Friday, May 6, 2022

ওয়েব ব্রাউজার কি জিনিস?

ওয়েব ব্রাউজার কি জিনিস?

পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য Web Page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলে। ওয়েব ব্রাউজিং করে বিভিন্ন তথ্য নিয়ে আসা যায়। ওয়েব ব্রাউজিং করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। ত্রা মধ্যে জনপ্রিয় Web Browsing সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম (Google Chrome), মজিলা ফায়ার ফক্স (Mozilla Firefox), সাফারি (Safari), নেটস্কেপ ও ইন্টারনেট এক্সপ্লোরার। 

ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেটে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটার গুলোতে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যাবহারের সুযোগ করে দেয়। 

যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web Page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে, তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজার গুলো সাধারনত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেইজ (Web Page) রয়েছে তা প্রদর্শনের ব্যাবস্থা করে।

নিচে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজারের নাম দেওয়া হলো, যথাঃ-

  1. গুগল ক্রম (Google Chrome)
  2. ইন্টারনেট এক্সপ্লোরার (Inernet Explorer)
  3. নেটস্কেপ কমিউনিকেটর (Netscape Communicator)
  4. সাফারি (Safari)
  5. ওপেরা (Opera)
  6. মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox)

Web Browsing সফটওয়্যারে ব্যাবহৃত বিভিন্ন শব্দ নিচে দেওয়া হলোঃ-

http: hyper text transfer protocol

URL: Web Page এর এড্রেসকে URL বলা হয়। URL হচ্ছে Uniform Resource Locator.

পৃথিবীতে এক নামে কেবল মাত্র একটি ওয়েব পেইজ থাকে। 



ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি

ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি

ভ্রাতৃত্ব শব্দের অর্থ হলো অনুভুতি প্রকাশ করা। অর্থাৎ কোন ব্যক্তির ওপর ব্যক্তিকে ভাই এর সমতুল্য মনে করা। ভ্রাতৃত্ব সুলভ আচার আচরণ করা। নিজের ভাইয়ের সাথে আমরা ভালো ব্যবহার করি, তাদের সাহায্যে এগিয়ে যায়, সব সময় তাদের কল্যাণ কামনা করি, তাদের জন্য নিজেদের নানা স্বার্থ ত্যাগ করি। তেমনি ভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ ও নিজের কর্মের মাধ্যমে এর প্রাণ উপস্থাপনই হলো ভাতৃত্ববোধ।

সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম , ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি।
মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগন এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবে।
ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। ফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। অন্যদিকে ভাতৃত্ববোধ না থাকলে মানুষ  একে অন্যকে ভালবাসে না। অন্যের কল্যাণ কামনা করে না । বন্নি স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায়, অত্যাচার ও নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না।

সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, পরমত সহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। মানুষ একে অন্যকে শ্রদ্ধা করতে শেখে। বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাসের ফলে দেশীয় সভ্যতা উন্নত হয়। সবার চেষ্টায় দেশ ও জাতির উন্নতির শীর্ষে আহরণ করে। পক্ষান্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে দেশে মারামারি-হানাহানি সূত্রপাত ঘটে। বস্তুত দেশের শান্তি উন্নতির জন্য ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য উপাদান।


অপারেটিং সিস্টেম কাকে বলে?

অপারেটিং সিস্টেম কাকে বলে?

কম্পিউটার পরিচালনার জন্য ব্যাবহৃত হার্ডওয়্যারের সাথে অন্যান্য সফটওয়্যারের সমন্বয়ে সাধনের উপাদান হচ্ছে অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যারের সাথে সমন্বয় করে ব্যাবহারিক প্রোগ্রাম পরিচালনা, প্রাথমিক সৃতিসহ সকল ধরনের সহায়ক সৃতিতে তথ্য সংরক্ষন ব্যাবস্থাপনা প্রভৃতি কার্যক্রম প্রধানত অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এক কথায় বলা যায় কম্পিউটার সংগঠনের যন্ত্রাংশ সমুহকে কার্যক্রম করাই হচ্ছে অপারেটিং সিস্টেম। তবে হ্যা স্মার্ট ডিভাইসের সকল ক্ষেত্রেই অপারেটিং সিস্টেম থাকে। যেমন স্মার্টফোনের জন্য রয়েছে এন্ড্রয়েড।

হার্ডওয়্যার ও সফটওয়্যারের ভিন্নতা এবং কার্যক্রমের ধরন অনুসারে বিভিন্ন প্রকারের অপারেটিং সিস্টেম ব্যাবহৃত হয়। বর্ণ ভিত্তিক নির্দেশ প্রদান সম্পন্ন একটি অপারেটিং সিস্টেম হচ্ছে DOS. নেটওয়ার্ক ভিত্তিক কাজের জন্য ইউনিক্স, লিনাক্স প্রভৃতি চিত্রভিত্তিক নির্দেশ প্রদানের মাধ্যমে কার্য সম্পাদনে সক্ষম। মাইক্রোসফট কর্পোরেশনের একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো Windows.



প্রোটোকল Protocol

প্রোটোকল Protocol

ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সিস্টেম সমূহ পরিচালিত হয় ভিন্ন অপারেটিং সিস্টেমের অধীনে, ক্ষেত্রবিশেষ হার্ডওয়্যারও ভিন্ন হতে পারে (যেমন IBM ও ম্যাক)। এ সকল নেটওয়ার্ক সিস্টেমের অপারেটিং সিস্টেম এমনকি হার্ডওয়্যার সিস্টেমের ভিন্নতা হওয়া সত্তেও ডেটা কমিউনিকেশন সম্ভব হচ্ছে। কারণ যোগাযোগের সময় দু'টি পিসি বা নেটওয়ার্ক সিস্টেম একটি অভিন্ন নিয়ম অনুসরণ করে, যা মূলতঃ নেটওয়ার্কিং প্রোটোকল। অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রন করার প্রক্রিয়া হচ্ছে প্রটোকল।

প্রোটোকল কী?

প্রোটোকল হচ্ছে ডেটা ট্রান্সমিশন সিস্টেমের এক SET Rules যা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নির্ভুলভাবে ডেটা কমিউনিকেশনে সহায়তা করে। 

এক কথায় নেটওয়ার্কে কম্পিউটারগুলোর জন্য সু-পরিকল্পিতভাবে নির্ধারিত রীতি-নীতি হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছে। যেমনঃ- TCP/IP, FTP, IPX/SPX, NETBEUI, APPLETALK, ETHERNET ইত্যাদি। এগুলোর মধ্যে ইন্টারনেটে ব্যাবহৃত প্রোটোকল হলো TCP/IP


আরো পড়ুন

FTP কী? What is FTP?

