Monday, April 24, 2023

What is Artificial Intelligence

What is Artificial Intelligence

Artificial intelligence (AI) is intelligence demonstrated by machines, as opposed to the natural intelligence displayed by humans and animals. Leading AI textbooks define the field as the study of "intelligent agents": any device that perceives its environment and takes actions that maximize its chance of successfully achieving its goals. Colloquially, the term "artificial intelligence" is often used to describe machines (or computers) that mimic "cognitive" functions that humans associate with other human minds, such as "learning" and "problem solving".

AI research has been highly successful in developing effective techniques for solving a wide range of problems, from game playing to medical diagnosis. One of the most active areas of AI research is natural language processing (NLP), which is concerned with the interaction between computers and human (natural) languages.

Another major area of AI research is computer vision, which is concerned with the ability of computers to "see" and interpret the visual world. Computer vision has been used in a wide variety of applications, including self-driving cars, facial recognition, and medical image analysis.

AI research has also been successful in developing effective techniques for machine learning, which is the ability of computers to learn without being explicitly programmed. Machine learning has been used in a wide variety of applications, including spam filtering, fraud detection, and product recommendation.

Despite its successes, AI research has also faced a number of challenges. One of the biggest challenges is the "AI alignment problem", which is the problem of ensuring that AI systems behave in a way that is beneficial to humans. Another challenge is the "AI control problem", which is the problem of ensuring that AI systems can be controlled by humans.

Despite these challenges, AI research is a rapidly growing field with the potential to revolutionize many aspects of our lives. As AI research continues to progress, it is important to consider the potential benefits and risks of AI, and to develop policies that ensure that AI is used for good.

Here are some of the potential benefits of AI:

  • AI can help us to solve some of the world's most pressing problems, such as climate change, poverty, and disease.
  • AI can make our lives easier and more convenient. For example, AI-powered assistants can help us with tasks such as scheduling appointments, making travel arrangements, and shopping for groceries.
  • AI can help us to learn and grow. For example, AI-powered tutors can help us to learn new skills, and AI-powered tools can help us to analyze data and make better decisions.

Here are some of the potential risks of AI:

  • AI could be used to create autonomous weapons that could kill without human intervention.
  • AI could be used to create surveillance systems that could track our every move.
  • AI could be used to create systems that could discriminate against certain groups of people.

It is important to be aware of the potential benefits and risks of AI so that we can develop policies that ensure that AI is used for good. Some of the policies that we could consider include:

  • Developing international agreements that ban the development of autonomous weapons.
  • Creating regulations that govern the use of AI-powered surveillance systems.
  • Promoting diversity and inclusion in the development of AI systems.

The future of AI is uncertain, but it has the potential to revolutionize many aspects of our lives. It is important to be aware of the potential benefits and risks of AI so that we can develop policies that ensure that AI is used for good.

Larry Page or Google History

Larry Page or Google History

Larry Page is an American computer scientist and Internet entrepreneur. He is best known as co-founder of Google with Sergey Brin.

Page was born in East Lansing, Michigan, on March 26, 1973. He attended East Lansing High School, where he was a National Merit Scholar and a member of the debate team. He received a bachelor's degree in computer engineering from the University of Michigan in 1995.

After graduating from the University of Michigan, Page went on to Stanford University, where he earned a master's degree in computer science in 1997. While at Stanford, Page and Brin developed a search algorithm that ranked websites based on their popularity. They called their algorithm "BackRub" and used it to create a new search engine called "Google."

Google was officially launched in 1998. The company quickly grew in popularity, and by 2004 it had become the most popular search engine in the world. In 2004, Page was named CEO of Google. He served in this role until 2015, when he stepped down to become CEO of Alphabet Inc., Google's parent company.

Page is a visionary leader who has helped to shape the future of the Internet. He is also a strong advocate for open source software and innovation. In 2011, he was named one of Time magazine's 100 most influential people in the world.

Here is a brief history of Google:

  • 1996: Larry Page and Sergey Brin develop the BackRub search algorithm while students at Stanford University.
  • 1998: Google is founded in Menlo Park, California.
  • 1999: Google launches its first advertising program, AdWords.
  • 2004: Google goes public.
  • 2005: Google acquires YouTube.
  • 2007: Google launches the Android mobile operating system.
  • 2010: Google launches the Chrome web browser.
  • 2012: Google acquires Motorola Mobility.
  • 2015: Google reorganizes its structure and creates Alphabet Inc. as its parent company.
  • 2016: Google launches the Pixel smartphone.
  • 2017: Google launches the Google Home smart speaker.
  • 2018: Google launches the Google Stadia cloud gaming service.
  • 2019: Google launches the Pixel 4 smartphone.

Google has had a major impact on the way we use the Internet. The company's search engine is the most popular in the world, and its other products and services, such as Gmail, Google Maps, and YouTube, are used by billions of people around the globe. Google is constantly innovating and expanding its offerings, and it remains one of the most influential companies in the world.

Sunday, April 23, 2023

ভালো উন্নত বীজ নির্বাচন

ভালো উন্নত বীজ নির্বাচন

বীজ একটি মৌলিক কৃষি উপকরণ। বীজের মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তার ঘটে। উদ্ভিদ বিজ্ঞান অনুযায়ী পরিপক্ব নিশিক্ত ডিম্বককে (Mature Fertilized Ovule) বীজ বলে। আমরা জানি উদ্ভিদের অনান্য অঙ্গ ব্যবহার করেও বংশ বিস্তার সম্ভব। কৃষিতত্ত্ব এগুলোকেও বীজ হিসেবে স্বীকৃতি দেয়। কৃষিবিদগণ কৃষিতাত্ত্বিক বীজ বলেন আর নিষিক্ত পরিপক্ব ডিম্বাককে বলা হয় সত্যিকার বীজ (True Seed) বা যৌন বীজ (Sexual Seed)। বীজের মাধ্যমে উদ্ভিদের অঙ্গ ব্যবহার করা হল্প তার গুণাগুন পরবর্তী বংশধরে প্রকাশ ঘটতে পারে। অপর দিকে যৌনে বীজে মাতা ও পিতা উভয়ের গুণের একটি যৌক্তিক মিশ্রণ নিয়মানুসারে ঘটে। এ ক্ষেত্রে অসুবিধা এই যে আত্মা-নিষিক্ত (Self fertilized) না হলে, মা গাছের সকল গুণাগুণ পরবর্তী প্রজন্মে নাও পাওয়া যেতে পারে। তবে এই পদ্ধতি ব্যবহার করে দুইটি আলাদা জাতের (একই ফসলের) মধ্যে সংকরায়ন (Hybridization) ঘটিয়ে তৃতীয় জাত তৈরি করা যায় যাতে মাতার কিছু এবং পিতার কিছু ভালো গুণের সমাহার ঘটতে পারে। এইভাবে বীজের বংশগতিগত (Genetic) উন্নয়ন সম্ভব, যাকে বলা হয় সংকরায়ন।

কৃষক চাষাবাদের জন্য উন্নত গুণাগুণসম্পন্ন উচ্চ ফলনশীল জাতের উন্নত বীজ ব্যবহার করে লাভবান হতে চায়। কৃষি গবেষণা সংস্থাগুলো বীজ উন্নয়নের কাজ করে, বীজ প্রত্যয়ন কর্তৃপক্ষ উন্নতজাতের বীজের চূড়ান্ত অনুমোদন দেয় এবং বি.এ.ডি.সি (BADC)-এর মতো রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন কর্পোরেশন বিভিন্ন স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে কৃষকদের উন্নত বীজ সরবরাহ করে। চলতি কোনো ফসলের জাতের প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু কাঙ্ক্ষিত গুণের ভিত্তিতে ক্রমাগত বাছাই প্রক্রিয়ার মাধ্যমেও বীজের উন্নতি বা জাতের উন্নতি ঘটানো যেতে পারে। এই পদ্ধতিতে উন্নয়নকে বলা হয় চয়ন-প্রজনন (Selection Breeding)। পর্যবেক্ষণ ও বাছাই এখানে মূল কৌশল। সংকরায়ণের পরও বেশ কয়েক প্রজন্ম (Generation) পর্যবেক্ষণ ও বাছাই করা হয়।

চাষি পর্যায়ে উন্নত বীজ নির্বাচনের আগে আরও কিছু বিষয় বিবেচনায় নিতে হয় । যেমন-

  • চাষির কৃষি পরিবেশ অঞ্চলের জন্য ফসলের কোন কোন জাত উপযুক্ত।
  • ঐ জাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কম সময়ে ফলন দেয়।
  • ঐ জাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি ফলন দিতে পারে ।
  • কোন জাতটির রোগ-বালাই প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি ।
  • কোন জাতটির মাঠ পরিচর্যা সহজতর।

