- What's up = কি খবর?
- Carry on = চালিয়ে যাও
- Wow = বাহ, দারুন তো
- My goodness! = একি!
- How come = কি ব্যাপার?
- What a mess = কি এক ঝামেলা!
- Oh shit! = ধ্যাত্তেরি
- Yes, go on = হ্যা, বলতে থাক
- Oh dear! = বলো কী!
- Hi guys = হ্যালো বন্ধুরা
- Good Job = সাবাশ!
- So what = তাতে কি?
- Oh, no! = এ হতে পারেনা
- Pay attention = মনোযোগ দিন!
- Definitely = অবশ্যই
- Let it pass = ছেড়ে দিন।
- Obviously = স্পষ্টত, সম্ভবত
- I'm off = আমি গেলাম
- It's your turn = এবার তোমার পালা
- As if = যেনো, কি যে হতো
- Damn it = চুলায় যাক!
- What a surprise = হটাৎ যে!
- Go to the devil! = গোল্লায় যাক!
- What about you = তোমার খবর কি?
- so so = মোটামোটি
- So be it = তবে তাই হোক
- Who cares = কার কি যায় আসে!
- I'm at a loss = কি বলবো ভেবে পাচ্ছিনা
- Heiya! It is you I see = আরে তুমি যে!
- Oh! ome on = আহ! একটু বুঝতে চেষ্টা করো
- Excuse me = এই যে শুনুন
- Not a bit = একটুও না
- That's Fantastic = এটা সত্যি চমৎকার
- Next to nothing = বলতে গেলে কিছুইনা
- Mind your language ভাষা সংযত করো
- Come to the point = আসল কথা বল
- That's right = ঠিক বলেছেন
- To be frank = খোলাখুলি ভাবে বলতে গেলে।
- Really Pleased = সত্যি আনন্দিত
- I am delighted = আমি আনন্দিত
- So kind of you = আপনার দয়া
- Anybody home? = বাড়ড়িতে কেউ আছেন?
- Keep quiet চুপ কর
- No entrance = প্রবেশ নিষেধ
- It's enough = যথেষ্ট হয়েছে
- What happened = কি হয়েছে?
- What and idea! = কি বুদ্ধি!
- Well done = সাবাশ
- Indeed = সত্যি
- How peaceful! কি শান্ত
- Get Lost = বিদায় হোন
- Let me see = আমাকে দেখতে দাও
- Oh, Sure = অহ, নিশ্চয়
- Who knows = কে জানে?
- Bullshit = বাজে কথা
- But who cares? = কে ধারধারে!
- No more buts = আর কোন কিন্তু নয়
- How so = তা কি করে হয়
- I think so = আমি তাই মনে করি
- Calm down = শান্ত হোন
- Let's have a look = চলো দেখি
- Let's run away = চলো এক্ষুনি পালাই
- I am getting wet = আমি ভিজে যাচ্ছি
- I don't care = আমার কিছু যায় আসেনা
- How else = আর কিভাবে?
- Little by little = ক্রমান্বয়ে
- Is it so! = তাই নাকি
- If you do case = যদি আপনি চান
- Have a good day = ভাল একটি দিন কাটাও
- Let's sit somewhere = চল কোথাও বসি
- So far so good = এ পর্যন্ত সবই ভালো
- I tend to think = আমার কেন যেন মনে হয়
- I suppose so = আমিও সেটা ধারনা করছি
- I don't mind = আমি কিছু মনে করিনা
- If so, so what = যদি তাই হয় তাতে কী
- Keep your word = তোমার কথা রেখো
- Nothing is impossible = কোন কিছুই অসম্ভব নয়
- Whatever (you want) - তুমি যা চাও
- Whatever you do? = তুমি যা কর
- Why should I care? = কেন আমি পারোয়া করব?