ডেটা এনক্রিপশন কী? What is data encryption

ডেটা এনক্রিপশন কী? What is data encryption

যে সকল গোপনীয় ডেটা পাবলিক পথ দ্বারা স্থানান্তরিত হয় তাদেরকে সাধারনত বিশেষ কোডের মাধ্যমে এনক্রিপ্ট করে প্রেরণ করা হয়। অর্থাৎ ডেটার গোপনীয়তা রক্ষা বা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়। ফলে ঐ ডেটাকে অন্য কোন অনির্দিষ্ঠ (Unauthorized) ব্যাক্তি বা প্রতিষ্ঠান ব্যাবহার করতে পারেনা। 

উৎস বা প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করলে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডেটা ব্যাবহারের পূর্বে ডিক্রিপ্ট (Decrypt) করে। প্রেরককে এনক্রিপ্ট করার নিয়ম এবং প্রাপককে ডিক্রিপ্ট করার নিয়ম জানতে হয়। এনক্রিপ্টেড ডেটাকে একই পদ্ধতি বা অ্যালগরিদম ব্যাবহার করে ডিক্রিপ্ট করে অরিজিনাল ম্যাসেজে পরিবর্তন করা হয়। উদাহরণ স্বরুপ এনক্রিপ্ট করার একটি পদ্ধতি সিজার কোডের কথাই ধরা যাক, সিজার কোডে কোন অক্ষরকে তার পরিবর্তীত ৩য় অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা হয়। কাজেই JULIA ROBERT এর এনক্রিপ্টড সাইফারটেক্সট হলো MWPLD TQETHV

এনক্রিপশনের মূল চারটি অংশ রয়েছেঃ- যথা

  1. প্লেন্টেক্সট (Plaintext)
  2. সাইফারটেক্সট (Ciphertext)
  3. এনক্রিপশন অ্যালগরিদম (Encryption Algorithom)
  4. কী (Key)

প্লেইন্টেক্সট

এনক্রিপ্ট করার পুর্বে মেসেজ যা মানুষের পাঠযোগ্য রুপে থাকে।

সাইফার

এনক্রিপ্ট করার পরের মেসেজ যা মানুষের পাঠযোগ্য রুপে থাকেনা।

এনক্রিপশন এলগরিদম

গাণিতিক ফর্মূলা যা প্লেইন্টেক্সট থেকে সাইফারটেক্সয়ে এনক্রিপ্ট করার জন্য বা সাইফারটেক্সট থেকে প্লেইন্টেক্সটয়ে ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন।

কী

গোপন কোড যা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করার জন্য প্রয়োজন

এনক্রিপশন করার কারণ কী?

এনক্রিপশনের মূল কারণ হলো হ্যাকাররা নেটওয়ার্কের মধ্য থেকে কোন ডেটার কপি নিলে তখন এটি পাঠকরা যাতে সুঃসাধ্য হয়। সে জন্য অবশ্য উপযুক্ত এনক্রিপশন পদ্ধতি গ্রহণ করতে হবে। এনক্রিপ্টেড ডেটাকে পড়ার জন্য গন্তব্য স্থানে অবশ্যই ডিক্রিপশন করতে হয়। সে ক্ষেত্রে গন্তব্য স্থানে অবশৈ ডিস্ক্রিপশন কী থাকে। সাধারনত দু-ধরনের এনক্রিপশন বর্তমানে দেখা যায়। যথাঃ-
  1. গোপন কী এনক্রিপশন (Secret Key Encryption) বা সিমেট্রিক এনক্রিপশন (Symmectric Encryption) 
  2. পাবলিক কী এনক্রিপশন (Public Key Encryption) বা অ্যাসিমেট্রিক এনক্রিপশন (Asymmectric Encryption)

What is Mail Server? ই-মেইল সার্ভার

What is Mail Server? ই-মেইল সার্ভার

ই-মেইল সার্ভার হলো নেটওয়ার্কের একটি কম্পিউটার যা একটি ভার্চুয়াল পোস্ট হিসেবে কাজ করে থাকে। মেইল সার্ভারে সাধারণত পর্যাপ্ত যায়গা বা স্টোরেজ থাকে যাতে ঐ নেটওয়ার্কের সকল ব্যাবহারকারীদের ই-মেইল জমা রাখতে পারে।

সাধারণত পোস্টাল সিস্টেম কোন চিঠি কোথাও পাঠাতে চাইলে তা পোস্ট বক্সে রাখা হয়। নির্ধারিত বিরতিতে পোস্ট বক্স থেকে চিঠিগুলো স্থানীয় পোস্ট অফিসে জমা হয়। স্থানীয় পোস্ট অফিস থেকে চিঠিগুলো তাদের ঠিকানা অনুসারে প্রাপকের এলাকায় পোস্ট অফিসে পাঠানো হয়। প্রাপকের এলাকার পোস্ট অফিসের ডাকপিয়ন চিঠিগুলো প্রাপকের নিকট বিতরণ করে থাকেন। 

মেইল সার্ভার বা ভার্চুয়াল পোস্ট অফিসে সাধারণত এই কাজগুলো ঘটে থাকে। এই কাজ গুলো সুসম্পন্ন করার জন্য মেইল সার্ভার POP বা IMAP এবং SMTP প্রটোকল ব্যাবহার কএয়া হয়।

POP কাকে বলে?

POP এর পুর্নরুপ হলো Post Office Protocol. মেইল সার্ভার থেকে মেইল গ্রহণ বা রিসিভ করার জন্য এই প্রটোকল ব্যাবহার করা হয়। ব্যাবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অর্ন্তমুখী বা ইনকামিং (Incoming) মেইল বলা হয়। 

POP3 কাকে বলে?

POP3 হলো POP প্রটকোলের সর্বশেষ সংস্করণ বা ভার্শন। মেইল সার্ভার থেকে অর্ন্তমূখী বা ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধীক জনপ্রীয় এই POP3 প্রটোকল।  তবে এই একই কাজের জন্য IMAP নামে আরো একটি জনপ্রিয় প্রটোকল রয়েছে। 

What is SMTP? 

