালিনা ব্যাবসা কাকে বলে?
অংশীদারি ব্যাবসা কাকে বলে?
যৌথ মূলধনি কাকে বলে?
Monday, March 28, 2022
Top 10 JavaScript Framework জাভাস্ক্রিপ্টের জনপ্রিয় ১০ টি লাইব্রেরি
এখনকার সময়ে জাভাস্ক্রিপ্টে অনেক ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরি আছে যা সকলের কাছেই অনেক জনপ্রিয় এবং ওয়েব এ্যাপ্লিকেশনের দিক দিয়ে প্রায় সকল যায়গায় এই লাইব্রেরি গুলো ব্যাবহার করা হয়।
1. Node JS নোড জেএস
2. React JS রিয়াক্ট জেএস
3. Vue Js ভ্যু জেএস
4. Angular JS এঙ্গুলার জেএস
5. Meteor JS মেটেরর জেএস
6. Ember JS এম্বার জেএস
7. React Native রিয়াক্ট ন্যাটিভ
8. Babel JS ব্যাবেল জেএস
9. Webpack ওয়েবপ্যাক
10. Express Js এক্সপ্রেস জেএস
ভিজুয়াল স্টুডিও কোড কী জিনিস? What is visual studio code? Best Code Editor in the World
হেলো, আসসালামু আলাইকুম। আমরা যারা কোডিং শখছি তারা সবাই জানি যে কোড গুলো লিখার জন্য একটি কোড এডিটর প্রয়োজন হয়। অনলাইন ঘাতলে শত শত কোড ইডিটর দেখা যাবে, যার যেটা পছন্দ ব্যাবহার করে।
আজকে আমি এরকম একটা কোড এডিটরের কথা বলবো যা দিয়ে আপনি আপনার কোডিং এক্সপ্রিয়েন্স আরো ইম্প্রুভ করতে পারবেন। এছাড়াও দ্রুত কোডিং, কডের ২টা মত লেটার টাইপ করলে অই রিলেটেড সকল মেথোড ও স্টেটমেন্ট সামনে আসবে এবং এতে করে আপনি খুব দ্রুত কোডিং করতে পারবেন। আর এই কোড এডিটরের নাম হচ্ছে VS Code Editor বা Visual Studio Code.
What is visual studio code?
Why use vs code?
How to install vs code?
Sunday, March 27, 2022
কম্পিউটার বিষয় নিয়ে কেন ডিপ্লমা করবেন ?
কম্পিউটার সাইন্স কোর্স
- প্রথমোত নতুন কিছু কররার মনব্লতা।
- প্রগ্রামিং করার ধর্য্য।
- গনিতের প্রতি বিষেশ ধারণা (যেমন Calulus, Matrix, Number theory, Geometry & Vactor analysis ইত্যাদি
Saturday, March 26, 2022
কম্পিউটারের জনক কে?
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে সর্বপ্রথম এ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নক্সা তৈরি করেন। চার্লস ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারনা ছিল। এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তার পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট, স্মৃতি, নিয়ন্ত্রণ ইউনিট এবং ইনপুট/আউটপুট অন্তরভূক্ত ছিল।
বর্তমান আমরা যে কম্পিউটার সাথে পরিচিত তা একদিনে এ অবস্থায় এসে পৌছায়নি। বহু সাধনা ও শ্রমের বিনিময়ে আজকের কম্পিউটারের আবির্ভান।
আরো পড়ুনঃ
What is HDD? কম্পিউটার হার্ড ডিস্ক
হার্ড ড্রাইভ ডিস্ক বা HDD অথবা হার্ড ডিস্ক। শক্ত অনমনীয় মেটালিক ম্যাগনাটিক ডিস্ককে হার্ড ডিস্ক বলা হয়। হার্ড ডিস্ক কতগুলো ট্রাক এবং ট্রাকগুলো কয়েকটি সেক্টরের সমম্বয়ে গঠিত। ডিস্কের উভয় পৃষ্ঠায় ডেটা রিড/রাইট করা সম্ভব। একটি অক্ষদন্ডের সাহায্যে কতগুলো মেটাল এক সঙ্গে যুক্ত করা হয়। ডিস্কের কেন্দ্রের ট্রাকের দৈর্ঘ্য বাইরের ট্রাকের দৈর্ঘের তুলনায় বেশি হলেও প্রতি ট্রাকে সমান সংখ্যক বিট থাকে। হার্ড ডিস্ক ড্রাইভের সাহায্যে হার্ড ডিস্ক তথ্য রিড / রাইট করা হয়। এক্ষেত্রে ডিস্কের প্রতিটি পৃষ্ঠের একটি হিসাবে কয়েকটি রিড / রাইট হেড থাকে। কিন্তু ডিস্কের একদম উপরের ও নীচের।