যদিও উচ্চ ফলনশীলতা উন্নত জাতের একটি বিশেষ গুণ। কিন্তু উন্নত জাতের বীজ হলেই উচ্চ ফলন পাওয়া নিশ্চিত হয় না, চাষির প্রয়োজন উন্নত জাতের ভালো বীজ। ভালো বীজের আরও কিছু ভালো গুণ থাকা প্রয়োজন যেমন-
  1. মিশ্রণহীন বীজ
  2. অন্তত ৮০% অঙ্কুরোদগম ক্ষমতা সম্পন্ন
  3. চারার উচ্চমানের সতেজতা
  4. পরিচ্ছন্নতা
  5. সুস্থ বীজ (রোগজীবাণুর দূষণ ও সংক্রমণমুক্ততা)
সহজাতের ও বিশ্বাসযোগ্য পরীক্ষার মাধ্যমে বীজের উল্লিখিত গুণগুলো আছে কি না তা নির্ধারণ করা যায়। এই গুণগুলোর ঘাটতি থাকলেও যে কোনো বীজও উচ্চ ফলন দিতে ব্যর্থ হয়। তাই উন্নত ভালো বীজ নির্বাচন উচ্চ ফলন পাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত। বীজের অঙ্কুরোদগম এবং চারার সতেজতা পরিক্ষা:

উপরের চিত্রের ব্লটার পরীক্ষা এবং পেপার টাওয়েল পরীক্ষার মাধ্যমে বীজের অঙ্কুরোদগম এবং চারার সতেজতা নির্ণয় করা যায়। ব্লটার পরীক্ষায় একটি পেট্রিডিসের মধ্যে ব্লটিং পেপার বিছিয়ে পানি দিয়ে বীজ স্থাপন করে উপযুক্ত পরিবেশে রেখে বীজের অঙ্কুরোদগম পরীক্ষা করা হয়। একই ভাবে একটি ট্রের মধ্যে কয়েক স্তর নিউজ পেপার বিছিয়ে পানি দিয়ে ভিজিয়ে বীজ স্থাপন করে অঙ্কুরোদগম ঘটানো হয়। কয়েকদিন রেখে চারাগুলোর বৃদ্ধি পরীক্ষা করে বীজের তেজ বা চারার সতেজতা নির্ণয় করা যায়। অঙ্কুরোদগম ক্ষমতা এবং চারার সতেজতা শতকরা হারে নির্ণয় করা যায়।

Wednesday, April 5, 2023

এক্সএমএল কি? What is XML

এক্সএমএল কি? What is XML

XML (এক্সএমএল) এর অর্থ হল eXtensive Markup Language. এটা এইচটিএমএল এর মত একটা মার্কআপ ল্যাংগুয়েজ তবে কাজ ভিন্ন। এইচটিএমএল এর মত এখানেও এলিমেন্ট আছে, এট্রিবিউট আছে এগুলি ব্যবহার করে একটা এক্সএমএল ডকুমেন্ট তৈরী করা হয়। তবে এইচটিএমএল এ এলিমেন্ট/ট্যাগ নির্দিষ্ট করা (যেমন body, h1, p ইত্যাদি) আর এক্সএমএল (xml) এ নিজের ইচ্ছেমত এলিমেন্ট/ট্যাগ বানানো যায়। এইচটিএমএল এর সাথে এক্সএমএল এর বড় একটা পার্থক্য হচ্ছে এক্সএমএল এ এট্রিবিউট দিয়ে এলিমেন্টের ভিতর কি ডেটা আছে সেটা বর্ননা করা যায়, এইচটিএমএল এ এমন সুবিধা নেই। তাছাড়া এইচটিএমএল বানানো হয়েছে ব্রাউজারে প্রদর্শনের জন্য আর এক্সএমএল মুলত বানানো হয়েছে ডেটা ধরে রাখা এবং এই ডেটা অন্য সিস্টেমের সাথে আদান প্রদানের জন্য।

এক্সেএমএল দিয়ে কী হয়?

ধরুন আপনার সাইটে কোন বিখ্যাত অনলাইন পত্রিকার শিরোনামগুলি একদিকে দেখাতে চান। সেই বিখ্যাত পত্রিকার শিরোনাম তো তাদের ডেটাবেসে আছে এবং সেখান থেকে তারা তাদের সাইটে দেখায়, আপনি তো তাদের ডেটাবেসে একসেস করে তাদের ডেটা আনতে পারবেন না। এমনাবস্থায় সেই সাইটের খবরের/শিরোনামের যদি কোন এক্সএমএল ফরমেট থাকে তাহলে সেই এক্সএমএল থেকে ডেটা নিয়ে আপনার সাইটে শিরোনামগুলি দেখাতে পারবেন।  rss, atom এগুলির নাম শুনেছেন তো? এগুলি হচ্ছে কোন সাইটের এক্সএমএল ফরমেটের ডেটা।

এক্সএমএল দিয়ে ডেটাবেসের কাজ হয়। জুমলা এবং এছাড়া অনেক এপ্লিকেশনে এক্সএমএল ব্যবহার করে ডেটা ধরে রাখে। এই ডেটা তুলে এনে এপ্লিকেশনের যেকোন জায়গায় দেখানো যায়। যেমন জুমলাতে এক্সটেনশনগুলির অপশন যেটা ব্যাকইন্ড থেকে পরিবর্তন করা যায় এগুলি সব অপশন এক্সএমএল ফাইলে থাকে.


যেকোন সিস্টেম/এপ্লিকেশন এক্সএমএল বর্তমানে পড়তে/চিনতে পারে, ফলে এক্সএমএল বর্তমানে ওয়েব জগতে এপ্লিকেশন/সিস্টেমগুলির জন্য একটা ভাষা হয়ে গেছে।

এছাড়া আরো অনেক কাজ হয় এক্সএমএল দিয়ে। এক্সএমএল শিখলে আপনি অন্য সাইটের বিভিন্ন ডেটা আপনার সাইটে দেখাতে পারেন আবার আপনার সাইটের কোন ডেটা যদি অন্য কাউকে দিতে চান তাহলে আপনার ঐ ডেটাগুলির একটা এক্সএমএল ফরমেট বানিয়ে সেটার ঠিকানা দিয়ে রাখলে সেটা দিয়ে অন্যরা আপনার সাইটের ডেটা ব্যবহার করতে পারবে।

এক্সএমএল শিখতে আগে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট ভাল জানতে হবে। তবে এক্সএমএল শেখা বেশ সহজ।



Thursday, March 16, 2023

আগামী সপ্তাহে পৃথিবী বদলে যাবে

আগামী সপ্তাহে পৃথিবী বদলে যাবে

আগামী সপ্তাহে পৃথিবী বদলে যাবে

ChatGPT-4

GPT-4 যা বর্তমান #ChatGPT থেকে 500 গুণ বেশি শক্তিশালী আগামী সপ্তাহে মুক্তি পাবে।

ChatGPT-এর বর্তমান সংস্করণটি 175 বিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার সহ GPT 3.5-এ নির্মিত।

কিন্তু GPT-4 এর 100 ট্রিলিয়ন এমএল প্যারামিটার রয়েছে।

GPT-4 ভিডিও, ছবি, শব্দ, সংখ্যা ইত্যাদি সহ একাধিক ধরণের ডেটা প্রক্রিয়া করতে সক্ষম হবে।

চ্যাট জিপিটি-৪

পরের সপ্তাহের মধ্যে, আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে সক্ষম হবেন একটি সিনেমার স্ক্রিপ্ট লিখতে, সিনেমার জন্য অভিনেতা তৈরি করতে AI ব্যবহার করতে, সিনেমাটি তৈরি করতে এবং বাস্তব জীবনের অভিনেতাদের নিয়োগ না করেই এটিকে জনসমক্ষে নিতে পারবেন।

পরের সপ্তাহের মধ্যে, আপনি স্ক্র্যাচ থেকে একদিনে শেষ করার জন্য একটি সম্পূর্ণ চিত্রিত 200 পৃষ্ঠার বই লিখতে সক্ষম হবেন।

 আগামী সপ্তাহে পৃথিবী বদলে যাবে...



Tuesday, March 7, 2023

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান - বিসিএস প্রশ্ন

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান - বিসিএস প্রশ্ন

১। সংসদে সাংবাদিকদের আসন কতটি ?

উত্তরঃ ৮০টি

২। ১৪৪ ধারা কি ?

উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা

৩। তিতুমীর কে ছিলেন?

উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর

৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?

উত্তরঃ নরসিংদী

৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?

উত্তরঃ ময়মনসিংহ

৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?

উত্তরঃThe people’s Republic of Bangladesh

৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব দিকে।

৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?

উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।

৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?

উত্তরঃ দিনাজপুর।

১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?

উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।

১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?

উত্তরঃ ৭১১ কি.মি.

১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?

উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)

১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?

উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।

১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?

উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)

১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।

১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?

উত্তরঃ ৩০টি

১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?

উত্তরঃ ৩টি।

১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?

উত্তরঃ বান্দরবান।

১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?

উত্তরঃ রাঙ্গামাটি।

২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?

উত্তরঃ ৬টি।

২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?

উত্তরঃ আখাইন্ঠং

২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?

উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)

২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?

উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং

২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?

উত্তরঃ লালমনিরহাট

২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?

উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)

২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?

উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত

২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তরঃ মেঘনা (নোয়াখালী)

২৮। দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে?

উত্তরঃ ভোলা।

২৯। ভবদহ বিল কোথায় অবস্থিত?

উত্তরঃ যশোর

৩০। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকা(জাতীয় সংসদ ভবনের পাশে)

৩১। বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?

উত্তরঃ সিলেট

৩২। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?

উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী

৩৩। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?

উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর

৩৪। বাংলাদেশে একমাত্র শীতলপানির ঝর্ণা কোথায় অবস্থিত?

উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার

৩৫। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?

উত্তরঃ খুলনা।

৩৬।‘দুবলার চর’ কোথায় অবস্থিত?

উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।

৩৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?

উত্তরঃ নিশাত মজুমদার, ২১ মে, ২০১২

৩৮। SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে?

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

৩৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহে কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?

উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।

৪০। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?

উত্তরঃ ময়নসিংহ

৪১। রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?

উত্তরঃ রামু, কক্সবাজার।

৪২। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?

উত্তরঃ সুপার রাইস।

৪৩। নদী ছাড়া যমুনা কী?

উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।

৪৪। মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ চাদপুর।

৪৫। বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?

উত্তরঃ সুন্দরবন।

৪৬। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?

উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭(৭৯৮তম)

৪৭। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?

উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা

৪৮।‘Black Gold’ কি?

উত্তরঃ তেজস্ক্রিয় বালু(কক্সবাজারে পাওয়া যায়)

৪৯। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?

উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া

৫০। বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?

উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর

৫১। বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শিধানাগারের নাম কি?

উত্তরঃ ইস্টার্ণ রিফাইনারী লিঃ, চট্টগ্রাম

৫২। দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান?

উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কষ্টিয়া

৫৩। ভারত – বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬

৫৪। বাংলাদেশের নাব্যতম ওঁ প্রশস্ততম নদীর নাম?

উত্তরঃ মেঘনা।

৫৫। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।

৫৬। পদ্মার অপর নাম?

উত্তরঃ কীর্তিনাশা

৫৭। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

উত্তরঃ গোয়ালন্দ

৫৮। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?

উত্তরঃ হিমালয়ের গঙ্গোত্রী হিম্বাহ থেকে

৫৯। মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ পশুর।

৬০। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?

উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প

৬১। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান?

উত্তরঃ ৮ম।

৬২। চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি?

উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে

৬৩। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি?

উত্তরঃ কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও

৬৪। বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার বেশি?

উত্তরঃ বরগুনা।

৬৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে?

উত্তরঃ স্যার এ.এফ. রহমান

৬৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদ কার্যক্রম হত?

উত্তরঃ জগন্নাত হল

৬৭। দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি?

উত্তরঃ বারডেম।

৬৮।‘মূসক’ দিবস কবে পালন করা হয়?

উত্তরঃ ১০ জুলাই।

৬৯। বাংলাদেশ কবে ভ্যাট চালু হয়?

উত্তরঃ ১৯৯১ সালের ১ জুলাই



Monday, February 27, 2023

Mobile Servicing Center in Bangladesh মোবাইল সার্ভিসিং সেন্টার

Mobile Servicing Center in Bangladesh মোবাইল সার্ভিসিং সেন্টার

বাংলাদেশের রয়েছে স্মার্টফোন জগতের বিশাল এক মার্কেট এবং দিন দিন মোবাইল ফোনের ইউজার সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছে সেই সাথে মধ্যবিত্ত থেকে নিম্ন পর্যন্ত প্রায় সকল পেশার মানুষই বর্তমানে ভালোব্রান্ডের মোবাইল ফোনগুলো ব্যাবহার করে থাকে। তবে অনেকের মোবাইল ফোনেই নানা ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ব্রান্ড যেমন-

  • Samsung
  • Iphone
  • OnePlus
  • Xiaomi
  • Realme
  • Oppo
  • Google Pixels

সহ আরো অনেক মোবাইল যেই মোবাইলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আমরা যদি কমন কিছু সমস্যার কথা বলি- 

  • কাউন্ট্রি লক
  • সিম লক
  • নেটওয়ার্ক লক
  • পেটার্ন লক
  • পাসওয়ার্ড ভুলে যাও
  • সিম কার্ড লক
  • টাচ চেঞ্জ করা
  • ব্যাটারি সমস্যা
  • ডিস্প্লেতে দাগ পরা
  • মোবাইল পানিতে পরে যাওয়া
এইগুল সহ আরো অনেক প্রকার সমস্যা হয়ে থাকে, যেই সমস্যা গুলোর সমাধান সচারাচর অনেক ঘুরাঘুরি করার পরেই সমাধান মেলেনা যার অন্যতম কারন হলো আমরা নির্দিষ্ট ঠিকানায় যেতেই পারিনা যেখানে অরিজিনালি এই সমস্যা গুলো সমাধান করা হয়। 

mobile servicing center in bangladesh

আমাদের আজকের এই আর্টিকেলটিতে জানাবো এমনই একটি সার্ভিস সেন্টার সম্পর্কে! যেখান থেকে আপনি খুব কম খরচে আপনার মোবাইলের যে কোন সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন।  

মোবাইল সার্ভিসিং সেন্টার 

দেশে বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারী ক্রমাগত বেড়েই যাচ্ছে, তবে মোবাইল ফোন গুলোতে সমস্যা হলে সঠিক সমাধান না পাওয়ায় আমরা হতাশ হয়ে যাই এবং নিজের ফোনটা বাধ্য হয়ে চেঞ্জ করা লাগে। 
আজকে আমরা এমন একটি শোপের ঠিকানা দিবো যেখানে যে কোনো মোবাইলের যে কোন সমস্যার সমাধান পেয়ে থাকবেন।

মোবাইল সার্ভিস 


সার্ভিসিং সেন্টারের নামঃ মোবাইল ডক্টরস সার্ভিস সেন্টার - Mobile Doctors Service Center সার্ভিস সেন্টারের ঠিকানাঃ ঢাকা মোতালিব প্লাজা, চথুর্ত তলা, লিপট-৩, দোকান নং-৫০০ এফ, ৫০০ এফ/১, হাতিরপুল, ঢকা। সার্ভিস সেন্টারের মোবাইল নাম্বারঃ 01978211363, 01685951570

উপরে দেওয়া সার্ভিস সেন্টারে যোগাযোগ করলে আপনার মোবাইলের সমস্যার কথা তাদের সাথে শেয়ার করলে তারা আপনার মোবাইলের সমস্যার সমাধান করে দিবে খুবই রিজেনবল প্রাইসে!

নষ্ট মোবাইল ঠিক করে কোথায়? 

নষ্ট মোবাইল বা মোবাইলের যে কোন সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের বিখ্যাত যায়গা হচ্ছে মোতালেবন প্লাজা, হাতিরপুল।




এখানে যে কোন নষ্ট মোবাইল ঠিক করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য ভিডিও আকারে জানতে এই ভিডিওটি দেখুন - ভিডিও দেখতে ক্লিক করুন 



Wednesday, February 22, 2023

ফেসবুকের পেইড সেবা: ফেসবুক  ভেরিফিকেশন, টাকার মাধ্যমে ফেসবুক আইডি ভেরিফাই

ফেসবুকের পেইড সেবা: ফেসবুক ভেরিফিকেশন, টাকার মাধ্যমে ফেসবুক আইডি ভেরিফাই

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সেবাগুলো যারা ব্যবহার করেন, তারা খুব শিগগির টুইটারের মতো নিজেদের প্রোফাইলের সঙ্গে নীল রঙের ব্যাজ যুক্ত করতে পারবেন। এর মাধ্যমে তাদের প্রোফাইল 'ভেরিফাইয়েড' হিসেবে বিবেচিত হবে।

টাকার মাধ্যমে ফেসবুক আইডি ভেরিফিকেশন


গতকাল রোববার ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এ ঘোষণা দেন।


Good morning and new product announcement: this week we're starting to roll out Meta Verified -- a subscription service that lets you verify your account with a government ID, get a blue badge, get extra impersonation protection against accounts claiming to be you, and get direct access to customer support. This new feature is about increasing authenticity and security across our services. Meta Verified starts at $11.99 / month on web or $14.99 / month on iOS. We'll be rolling out in Australia and New Zealand this week and more countries soon.