SMTP এর পূর্ণ রুপ হলো Simple Mail Transfer Protocol। যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলোকে বর্হিমুখী বা আউটগোয়িং মেইল (Outgoing Mail) বলা হয়। আউটগোয়িং বা বর্হিমুখী মেইল পাঠানোর জন্য SMTP প্রটোকল ব্যাবহার করা হয়। 

ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্কে ই-মেইল মেসেজ পাঠানোর জন্য বর্তমানে স্টান্ডার্ড প্রটোকল হিসেবে SMTP ব্যাবহার করা হয়। এই প্রটোকলের সাহায্যে মেইলে ডেটা, অডিও, ভিডিও, ভয়েস, গ্রাফিক্স এবং যে কোন ফাইল পাঠানো যায়।



E-mail Address  ইমেইল ঠিকানা

E-mail Address ইমেইল ঠিকানা

ডাকযুগে চিঠি পাঠাতে হলে যেমন ঠিকানা প্রয়োজন তেমনি ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা প্রয়োজন। সার্ভিস প্রোভাইডারের সাথে সংযোগ নেয়ার সময় এ ঠিকানা সরবরাহ করা হয়। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের ঠিকানা অন্যান্য। ইন্টারনেটের বিধি মোতাবেক এ ঠিকানা দেওয়া হয়। আজকাল পরিচিতি কার্ডে টেলিফোন ও ফ্যাক্স নাম্বারের পাশাপাশি অনেকেই ই-মেইলের ঠিকানা দিয়ে থাকেন। 

ইমেইল ঠিকানায় মূলত ২ টি অংশ (user@host) থাকে। প্রথম অংশে থাকে ব্যাবহার কারীর পরিচিত বা কোন কোম্পানির নাম এবং @ দিয়ে এরপর দ্বিতীয় অংশ থাকে হোস্ট হিসেবে তথা ডোমেইন নাম।

একটি ইমেইল নাম কিভাবে বানানো হয় নিচের ছবিটি দেখলে সেই বিষয় আইডিয়া পাবেন।



Thursday, May 5, 2022

What is FTP? এফটিপি কাকে বলে?

What is FTP? এফটিপি কাকে বলে?

প্রতিদিন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে এবং পুনরায় সফটওয়্যারগুলো বিভিন্ন সুযোগ সুবিধা সিয়ে তাদের সংস্করন বা ভার্সন পরিবর্তন করছে। তেমনি আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে নতুন নতুন সফটওয়্যারের প্রয়োজন হয়। কিন্তু কম্পিউটারের ডিস্কের ধারণ ক্ষমতা সীমিত, ফলে ব্যাবহারকারীর ইচ্ছে থাকা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সফটওয়্যার সংরক্ষণ করে রাখা সম্ভব নয়। 

ইন্টারনেটের এফ.টি.পি (FTP) হচ্ছে File Transfer Protocol যার সাহায্যে ইন্টারনেট ব্যাবহারকারী অন্যের কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারে নামিয়ে রাখতে পারে। সার্ভার থেকে কোন ফাইল বা সফটওয়্যার কম্পিউটারে নিয়ে আসাকে বলা হয় ফাইল ডাউনলোড (Download)।  আর কম্পিউটার থেকে সার্ভারে কোন ফাইল বা সফটওয়্যার রাখাকে বলা হয় আপলোড (Upload).

আপ-লোড / ডাউনলোড এর জন্য সার্ভারে লগইনব (Login) করতে হয়। সার্ভারে লগইন করে আপলোড ও ডাউনলোড করা যায়। ব্যাবহারকারী ইচ্ছে করলেই সার্ভারের যে কোন স্থানে / স্থান থেকে ফাইল, সফটওয়্যার আপলোড বা ডাউনলোড করতে পারে না। সার্ভারে যে সব যায়গায় ব্যাবহারকারীকে এক্সেস দেয়া থাকবে শুধু মাত্র সেই সব যায়গায় ব্যাবহারকারী ফাইল, সফটওয়্যার, আপলোড ও ডাউনলোড করতে পারবে। 

সার্ভারে এক্সেস সাধারনত ২ ভাবে দেওয়া হয়। যা নিম্নে উল্যেখ করা হলোঃ-

  1. প্রাইভেট এক্সেস (Private Access) এখানে শুধু নির্দিষ্ট ব্যাক্তি বা অল্প লোক (কোন প্রতিষ্ঠানের উচ্চ পদস্ত ব্যাক্তি) সফটওয়্যার ফাইল আপলোড ও ডাউনলোড করতে পারে।
  2. পাবলিক এক্সেস (Public Access) এখান থেকে যে কোন লোক সার্ভার থেকে ফাইল/সফটওয়্যার আপলোড ও ডাউনলোড করতে পারে। আমাদের দেশে সার্ভারগুলো সাধারণত ব্যাবহারকারীদের জন্য ফ্রী এক্সেস এর ব্যাবস্থা নেই। তবে বিশ্বের অনেক সার্ভার ফ্রী এক্সেসের ব্যাবস্থা আছে।  
FTP তে ফাইল আপলোড বা ডাউনলোড করার সময় ASCII (American Standard Code For Information Interchange) বা বাইনারি যে কোন মোডে ফাইল ট্রান্সফার করা যায়। Text file ASCII মোডে এবং বিভিন্ন Program বা গ্রাফিক্স ফাইল Binary মোডে ট্রান্সফার করা হয়। FTP দিয়ে ফাইল আপলোড এবং ডাউনলোড করার জন্য কম্পিউটার FTP প্রোগ্রামে ইন্টারনেট কানেকশন প্রয়োজন।



Wednesday, May 4, 2022

প্রেজেন্টেশন সফটওয়্যার

প্রেজেন্টেশন সফটওয়্যার

বর্তমান সময় হচ্ছে তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণ নিশ্চিত করার যুগ। এখন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং পেশাজীবীদের মধ্যে তথ্য বিনিময় বা তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তা সর্বাধিক গুরুত্ব লাভ করছে। সকল প্রকার তথ্যের ভান্ডার সকলের জন্য সহজলোভ্য করার উদ্দেশ্যে প্রতিনিয়র সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট সবাই তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত থাকার সুযোগ পাচ্ছে।

সভা সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যাবহার করা হয়। যেমন- পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইম্প্রেস ইত্যাদি। 

পাওয়ারপয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তরভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। এ সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যার ও বলা যায়। বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় সকলের সুবিধার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে ছোট করে কিছু কথা নিচে উল্যেখ করছি। 

পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ, ইত্যাদির সমন্ময়ে আকর্ষনীয়ভাবে তথ্যাদি উপস্থাপন করা যায়। প্রকৃতপক্ষে সভা, সেমিনার-সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুব সহজে এবং চমৎকারভাবে ব্যাবহার করা যায়। এ দিক থেকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে। এজন্যই সভা সেমিনার বা অন্য কোন ইন্টারশীপে পাওয়ার পয়েন্ট দিয়েই প্রেজেন্টেশন এর কাজ করা হয়। 

পাওয়ার পয়েন্টের এক একটি অংশকে স্লাইড (Slide) বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউটস (Handouts) বলা হয়। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়। এই খসড়াকে বলা হয় Slide Layout.