পৃষ্ঠার জন্য কোন হেড থাকে না। তীব্রবেগের ঘুরিয়ে ডিস্কে তথ্য রিড / রাইট করা হয়। সম্পুর্ন হার্ডডিস্ক বায়ুশুন্য বাক্সে সিল (Seal) করে সিস্টেম ইউনিটে স্থায়ীভাবে সংযুক্ত করা থাকে। হার্ড ডিস্ককে ইনপুট, আউটপুট এবং গৌণ সৃতি হিসাবে ব্যাবহার করা হয়। বর্তমানে 1 TB ধারন ক্ষমতা সম্পন্ন বা এর বেশি ধারন ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্ক বাজারে পাওয়া যাচ্ছে।
পুর্বে ব্যাবহৃত Hard Disk এর স্থলে বর্তমানে SATA হার্ডডিস্ক ব্যাবহৃত হচ্ছে। SATA Harddisk এর Special Feature.
- SATA interface cable
- Special power cable
- Serial Data Host adapter
আরো পড়ুনঃ
Friday, March 25, 2022
How to Generate RSS Feed কিভাবে আরএসএস ফিড তৈরি করবেন?
১. প্রথম ধাপ
২. প্রথম ধাপ
৩. তৃতীয় ধাপ
Thursday, March 24, 2022
হোস্টিং কী? What is hosting?
হোস্টিং কী? হোস্টিং কেন প্রয়োজন? হোস্টিং কি কাজে লাগ? আজকে এই সকল প্রশ্নের উত্তর এই আর্টিকেলে পেয়ে যাবেন। আমি আজকে হোস্টিং বিষয় সকল কিছু আপনাদের মাঝে শেয়ার করবো।
হোস্টিং কি? এটা জানার পুর্বে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে ওয়েবসাইট কী? ও ডোমেইন কি? যারা ওয়েবসাইট কী? ও ডোমেইন কি এই বিষয় জানতে ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইটে ডোমেইন বা ওয়েবসাইট লিখে সার্স করলেই এই সংক্রান্ত আর্টিকেল পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল কথায় আসি।
হোস্টিং কী?
হোস্টিং হচ্ছে একধরনের স্টোরেজ যা অনলাইন ভিত্তিক সকল প্লাটফোর্মে ব্যাবহার করা লাগে। যেমন যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন তারা এটাও জানেন যে ডোমেইন ও হোস্টিং একটি ওয়েবসাইট বানাতে সর্বপ্রথম প্রয়োজন। এটা আমরা প্রায় সকলেই জানি কিন্তু আমরা এটা জানিনা হোস্টিংটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে? কোন একটি ওয়েবসাইট আমরা যখন বানাতে যাই অভিয়াসলি তার মধ্যে অনেক ফাইল ও ফটো রাখতে হয়। যেমন বিভিন্ন স্ক্রিপ্ট, ফাইল, ফটো, ভিডিও এবং অন্যান্য যে কোন MB/KB ভিত্তিক কোন না কোন ডাটা থাকে, যা স্বাধারনত একটি ওয়েবসাইট বানানোর সময় আমরা আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারে রাখি। আপনিকি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে এই ফাইল গুলো ওয়েবসাইটের ঠিক কোন স্থানে রাখা হয়? জ্বী হ্যা এই সকল ডাটা হোস্টিং এর মধ্যে সংরক্ষন করা হয়।
হোস্টীং মূলত কম্পিউটার হার্ড-ডিস্কট এর মত, তবে এটা অনলাইনে থাকে এবং দিন ২৪ ঘন্টা ও সপ্তাহের ৭ দিন অন থাকে। এটা কোন ভাবেই বন্ধ করা হয়না। অর্থাৎ এই স্টোরেজ গুলো যেই যায়গা থেকে সার্ফ করা হয় তাদের কম্পিউটার গুলো এতটাই সক্তিশালী যা ২৪ ঘন্টা চালু থাকে। আর এইসব কম্পিউটার গুলোকে সুপার কম্পিউটার বলা হয়ে থাকে।
সুপার কম্পিউটার কোথায় রাখা হয়?