- Something else = অন্য কিছু
- Nothing else = অন্য কিছুই না
- Talk sense = চিন্তা করে কথা বল
- Don't say anymore = আর কিছু বলো না
- Forget it = এ ভুলে যাও
- What a pity = কি দুঃখিত
- Hold on = লাইনে থাকুন
- Do it at once = এক্ষনি কর
- Speak with care = সাবধানে কথা বল
- How stranger = কি অতভুদ
- By the grace of allah = আল্লাহর রহমতে
- How absure = কি বাজে বকছে
- Good Riddance = যাক বাচা গেল
- Just for asking = চাইলেই পাওয়া যায়
- Stand in queue = লাইনে দাঁড়ান
- No Smoking = ধুমপান নিষেধ
- I give up = আমি ছেড়ে দিয়েছি
- It's sound good = তোমার কথা ভালো লাগছে
- Cheap and nasty = সস্তার তিন অবস্থা
- On my part = আমার পক্ষ থেকে
Thursday, March 31, 2022
Wednesday, March 30, 2022
ব্যাবসায় অর্থায়ন কাকে বলে?
অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ন ধরন হচ্ছে ব্যাবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স। মুনাফা অর্জনের ইদ্দ্যেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি গঠিত সংঘটনকে ব্যাবসায় প্রতিষ্ঠান বলা হয়। ফলে ব্যাবসায় প্রতিষ্ঠান তার তাহবিল সংগ্রহ ও বিনিয়গের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যাবহার করে, সেটাই ব্যাবসায় অর্থায়ন। ব্যাবসায় প্রতিষ্ঠানগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়-
- একমালিকানা ব্যাবসা
- অংশদারী ব্যাবসা
- যৌথ মূলধনি ব্যাবসা
একমালিনা ব্যাবসা কাকে বলে?
অংশীদারি ব্যাবসা কাকে বলে?
যৌথ মূলধনি কাকে বলে?
Monday, March 28, 2022
Top 10 JavaScript Framework জাভাস্ক্রিপ্টের জনপ্রিয় ১০ টি লাইব্রেরি
এখনকার সময়ে জাভাস্ক্রিপ্টে অনেক ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরি আছে যা সকলের কাছেই অনেক জনপ্রিয় এবং ওয়েব এ্যাপ্লিকেশনের দিক দিয়ে প্রায় সকল যায়গায় এই লাইব্রেরি গুলো ব্যাবহার করা হয়।
1. Node JS নোড জেএস
2. React JS রিয়াক্ট জেএস
3. Vue Js ভ্যু জেএস
4. Angular JS এঙ্গুলার জেএস
5. Meteor JS মেটেরর জেএস
6. Ember JS এম্বার জেএস
7. React Native রিয়াক্ট ন্যাটিভ
8. Babel JS ব্যাবেল জেএস
9. Webpack ওয়েবপ্যাক
10. Express Js এক্সপ্রেস জেএস
ভিজুয়াল স্টুডিও কোড কী জিনিস? What is visual studio code? Best Code Editor in the World
হেলো, আসসালামু আলাইকুম। আমরা যারা কোডিং শখছি তারা সবাই জানি যে কোড গুলো লিখার জন্য একটি কোড এডিটর প্রয়োজন হয়। অনলাইন ঘাতলে শত শত কোড ইডিটর দেখা যাবে, যার যেটা পছন্দ ব্যাবহার করে।
আজকে আমি এরকম একটা কোড এডিটরের কথা বলবো যা দিয়ে আপনি আপনার কোডিং এক্সপ্রিয়েন্স আরো ইম্প্রুভ করতে পারবেন। এছাড়াও দ্রুত কোডিং, কডের ২টা মত লেটার টাইপ করলে অই রিলেটেড সকল মেথোড ও স্টেটমেন্ট সামনে আসবে এবং এতে করে আপনি খুব দ্রুত কোডিং করতে পারবেন। আর এই কোড এডিটরের নাম হচ্ছে VS Code Editor বা Visual Studio Code.
What is visual studio code?
Why use vs code?
How to install vs code?
Sunday, March 27, 2022
কম্পিউটার বিষয় নিয়ে কেন ডিপ্লমা করবেন ?