Tuesday, May 3, 2022

ডিজিটাল বাংলাদেশ

ডিজিটাল বাংলাদেশ

বর্তমান সরকার প্রথমবারের মতো ২০২২ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে। একটা রক্তক্ষনীয় যুদ্ধের ভেতর দিয়ে ১৯৭১ সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, ২০২২ সালে তার অর্ধতাব্দী পুর্ণ হবে এবং সে কারণে এই সময়ের ভেতরে আমাদের প্রিয় মাতৃভঊমিকে একটি বিশেষ যায়গায় নেওয়ার একটি স্বপ্ন আমাদের সবাইকে স্পর্শ করেছিল। তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি সুধু একটি কথা হয়ে থাকেনি। এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে এই দেশের সরকার এবং সাধারন মানুষ সবাই একটি বড় উদ্যোগ নিয়েছে। 

প্রথমেই আমাদের জানা দরকার এনালগ ক ডিজিটাল কথাটি দিয়ে আমরা কী বোঝায়। পরিবর্তনশীল (বিচ্ছিন্ন) ডাটাকে যখন সংকেতের মাধ্যমে প্রকাশ কএয়া হয় তখন তাকে এনালগ সংকেত বলে। উদাহরনস্বরুপ আমাদের দৈনন্দিন তাপমাত্রার কথা ধরা যাক, দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাপমাত্রা অনুভুত হয়। এই অনুভুত তাপমাত্রাকে যখন সংকেতেরুপে প্রকাশ করি তখন তাকে এনালগ সংকেত বলি। 

এনালগ সংকেতের সাহায্যে আমরা নির্ভুল এবং সুক্ষ তথ্য পাই না, প্রাপ্ত মানের তারতম্য থাকে। এই এনালগ সংকেতকে নির্দিষ্ট পদ্ধতিতে দুইটি অবস্থার মাধোমে প্রকাশ করা হয়, এই অবস্থাগুলোকে অংকের (Digit) মাধ্যমে প্রকাশ করার ফলে এনালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল এবং সুক্ষ থেকে সুক্ষতর তথ্য পাওয়া যায়। Digit এর মাধ্যমে সংকেত প্রকাশের জন্য ব্যাবহৃত এই ধরনের সংকেতকে ডিজিটাল সংকেত বলা হয়। যেমনঃ ধর কাটাযুক্ত ঘড়ি এনালগ সংকেত প্রদর্শন করে, পিক্ষান্তরে কাটাবিহীন ঘড়ি ডিজিটাল সংকেত প্রদর্শন করে। 

তবে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু কম্পিউটার প্রস্তুত দেশ হিসেবে ব্যাবহার করা হয়নি। এটি আরও অনেক ব্যাপক। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয়। সব ধরনের প্রযুক্তি ব্যাবহার করে এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র‍্য মোচনের আংগিকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। এই লক্ষ্যে পৌছানোর জন্যে আমাদের পুরাতন মানসিকতার পরিবর্তন করে ইতিবাচক বাস্তবতা এবং উদ্ভাবনী চিন্তা খুব জরুরি। 

ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল কথাটি হচ্ছে দেশের মানুষের জন্যে গনতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সুবিচার নিশ্চিত করা এবং সেগুলোর জন্যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করা। তার চূরান্ত লক্ষ্য হচ্ছে সকল শ্রেণির সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশ রুপকল্পের বাস্তবায়নের জন্যে সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে; সেগুলো হচ্ছে- মানবসম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্তত, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি ব্যাবহার।

পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ তথ্যপ্রযুক্তির প্রসারের কাজটি শুরু করেছে দেরিতে। তাই অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে আছে। অতীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব যথাযথভাবে উপলব্দী না করলেও বর্তমানে এটি অত্যান্ত গুরুত পাচ্ছে। সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ায় আমাদের দেশে এখন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব হচ্ছে। 

প্রযুক্তি প্রসারের একটি সুন্দর দিক রয়েছে, কোনো দেশ বা জাতির একটি নির্দিষ্ট প্রযুক্তিতে পিছিয়ে থাকলে সব সময়েই তাদের পিছিয়ে থাকতে হয়না। বড় বড় লাফ দিয়ে (Leap Frog) অন্যদের ধরে ফেলা যায়। তাই বাংলাদেশ তার সর্বশক্তি দিয়ে সামনে এগিয়ে অন্য দেশের সমান হবার চেষ্টা করছে।

সরকারের আগ্রহের কারণে দেশে তথ্য প্রযুক্তির অবকাঠামো গড়ে উঠিতে শুরু করেছে। সারা দেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র এক-দেড় দশক আগেও এদেশে টেলিফোনের সংখ্যা ছিল নগণ্য। এখন নির্দ্ধিধায় বলা যায় এই দেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতের নাগালে ফোন রয়েছে। 

ইউনিয়ন পর্যায় ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে, প্রত্যন্ত এলাকায় পোস্ট অফিয়াগুলোকে ই-সেন্টারে রুপান্তরিত করে মোবাইল মানি অর্ডারের সুযোগ করে দেওয়া হয়েছে। ইউনিয়ন ইনফরমেশন সেন্টারের সাথে সাথে ডিস্ট্রিক ইনফরমেশন সেল এবমগ ন্যাশনাল ইনফরমেশন সেল দেশের অবকাঠামোতে একটা বড় সংযোজন। 

ই-লার্নিং ও বাংলাদেশ

ই-লার্নিং ও বাংলাদেশ

পৃথিবীতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি দির্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিলো। তথ্যপ্রযুক্তি উন্নত হওয়ার পির প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করছে এবং ই-লার্নিং নামে নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। ই-লার্নিং শব্দটি ইলেক্ট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্যে সিডি রম, ইন্টারনেট, ব্যাক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যাবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকি। মনে রাখতে হবে ই-লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির পরিপুরক। উদাহরণ দেওয়ার জন্যে বলা যায়, শ্রেণি কক্ষে বিজ্ঞানের একটা বিষয় পড়ানোর সময় অনেক কিছুই হয়ত হাতে কলমে দেখানো সম্ভব নয়। যেমং সুর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। শ্রেণিকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছে করলেই মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে আরো সুন্দরভাবে বিষয়টি দৃশ্যমান উপস্থাপন করতে পারেন। সেটি এমনকি Interactiveg-ও হতে পারে।