হোস্টিং কত প্রকার?
- Shared Hosting
- VPS (Virtual Private Server) Hosting
- Dedicated Hosting
- Cloud Hosting
Sunday, March 20, 2022
ডোমেইন কেন প্রয়োজন? ডোমেইন কি কাজে ব্যাবহার হয়
আপনি যদি একটি ওয়েবসাইট বানানোর কথা ভেবে থাকেন তাহলে আপনার সর্বপ্রথম প্রয়োজন একটি ডোমেইন। যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে বা বানিয়ে দেয় তাদের সাথে আপনি যখন কমিউনিকেশন করবেন তখন অবশ্যই শুনে থাকবেন ডোমেইন হোস্টিং কে দিবে? বা ডোমেইন নাম বলুন ও হোস্টিং কত জিবি?
মূলত আজকের এই পোস্টে আমি ডোমেইন বিষয় বিত্যান্ত আলোচনা করবো। আমার এই আর্টিকেলটি পুরোটা পরলে ডোমেইন কি? কেন প্রয়োজন? কি কাজে কখন ব্যাবহার হয়? ডোমেইন কত প্রকার? এইসকল কিছু আজকে জানতে পারবেন।
ডোমেইন কী?
ডোমেইন গঠন
ডোমেইন এক্সটেনশন
ডোমেইন নেইম কত প্রকার?
- .Gov (Government)
- .Info (Information)
- .Edu (Education)
- .biz (Business)
- .Bd (Bangladesh)
- .in (India)
- .Cn (China)
- .us (United State)
- .uk (United Kingdom)
আরো পড়ুন
Friday, March 18, 2022
বাংলাদেশে ই-কমার্সের যাত্রা
বিগত কয়েকবছর ধরে বাংলাদেশে ই-কমার্স গ্রথ দেখলেও বাংলাদেশে ই-কমার্স প্রতিষ্ঠান এখনো ইনিসিয়াল পর্যায় রয়েছে। বাংলাদেশের মোট জনসংখ্যার ৪% অনলাইনে কেনাকাটা করে এবং সবাই ফিজিক্যালি বাজার বা কোন শোপং মোল থেকে ক্রয় করে। ফলে দেশের ই-কমার্স বিজনেস গুলো এখনো অতো জনপ্রিয় হয়ে উঠেনি।
তবে করোনা (Covid-19) চলা কালীন যখন বাজার ও অন্যান্য শোপিং মোল কেনাকাটার জন্য বন্ধ ছিলো তখন ই-কমার্স ব্যাবসা গুলো বেশ ভালো এট্রাকশন পেয়েছিলো।
আজকের এই পোস্টে বাংলাদেশের ই-কমার্স সেক্টরের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সকল তথ্য শেয়ার করবো।
বাংলাদেশ ই-কমার্স যাত্রা
১৯৯৯ সালে হ্যান্ডি ক্রাফট, সিল্ক, চা ও চামড়া জাতীয়পণ্য রপ্তানির লক্ষ্যে মুন্সিজি টেকনলোজি লিমিটেড একটি ই-কমার্স ওয়েবাসাইট লঞ্চ করে। যেটি সবাই ধারনা করেন বাংলাদেশের প্রথম ওয়েবাসাইট। পরবর্তীতে ২০০৫ সালের এপ্রিল মাসে Clickbd.com নামে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান তৈরি হয়। প্রথম দিকে এই ওয়েবাসাইটে বাংলাদেশের ইউজার পণ্য বেচাকেনা করতে পারতো। পরবর্তীতে প্লাটফর্মটি মার্কেটপ্লেসের পাশা পাশি অনলাইন স্টোর লঞ্চ করে।
RAM র্যাম কী জিনিস?