এতে বলা হয়, আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে এই সেবা পাওয়া যাবে। প্রায় ২০ বছর বিনামূল্যে সেবা দেওয়ার পর প্রথমবারের মতো জাকারবার্গ গ্রাহকদের অর্থের বিনিময়ে এই সেবা দিতে যাচ্ছেন। ২০০৪ সালে জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক চালু করেন। শুরুতে এটি শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমিত ছিল।

গ্রাহকরা যে সুবিধা পাবেন

একজন 'মেটা ভেরিফায়েড' সেবা গ্রহণকারী ফেসবুক-ইনস্টাগ্রামে তার আইডি খুব সহজেই ভেরিফাই করতে পারবেন। এর জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র।

পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের পর তার প্রোফাইলে নীল ভেরিফায়েড ব্যাজ যোগ হবে।

পেইড সার্ভিসের গ্রাহকদের 'প্রো-অ্যাক্টিভ নিরীক্ষণ' সেবা দেবে ফেসবুক। ফলে কেউ খুব সহজে তাদের নাম ব্যবহার করে ভুয়া প্রোফাইল তৈরি করতে পারবে না। কোনো সমস্যা দেখা দিলে গ্রাহকরা সরাসরি কাস্টমার কেয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ফেসবুক টাকার মাধ্যমে ভেরিফাই


সাধারণ গ্রাহকরা এমন সেবা পান না। তাদের সামান্য সমস্যাতেও দীর্ঘ অপেক্ষা করতে হয়। পেইড সেবার গ্রাহকদের পোস্ট, ছবি ও ভিডিও সাধারণ গ্রাহকদের চেয়ে বেশি ভিউ পাবে এবং সার্চ রেজাল্ট, ফেসবুকের ধারা বর্ণনা ও সুপারিশে তাদের কন্টেন্ট প্রাধান্য পাবে।

এছাড়াও পেইড গ্রাহকদের নতুন ও সৃজনশীল সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেটা। তবে এসব সেবার বিস্তারিত এখনো জানা যায়নি।

কারা এই সেবা পাবেন এ সপ্তাহে প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মেটা ভেরিফায়েড চালু হতে যাচ্ছে। এরপর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে পর্যায়ক্রমে এই সেবা চালু হবে। ওয়েব ব্রাউজারে এই সেবা পেতে মাসে ১১ ডলার ৯৯ সেন্ট খরচ হবে।

ফেসবুক পেইড সাবস্ক্রিপশন


মোবাইলে ব্যবহার করতে চাইলে গুণতে হবে ১৪ ডলার ৯৯ সেন্ট। অ্যাপল ও গুগল তাদের আইওএস ও অ্যান্ড্রয়েড সেবার জন্য মেটার কাছ থেকে যে কমিশন নেয়, তা যোগ হওয়ায় মোবাইলে এ সেবার খরচ বেড়েছে। পেইড সেবা ব্যবহারের বিষয়টি ঐচ্ছিক।

তবে অন্তত ১৮ বছর বয়স না হলে এ সেবা ব্যবহার করা যাবে না। এ মুহূর্তে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই সেবা উন্মুক্ত নয়—শুধু ব্যক্তিগত প্রোফাইলের জন্যই এটি প্রযোজ্য।

তবে ভবিষ্যতে ব্যবসা প্রতিষ্ঠানকেও এর আওতায় আনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মূলত যারা ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন, তাদের উদ্দেশ্যেই এই সেবা চালু করেছে মেটা।

মেটা জানিয়েছে, কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে বারবার অনুরোধ আসায় তারা এই সেবা চালু করেছেন। মেটার মতে, এই সেবা ব্যবহারে কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবসা অনেক বেড়ে যাবে।






Sunday, February 19, 2023

প্রিপেইড সিম কী?

প্রিপেইড সিম কী?

 আমাদের দেশে প্রিপেইড সিম সবথেকে জনপ্রিয়। কেননা প্রিপেইড সিম সবথেকে সাশ্রয়ী। প্রিপেইড সিম আসলে কী এই নিয়ে অনেকেরই জানা নেই। প্রিপেইড সিম বলতে আসলে বুঝানো হয়ে যেখানে আপনি সিম সেবা ব্যবহার করার জন্য আগেই পেমেন্ট করে দেন। অর্থাৎ আপনি মোবাইল অপারেটরকে টাকা দেয়ার পরে আপনি তাদের সমস্ত সার্ভিস ব্যবহার করতে পারেন। বেশিরভাগ ব্যবহারকারী এই ধরণের সিম ব্যবহার করে থাকেন ব্যবহারের সুবিধার জন্য।

আমরা সবাই মোবাইল রিচার্জ করে থাকি। মূলত প্রিপেইড সিম বলেই রিচার্জ করবার প্রয়োজন হয়। আপনি রিচার্জ করার মাধ্যমে আপনার মোবাইল অপারেটরকে আগে থেকেই পেমেন্ট করে দিচ্ছেন। মোবাইল অপারেটর সেই পরিমাণ অর্থ আপনাকে ব্যালেন্স হিসেবে দিচ্ছে। এবার আপনি এই ব্যালেন্স ব্যবহার করে মোবাইল অপারেটরের বিভিন্ন সেবা ব্যবহার করতে পারছেন। আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে সিম থেকে আপনি কোন ধরণের সেবাই আর পাবেন না। আপনার আবারও রিচার্জ করার দরকার পড়বে। আর তাই আগে থেকেই আপনি মোবাইল অপারেটরকে পেমেন্ট করছেন বলে এই সিমকে প্রি-পেইড বলা হয়।

যদিও বর্তমানে সব অপারেটর জরুরি সময়ের কথা চিন্তা করে আপনাকে ছোট পরিমাণে ইমারজেন্সি লোন দিয়ে থাকে যেখানে ফি এর বিনিময়ে আগে পেমেন্ট না করলেও আপনার ব্যালেন্সে টাকা যুক্ত হয়ে যায়। এই সেবার মাধ্যমে বিভিন্ন শর্ত মেনে আপনি আগে পেমেন্ট না করেও প্রিপেইড সিমে মোবাইল অপারেটরের সেবা নিতে পারেন। তবে এটিও আসলে প্রিপেইড সিমের একটি সার্ভিস ছাড়া আর কিছু নয়।

অর্থাৎ প্রিপেইড সিম বলতে সেই সিমকেই বুঝানো হচ্ছে যে সিমে আপনি আগে থেকেই মোবাইল অপারেটরের সেবা পেতে পেমেন্ট করে রাখেন।



পোস্টপেইড সিম কী?

পোস্টপেইড সিম কী?

পোস্টপেইড সিম প্রিপেইড সিম থেকে ভিন্নভাবে কাজ করে। এখানে মোবাইল অপারেটর থেকে সেবা গ্রহণ করে এরপর আপনার মোবাইল অপারেটরকে পেমেন্ট করতে হয়। অর্থাৎ বারবার রিচার্জ করা বা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার ভয় থাকে না। আপনি একটি নির্দিষ্ট সময় পরপর মোবাইল অপারেটরকে আপনার ব্যবহারের উপর ভিত্তি করে পেমেন্ট করে দিতে পারবেন।

পোস্টপেইড সিমে আপনার ব্যবহারের উপর ভিত্তি করেই বিল পেমেন্ট করা হয়। তবে এটি তেমন সাশ্রয়ী নয়। কলরেট কম হলেও আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হয় যার ফলে সেটা অনেকের কাছে বোঝা মনে হতে পারে। ফলে পোস্টপেইড ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কম। পোস্টপেইড এর অর্থই হচ্ছে যেখানে সেবা নিয়ে তার পরে আপনাকে পেমেন্ট করতে হয়। সুতরাং এই ধরণের সিমে আপনি মোবাইল অপারেটরের যে কোন ধরণের সেবা যে কোন সময় ব্যবহার করতে পারবেন কোন বাঁধা ছাড়াই। তবে এই সেবা নেবার জন্য পরবর্তীতে আপনার অপারেটরকে পেমেন্ট করে দিতে হবে।




Saturday, February 18, 2023

সেন্সর লাইট কি? সেন্সর লাইটের দাম? সেন্সর লাইট প্রস্তুতকারক, সেন্সর লাইট নিয়ে বিজনেস করার আইডিয়া, ই.এফ.আই ইলেক্ট্রনিক্স

সেন্সর লাইট কি? সেন্সর লাইটের দাম? সেন্সর লাইট প্রস্তুতকারক, সেন্সর লাইট নিয়ে বিজনেস করার আইডিয়া, ই.এফ.আই ইলেক্ট্রনিক্স

আশ্চর্য এক লাইট সম্পর্কে আলোচনা করবো আজকের এই আর্টিকেলে। আজকে আপনাদেরকে জানাব সেন্সর লাইট সম্পর্কে জেই লাইট রাতের অন্ধকারে জ্বলবে এবং দিনের আলোতে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই লাইট ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় হবেত হবেই সেই সাথে আপনার কষ্ট করে আর সুইচ অন অফ করতে হবে। 

সেন্সর লাইট কি? 