বাংলাদেশের জনগোষ্ঠী বিশাল। সে কারণে স্কুলের শিক্ষার্থী সংখ্যাও বিশাল। নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের স্কুলগুলোতে দক্ষ সিক্ষকের অভাব রয়েছে। লেখাপড়ার জন্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই। ল্যাবরেটরি অপ্রতুল, ফলে হাতে-কলমে বিজ্ঞানের এক্সপিরিমেন্ট করার সুযোগ খুব কম। এই সমস্যাগুলো সমাধানের জন্যে ই-লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। দক্ষ একজন শিক্ষকের পাঠদান ভিডিও করে নিয়ে সেটি অসংখ্য স্কুলে বিতরণ করা যেতে পারে। একটি নির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্যে অনেক ধরনের সহায়তা প্রক্রিয়া ছাত্রছাত্রীদের দেয়া যেতে পারে। একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানে সহায়তা করার জন্যে প্রয়োজনীয় বিষয় তৈরি করতে পারেন এবং সেটি বার বার ব্যাবহার করতে পারেন। বাংলাদেশের অনেক শিক্ষকই এটি ব্যাবহার করছেন। 

সারা পৃথিবীতেই ই-লার্নিং জন্যে নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে। পৃথিবীর বড় বড় অনেক বিশ্যবিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সেই কোর্সটি গ্রহণ করতে পারে। বিষয়টি নিয়ে নানা ধরনের পরিক্ষা নিরিক্ষা হচ্ছে এবং অনেক সময়েই একজন সেই কোর্সটি নেয়ার পর তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরিক্ষা দিয়ে সেই কোর্সটির প্রয়োজনীয় ক্রেডিট পর্যন্ত অর্জন করতে পারছে।

আমাদের বাংলাদেশেও এতে পিছিয়ে নেই। বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদরা এ ধরনের বেশ কিছু ওয়েব পোর্টাল তৈরি করেছেন এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো গ্রহণ করতে পারে। বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিংয়ে প্রশিক্ষন নেয়ার উপযোগী এই ধরনের সাইটগুলো দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। 

আমাদের দেশে উত্তম পাঠদানের সীমাবদ্ধতা দূর করার ব্যাপারে ই-লার্নিং অনেক বড় ভূমিকা রাখিতে পারলেও আমাদের সব সময় মনে রাখতে, এটি কিন্তু কোনভাবেই প্রচলিত পাঠদানের বিকল্প নয়। প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরী দেখতে পারেন। তাদের সাথে কথা বলতে পারে, শিক্ষার্থীরা শিক্ষকের নানাভাবে ভাব বিনিময় করতে পারে। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য কররে পারে, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। 

ই-লার্নিংয়ের বেলায় এই বিষয়টি সময়ই অনুপস্থিতি থাকে, পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটা যান্ত্রিক বলে মনে হতে পারে। সে কারণেই ই-লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়। আমাদের বাংলাদেশে ই-লার্নিংয়ের বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধ আসলেই ই-লার্নিং ব্যাবহার করে সমাধান করে ফেলা সম্ভন। তবে প্রচলিত ই-লার্নিংয়ের জন্যে ইন্টারনেটে 


স্পিড প্রয়োজনীয় অবকাঠামো এবং ই-লার্নিংয়ের শিখনসামগ্রী (Meterials) তৈরি করার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার গুরুত্বের সাথে এ ধরনের শিখনসামগ্রী তৈরি করছে। এতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জনে সক্ষম হবে।



Monday, May 2, 2022

ওয়েব Web

ওয়েব Web

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব (Web) বলা হয়। ওয়েব ইন্টারনেট এর অংশ। ওয়েব পেজের মধ্যে মূলতঃ তথ্য সজ্জিত থাকে। এছাড়াও ওয়েবের মাধ্যমে ভয়েস মেইল করা, আলাপ করা, পত্র যোগাযোগ এমনকি ব্যাবসা বানিজ্য করা যায়।

সকল কর্মকান্ড কেবলমাত্র দেশের মধ্যেই নয় বাইরের দেশেও করা যায়। ওয়েবে কোন লেখা, অডিও, ভিডিও, ছবি, এনিমেশন ইত্যাদি যে কোন তথ্য নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে রাখা যায়। এরুপ কোন তথ্য সম্মলিত পেজকে ওয়েব পেজ বলে। প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোম পেজ বলে। এই পেজ এক বা একাধিক পৃষ্ঠার হতে পারে। 

যেমন নিচের চিত্রে গুগল ওয়েবসাইটের হোম পেইজের চিত্র দেখানো হলো। 



মাইক্রোসফট ওয়ার্ড কী?

মাইক্রোসফট ওয়ার্ড কী?

মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে হলে, প্রথমেই জানতে হবে ওয়ার্ড প্রসেসর (Word Processor) সম্পর্কে।

শ্বব্দ প্রক্রিয়া করণই ওয়ার্ড প্রসেসর। অর্থাৎ যে সকল Software ব্যাবহার করে আমরা Computer এ বিভিন্ন শব্দ নিয়ে সব ধরনের লেখালিখির কাজ করি তাই Word Processor. ধারাবাহিকভাবে সাজিয়ে আকর্ষনীয়ভাবে শব্দ সমূহকে উপস্থাপন করাই Word Processing। বিভিন্ন ধরনের Word Processing Software আমাদের দৈনন্দিন কাজে চিঠিপত্র, ডকুমেন্ট, রিপোর্ট, পত্রিকা, ইত্যাদি টাইপ করা সহজ করে দিয়েছে।

What is Microsoft Word?

আমেরিকার বিখ্যাত Microsoft Corporation কর্তৃক তৈরিকৃত মাইক্রোসফট অফিস গ্রুপের মধ্যে একটি বহুল ব্যাবহৃত Word Processing Software হলো মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word). একে সংক্ষেপে MS-Word বলা হয়। IBM বা IBM Compatible মেশিনের জন্য বিভিন্ন সময় এর বিভিন্ন সংস্করন বাজারে ছেড়েছে। এর মধ্যে Microsoft Word 98 সবচেয়ে আলোচিত Word Processing Sofotware.