র্যাম হচ্ছে কম্পিউটার কর্ম এলাকা। মাইক্রোপ্রসেসর প্রাথমিকভাবে র্যাম এলাকায় প্রয়োজনীয় তথ্য জমা করে। র্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে। র্যামে ইলেক্ট্রনিক পদ্ধতিতে তথ্য জমা থাকে বলে র্যামের সব তথ্য অস্থায়ীভাবে থাকে। এ জন্য র্যামকে কম্পিউটারের অস্থায়ী Temporary সৃতি বলা হয়।
কম্পিউটারের সুইচ বন্ধ করলে বা কোন কারণে বিদ্যুৎ চলে গেলে র্যামের সব তথ্যই অপসৃত হয়ে যায় বা হারিয়ে যায়। কাজেই কম্পিউটার কাজ করার সময় কিছুক্ষন পরপর সংসক্ষন (Save ) করতে হয় যে কোন ফাইল।
কম্পিউটার কাজ করার জন্য যখন কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম (Application ) চালু করা হয়, তখন মাইক্রোপ্রসেসর অ্যাপ্লিকেশন একটি কপি ডিস্ক থেকে র্যামে নিয়ে আসে। এরপর অ্যাপ্লিকেশন দিয়ে যখন কোন কাজ করা হয় তখন এ কাজও অস্থায়ীভাবে র্যামে জমা হতে থাকে। র্যামের ধারনা ক্ষমতা বেশি হলে উন্নততর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দিয়ে কাজ করা যায় এবং কাজের গতি দক্ষতা বৃদ্ধি পায়।
আরো পড়ুনঃ
Wednesday, March 16, 2022
ইন্ডিয়ান শীর্ষ টেক সিইও Indian Tech CEO
টেকওয়ার্ল্ডে যে হারে ভারতীয় বংসগত সিইও বেড়ে চলেছে, তা ভারতীয়র জন্য একটি গর্ভের বিষয়। বিশ্যব্যাপি ইমিগ্রেন্ড দ্বারা টেক কোম্পানি প্রতিষ্ঠাতার মধ্যে ভারতে জন্ম গ্রহণকারী টেক এক্সপার্টরা একটি উল্লেখ যোগ্য যায়গা দখল করে আছে। বিশেষ করে এমেরিকার কথা বললে? দেশটির মোট জনসংখ্যার ১% ও সিলকন ভ্যালির ৬% মানুষ ভারতীয়। ভারতে বেশ কিছু টেক ইন্সটিটিউট রয়েছে যেখান থেকে হাজার হাজার টেক-এক্সপার্ট গ্রাজুয়েট কম্পলিট করছে। যাদের মধ্যে অনেকেই ভবিশ্যত প্রটেনশিয়াল সেইও (CEO)।
গ্লোবাল টেক ইন্ডাস্ট্রিতে ভারতীয়দের এমন সফলতা ভারতীয়দের ক্যারিয়ার হিসেবে টেককে বেছে নিতে বাধ্য করছে।
আজকের এই আর্টিকেলে আমি এরকম কিছু ভারতীয় সিইওদের কথা বলবো! যারা টেক ইন্ডাস্ট্রিতে অনেক আবদান রেখেছে।
1. Sundor Picchai
গ্লোবাল টেক জায়েন্ট গুগল ও গুগলের পেরেন্ট কোম্পানি আলফাবেট কোম্পানির সিইও সুন্দর পিচ্চাই! বর্তমানে টেক ইন্ডাস্ট্রির অন্যতম ইনফ্লুয়েন্স ব্যাক্তি। সুন্দর পিচ্চাইয়ের জন্ম ও বেড়ে উঠা ভারতে।
2. Satya Nadella
3. Arvind Krishna
4. Shantanu Narayen
5. Parag Agrawal
Top 10 Ecommerce Website in Bangladesh