কম্পিউটার সাইন্স কোর্স
- প্রথমোত নতুন কিছু কররার মনব্লতা।
- প্রগ্রামিং করার ধর্য্য।
- গনিতের প্রতি বিষেশ ধারণা (যেমন Calulus, Matrix, Number theory, Geometry & Vactor analysis ইত্যাদি
Saturday, March 26, 2022
কম্পিউটারের জনক কে?
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে সর্বপ্রথম এ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নক্সা তৈরি করেন। চার্লস ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারনা ছিল। এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তার পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট, স্মৃতি, নিয়ন্ত্রণ ইউনিট এবং ইনপুট/আউটপুট অন্তরভূক্ত ছিল।
বর্তমান আমরা যে কম্পিউটার সাথে পরিচিত তা একদিনে এ অবস্থায় এসে পৌছায়নি। বহু সাধনা ও শ্রমের বিনিময়ে আজকের কম্পিউটারের আবির্ভান।
আরো পড়ুনঃ
What is HDD? কম্পিউটার হার্ড ডিস্ক
হার্ড ড্রাইভ ডিস্ক বা HDD অথবা হার্ড ডিস্ক। শক্ত অনমনীয় মেটালিক ম্যাগনাটিক ডিস্ককে হার্ড ডিস্ক বলা হয়। হার্ড ডিস্ক কতগুলো ট্রাক এবং ট্রাকগুলো কয়েকটি সেক্টরের সমম্বয়ে গঠিত। ডিস্কের উভয় পৃষ্ঠায় ডেটা রিড/রাইট করা সম্ভব। একটি অক্ষদন্ডের সাহায্যে কতগুলো মেটাল এক সঙ্গে যুক্ত করা হয়। ডিস্কের কেন্দ্রের ট্রাকের দৈর্ঘ্য বাইরের ট্রাকের দৈর্ঘের তুলনায় বেশি হলেও প্রতি ট্রাকে সমান সংখ্যক বিট থাকে। হার্ড ডিস্ক ড্রাইভের সাহায্যে হার্ড ডিস্ক তথ্য রিড / রাইট করা হয়। এক্ষেত্রে ডিস্কের প্রতিটি পৃষ্ঠের একটি হিসাবে কয়েকটি রিড / রাইট হেড থাকে। কিন্তু ডিস্কের একদম উপরের ও নীচের।
পৃষ্ঠার জন্য কোন হেড থাকে না। তীব্রবেগের ঘুরিয়ে ডিস্কে তথ্য রিড / রাইট করা হয়। সম্পুর্ন হার্ডডিস্ক বায়ুশুন্য বাক্সে সিল (Seal) করে সিস্টেম ইউনিটে স্থায়ীভাবে সংযুক্ত করা থাকে। হার্ড ডিস্ককে ইনপুট, আউটপুট এবং গৌণ সৃতি হিসাবে ব্যাবহার করা হয়। বর্তমানে 1 TB ধারন ক্ষমতা সম্পন্ন বা এর বেশি ধারন ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্ক বাজারে পাওয়া যাচ্ছে।
পুর্বে ব্যাবহৃত Hard Disk এর স্থলে বর্তমানে SATA হার্ডডিস্ক ব্যাবহৃত হচ্ছে। SATA Harddisk এর Special Feature.
- SATA interface cable
- Special power cable
- Serial Data Host adapter
আরো পড়ুনঃ
Friday, March 25, 2022
How to Generate RSS Feed কিভাবে আরএসএস ফিড তৈরি করবেন?
১. প্রথম ধাপ
২. প্রথম ধাপ
৩. তৃতীয় ধাপ
Thursday, March 24, 2022
হোস্টিং কী? What is hosting?
হোস্টিং কী? হোস্টিং কেন প্রয়োজন? হোস্টিং কি কাজে লাগ? আজকে এই সকল প্রশ্নের উত্তর এই আর্টিকেলে পেয়ে যাবেন। আমি আজকে হোস্টিং বিষয় সকল কিছু আপনাদের মাঝে শেয়ার করবো।
হোস্টিং কি? এটা জানার পুর্বে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে ওয়েবসাইট কী? ও ডোমেইন কি? যারা ওয়েবসাইট কী? ও ডোমেইন কি এই বিষয় জানতে ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইটে ডোমেইন বা ওয়েবসাইট লিখে সার্স করলেই এই সংক্রান্ত আর্টিকেল পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল কথায় আসি।
হোস্টিং কী?
হোস্টিং হচ্ছে একধরনের স্টোরেজ যা অনলাইন ভিত্তিক সকল প্লাটফোর্মে ব্যাবহার করা লাগে। যেমন যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন তারা এটাও জানেন যে ডোমেইন ও হোস্টিং একটি ওয়েবসাইট বানাতে সর্বপ্রথম প্রয়োজন। এটা আমরা প্রায় সকলেই জানি কিন্তু আমরা এটা জানিনা হোস্টিংটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে? কোন একটি ওয়েবসাইট আমরা যখন বানাতে যাই অভিয়াসলি তার মধ্যে অনেক ফাইল ও ফটো রাখতে হয়। যেমন বিভিন্ন স্ক্রিপ্ট, ফাইল, ফটো, ভিডিও এবং অন্যান্য যে কোন MB/KB ভিত্তিক কোন না কোন ডাটা থাকে, যা স্বাধারনত একটি ওয়েবসাইট বানানোর সময় আমরা আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারে রাখি। আপনিকি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে এই ফাইল গুলো ওয়েবসাইটের ঠিক কোন স্থানে রাখা হয়? জ্বী হ্যা এই সকল ডাটা হোস্টিং এর মধ্যে সংরক্ষন করা হয়।
হোস্টীং মূলত কম্পিউটার হার্ড-ডিস্কট এর মত, তবে এটা অনলাইনে থাকে এবং দিন ২৪ ঘন্টা ও সপ্তাহের ৭ দিন অন থাকে। এটা কোন ভাবেই বন্ধ করা হয়না। অর্থাৎ এই স্টোরেজ গুলো যেই যায়গা থেকে সার্ফ করা হয় তাদের কম্পিউটার গুলো এতটাই সক্তিশালী যা ২৪ ঘন্টা চালু থাকে। আর এইসব কম্পিউটার গুলোকে সুপার কম্পিউটার বলা হয়ে থাকে।
সুপার কম্পিউটার কোথায় রাখা হয়?
হোস্টিং কত প্রকার?
- Shared Hosting
- VPS (Virtual Private Server) Hosting
- Dedicated Hosting
- Cloud Hosting
Sunday, March 20, 2022
ডোমেইন কেন প্রয়োজন? ডোমেইন কি কাজে ব্যাবহার হয়
আপনি যদি একটি ওয়েবসাইট বানানোর কথা ভেবে থাকেন তাহলে আপনার সর্বপ্রথম প্রয়োজন একটি ডোমেইন। যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে বা বানিয়ে দেয় তাদের সাথে আপনি যখন কমিউনিকেশন করবেন তখন অবশ্যই শুনে থাকবেন ডোমেইন হোস্টিং কে দিবে? বা ডোমেইন নাম বলুন ও হোস্টিং কত জিবি?
মূলত আজকের এই পোস্টে আমি ডোমেইন বিষয় বিত্যান্ত আলোচনা করবো। আমার এই আর্টিকেলটি পুরোটা পরলে ডোমেইন কি? কেন প্রয়োজন? কি কাজে কখন ব্যাবহার হয়? ডোমেইন কত প্রকার? এইসকল কিছু আজকে জানতে পারবেন।
ডোমেইন কী?
ডোমেইন গঠন
ডোমেইন এক্সটেনশন
ডোমেইন নেইম কত প্রকার?
- .Gov (Government)
- .Info (Information)
- .Edu (Education)
- .biz (Business)
- .Bd (Bangladesh)
- .in (India)
- .Cn (China)
- .us (United State)
- .uk (United Kingdom)