এ ছাড়াও পরবর্তিতে আরো ৩টি ভার্শন বাজারে এসেছে সেগুলো হচ্ছে, Microsoft 2000,  Microsoft XP, Vista এখানে উল্লেখ্য যে কিছু পরিবর্তন ছাড়া এক সংস্করন হতে অন্য সংস্করণের তেমন পার্থক্য থাকে না।


মাইক্রোসফট এক্সেস কী? What is Microsoft Access?

মাইক্রোসফট এক্সেস কী? What is Microsoft Access?

Microsoft Access হচ্ছে এমেরিকার ভিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরীকৃত মাইক্রোসফট অফিস গ্রুপের মধ্যে একটু বহুল পরিচিত Database প্রোগ্রাম। Access ইউন্ডোজ ভিত্তিক একটি শক্তিশালী রিলেশনাল ডেটাবেজ মেনেজমেন্ট সিস্টেম যা দিয়ে ডেটাবেজের বিভিন্ন টেবিল তৈরি করে ডেটা এন্ট্রির জন্য সহবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়। এর মাধ্যমে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত লক্ষ লক্ষ ডেটা থেকে শুধুমাত্র প্রয়োজনীয় ডেটাগুলোকে নিয়ে পছন্দমত সাজানো যায় এবং চূরান্ত রিপোর্ট তৈরি করা যায়।

Access শব্দের অর্থ প্রবেশ। কম্পিউটার ফাইলে তথ্য নিবেদিত করা বা ফাইল থেকে তথ্য উদ্ধারের প্রক্রিয়া। কোন প্রোগ্রামে ডেটা এন্ট্রি করার প্রবেশাধিকার পাওয়া। নেটওয়ার্কভূক্ত অন্য কম্পিউটারে প্রবেশ করা। সংরক্ষিত তথ্য সমূহ সংশোধন ও পড়ার অনুমতি লাভ করা।

Access প্রোগ্রামটি অন্যান্য ডেটাবেস প্রোগ্রামের তুলনায় যে কোন সমস্যার সমাধান খুব সহজে দিতে পারে৷ এই জন্য প্রোগ্রামটির নাম এক্সেস (Access) দেওয়া হয়েছে। বাজারে বিভিন্ন ধরনের ডেটাবেস প্রোগ্রাম আছে। Foxpro, d-Base, Access, Oracle ইত্যাদি।

Microsoft Access এর ব্যাবহার

Microsoft Access এ যে সমস্ত কাজ করা যায় তা সংক্ষেপে নিম্নে বর্ণনা করা হলোঃ

  • টেবিলের সাথে পারস্পারিক সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের টেবিল এবং ডেটাবেস তৈরি করা যায়।
  • বিপুল পরিমাণ তথ্য থেকে বিভিন্ন উপায়ে কাংখিত যে কোন তথ্যকে খুজে এনে তা প্রিন্ট করা যায়।
  • অসংখ্য আকৃতি ও ফরমেটের রিপোর্ট এবং মেইলিং লেবেল তৈরি করে প্রিন্ট করা যায়।
  • নিউমেরিক উপাত্তগুলোর গানিতিক ক্রিয়াকলাপ স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে সম্পন্ন হয়।
  • পছন্দমত গ্রাফ, চার্ট, এবং ছবি রিপোর্টে সংযোজন করা যায়।

Access এর জন্য কি পরিমাণ সিস্টেমের প্রয়োজন?

এক্সেস (Access) ইউন্ডোজ ভিত্তিক একটি শক্তিশালী রিলেশনাল ডেটাবেজ মেনেজমেন্ট সিস্টেম (RDBMS) যার জন্য প্রয়োজন ইউন্ডোজ অপারেটিং সিস্টেম ৯৫/৯৮, সর্বনিম্ন ১২ মেগাবাইট র‍্যাম, ১৪ মেগাবাইট হার্ডডিস্ক। তবে Access 2003 এর জন্য প্রয়োজন ৬৪ MB র‍্যাম ও ইউন্ডোজ ২০০০ বা এক্সপি অপারেটিং সিস্টেম নুন্যতম 400 মেগাহার্টজের প্রসেসর 3500 MB ফ্রি হার্ডডিস্ক স্পেস। এবং এইভাবেই দিন যত যাচ্ছে নতুন ভার্শন আসছে এবং রিকুয়েরমেন্ট ও বৃদ্ধি পাচ্ছে।

বিঃদ্রঃ যে কোন সফটওয়্যার ব্যাবহারের পুর্বে সেই সফটওয়্যার ভার্শন ও রিকুয়েরমেন্ট অবশ্যই পরে নিবেন। 






 কৃষিপণ্য (Agricultural products)

কৃষিপণ্য (Agricultural products)

কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুযায়ী, 2012 -13  অর্থবছরের জিডিপি তে কৃষিখাতের অবদান প্রায় 13% । এ দেশের শ্রমশক্তির মোট 47 দশমিক 50 শতাংশ কৃষি খাতে নিয়োজিত । কৃষি খাতের প্রধান পূর্ণ হচ্ছে হিমায়িত খাদ্য , কাঁচা পাট , পাটজাত দ্রব্য , চা প্রভৃতি । 


                   বাংলাদেশের কৃষিজ ফসল                                        ¡____________________________¡

1/  খাদ্যশস্য ,( ধান , গম , ডাল , তেলবাজ ,  আলু , ভুট্টা , সবজি , ফলমূল )

2/ অর্থকারী ফসল ,( পাট , চা ,   ইক্ষু ,   তুলা , তামাক , ফুল )

                *  খাদ্য-শস্য ( food crops )*                      


 ধান ( rice ):   বাংলাদেশের খাদ্য শস্যের মধ্যে প্রধান হল ধান ।  এই দেশে আউশ , আমন ,  ইত্যাদি বিভিন্ন রকমের ধান চাষ করা হয় । বাংলাদেশের সকল জেলায় ধান উৎপাদিত হয় ।  রংপুর , কমিল্লা , সিলেট , যশোর , কিশোরগঞ্জ , রাজশাহী ,  বরিশাল , ময়মনসিংহ , বগুড়া , দিনাজপুর , ঢাকা , ইত্যাদি অঞ্চলে ধান চাষ বেশি হয় ।


  গম (wheat):  বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গম চাষ হয় । উত্তরাঞ্চলের জেলা কোন কোন চাষের জন্য উপযোগী । যেমন :  দিনাজপুর , রংপুর , পাবনা , রাজশাহী , কুষ্টিয়া , যশোর , বগুড়া ইত্যাদি অঞ্চলে গম চাষ অনেক ভালো হয় ।