দিন যত যাচ্ছে বাংলাদেশ ততই উন্নত হচ্ছে। এবং ডিজিটাল বাংলাদেশের লখ্যে দেশ এগিয়ে চলছে, সেই দ্বারাবাহিকতায় মানুষ দিন দিন আপডেট হচ্ছে ও প্রযুক্তির ব্যাবহার শুরু করেছে। তার মধ্যে একটি হচ্ছে অনলাইনে কেনাকাটা। বাংলাদেশ বর্তমান ই-কমার্সের দিক দিয়ে অনেক এগিয়ে। বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান আছে যারা অনলাইন কেনাকাটার সুবিধা দিয়ে থাকে, তার মধ্যে আজকে আমি বিস্বস্ত কিছু প্রতিষ্ঠানের নাম বলবো যারা দেশ ব্যাপি সকল যায়গায় প্রোডাক্ট হোম ডেলিভারিতে দিয়ে থাকে। সুধু তাইনা আমি যেই ওয়েবসাইট গুলো আপনাদের মাঝে শেয়ার করবো তা থেকে আপনি সুই থেকে শুরু করে প্রায় সকল প্রয়োজনীয় পন্য পাবেন যা হয়ত মার্কেটে এভাইলেবেল না। এমনকি বই খাতা কলম, প্রতিদিনের বাজার ও রেডিমেট খাবারসহ সকল দ্রব্যাদী পেয়ে যাবেন এই ওয়েবসাইট গুলোতে।
বিঃদ্রঃ কিছু বিদেশি ওয়েবসাইটের কথাও বলবো যারা বাংলাদেশেও সার্ভিস দিইয়ে থাকে।
Top 10 Ecommerce Website in Bangladesh
- Daraz
- AjkerDeal
- FoodPanda
- ClickBD
- Pathao
- Bikroy.com
- BagDoom
- pickaboo
- Rokomari
- Chaldal
1. Daraz
2. AjkerDeal
3. FoodPanda
Tuesday, March 15, 2022
পেমেন্ট গেটওয়ে কি? ওয়েবায়াইট পেমেন্ট গেটওয়ে What is payment gateway?
হেলো, সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। আজকের এই আর্টিকেলে পেমেন্ট গেটওয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রথমেই জানবো পেমেন্ট গেটওয়ে কি?
What is payment gateway?
Payment Gateway বা পেমেন্ট গেটওয়ে হচ্ছে একধরনের ফিনানশিয়ালি সার্ভিস যা কোন সফটওয়্যারের মাধ্যমে প্রোভাইড করা হয়। বিভিন্ন কোম্পানি তাদের কাস্টমার বা ক্লায়েন্ট থেকে ডিজিটালি পেমেন্ট নিয়ে থাকে। মূলত অনলাইনে এই পেমেন্ট রিসিভ করার জন্যই পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করা হয়। আপনি আপনার কাস্টমার থেকে খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে!
দেশি বিদেশি অনেক পেমেন্ট গেটওয়ে কোম্পানি রয়েছে। যেই কোম্পানি থেকে আপনি পেমেন্ট গেটওয়ে সার্ভিয়া ক্রয় করবেন, তারা আপনাকে একটি সফটওয়্যারের এক্সেস দিবে। সেই সফটওয়্যারটিকে আপনি আপনার সফটওয়্যারের সাথে কানেক্টেড করবেন। হতে পারে সেটা ওয়েবায়াইট, এন্ড্রয়েড অ্যাপ্স বা আইওএস। সাক্সেসফুল্লি কানেক্ট হবার পর, আপনার কাস্টমার আপনার সার্ভিস ক্রয়ের সময় আপনার ওয়েবাসাইট বা অ্যাপ্সেই পেমেন্ট করতে পারবে। তারা তাদের বিকাশ, মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেপাল ও ব্যাংক ট্রান্সফার যে কোন ভাবে পেমেন্ট করতে পারবে।
পেমেন্ট গেটওয়ে সিস্টেম কিভাবে কাজ করে❓এরকম প্রশ্ন যদি মাথায় এসে থাকে তাহলে নিচের ছবিতে দেওয়া চক্রটা লক্ষ করুন।
পেমেন্ট গেটওয়ে কাদের কাছ থেকে নিবো?