আমরা অনেকেই জানি সেন্সর মানেই ওয়্যারলেসকে বোঝানো হয়, আর এই ওয়্যারলেসের এই যুগে আমরা অনেক কিছুই দেখি দিন দিন ওয়্যারলেসে রুপান্তর হচ্ছে। যেমন বিগত কয়েকবছর ধরেই আমরা দেখছি বর্তমানে স্মার্টফোনগুলো চার্জ দেওয়ার জন্য ক্যাবলের পরিবর্তে ম্যাগনেটিক রেডিওশের মাধ্যমে বা ওয়্যারলেস চার্জারের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছে। 

উন্নত টেকনোলজির রেভোলিউশনের সাথে সাথে লাইটের সাথে যুক্ত হয়েছে দুইটি নতুন প্রযুক্তি একটি হচ্ছে দিনের আলোতে লাইট বন্ধ থাকবে এবং রাতে আধারে লাইট অটোমেটিক জ্বলে উঠবে, এবং আরো একটি প্রযুক্তি হলো মশন সেন্সর! যেটা মানুষকে দেখলেই জ্বলে উঠবে এবং মানুষ না দেখলে লাইট বন্ধ হয়ে যাবে। আজকে মূলত কথা বলবো সেন্সর লাইট সম্পর্কে। 

বাজারে ইতিমধ্যে অনেক কোম্পানি সেন্সর লাইট এনেছে যার মধ্যে বড় বড় ব্রান্ডগুলোর সাথে কম্পায়ার করার মত একটি প্রতিষ্ঠান হচ্ছে ই.এফ.আই ইলেক্ট্রনিক্স এই প্রতিষ্ঠানটি বর্তমানে খুব জরে সরে মার্কেটিং করার পাশাপাশি লাইটের সর্বোচ্চ ভালো সার্ভিস প্রোভাইড করছে। 

সেন্সর লাইট নিয়ে ব্যবসা

আপনারা যারা সেন্সর লাইট নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলেই ই.এফ.এই ইলেক্ট্রনিক্সের পন্য কিনে ব্যবসা করতে পারেন। ই.এফ.আই ইলেক্ট্রনিক্সের পন্য নিয়ে ব্যবসা করতে চাইলে নিম্নে দেওয়া ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পুর্ন ভিডিওটি দেখুন।

 ভিডিওটি দেখতে এইখানে ক্লিক করুন







Thursday, February 16, 2023

ব্যবসা ও চাকরি করার সুযোগ - EFI Electronics Ltd

ব্যবসা ও চাকরি করার সুযোগ - EFI Electronics Ltd

বাংলাদেশের সুনাম ধন্য একটি ইলেক্ট্রিক প্রতিষ্ঠান EFI Electronic Ltd. যেই কোম্পানির শুরুটা ছিলো সিমিত পরিসরে, তবে বর্তমানে এই কোম্পানিতে রয়েছে ৫০টিরও বেশি ইলেক্ট্রিক প্রোডাক্ট! তাদের এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেই পণ্যগুলো বাংলাদেশের অন্য কোন ইলেক্ট্রিক কোম্পানিতে পাওয়া যায়না।


ব্যবসা ও চাকরি করার সুযোগ

EFI কম্পানির আরো দ্রুত মার্কেটিং করার লক্ষ্যে বাংলাদেশের জনপ্রিয় বিজনেস ভ্লগার ব্যবসার আইডিয়া দেওয়ার আমিন টিভির আমিন ভাইয়ের মাধ্যমে কয়েকটা ভিডিও করার পর, সমগ্র বাংলাদেশে অসংখ্য ডিলার এবং ডিপু নিয়ে বিজনেস করতেছে।


গত (১১ই ফেব্রুয়ারি) কুমিল্লা জোনে আমিন টিভির ভিডিও দেখে ডিপু নিয়েছেন,  আজকে কুমিল্লা ডিপো উদ্ভোবন করার সময়  উপস্থিত ছিলেন এবং পুরস্কার হাতে তুলে দিচ্ছেন- 

  1. মোঃ শাহ আলম , মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল , রেলওয়ে পুলিশ হেডকোয়াটার।
  2. মোঃ আশিকুর রহমান , মাননীয় ম্যানেজিং ডিরেক্টর, ই.এফ.আই. ইলেকট্রনিক্স লিমিটেড!
  3. দেবিদ্দার জাফরগঞ্জ ইউনিয়নের মাননীয় চেয়ারম্যানমোঃ জাহিদুল আলম।
  4. ই. এফ. আই. কোম্পানির হেড অফ সেলস, মোঃ মিজানুর রহমান

এছাড়াও উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাওয়া অনেক কর্মী।

উক্ত ডিপোটি উদ্ভোবনের সময় AminTV সত্বাধীকার মোঃ আমিনুল ইসলাম ভাইয়ের হাতে তারা ই.এফ.আই. ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সম্মাননা পুরস্কার তুলে দেন।

চাকরি নিয়োগ

এছাড়াও এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন আরো কিছু বিজনেস ভ্লগার তাদেরকেও এই কোম্পানির পক্ষ থেকে সম্মাননা জানানো হয় এবং পুরষ্কার তুলে দেওয়া হয়।

ই.এফ.আই ইলেক্ট্রনিক্স

কোম্পানিটি দেশব্যাপী প্রায় ১ হাজারেরও বেশি ইলেক্ট্রিক ব্যবসায়ীকে সমন্বিত সহায়তা প্রদানের জন্য ৫০টিরও বেশি বিক্রয় কেন্দ্র বা ডিলারের মাধ্যমে তাদের পণ্য বিপণন করছে। এটির বিপণন এবং প্রযুক্তিগত বিভাগে একদল অভিজ্ঞ কর্মী রয়েছে যারা গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য সুসজ্জিত।


 বর্তমানে এই কোম্পানি সারা বাংলাদেশ ব্যাপী ডিলার ও এস.আর এর নিয়োগ দিচ্ছে। আপনারা যারা ই.এফ.আই কোম্পানির সাথে ডিলার বিজনেস করতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেনঃ-

ডিলার নিতে যোগাযোগ

01845-257277, 01961-223344

এছাড়া যারা ই.এফ.আই ইলেক্ট্রনিক্সে চাকরি করতে চান তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।

চাকরি করার জন্য যোগাযোগ

01966-909050, 01958-586888



আপনার বন্ধুদের মাঝে অবশ্যই পোস্টটি শেয়ার করে দিবেন জেনো তারা চাকরি করার সুযোগ পায়। 

উক্ত ডিপোটি উদ্বোধন ও সফলতার গল্পটি নিম্নে দেখানো ভিডিওটি দেখুন-


S.R পদে চাকরি করে ইনশাল্লাহ আপনিও সাভলম্ভী হতে পারেন, তাই দ্রুত যোগাযোগ করুন ই.এফ.কোম্পানির সাথে। 

চাকরির খবর ২০২৩


গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানীজ কর্তৃক নিবন্ধিত (নিবন্ধন নং-KHC-1874) প্রতিষ্ঠানটি ২০১৬ সালে যাত্রা শুরু করে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে এর ১১, ২৬৭+ গ্রাহককে মোট ১৭ টি শাখায় নিজস্ব এবং চায়নার বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজার জাত করে আসছে। বর্তমানে নিজস্ব বিভিন্ন গ্যারান্টি/নন-গ্যারান্টি বাল্ব, সুইচ, সকেট, ক্যাবল, মাল্টিপ্লাগ, 2পিন, হোল্ডার সহ সর্বমোট ৫০ টি পন্য সারা দেশে বাজার জাত করার লক্ষ্যে, বিভিন্ন পদে স্মার্ট বেতনে বিশাল নিয়োগ চলছে যার সকল পদ সংখ্যা অনির্দিষ্ট।

ব্যবসা ও চাকরি করার সুযোগ

01966-909050, 01958-586888

Tuesday, February 14, 2023

ব্যাকরণ কাকে বলে

ব্যাকরণ কাকে বলে

"ব্যাকরণ" একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।

যে শাস্ত্রের সাহায্যে ভাষার স্বরূপ ও গঠণপ্রকৃতি নির্ণয় করে সুবিন্যস্ত করা যায় এবং ভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে এবং লিখতে পারা যায়, তাকে ব্যাকরণ বলে। প্রত্যেক ভাষার মতো বাংলা ভাষারও নিজস্ব ব্যাকরণ আছে।

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, “যে শাস্ত্র জানলে বাংলাভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ। “ সব ভাষার ব্যাকরণের মতো বাংলা ব্যাকরণেও চারটি আলোচ্য বিষয় আছে। যেমন: ধ্বনিতত্ত্ব (Phonology), শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology), বাক্যতত্ত্ব (Syntex) এবং অর্থতত্ত্ব (Semantics)



Monday, February 13, 2023

স্বর্ণের দাম এত বেশি কেন? স্বর্ণ এত দামি কেন?

স্বর্ণের দাম এত বেশি কেন? স্বর্ণ এত দামি কেন?

গোল্ড বা স্বর্ণ প্রাচীনকাল থেকেই মানুষের সম্পদ, অলংকার এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাবহৃত হয়ে আসা একটি মুল্যবান ধাতু! সময়ের সাথে সাথে গোল্ডের ব্যাবহারে নানান পরিবর্তন এসেছে। বর্তমানে গোল্ড অলংকারের পাশাপাশি ব্যাংকিং ও ফাইনান্স এমনকি ইলেক্ট্রনিক ডিভাইসেও ব্যাবহার করা হচ্ছে। ২০২১ সালে বিশ্বব্যাপী ৪ হাজার টনের বেশি গোল্ডের ডিমান্ডের বিপরীতে সাপ্লায়ের পরিমাণ ছিলো প্রায় ৪ হাজার ৭০০ টন। কিন্তু ডিমান্ডের তুলনায় সাপ্লায়ের পরিমাণ বেশি থাকা সত্তেও, গোল্ড প্রাচীনকাল থেকেই অনেক এক্সপেন্সিভ একটি মেটাল। বর্তমানে ১ গ্রাম গোল্ডের দাম প্রায় 60$ ডলার, অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম দারায় প্রায় 670$। 

অন্যদিকে বাংলাদেশে ২২ কেরেটের প্রতি ১ গ্রাম গোল্ডের দাম প্রায় ৭৫০০/- টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম, প্রায় ৯০,০০০/- (নব্বই হাজার টাকা)। সে তুলনায় ২২ কেরেটের প্রতি ভরি রুপার দাম মাত্র ১৫০০ টাকা (এক হাজার পাচশত টাকা) কিন্তু আদোতে স্বর্ণের দাম কেন এত বেশি? 