                     অর্থকারী ফসল ( cash of comical  crops )

   যে সকল ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকারী ফসল বলা ।

 পাট ( jute ):  পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল । বাংলাদেশের দুই প্রকার পাট চাষ করা হয় ,1/ দেশি  এবং 2/ তোষা  পাট । রংপুর , ময়মনসিংহ , ফরিদপুর , কুমিল্লা , ইত্যাদি অঞ্চলে পাট চাষ অনেক ভালো হয় ।


   চা (Tea):  বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে চা অন্যতম । পানি নিষ্কাশন বিশিষ্ট ঢালু জমিতে   চা  ভাল হয়  । মৌলভীবাজার , হবিগঞ্জ , সিলেটে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে ।


 ইক্ষু ( Sugarcane):  চিনি,গুড় উৎপাদনের জন্য  বাংলাদেশে  ইক্ষু  গুরুত্বপূর্ণ ফসল । ইক্ষু চাষের জন্য সমতলভূমি এর প্রয়োজন । রাজশাহী , রংপুর , দিনাজপুর , পাবনা ,, ফরিদপুর, ইত্যাদি  ইক্ষু চাষের জন্য প্রধান অঞ্চল ।



কম্পিউটার সফটওয়্যার

কম্পিউটার সফটওয়্যার

কম্পিউটারের যে কোন যন্ত্র বা যন্ত্রাংশকেই হার্ডওয়্যার (Hardware) বলা হয়। তেমনি কম্পিউটারে ব্যাবহৃত সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টিকে সফটওয়্যার বলা হয়। 

সফটওয়্যার হচ্ছে অদৃশ্য। মানুষের শরিরকে যদি হার্ডওয়্যার (Hardware) ধরা হয়, তাহলে সফটওয়্যার হচ্ছে মানুষের প্রাণ। প্রাণ ছাড়া দেহ যেমন কিছুই করতে পারেনা তেমনি সফটওয়্যার ছাড়া কম্পিউটারের যন্ত্রাংশ অর্থাৎ হার্ডওয়্যারও কিছুই করতে পারেনা। সফটওয়্যার প্রধানত ২ ধরনের। এর একটিকে বলা হয় অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার যাহা কম্পিউটার চালনার জন্য প্রযোজ্য। যেমন- ডস, ইউন্ডোজ, লিন্যাক্স, ইউনিক্স ইত্যাদি। অন্যটি হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যাবহারিক সফটওয়্যার। যেমন- এমএস ওয়ার্ড (Microsoft Word),  এক্সেল (Excel), একসিস (Access), ইলাস্ট্রেটর (Illustrator) ইত্যাদি।

বর্তমানে ব্যাংক, বীমা, বিদ্যুৎ অফিস, রেলওয়ে, বিমান ইত্যাদিতে প্রোগ্রামার দ্বারা সফটওয়্যার তৈরি করে কারে পরিচালনা করা হয়।



কম্পিউটার কী? What is computer?

কম্পিউটার কী? What is computer?

কম্পিউটার শব্দটি গ্রীক শ্বব্দ জতে এসেছে। Compute শ্বব্দ থেকে Computer শব্দের উতপত্তি। কম্পিউটার শব্দের আভিধানিক অর্থ গণনাকারী। তবে বাস্তব ক্ষেত্রে কম্পিউটার কেবল গণনাই করেনা এটা মানুষের চেয়েও নির্ভুল গানিতিক, যৌক্তিক ও সিদ্ধান্তমূলক কাজে অতি দ্রুত সমাধান দিতে পারে। অর্থাৎ কম্পিউটার হলো একগুচ্ছ বৈদতিক যন্ত্রের সমাহার, যা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে যৌক্তিক কার্যাবলি নিজস্ব সংকেতে রূপান্তর করে দ্রুত সমাধান করে থাকে। সভ্যতার ক্রম্বিকাশের বর্তমান পর্যায়ে আমাদের দৈনন্দিন জীবনের একটি অন্যতম উপাদান হচ্ছে কম্পিউটার।

মূলত কম্পিউটার এলটি ইলেক্ট্রনিক্স যন্ত্র, এটা অনেক গুলো নির্দেশ তার সৃতি বা মেমোরিতে ধরে রাখতে পারে এবং প্রয়োজনে সে নির্দেশসমূহ নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে। তবে কম্পিউটারের নিজের কোন কাজ করার ক্ষমতা নেই। কম্পিউটার আবিষ্কারকগণ এবং ব্যাবহারীগণ বলে দেয় কম্পিউটারে কি করতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত কম্পিউটার একটি নির্বোধ ইলেক্ট্রনিক্স যন্ত্র।

আরো পড়ুনঃ


Sunday, May 1, 2022

What is Database? ডেটাবেস কী? ডেটা বেস কাকে বলে?

What is Database? ডেটাবেস কী? ডেটা বেস কাকে বলে?

আমাদের দৈনন্দিন জীবনে ডেটাবেস খুবি দরকারি একটা জিনিস। কিন্তু ডেটাবেস আসলে কী? কিভাবে কাজ করে? ডেটাবেসের ব্যাবহার কী এটা আমরা অনেকেই জানিনা। আজকের আর্টিকেলে ডেটাবেসের খুটিনাটি সকল বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো। 

ডেটাবেস Database এখানে ব্যাবহৃত হয়েছে ২ টা ওয়ার্ড, একটি হলো Data অর্থাৎ তথ্য এবং অন্যটি হলো Base যার অর্থ হচ্ছে ভিত্তি। 

What is Database? 

ডেটাবেস তথ্যউপাত্তের একটা যায়গা যেখানে সকল ধরনের ডেটা বা উপাত্ত রাখা হয়। বইয়ের ভাষায় বলতে গেলে A database is collection of related data that is stored in a computer system.