পৃথিবীতে ইন্টারন্যাশনাল ভাবে কিছু পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে যাদের লিস্ট আমি নিচে দিচ্ছি।
- Paypal
- Stripe
- 2Checkout
- SSLCommerz
Saturday, March 12, 2022
How to install xampp and WordPress
ওয়ার্ডপ্রেস একটি CMS (Content Management System) সফটওয়্যার আ মূলত তৈরি করা হয়েছিল ব্লগ আর্টিকেল শেয়ারের জন্য। তবে ওয়ার্ডপ্রেস কডিং ছাড়া হওয়ায় ও এত এত থিম, প্লাগিন হোয়াতে বর্তমানে সময়ে প্রায় ৫২% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এর জন্য ছোট বা বড় সবাই ওয়ার্ডপ্রেস বেছে নিচ্ছে ও অনেকেই নিজের পেশা হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিয়েছে। নিশ্চয় আপনিও ওয়ার্ডপ্রেস শিখতে চান? তাইত আপনি এই আর্টিকেল পর্যন্ত এসেছেন। আজকের এই আর্টিকেলে ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল করে তা শেয়ার করবো।
ওয়ার্ডপ্রেস লোকালহোস্টে রান করানো
- Download Xampp - ক্সাম্প সার্ভার ডাউনলোড করতে গুগলে যান এবং লিখে সার্স করুন "Xampp Download"
- ডাউনলোড সম্পন্ন হলে সফটওয়্যারটি ইন্সটল করুন।
- এর পর Apache and Mysql এই ২টা Start করুন।
Friday, March 11, 2022
ওয়েব ডিজাইনারের দরকারি কিছু ওয়েবসাইট Must useful website for web designer
একজন ওয়েব ডিজানার হিসাবে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডেমো অথবা লাইভ ওয়েবসাইট থেকে ইন্সপেক্ট কররে ছবি ডাউনলোড করতে হয়। যা খুবি সময় সাপেক্ষ ও বিরক্তিকর! কিন্তু আপনি চাইলেই খুব সহজেই অনলাইন থেকে ফ্রী সব ছবি একবারে ডাউনলোড করে নিতে পারেন।
এমনি বিভিন্ন কাজকে সহজে ও খুব কম সময়ে সম্পন্ন করার ৭টি দারুন ওয়েবসাইট আপনাদের সাথে আজকের এই পোস্টে শেয়ার করবো। আশা করি সবাই উপকৃত হবেন বিশেষ করে যারা নতুন ওয়েব ডিজাইন শুরু করেছেন।
বিঃদ্রঃ সবুগুলো ওয়েবসাইট ফ্রী ব্যাবহার যোগ্য।
- যেকোন ছবি ডাউনলোড এক ক্লিকেই। ওয়েবসাইট নাম Unsplash
লিংকঃ https://unsplash.com/ - পোস্টার, ব্যানার, কভার ফটোসহ ফাইবার গিগের ছবি বা ডিজাইনের জন্য Canva.
লিংকঃ https://www.canva.com/ - কোন ওয়েবসাইটের ছবি যদি কোথায় না পেয়ে থাকেন সরাসরি অই ওয়েবসাইটের ছবি ডাউনলোড দিতে পারেন সেই ক্ষেত্রে Toolsbug Website Best.
লিংকঃ https://www.toolsbug.com/images-downloader-online.php - কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করবে? বা কালার কোড কপি করার জন্য এই সাইটটি দারুন।
লিংকঃ https://coolors.co/palettes/trending - বক্স শেডো বানিয়ে নেন নিমিষেই।
লিংকঃ https://html-css-js.com/css/generator/box-shadow/ - নিমিষেই ছবির ব্যাকগ্রান্ডন রিমুভ করুন, RemoveBG লিংকঃ https://www.remove.bg/upload
- বিভিন্ন আইকনের জন্য pngitem
লিংকঃ https://www.pngitem.com/
Wednesday, March 9, 2022
5G Network in Bangladesh পঞ্চম জেনেরেশন নেটওয়ার্ক
বিশ্বের অন্যান্য ব্রান্ড টেকনলোজির মত মোবাইল টেকনোলজিও প্রতিনিয়তী আপডেট হচ্ছে। আর এই আপডেটের অংশ হিসেবেই 5G বা Fifth Generation 5G Data নেটওয়ার্কে রেভুলিউশন্স নিয়ে আসছে।
একটি স্টান্ডার্ড 4G Connectivity সর্বোচ্চ 100Mbps অফার করতে পারে যেখানে 5G Data Connectivity 10Gbps পর্যন্ত পৌছাতে সক্ষম, যা 4G থেকে প্রায় ১০০ গুন ফাস্টার!