স্বর্ণের দাম এত বেশি কেন?

প্রাচীন মিশরীয়রা গোল্ডকে দেবতার শরীরের অংশ হিসেবে বিশ্বাস করত! আবার ESTEC এর মতে ইশ্বরের ঘাম থেকে গোল্ডের উৎপত্তি হয়েছিল। গোল্ড নিয়ে যুগে যুগে বিভিন্ন সভ্যতায় ভিন্ন মতে প্রচলন থাকলেও, আধুনিক বিজ্ঞান অনুসারে অন্যান্য হেভি মেটাল গুলোর মত মহাকাশে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমেই তৈরি হয়েছিলো। যা পৃথিবী সৃষ্টির প্রায় ২০ কোটি বছর পর, উল্কার সাথে ভূপৃষ্ঠে পৌছায়। পরবর্তীতে পৃথিবীর ফর্মেশনের সময় এই গোল্ড, অন্যান্য মেটাল যেমন- লোহা, এ্যালুমিনিয়াম, কোপার এবং রুপার সাথে সাথে ভূপৃষ্ঠের অভ্যান্তরে পৌছে যায়। খ্রিষ্ট পুর্ব ২৪৫০ সালে প্রাচীন মিশরে (Egypt) প্রথম গোল্ড পাওয়া যায়। এবং ধাতুটির উজ্জ্বল রঙের কারণে, মিশরীয়দের কাছে তখন থেকে মুল্যবান একটু ধাতু হিসেবে ব্যাবসা বানিজ্যের পাশাপাশি বিভিন্ন অর্নামেন্ট তৈরির কাজেও গোল্ড ব্যাবহার করা হতো।

World Gold Counsil এর মতে প্রাচীনকাল হতে বর্তমান সময় পর্যন্ত ভুগর্ভ থেকে উত্তলিত গোল্ডের পরিমাণ ২ লক্ষ টনেরও বেশি, যা বিশ্বের মোট গোল্ডের ৩ ভাগের ২ ভাগ। বর্তমানে চীন, রাশিয়া, কানাডা, ইউএসএ, খানা এবং মেক্সিকোতে সব চেয়ে বেশি স্বর্ণ প্রডিউস করা হয়। ২০২১ সালে ৩৩২ টোন বা বিশ্বের মোট উৎপাদনের ৯% স্বর্ণ উতপাদন করে চীন বিশ্বের সর্ববৃহৎ গোল্ড প্রডিউসার ছিলো। 

চীন ছাড়াও রাশিয়া ৩৩০ টন,, অস্ট্রেলিয়া প্রায় ৩১৫ টন, এবং কেনাডা ১৯২ টন গোল্ড উৎপাদন করে। উৎপাদন দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ  অবস্থানে রয়েছে। প্রাচীন কাল থেকে মানুষ প্রার্থনা করার জন্য বানানো মুর্তি থেকে শুরু করে জুয়েলারি হিসেবে গোল্ডের ব্যাবহার করে এসেছে। এরপর ধীরে ধীরে মানুষের মধ্যে বিনিময়ের মাধ্যম হিসেবে গোল্ডের জনপ্রিয়তা বাড়তে থাকে। পরবর্তীতে কাগজের নোটের ব্যাবহার বাড়তে থাকলে, একটা সময় গোল্ড বিশ্বের কারেন্সি গুলোর ভিত্তি হয়ে ওঠে। যাকে মূলত গোল্ড স্টান্ডার্ড বলা হয়ে থাকে। 



Sunday, February 12, 2023

পদ্মা সেতু সম্পর্কে জেনে নিন

পদ্মা সেতু সম্পর্কে জেনে নিন

বাংলাদেশের দীর্ঘতম সেতু, পদ্মা বহুমুখী সেতু। কোনাে রূপ বৈদেশিক সাহায্য ছাড়াই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত সর্ববৃহৎ প্রকল্প এই স্বপ্নের পদ্মা সেতু। এটা দেশের বৃহত্তম প্রকল্প এবং এটা দেশের সর্ববৃহৎ সেতু। 

পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে পদ্মা সেতুর মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। মুন্সিগঞ্জ জেলার মাওয়া থেকে শরীয়তপুর জেলার জাজিরা পর্যন্ত সংযুক্ত এই সেতুটি দুই স্তর বিশিষ্ট। এর উপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি রেলপথ।

পদ্মা বহুমুখী সেতুর সম্পূর্ণ নকশা এইসিওএমের নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল তৈরি করে। সেতুটি তৈরির জন্য চুক্তিবদ্ধ হয় চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রীজ নামক একটি কোম্পানী। 

কাজ শুরু হয় ২৬ নভেম্বর ২০১৪ এবং ২৩ জুন, ২০২২ পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শেষ হয়। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহন করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়।

পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযােগে বিশ্বব্যাংক ও দাতাগােষ্ঠী সরে গেলেও বাংলাদেশ সরকার পিছু হটেনি। সরকার নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণ কাজ সম্পন্ন করেছে। পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হয় ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি। বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী, সেতু নির্মাণে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দেয় সরকার। ১ শতাংশ সুদ হারে ৩৫ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা বহুমুখী সেতুর মাওয়া-জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রের সাথে দক্ষিণ-পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি হয়। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় ৪৪,০০০ বর্গ কিঃমিঃ (১৭,০০০ বর্গ মাইল) বা বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চলজুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসাবে বিবেচিত হচ্ছে। এই সেতুটি নির্মিত হলে বাংলাদেশের জিডিপি ১.২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পদ্মা সেতু নির্মাণের ফলে বাংলাদেশের মানুষের স্বপ্নে আজ বাস্তবায়িত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছে।

Saturday, February 11, 2023

প্রসেসর কি? এবং প্রসেসর কিভাবে কাজ করে

প্রসেসর কি? এবং প্রসেসর কিভাবে কাজ করে

প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে।

প্রকৃত অর্থে মাইক্রো প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গানিতিক ইন্জিন। যা ইন্সটকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার চালানোর সময় বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, সেগুলোকে প্রসেসর প্রসেসিং করে আমাদের ডিসপ্লেতে শো করে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো - intel এবং - AMD.

তবে আমাদের দেশে intel প্রসেসরের জনপ্রিয়তা একটু বেশি। intel এবং AMD এর মধ্যে পার্থক্য এবং এই দুইটা প্রসেসর সম্পর্কে আরো বিস্তারিত পরে আরেকটি আর্টিকেলে আলোচনা করবো।

যাই হোক এখন তাহলে মূল টপিকে ফিরে আসি। আমরা যখন কোন প্রসেসর বাছাই করবো, তখন যে বিষয় গুলোর উপর ফোকাস করা উচিৎ, সেগুলো হলো-

  1. CLOCK SPEED - ক্লক স্পিড
  2. NUMBER OF CORES - নাম্বার অফ কোর
  3. CACHE MEMORY - ক্যাশ মেমোরি
  4. FSB - এফ এস বি

প্রথমে আসি ক্লক স্পিড বিষয়ে। "ক্লক স্পিড" এটাকে গিগাহার্জ ও বলা হয়। প্রতিটা প্রসেসরের গায়ে এটা লিখা থাকে যেমন- 3.00 GHz, 3.4 GHz, 4.00 GHz ইত্যাদি।

তো এখন আসি ক্লকস্পিড বা গিগাহার্জ এটা কি? সহজ ভাষায় আপনার কম্পিউটার কত দ্রুত হিসাব করতে পারে তা নির্ধারণ করে। অর্থাৎ প্রসেসর প্রতি সেকেন্ড কতগুলো ক্যালকুলেশন করতে পারে তা মাপার জন্য ক্লক স্পিড ব্যবহার করা হয়। তার পর হলো- NUMBER OF CORE - নাম্বার অফ কোর। এই জিনিসটা কি? Suppose, আমাদের দুটি হাত আছে, আমরা আমাদের দুই হাত দিয়ে একসাথে দুটি কাজ করতে পারি।

এখন ধরুন আমাদের যদি চারটা বা পাঁচটা হাত থাকতো, তাহলে ঠিক ঐ পরিমাণ কাজ আমরা একসাথে করতে পারতাম। NUMBER OF CORE - নাম্বার অফ কোর মূলত এভাবেই কাজ করে থাকে। তার মানে প্রসেসরের কোর যত বেশি থাকবে সেই প্রসেসরটি তত বেশি কার্যক্ষমতা সম্পন্ন হবে। প্রসেসরের NUMBER OF CORE: - নাম্বার অফ কোর- এরও আবার প্রকারভেদ আছে।

ফর এক্সাম্পল- আমরা যখন মার্কেটে কোন স্মার্টফোন কিনতে যাই, তখন সবার প্রথম আমরা ফোনের কনফিগারেশন গুলো দেখি। একই ভাবে আমরা যদি প্রসেসরের দিকে লক্ষ করি তাহলে দেখবো সেখানে-

  1. Dual Core - ডুয়াল কোর
  2. Quad Core - কোয়াড কোর
  3. Hexa Core - হেক্সা কোর
  4. Octa Core - অকটা কোর
  5. Deca Core - ডেকা কোর

এই জিনিস গুলো লেখা থাকে।

এখন প্রশ্ন হতে পারে এগুলোকি? Dual Core হলো দুটি কোর, অর্থাৎ Dual Core কোর প্রসেসরে দুটি প্রসেসিং ইউনিট থাকে। ঠিক তেমনি- 

  • Quad Core = চারটি
  • Hexa Core = ছয়টি
  • Octa Core = আটটি
  • Deca Core = দশটি

প্রসেসিং ইউনিট থাকে। আবার প্রসেসরের বিভিন্ন সিরিজ থাকে।

আমাদের এই সিরিজের উপরও নজর দেওয়া উচি। সিরিজ যত উন্নত হবে প্রসেসরের মান তত বাড়বে। ইনটেল প্রসেসর সিরিজঃ

  • Pentium Series - পেন্টিয়াম সিরিজ
  • Seleron Series - সেলেরন সিরিজ
  • Core Series - কোর সিরিজ
  • i Series - আই সিরিজ

তেমনই AMD এর প্রসেসর গুলোহলোঃ 

  • Sempron - সেম্পরন
  • A Thlon - এ থ্লন
  • AMD A Thlon X2 - এ,এম,ডি, এ থ্লন এক্স টু
  • AMD A Thlon 2 X2 - এ,এম,ডি, এ থ্লন টু এক্স টু AMD Phenom - এ,এম,ডি ফেনম
  • AMD FX - এ,এম,ডি এফ এক্স
  • AMD APU - এ,এম,ডি এ পি ইউ

আর তাই সবসময় নতুন মডেলের প্রসেসর কেনা ভালো। তবে হ্যা, প্রসেসরটি যেন আপনার মাদার্বোডে সাপোর্ট করে সেদিকে খেয়াল রাখতে হবে।

Friday, February 10, 2023

Adobe Illustrator Free Download 2022 এডোবি ইলাস্ট্রেটর ফ্রী ডাউনলোড করার উপায়

Adobe Illustrator Free Download 2022 এডোবি ইলাস্ট্রেটর ফ্রী ডাউনলোড করার উপায়

আজকের এই আর্টিকেলটি মূলত গ্রাফিক্স ডাইজাইনারদের কথা চিন্তা করে পাবলিশ করা হচ্ছে। আজকে এমন একটি সফটওয়্যার ডাউনলোড করা শেখাবো যেটা সবারই খুব প্রয়োজন, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনারদের। 

আজকে শেয়ার করবো এডোবি ইলাস্ট্রেটর কিভাবে ডাউনলোড করবেন আপনার কম্পিউটারে তাও সম্পুর্ন ফ্রীতে! 

এডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার পুর্বে জেনে নেই এডোবি এলাস্ট্রেটর কি?

ইলাস্ট্রেটর কী?

অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। যা শুধু ইলাস্ট্রেটর নামেই বেশি পরিচিত। এই সফটওয়্যারটি তৈরি ও বাজারজাত করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অন্যতম। এর মাধ্যমে সকল গ্রাফিক্স ডিজাইন, লোগো, ব্যানার তৈরি করা যায়। বিশেষ করে ভেক্টর ইমেজ খুব সহজে তৈরি করা যায়। আর এই এডোবি ইলাস্ট্রেটরের এর সর্ব শেষ সংস্করণ ইলাস্ট্রেটর সিসি যা ২০২২ সালে বের হয়েছে। আমাদের আজকের এই আর্টিকেলে আমরা এডোবি ইলাস্ট্রেটর ২০২২ ডাউনলোড করা শেখাবো এবং এই সফটওয়্যারটি বিনা মূল্য যে কোন কম্পিউটারে নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবেন।

Adobe Illustrator Download for Free

এডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার পুর্বে জেনে নেই যে ২০২২ সালের আপডেট ভার্শন ব্যাবহার করতে হলে আপনার কম্পিউটারের কনফিগারেশন কিরকম হতে হবে।

এডোবি ইলাস্ট্রেটর ২০২২ ব্যাবহার করার জন্য সিস্টেম কনফিগারেশন কেমন হতে হবে? 

System Requirements for Adobe Illustrator CC 2022

উপরে দেওয়া তথ্য গুলোর সাথে আপনার সিস্টেম কনফিগারেশন যদি সেম হয়ে থাকে তাহলে আপনি আমাদের দেওয়া এডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন।

এডোবি ইলাস্ট্রেটর ২০২২ ডাউনলোড 

এডোবি ইলাস্ট্রেটর ২০২২ ডাউনলোড করার জন্য সর্বপ্রথম এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি পেইজ আসবে।


ডাউনলোড বাটনে ক্লিক করার পর নিচে দেখানো আরেকটি স্ক্রিনশটের মত স্ক্রিন আসবে-


এরপর Download Anyway এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়া অবস্তায় এই ফাইলটি Zip ফর্মেটে থাকবে, তাই ডাউনলোড হওয়ার পর এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। 

এক্সট্রাক্ট করার পর-

Set-up.exe এই ফাইলে ক্লিক করে ইন্সটল করতে পারবেন। সফটওয়্যারটি ইন্সটল করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন অফ করে রাখবেন অন্যথায় Creative Cloud এর বিভিন্ন এক্সেস চাইতে পারে। 

এটা ইন্সটল করতে কোনো প্রকার সমস্যা ফেস করে থাকলে আমাদেরকে কমেন্ট করে সমস্যার কথা জানিয়ে দিন। 


Thursday, February 9, 2023

১০০টি গুরুত্বপূর্ণ Linking Words ও বাংলা অনুবাদ

১০০টি গুরুত্বপূর্ণ Linking Words ও বাংলা অনুবাদ

১০০টি গুরুত্বপূর্ণ Linking words ও বাংলা অনুবাদ

  1. In fact - আসলে
  2. Indeed - প্রকৃতপক্ষে
  3. So that - এতই যে
  4. Whereas - যেহেতু
  5. As well as - পাশাপাশি
  6. Accordingly - তদনুসারে
  7. Hence - অত:পর/সুতরাং
  8. Such as - যথা/যেমন
  9. Notably - লক্ষণীয়ভাবে
  10. Consequently - অতএব
  11. On the whole - মোটামুটি
  12. Additionally - অতিরিক্ত আরো
  13. Thereupon - উহার ফলে
  14. Eventually - অবশেষে
  15. On the contrary - অপরদিকে
  16. whenever - যখনই
  17. In case - ক্ষেত্রে/যদি
  18. In view of - দৃষ্টিকোণ
  19. For instance - এই ক্ষেত্রে
  20. In any event - যাহাই ঘটুক না কেন
  21. In spite of - তা স্বত্ত্বেও
  22. As a matter of fact - বাস্তবিকপক্ষে
  23. Including - সেই সঙ্গে
  24. Frequently - ঘনঘন
  25. Nonetheless - তবু
  26. Comparatively - অপেক্ষাকৃত
  27. In other words - অন্য কথায়
  28. In this case - এক্ষেত্রে
  29. By all means - সর্বত/সব উপায়ে
  30. In general - সাধারণত
  31. Expressively - খুব স্পষ্টভাবে প্রকাশ
  32. Significantly - উল্লেখযোগ্যভাবে
  33. For this reason - এই কারনে
  34. To emphasize - গুরুত্ব আরোপ করতে
  35. In the light of - কোনো কিছুর সহায়তায়
  36. To say nothing of - কিছুই না বলে
  37. Equally important - সমানভাবে গুরুত্বপূর্ণ
  38. Again - আবার
  39. To - থেকে
  40. And - এবং
  41. Also - এছাড়াও
  42. Equally - সমানভাবে
  43. Identically - অভিন্নরুপে
  44. Uniquely - স্বতন্ত্র
  45.  Like - মত/একইভাবে
  46. Too - আরও/অত্যধিক
  47. Together with - সহিত/একসাথে
  48. Of course - অবশ্যই
  49. Likewise - অনুরূপভাবে
  50. Correspondingly - সঙ্গতিপূর্ণভাবেই
  51. For one thing - একটা কারণ হল
  52. That is to say - অন্ততপক্ষে
  53. With attention to - মনোযোগ দিয়ে
  54. To be sure - নিশ্চিত হতে হবে/অবশ্যম্ভাবী
  55. Namely - যেমন/অর্থাৎ
  56. Chiefly - প্রধানত
  57. Truly - প্রকৃতপক্ষে
  58. Certainly - নিশ্চিতভাবে
  59. Surely - সুনিশ্চিত
  60. In particular - নির্দিষ্টভাবে
  61. In detail - বিস্তারিত
  62. To demonstrate - স্পষ্ট করা
  63. To repeat - পুনরূক্তি করা
  64. To clarify - স্পষ্ট করা
  65. To explain - ব্যাখ্যা করতে
  66. Markedly -লক্ষণীয়ভাবে
  67. Especially - বিশেষত
  68. Specifically - বিশেষভাবে
  69. For instance - এই ক্ষেত্রে
  70. To point out - নির্দেশ
  71. In that case - এই ক্ষেত্রে
  72. Henceforth - অত: পর
  73. For - জন্য
  74. Because the - কারন
  75. Forthwith - অবিলম্বে
  76. In contrast - বিপরীতে
  77. Different from - অন্য রকম
  78. At the same time - একই সময়ে
  79. Even so - তবুও
  80. Then again - তারপর আবার
  81. In reality - বাস্তবে/প্রকৃতপক্ষে
  82. After all - সর্বোপরি
  83. But - কিন্তু
  84. Unlike - অন্যরকম
  85. Or - অথবা
  86. Albeit - যদিও
  87. Besides - ব্যতীত
  88. As much as - যত বেশি সম্ভব
  89. Instead - পরিবর্তে
  90. Despite - সত্ত্বেও
  91. Conversely - বিপরীতক্রমে
  92. Otherwise - অন্যভাবে
  93. Regardless - নির্বিশেষে
  94. Notwithstanding - পরন্তু
  95. Granted (that) - মঞ্জুর (যে) 
  96. For the purpose of - এর উদ্দেশ্যে
  97. With this intention - এই অভিপ্রায় সঙ্গে
  98. Being that - যে
  99. When - কখন/তখন
  100. Because of - কারণে



Tuesday, February 7, 2023

ওরাকল ডাটাবেজ কী?

ওরাকল ডাটাবেজ কী?

ওরাকল ডাটাবেজ একটি জনপ্রিয় আরডিবিএমএস (RDBMS)। এটি ডেভেলপ করে ওরাকল কর্পোরেশন। ওরাকল

ডাটাবেজ একটি অবজেক্ট রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ড. ই.এফ কড এর রিলেশনাল ডাটাবেজ মডেল অনুসরন করে ওরাকল ডাটাবেজ তৈরী করা হয়। ১৯৭৮ সালে সর্বপ্রথম ওরাকল ডাটাবেজ ভার্সন-১ তৈরী করা হয় যা অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ ব্যাবহার করে ডেভেলপ করা হয়। তবে ওরাকল ভার্সন-২ বানিজ্যিক ভাবে প্রথম প্রকাশ করা হয়।

এতে সাধারন কোয়েরী ফাংশনালিটি সমূহ বিদ্যমান ছিলো। পরবর্তীতে ১৯৮৩ সালে ওরাকল ডাটাবেজ প্রোগ্রামকে সি ল্যাংগুয়েজ ব্যাবহার করে পূনরায় তৈরী করা হয়। এটি ভার্সন-৩ হিসেবে রিলিজ পায়। এই ভার্সনটি ইউনিক্স অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যেত। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত হয়ে বর্তমানে ওরাকল ডাটাবেজ একটি সর্ববৃহৎ ডাটাবেজ সিস্টেমে পরিনত হয়েছে।

ওরাকল ডাটাবেজকে অবজেক্ট রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ও বলা হয় কারণ এতে বিভিন্ন ধরনের অবজেক্ট অরিয়েন্টেড ফিচার যেমন ইউজার ডিফাইন ডাটা টাইপ, পলিমরফিজম, ইনহেরিটেন্স প্রভৃতি সংযুক্ত করা হয়েছে। ওরাকল ডাটাবেজের সর্বশেষ ভার্সন হচ্ছে 12c যা ক্লাউড কম্পিউটিং সাপোর্ট করে। 12c ডাটাবেজে মাল্টিটেনেন্ট আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে ফলে এটি অত্যান্ত দক্ষতার সাথে ক্লাউড কম্পিউটিং সিস্টেমে সংযুক্ত হতে এবং ডাটাবেজ সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী সম্পাদন করতে পারে।

ওরাকল ডাটাবেজের ইতিহাস

ওরাকল ডাটাবেজের বর্তমান অবস্থা বহুদিনের গবেষনা এবং বহু পরিশ্রমের ফসল। প্রায় ৩০ বছর যাবত ওরাকল ডাটাবেজের ডেভেলপমেন্ট প্রক্রিয়া চলে আসছে। সংক্ষেপে ওরাকল ডাটাবেজের ইতিহাস উল্লেখ করা হলো,

১৯৭৭ সালে ল্যারি ইল্লিশন (Larry Ellison), বব মাইনার (Bob Miner) এবং এড ওয়েস (Ed Oates) মিলে গঠন করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ। পরবর্তীতে এটির নামকরন করা হয়

Relational Software, Inc. (RSI) পর্যায়ক্রমে ১৯৮৩ সালে এটি পরিবর্তীত হয়ে ওরাকল সিস্টেম কর্পোরেশন হয় এবং সর্বশেষ এটি অরাকল কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠা পায়।

ল্যারি ইল্লিশন

বব মাইনার

এড ওয়েস

১৯৭৮ সালে সর্বপ্রথম ওরাকল ডাটাবেজ ভার্সন-1 তৈরী করা হয় এটি অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ ব্যবহার করে ডেভেলপ করা হয়।

১৯৭৯ সালে RSI ওরাকল ভার্সন-2 নামে একটি SQL বেজড RDBMS সিস্টেম বানিজ্যিক ভাবে রিলিজ করে। এটি ড.ই.এফ কড এর রিলেশনাল ডাটাবেজ মডেল এর উপর ভিত্তি করে তৈরী করা হয়। এটি রিলেশনাল ডাটাবেজের জগতে একটি মাইলফলক তৈরী করে।

১৯৮৩ সালে ওরাকল ভার্সন-3 রিলিজ হয়। এটি প্রথম রিলেশনাল ডাটাবেজ সিস্টেম যা মাইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং পিসিতে চলার উপোযোগী ছিলো। ১৯৮৪ সালে ওরাকল ডাটাবেজ ভার্সন-4 রিলিজ হয়। এতে ডাটা রিড কন্সিস্টেন্সি ফিচার সংযুক্ত করা হয়।


Wednesday, February 1, 2023

কাইনমাস্টার ডাউনলোড ওয়াটারমার্ক ছাড়া KineMaster Download Without Watermark

কাইনমাস্টার ডাউনলোড ওয়াটারমার্ক ছাড়া KineMaster Download Without Watermark

ভালো ভিডিও এডিটিং,  বর্তমানে সনয়ে কনটেন্ট ক্রিয়েশনে খুব বড় ভূমিকা রাখে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের কাছে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ নেই যার জন্য ভালো এফেক্টিভনেস ভিডিও এডিট করতে চিলেও অনেকেই তা পারেনা। তবে সবার কাছেই স্মার্টফোন/এন্ড্রয়েড মোবাইল থাকে। 

গুগল প্লে স্টোরে রয়েছে কাইনমাস্টার (KineMaster) নামক একটি অ্যাপ। KineMaster দিয়ে সম্পুর্ন 4k ভিডিও প্রফেশনালি এডিট করা সম্ভব যেটা এডিত করার পর আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না, যে মোবাইল দিয়েও এমন এডিট সম্ভব? জ্বী হ্যা কাইনমাস্টার এমনই একটি অ্যাপ এটা দিয়ে যে কোন ধরনের ভিডিও এডিট করা সম্ভব! এবং আপনি যদি এডিটিংয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে এটা দিয়ে এমন এমন ভিডিও বানাতে পারবেন যা কেউ বুঝবেইনা যে মোবাইলে করা😁 বরং সবাই জানতে চাইবে ভাই কি অ্যাপ দিয়ে এডিট করেন?

কাইনমাস্টার 

কাইনমাস্টার অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রীতে পাওয়া যায় তবে ফ্রীতে ইউজ করলে ভিডিওর ডান পাশের কর্নারে Made By KineMaster এরকম ওয়াটারমার্ক থেকে যায়। আর এটা রিমুভ করতে কাইনমাস্টারের সাবস্ক্রিপশন ফি প্রোভাইড করা লাগে তাই বাংলাদেশের অনেকের কাছেই ডুয়াল কারেন্সি কার্ড না থাকায় সাবস্ক্রিপশন করতে পারেনা। তো যারা সাবস্ক্রিপশন করতে পারেন না, এবং ফ্রীতে ওয়াটারমার্কটি রিমুভ করতে চান? তাদের জন্যই আমার আজকের এই আর্টিকেলটি লিখা।


আজকে আপনাদেরকে কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন তাও ফ্রীতে সেটাই জানাবো। 

কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া

ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন ইন্টারনেট কানেকশন। আশা করি আপনি যেহুতু আমার আর্টিকেলটি আমার সাইট থেকে পরছেন তাহলে আপনার মোবাইল ইন্টারনেট কানেকশন রয়েছে এবং সাথে মিনিমাম ২০০+ MB রয়েছে! কারণ কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করতে মোটামুটি ১০০ এমবি মতো লাগবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন এবং এই লিংকে ক্লিক করার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিন আসবে।
উপরে দেখানো স্ক্রিনশটে লাল মার্ক করা Download  বাটনে ক্লিক করে কাইনমাস্টার অ্যাপসঅটি ফ্রীতে ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। এই অ্যাপসটিতে কোন প্রকার ওয়াটারমার্ক থাকবেনা। এবং এটায় আপনি কাইনমাস্টারের শোপ সম্পুর্ন ফ্রীতে ইউজ করতে পারবেন।

যে কোন ভিডিও ও ছবি নিয়ে মন মত সব ফিচার ফ্রী পাবেন এই কাইনমাস্টার অ্যাপটিতে। 

ডাউনলোড করতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।