ডেটা কোন একটি তথ্যের একটা ছোট উপাত্ত যা কোন ব্যাক্ত, বস্তু বা কোন একটি জিনিসের সাথে সাদৃশ্য হয়ে থাকে। যেমনঃ কোন একটা ব্যাক্তির নাম, উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি এইসব কিছু কোন একটা ব্যাক্তির ডেটা।

ডেটা আলাদা আলাদা কয়েক প্রকার হতে পারে, যেমনঃ টেক্স, নিউমেরিক, আলফানিউমেরিক, ইমেইজ, ফাইল, গ্রাফ ইত্যাদি। যখন এইসকল ডেটাগুলোকে একসাথে অর্গানাইজ করা হয় তখন সেটা ইনফরমেশন হয়ে যায়। অর্থাৎ ডেটা হচ্ছে একটা এরকম ছোট উপাত্ত যার কোন মিনিং হয়না এবং সহজবোধ্য না। কিছু ডেটা একত্রিত হয়ে তথ্যে রুপান্তর হয়। যা সহজেই যে কেউ বুঝতে পারে। আর এইসকল তথ্য নিয়েই ডেটাবেস গঠিত হয়। 

ডেটাবেসে ডেটা ও ইনফরমেশন গুলোকে এনালাইসিস করে রাখা হয়, যাতে প্রয়োজন অনুসারে কোন একটি ইনফরমেশনকে খুব সহজে এক্সেস করা যেতে পারে এবং অই তথ্যকে মেনেজ, ডিলিট ও আপডেট করা যায়। 

একটা ডেটাবেসে সকল প্রকার ডাটা স্টোর থাকে যা নির্দিষ্ট কোন ব্যাক্তি ছাড়া এক্সেস করতে পারেনা। ইনফরমেশন গুলোকে স্টোর করার জন্য কিছু সফটওয়্যার ব্যাবহার করা হয়। 




কম্পিউটার কি-বোর্ড Computer Keyboard

কম্পিউটার কি-বোর্ড Computer Keyboard

কম্পিউটারের তথ্য প্রদানে ব্যাবহৃত বিভিন্ন ইনপুট ডিভাইস গুলোর মাঝে কি-বোর্ড অন্যতম।

মাইক্রো কম্পিউটারে ব্যাবহৃত এ কীবোর্ডের কী-গুলোর সাথে টাইপ রাইটারের কী-গুলোর একটি কাঠামোগত সাদৃশ্য আছে। তবে, এতে কী বা স্যুইচের সংখ্যা টাইপ রাইটারের তুলনায় অনেক বেশি থাকে। কী-গুলো সব ইলেক্ট্রনিক স্যুইচের ন্যায় এবং প্রতিটি কী এর উপর এক বা একাধীক পরিচিতি লেখা থাকে।

একটি তারের মাধ্যমে কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ অংশের সাথে এটি সংযুক্ত থাকে এবং ব্যাবহারের সময় নির্দিষ্ট কী-টি একবার চাপ দিয়ে ছেড়ে দিতে হয়। ৮৪, ৮৫, ১০৮, ১১০ এরুপ বিভিন্ন সংখ্যার কী/বাটন সমৃদ্ধ কী-বোর্ড বাজারে প্রচলিত। বর্তমানে ইউন্ডোজ ৯৮/২০০০/xp প্রোগ্রামে ব্যাবহারের সুবিধার্থে ১০৪ কী/বাটন এবং মাল্টিমিডিয়া পরিচালনার ১১০ বা ততোধিক কী-সম্পন্ন কী-বোর্ড পাওয়া যায়। 



কার্যক্রমের ভিভক্তি অনুসারে একটি সাধারণ কি-বোর্ডের কী-সমুহকে নিম্নোক্ত পাচঁটি শ্রেণীতে ভিভক্ত করা যায়ঃ-

১. ফাংশন কী (Function Key)

কী-বোর্ডের উপরিস্থিতি সারির F1, F2,.......F12 পরিচিতিযুক্ত কী-সমূহ। স্বসন্ত্র প্রোগ্রামের ভিত্তিতে নির্দিষ্ট নির্দেশ বা কার্যক্রম পরিচালনার জন্য এ সকল কী ব্যাবহৃত হত। যেমন, ইউন্ডোজ প্রোগ্রামে F1 - কী চাপ দেয়া হলে সাহায্য সংক্রান্ত তথ্য প্রদর্শিত হয়।

২. নিউমেরিক কী (Numeric Key)

কী-বোর্ডের উপর দিক হতে দ্বিতীয় সারি এবং ডান পার্শ্বে 1 হতে 0 পর্যন্ত এবং +,-,*,/,=, ইত্যাদি যুক্তচিনহ কি সমূহ। গানিতিক তথ্য টাইপ করা এবং এ সংক্রান্ত কাজে বিশেষ চিনহ টাইপ করার জন্য নিউমেরিক কী ব্যাবহৃত হয়।

৩. আলফাবেটিক কী (Alphabetic Key)

কী-বোর্ডের কেন্দ্রস্থলে টাইপ রাইটারের ন্যায় বিন্যাসস্কৃত A,S,D,F,G অথবা ব,ক,ত,দ প্রভৃতি কী সমুহ্। টাইপ করার ক্ষেত্রে এই কী ব্যাবহার করা হয়। বাংলা প্রোগ্রাম ব্যাবহার করে এসকল কী সমূহ দ্বারাই বিভিন্ন প্রোগ্রামে বাংলা টাইপ করা যায়।

৪. কার্সর মুভমেন্ট কী (Arrow Key)

কম্পিউটার স্ক্রিনে ব্যাবহারকারীর কাজের অবস্থান চিনহিতকারী কার্সর চিনহটিকে স্ক্রিনের বিভিন্ন স্থানাস্তরের জন্য কী বোর্ডের তীর চিনহ কী সমুহ্ম

৫. স্পেসিয়াল কী (Special Key)

উল্লেখিত কীগসমুহ ব্যতীত কীগবোর্ডের অন্যান্য সকল কী-সমুহ, এর মাজগে উল্লেখিত কয়েকটি কী-এর কাজ নিম্বে বর্ণনা করা হলো।

গুগল কী?

গুগল কী?

গুগল এল এল ছি (Google LLC) একটি এমেরিকান মাল্টিন্যাশনাল টেকনলোজি কোম্পানি। মূলত কোম্পানিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সার্স ইঞ্জিন, অনলাইন এ্যাডভার্টাইজিং, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার সফটওয়্যার, কুয়ান্টাম কম্পিউটিং, ই-কমার্স এবং কঞ্জিউমার ইলেক্ট্রনিক্স সার্ভিস প্রোভাইড করে থাকে। 

বলা যায় পুরো বিশ্বের মধ্যে সব থেকে পাওয়ারফুল কোম্পানি এবং পৃথিবীর সব থেকে ভ্যালুবল ব্রান্ড হচ্ছে গুগল। গুগল কোম্পানি বিশ্বের ডাটা কালেকশন এবং টেকনলোজিক্যাল এডভান্টেজ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনলাইন মার্কেট ডমিনস করছে।

কোম্পানিটি বিশ্বের আর ৫ টি বড় কোম্পানির মধ্যে সবার শীর্ষে।