এর পাশাপাশি 4G নেটওয়ার্কের একটি কমান্ডের রেস্পন্স টাইম যেখানে ০.০৫০ মিলি সেকেন্ড সেখানে 5G ০.০০১ মিলি সেকেন্ডের কম সময়ে কমান্ড দিতে সক্ষম।
South Koriya থেকে শুরু করে- China, Japan, USA, UK, Suiger Land & Philippines এর মত দেশগুলো এখন 5G নেটওয়ার্ক ব্যাবহার করছে। এর পাশাপাশি ভারত এবং অস্ট্রলিয়ার মত বেশ কয়েকটি দেশ 5G Network তৈরির কাজ করছে।
সম্প্রতি ২০২১ সালের ১২ই ডিসেম্বর BTRC ঢাকার রেভিয়েন্স ব্লু হটেলে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর, টেলিটকের সাথে কলাব্রেশনে বাংলাদেশে 5G নেটওয়ার্কের ইনিশিয়াল লঞ্চ করে।
Tuesday, March 8, 2022
ওয়ালটনের ইতিহাস Walton History
মূলকথা
ওয়ালটন বাংলাদেশের অন্যতম ইলেক্টরনিক্স নির্মাতা ব্রান্ড। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্স সামগ্রি যেমন- ফ্রিজ, টিভি, এসি থেকে শুরু করে ফ্যান, লাইট, অটোমেটিক চুলা এবং কিচেন গেজেডে সব কিছুই রয়েছে ওয়ালটনের। নিজস্ব কারখানায় উৎপাদিত এইসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের টোটাল রেফ্রিজারেটরের মার্কেটের প্রায় ৭৫% এর বেশি মার্কেট শেয়ার রয়েছে ওয়ালটনের দখলে।
২০২০ সালে ঢাকা এবং চট্টগ্রাম স্টোক এক্সচেঞ্জের লিস্টে ওয়ালটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্টোক মার্কেটে যাত্রা শুরু করে। এরপরই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্টোক মার্কেটেড লিস্টেড কোম্পানির মধ্যে শির্ষ মূল ধনি প্রতিষ্ঠান হয়ে উঠে।
ওয়ালটন তাদের প্রোডাক্ট কুয়ালিটি, ডিজাইন এবং এফর্ডাবল প্রাইসের মাধ্যমে বাংলাদেশ এবং দেশের বাহিরেও নিজেদের কাস্টমার বেইস তৈরি করে নিতে সক্ষম হয়েছে। বর্তমানে বিশ্বের ৪০+ টি দেশে ওয়ালটনের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে এবং ৩০ হাজারের ও বেশি কর্মী কাজ করছে প্রতিষ্ঠানটিতে।
ইতিহাস
আইকন একাডেমি কোচিং মুকুল স্যার
জীবননগরের ঐতিহ্যবাহী ও সাফল্যের শীর্ষে ১৫ বছর আইকন একাডেমি কোচিং।
আইকন একাডেমি কোচিং এ ৫ম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত পড়ানো হয়। এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য ও বি.এম শাখায় ইংরেজী, তথ্য প্রযুক্তি সহ সকল বিষয়ে সৃজনশীল পদ্বতিতে পাঠদান করানো হয়। এ ছাড়াও এখানে রয়েছে আরো অনেক সুবিধা।
শাখা সমূহ
- জীবননগর প্রধান শাখা {টি এন্ড টি রোড - জীবননগর কাজীপাড়া ৬নং ওয়ার্ড}
- হাসাদাহ শাখা {হাসাদাহ বাজার - পুরাতন শিশু কুঞ্জ স্কুল}
- গুড়দাহ শাখা {গুরদাহ হাইস্কুলের পূর্বে পার্শে - গুরদাহ}
কোচিং-এর বৈশিষ্ট্য সমুহঃ
- প্রতিদিন ছাত্র/ছাত্রীর যত্ন সহকারে পাঠদানের ব্যাবস্থা।
- লেকচার সীট ও হ্যান্ডনোট প্রদান।
- প্রত্যেক বিষয়ের উপর সাপ্তাহীক ও মাসিক পরিক্ষা গ্রহণ।
- দুর্বল ছাত্র/ছাত্রীদের অতিরিক্ত ক্লাস ও পরিক্ষা গ্রহণ।
- আভিভাবকদের সাথে নিয়মীত যোগাযোগ ও তাদের মতামতের মুল্যায়ন।
- অভিজ্ঞ শিক্ষক মন্ডলি দ্বারা পাঠদান।
- সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান।