Monday, January 2, 2023

২৫ মিনিটে ফুল চার্জ হবে OnePlus 11

২৫ মিনিটে ফুল চার্জ হবে OnePlus 11

ওয়ানপ্লাস তাদের পরবর্তী প্রজন্মের OnePlus 11 হ্যান্ডসেটটি দেশীয় বাজারে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি আগামী ৪ জানুয়ারি চীনে এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। তবে, এর লঞ্চের আগে ওয়ানপ্লাস একটি নতুন সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জার উন্মোচন করেছে। এই নয়া OnePlus 100W SuperVOOC চার্জারটিতে ডুয়েল পোর্ট রয়েছে। এটি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-এ পোর্টের সাথে এসেছে। চার্জারটির প্রধান আকর্ষণ বা “ইউএসপি” হল, এটি ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই সুপারভোক চার্জারটি ৬৫ ওয়াট পর্যন্ত পিডি চার্জিং সাপোর্ট করে, যা বেশিরভাগ মোবাইল, ল্যাপটপ এবং ট্যাবলেটের সাথে কম্প্যাটিবল। আসুন এই চার্জারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus বাজারে আনলো নতুন ১০০ ওয়াটের SuperVOOC চার্জার


রিপোর্ট অনুযায়ী, নতুন ওয়ানপ্লাস ১০০ ওয়াট সুপারভোক চার্জারটি ২৫ মিনিটের মধ্যে আসন্ন ওয়ানপ্লাস ১১ ফ্ল্যাগশিপ ফোন কে সম্পূর্ণ চার্জ করতে পারবে। যদিও, এই চার্জারটি হ্যান্ডসেটের রিটেইল বাক্সে অন্তর্ভুক্ত থাকবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত, ওয়ানপ্লাস তাদের ডিভাইসগুলির সাথে একটি ইউএসবি টাইপ-এ পোর্ট সহ সুপারভোক ফাস্ট চার্জার অফার করেছে। এই মুহূর্তে সংস্থার লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোন, ওয়ানপ্লাস ১০টি-কে একটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জারের সাথে বিক্রি করা হয়।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস ১১ মডেলটি ১০০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানির তরফে এটা নিশ্চিত করা হয়নি, তবে বেশ কিছু রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপে ১৫০ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করবে না। তাও, ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ওয়ানপ্লাস ১১ সিরিজটি বিদ্যমান ১০ প্রো-এর থেকে এগিয়ে থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ গত বছরের শুরুতে লঞ্চ হয়। ওয়ানপ্লাস ১১-এর অন্যান্য বিবরণও অনলাইনে ফাঁস হয়েছে। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus 11-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ই৪ অ্যামোলেড (E4 AMOLED) ডিসপ্লে প্যানেল থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিনটি কার্ভড হবে এবং এর ওপরের বাম কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। OnePlus 11 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটি ১২ জিবি / ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি /৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। হ্যাসেলব্লাড-টিউনড এই ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। ওয়ানপ্লাসের এই নয়া ডিভাইসটির ওজন হবে প্রায় ২০৫ গ্রাম। জল এবং ধুলো প্রতিরোধের জন্য, OnePlus 11 আইপি৫৪ রেটিং সহ আসবে বলেও শোনা যাচ্ছে। সবশেষে, ডিভাইসটি চীন এবং অন্যান্য বাজারে ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে পাওয়া যাবে।

উল্লেখ্য, সাম্প্রতিক একটি লিক থেকে জানা গেছে যে, OnePlus 11-এর ভারতীয় মূল্য ৫৫,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকার মধ্যে হবে। ওয়ানপ্লাস জানিয়েছে যে, ফোনটি আগামী ৭ ফেব্রুয়ারি এদেশে লঞ্চ হবে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির পাশাপাশি কোম্পানি তাদের Buds Pro 2 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডটিও ভারতে উন্মোচন করবে।



Sunday, January 1, 2023

ইবরাহিম আলাইহিস সালামের দোয়া

ইবরাহিম আলাইহিস সালামের দোয়া

 মানব জাতিকে হেদায়াতের জন্য কুরআন নাজিল হয়েছে। এ কুরআনে স্রষ্টার অস্তিত্ব ও সৃষ্টির উদ্দেশ্যসহ মানুষ কিভাবে ইবাদত করবে, কল্যাণ চাইবে, অকল্যাণ থেকে নাজাত পাবে, পাপ-পংকিলতা থেকে মুক্তি মিলবে, সর্বোপরি কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে তা উল্লেখ করেছেন। যুগে যুগে নবি-রাসুলগণ কিভাবে আল্লাহ্‌র কাছে দোয়া করতেন, কী কী বিষয় প্রার্থনা করতেন তা পর্যায়ক্রমে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। হজরত ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর অনুসারিগণ যেভাবে দোয়া করতেন। তা এই-

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَ إِلَيْكَ أَنَبْنَا وَ إِلَيْكَ الْمَصِيْرُ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَ اغْفِرْلَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

উচ্চারণ : রাব্বানা- আ’লাইকা তাওয়াককালনা- ওয়া ইলাইকা আ’নাবনা ওয়া ইলাইকাল মাচি-র। রাব্বানা লা- তাঝআ’লনা- ফিতনাতান লিল্লাজি-না কাফারু- ওয়াগফিরলানা- রাব্বানা ইন্নাকা আংতাল আ’যি-যুল হাকি-ম।
অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আমরা তোমারই ওপর নির্ভর করেছি, তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট। ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে কাফিরদের পীড়নের পাত্র কর না। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের ক্ষমা কর; তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ (সূরা মুমতাহিনা : আয়াত ৪-৫)

নবি-রাসূলগণ কাফিরদের সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকতে এ দোয়া করতেন-

رَبَّنَا اغْفِرْلَنَا ذُنُوْبَنَا وَ إِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَ ثَبِّتْ أَقْدَامَنَا وَ انْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

উচ্চারণ : রাব্বানাগফিরলানা- জুনু-বানা- ওয়া ইসরা-ফানা- ফি- আমরিনা- ওয়া ছাব্বিত আক্বদা-মানা- ওয়াংচুরনা- আ’লাল ক্বাওমিল কাফিরি-ন।

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পাপ এবং আমাদের কাজে সীমা লঙ্ঘন তুমি ক্ষমা কর, আমাদের পা সুদৃঢ় রাখ এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য কর।’ (সূরা ইমরান : আয়াত ১৪৭)

সুতরাং ফিতনা-ফাসাদের বেড়াজাল থেকে মুক্তি পেতেই উপরোক্ত ভাষায় আল্লাহর নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবি-রাসুলগণের শিখানো ভাষায় কল্যাণ কামনাসহ তাঁর সন্তুষ্টি অর্জনে অবনত মস্তকে ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। আমিন




Friday, December 30, 2022

রিয়েল এস্টেট কী? Real Estate

রিয়েল এস্টেট কী? Real Estate

বিশ্বের যে কোন দেশেই সর্বোচ্চ লাভ জনক বিজনেস গুলোর মধ্যে একটি হচ্ছে রিয়েল এস্টেট। PRNewswire এর একটি তথ্য সুত্রে ২০২১ গ্লোবাল রিয়েল এস্টেড মার্কেটের ভ্যালু ছিলো প্রায় ৩ ট্রিলিয়ন ডলার। যা প্রতি বছর গড়ে ৩.২ শতাংশ হাড়ে বৃদ্ধি পাচ্ছে। রিয়েল এস্টেটের প্রাইস মূলত মার্কেটের ইকোনমিক এক্টিভিটি এবং ফিনান্সিয়াল মার্কেট পলিসি এই দুইটির লিডিং ফেক্টরের ভিত্তিতে কন্সিডার করা হয়।

একটি দেশে স্টোক এবং বন্ড ইনভেস্টমেন্টের এভারেজ রিটার্ন এভালুয়েশনে রিয়েল এস্টেটকে একটি বেঞ্চমার্ক হিসেবে কনসিডার করা হয়। বর্তমানে রেসিডেনশিয়াল এপার্টমেন্ট তৈরির পাশাপাশি মডেল টাউন, কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল ফেসিলিটি এবং জরুরি ইনফ্রাক্টেকচর ডেভেলপের মাধ্যমে রিয়াল এস্টেট ধীরে ধীরে এভলবেড হচ্ছে।  বাংলাদেশের RMG ইন্ডাস্ট্রির মত রেয়াল এস্টেটও একটি স্টাবিলিশ সেক্টর যা প্রতিনিয়ত গ্রো করছে। 

বাংলাদেশে বর্তমানে রিয়েল এস্টেট এর মার্কেট সাইজ ৫৮,০০০ কোটি টাকা। এই সেক্টরটি বাংলাদেশের GDP তে কন্ট্রিবিউট করার পাশাপাশি লক্ষ্য লক্ষ্য মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করেছে। 

বিভিন্ন জায়গা জমিয়, রাস্তাঘাট, সম্পত্তি, ভবন, স্থাপনা নির্মাণের পরিকল্পনাকে রিয়েল এস্টেট বলা হয়। সাধারণত ইংরাজি শব্দ রিয়েল এস্টেট এর বাংলা অর্থ হল আবাসন-সম্পত্তি। অর্থাৎ আপনার জায়গা সম্পত্তি ভবন অফিস সবগুলোকেই একত্রে রিয়েল এস্টেট বলা হয়ে থাকে। আর যারা এইসব জিনিস উন্নয়নের কাজ করে তাদেরই রিয়েল এস্টেট কোম্পানি বলা হয়।

১৯৯১ সালে রিয়াল এস্টেট কোম্পানির গ্রোথ এবং প্রাইভেট সেক্টরের রিয়াল এস্টেট ডেভেলপমেন্টকে আরো স্টেবল করার লক্ষ্যে, REHAB বা Real Estate & Housing Association of Bangladesh প্রতিষ্ঠা করা হয়৷ IDLC এর একটি তথ্য সুত্রে ২০২২ সাল পর্যন্ত ১০৭৩ টি রিজাস্টার্ড করা ডেভেলপাররা অপারেট করছে! এর মধ্যে রিহাব (REHAB) ইনলিস্টেড ৮৭৯ টি রিয়াল এস্টেট কোম্পানি। 

রিয়াল এস্টেট এর ইতিহাস ও ইন্ডাস্ট্রি ও কিভাবে কারা কি কাজ করছে বর্তমান বাংলাদেশে সেই সংক্রান্ত আর্টিকেল পেতে নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন। 

লিংকঃ- Comming Soon....


Wednesday, December 28, 2022

Infinix Zero Ultra নাকি Realme 10 Pro+ 5G কিনবেন?

Infinix Zero Ultra নাকি Realme 10 Pro+ 5G কিনবেন?

বর্তমান সময়ে পেশাদারি DSLR ক্যামেরাকে টেক্কা দেবে এমন অনেক স্মার্টফোন বাজারে উপস্থিত। যার মধ্যে লেটেস্ট একটি হল গত ২০ই ডিসেম্বর আগত Infinix Zero Ultra। মিড-রেঞ্জের এই মডেলটিতে থাকা ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার জন্য একে “সেলফি মনস্টার” বলা হচ্ছে। যদিও এর রিয়ার ক্যামেরা ইউনিটের স্পেসিফিকেশন আরো দুর্ধর্ষ। কেননা ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা বর্তমান। এছাড়া উন্নত ডিসপ্লে প্যানেল, বেশি স্টোরেজ, ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি ইত্যাদি পাওয়া যাবে এতে। দেখতে গেলে প্রায় কাছাকাছি ক্যামেরা কনফিগারেশন অফার করে Realme 10 Pro সিরিজেরও একটি মডেল। আমরা কথা বলছি ৮ই ডিসেম্বর আত্মপ্রকাশ করা Realme 10 Pro+ 5G স্মার্টফোনের প্রসঙ্গে। এতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। উভয় মডেলের প্রারম্ভিক মূল্যের মধ্যে ৫,০০০ টাকার তফাত নজরে পড়বে এবং দামের পার্থক্যের পাশাপাশি ফিচারের-কেন্দ্রিক তারতম্যও অনেক থাকছে। চলুন ডিসেম্বর মাসে আসা Infinix Zero Ultra এবং Realme 10 Pro+ 5G স্মার্টফোন দুটির মধ্যে ক্যামেরা ও অন্যান্য ফিচারের দিক থেকে কোনটি অধিক সেরা তা দেখা নেওয়া যাক…

Infinix Zero Ultra vs Realme 10 Pro+ 5G : ডিসপ্লে, সেন্সর

ইনফিনিক্স জিরো আল্ট্রা স্মার্টফোনে রয়েছে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED কার্ভড এজ ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৯০০ নিট পিক পর্যন্ত ব্রাইটনেস সমর্থন করে। নিরাপত্তার জন্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২x১০৮০ পিক্সেল) ১০-বিট কার্ভড OLED ডিসপ্লে দেখা যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ২১৬০ হার্টজ PWM ডিkমিং টেকনোলজি, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। নিরাপত্তার জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Infinix Zero Ultra vs Realme 10 Pro+ 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, ইনফিনিক্স জিরো আল্ট্রা মডেলে ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপসেট ডিভাইসে ১২টি ৫জি ব্যান্ডের জন্য সমর্থন প্রদান করছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে। এছাড়া ডিভাইসটিতে ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ বর্তমান। তবে বিদ্যমান মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে।

পারফরম্যান্স এবং মাল্টি-টাস্কিংয়ের জন্য রিয়েলমি ১০ প্রো+ ৫জি মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর উপস্থিত। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিন পাওয়া যাবে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সাথে এসেছে।

Infinix Zero Ultra vs Realme 10 Pro+ 5G : ক্যামেরা সেটআপ

ছবি তোলার জন্য ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – OIS-এনাবল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়াল-LED ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের উপরে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার উপস্থিত।

Infinix Zero Ultra vs Realme 10 Pro+ 5G : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

ইনফিনিক্স জিরো আল্ট্রা স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, ১টি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ১টি ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷ অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলে ব্যবহার করা হয়েছে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এই ব্যাটারিকে রিটেল বক্সে বিদ্যমান ১৮০ ওয়াট থান্ডার চার্জারের মাধ্যমে মাত্র ১২ মিনিটের মধ্যে ফুল চার্জ করা যাবে বলে দাবি করেছে ইনফিনিক্স।

কানেক্টিভিটির জন্য রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনে – ডুয়াল সিম স্লট, ৫জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, জিএনএসএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Infinix Zero Ultra vs Realme 10 Pro+ 5G : পরিমাপ

ইনফিনিক্স আনীত এই হ্যান্ডসেটের কসলাইট সিলভার কালার অপশনের পরিমাপ ১৬৫.৫x৭৪.৫x৮.৮ মিমি এবং জেনেসিস নয়ার কালার বিকল্পের পরিমাপ ১৬৫.৫x৭৫.১x৯.২ মিমি। এর ওজন ২১৩ গ্রাম।

রিয়েলমি ১০ প্রো+ ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬১.৫x৭৩.৯x৭.৮ মিমি বা পুরুত্ব ৭.৭৮ মিমি এবং ওজন প্রায় ১৭৩ গ্রাম।

Infinix Zero Ultra vs Realme 10 Pro+ 5G : দাম

ভারতীয় বাজারে ইনফিনিক্স জিরো আল্ট্রা স্মার্টফোনকে ২৯,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে নিয়ে আসা হয়েছে। এটিকে – কসলাইট সিলভার এবং জেনেসিস নয়ার কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে।

রিয়েলমি ১০ প্রো+ ৫জি মডেলটিকে তিনটি ভিন্ন স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এক্ষেত্রে, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য থাকছে ২৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা




Monday, December 26, 2022

সব জনক কে একসাথে চিনে নিন😉

সব জনক কে একসাথে চিনে নিন😉

সব জনক কে একসাথে চিনে নিন 🙂

🍁ফেসবুকের জনক → মার্ক জুকারবার্গ।

🍁মোবাইল ফোনের জনক → মার্টিন কুপার।

🍁কম্পিউটারের জনক → চার্লস ব্যাবেজ।

🍁ই-মেইলের জনক →রেমন্ড স্যামুয়েল টমলিনসন।

🍁ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক → টিম বার্নাস-লি।

🍁ক্যামেরা জনক → জর্জ ইস্টম্যান।

🍁ল্যাপটপ জনক → বিল মোগারিজ।

🍁আইফোন জনক →স্টিভ জবস।

🍁ক্যালকুলেটর জনক →বেইসি প্যাসকেল।

🍁ঘড়ির জনক → সি হাইজেন্স।

🍁রেডিও জনক →জি মার্কনি।

🍁চশমা জনক → ডেলা স্পিনা।

🍁HIV জনক → এল. মন্টোগনিয়ার।

🍁কলম জনক → জন লাউড।

🍁রোবট জনক → জর্জ চার্লস ডেভল।

🍁মটরসাইকেল জনক →গটলির ডেলমার।

🍁পিস্তলের জনক→স্যামুয়েল কোল্ট।

🌿হেলিকপ্টার জনক →ইগর সিকরস্কি।

🌿বিদ্যুৎতের জনক→মাইকেল ফ্যারাডে।

🌿রকেট জনক →রবার্ট গডার্ড।

🌿মাইক্রোফোন জনক → আলেকজান্ডার গ্রাহামবেল।

🌿ইলেকট্রন জনক → জন থম্পসন।

🌿জৈব রসায়নের জনক → ফ্রেডারিক উহলার।

🌿আলো সাতটি বর্ণের সমষ্টি " জনক → আইজ্যাক নিউটন।

🌿আলোর গতির জনক →এ মাইকেলসন।

🌿এটম বোমা জনক →অটোহ্যান।

🌿টাচ স্ক্রিন মোবাইল জনক → স্টিভ জবস।

🌿ইন্টারনেট প্রযুক্তি জনক → লিওনারড ক্লেইনরক।

🌿গুগলের জনক →সার্জেই বিন।

🌿টুইটারের জনক → জ্যাক ডোরসেই।

🌿মার্কেটিং জনক →ফিলিপ কোটলার।

🌿ফিনান্সের জনক →এ্যারোরা।

🌿হিসাব বিজ্ঞানের জনক → লুকা প্যাসিওলি।

🌿এনাটমির জনক →আঁদ্রে ভেসালিয়াস।

🌿ATM-এর জনক →জন শেফার্ড ব্যারন।

🌿আধুনিক শিক্ষার জনক → সক্রেটিস।

🌿পারমাণবিক বোমার জনক → ওপেন হেইমার।

🌿বাংলা গদ্যের জনক→ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

🌿পদার্থ বিজ্ঞানের জনক → আইজ্যাক নিউটন।

🌿সমাজ বিজ্ঞানের জনক → অগাষ্ট কোঁৎ।

🌿চিকিৎসা বিজ্ঞানের জনক → ইবনে সিনা।

🌿দর্শন শাস্ত্রের জনক → সক্রেটিস।

🌿রসায়ন বিজ্ঞানের জনক → জাবির ইবনে হাইয়ান।



Sunday, December 25, 2022

পড়ার টেবিলে দীর্ঘ সময় কাটানোর জাদুকরী কিছু কৌশলঃ বিস্তারিত ভিতরে

পড়ার টেবিলে দীর্ঘ সময় কাটানোর জাদুকরী কিছু কৌশলঃ বিস্তারিত ভিতরে

পড়ার টেবিলে যাওয়ার আগে আগের দিন ঠিক করে রাখুন আপনি কি পড়বেন। প্লান করুন, কাজে নেমে পড়ুন। কথায় আছে, ❝A better plan half the done❞


১। গুরুত্বপূর্ণ সব বই থাকবে আপনার টেবিলে। যে বইগুলো দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। আর রুটিনটা চোখের সামনে থাকে যেন।।


২। টেবিলের ওপর দেয়ালে বিশ্বের/ বাংলাদেশের মানচিত্র টাঙ্গাবেন। আর টেবিলের ওপর বিশ্বের/ বাংলাদেশের মানচিত্র রেখে পড়বেন।


৩। হাতের কাছে পানির বোতল রাখবেন।  ক্লান্ত হলেই পানি খাবেন। এটা পড়ায় মনোযোগ ধরে রাখতে খুব কাজে দেয়।


৪। আপনি নিজের কাছে একটা পুরস্কার ঘোষণা করুন ৩/৪ ঘন্টা পড়ার পর নিজেকে একটা চকলেট / প্রিয় কুকিজ খেতে দিবেন। 


৫। আপনি নিজেকে কথা দিন ৩ ঘন্টার আগে মোবাইল হাতে নিবেন না। আপনি এমন গুরুত্বপূর্ণ হয়ে যাননি ৩ ঘন্টা ফোন হাতে না নিলে মহা ভারত অশুদ্ধ হয়ে যাবে না। এটা আপনার জন্য কঠিন যুদ্ধ। 


৬। পাঁচ নাম্বার আবার পড়ুন। 


৭। একটানা এক সাব্জেক্ট পড়বেন না। কঠিন সাব্জেক্ট পড়ার পর সহজ সাব্জেক্ট পড়ুন। যেমন ইংরেজি / গণিত পড়ার পর বাংলা সাহিত্য পড়ুন।

পড়ায় বিরক্ত লাগলে পেপার পড়ুন।


৮। পড়ায় ব্রেক দিন। জানেন তো? ❝বিশ্রাম  কাজের অঙ্গ একসাথে গাঁথা❞। যদি মাথা ধরে ১০/১৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে ধ্যান করুন। 



৯। আমার মতে রাত জেগে পড়ে সারাদিন ঝিমিয়ে পড়ায় আপনার লোকশান। এমন ভাবে পড়ুন আপনার ঘুম যেন ঠিক থাকে। পড়াও ক্ষতি হয়না। ধরুন ২ টায় ঘুমিয়ে ৮ টায় উঠেন। এটা এমন হতে পারে ১২ টায় ঘুমিয়ে ৬ টায় উঠলেন। সকালে পর্যাপ্ত ঘুমে মানুষের মাথা ঠান্ডা থাকে পড়া ক্যাচ করে

বেশি। মুসলিম যারা ফজরের নামাজ দিয়ে দিন শুরু করতে পারেন।  ব্যক্তিগত মতামত।। 


১০। ১০ ঘন্টা মোবাইল টিপে পড়ার চেয়ে ২ ঘন্টা মনযোগ দিয়ে পড়া উত্তম। জানেন তো যে যতো বেশি মনযোগী সে তত বেশি মেধাবী।। 


প্রতিদিন অন্তত ১০/১২ ঘন্টা পড়ার ট্র‍্যাকে থাকুন। ৬ মাস পর আপনি হবেন সুপার সাইক্লোন। বই দেখেও কেউ আটকাতে পারবে না। গ্যারেন্টেড।।



Saturday, December 24, 2022

চুপচাপ থাকার সাইকোলজি: বিস্তারিত ভিতরে

চুপচাপ থাকার সাইকোলজি: বিস্তারিত ভিতরে

▪ যারা চুপচাপ থাকে তারা সাধারণত অন্যদের তুলনায় একটু বেশি ইন্টেলিজেন্ট হয়।

▪ যারা চুপচাপ থাকে তাদের অন্যদের তুলনায় সফল হওয়ার সম্ভাবনা বেশি হয়।

▪ যারা চুপচাপ থাকে তারা সাধারণত একটু একা থাকতে পছন্দ করে।

▪ যারা কম কথা বলে তারা অন্য সবার থেকে একটু বেশি রেসপেক্ট পেয়ে থাকে।

▪ যারা চুপচাপ থাকে তারা সাধারণত শান্ত প্রকৃতির হয়।

▪ যারা কম কথা বলে তারা সাধারণত সবার কাছে বিশ্বাসযোগ্য হয়।

▪ যারা চুপচাপ থাকে তারা খুব ফ্রেন্ডলি নেচারের হয়ে থাকে।

▪ যারা চুপচাপ থাকে তারা অন্যদেরকে ভালো রিড করতে পারে।

▪ যারা চুপচাপ থাকে তারা যেমন দুঃখকে আড়াল করে রাখতে পারে তেমনি হাসিকেও চেপে ধরে রাখতে পারে।

▪ দুনিয়ার বিখ্যাত বিজ্ঞানী, সাহিত্যিক, ফিলোসফার এবং সফল ব্যক্তিরা চুপচাপ প্রকৃতির ছিলেন।

- এই কম্পোজিশন অফ হাসিবুল হাসান


Friday, December 23, 2022

AI কী? এআই কিভাবে কাজ করে? What is Artificial Intelligence

AI কী? এআই কিভাবে কাজ করে? What is Artificial Intelligence

Ai বা Artificial intelligence এই কথাটার সাথে এখন অনেকেই পরিচিত। AI সম্পর্কে আমাদের মধ্যে অনেকেরই সঠিক ধারনা নেই। আমাদের আজকের এই আর্টিকেলে AI সম্পর্কে বিস্তারিত জানাবো।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর বাংলায় অনুবাদ করলে হয় 'কৃত্রিম বুদ্ধিমত্তা'। সাধারণভাবে মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজনীয় কাজগুলি করতে সক্ষম কম্পিউটার বা মেশিনকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা টেকনোলজি যেটা মানুষের মতই কাজ করতে পারে এবং একটি মেশিন হবার কারণে এটাকে একবার কমান্ড দিলে মানুষের চেয়েও অনেক গুন ফাস্ট কাজ করতে পারে। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে অনলাইন সেক্টরে বহুল ব্যাবহৃত হচ্ছে। যেটাকে সোসিয়াল ভাষায় AI Technology বলা হয়ে থাকে। এআই টেকনোলজি এর অ্যাডভান্টেজ তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। আপনি হয়ত খেয়াল করলে বুঝবেন যে আপনার সারাদিনের বেহাবিওর ও কাজ কর্ম যাই করেন না কেন ফেসবুকের মত সোসিয়াল সাইটগুলোতে পরবর্তীতে সেই রিলেটেড তথ্য গুলোই বেশি বেশি শো করানো হয় যেটা সম্পুর্ন AI Technology!

সোসিয়াল মিডিয়ায় এইআই টেকনোলজি

সোসিয়াল মিডিয়া গুলোতে বর্তমানে ব্যাপক ভাবে AI ব্যাবহার করা হচ্ছে। আপনি হয়ত জানেন না বর্তমানে প্রত্যেকটা সোসিয়াল মিডিয়া জানে যে আপনি কি চান? একবার ভেবে দেখুন কোথাও একটা জিনিস সার্চ করছেন হয়ত ১-২ ঘন্টা আগে কিন্তু হটাত করেই দেখবেন ফেসবুকের মত অ্যাপগুলোতে আপনি যেটা ভাবছেন বা জানতে চাচ্ছেন সেটা সামনে চলে আসছে🫡 বিষয়টাকে যদি একটু কঠিন ভাবে দেখেন ফেসবুকেএ AI এতটাই শক্তিশালী যে আপনি আপনার মোবাইল দিয়ে জাই করেন না কেন সব কিছুর খরবর তারা রাখতে পারে। যাতে করে আপনার চাহিদা অনুযায়ী কন্টেন্ট আপনার সামনে ডিস্প্লে করাতে পারে এবং আপনি বেশি বেশি এই অ্যাপের প্রতি আকৃষ্ট হোন। এই সম্পুর্ন ইকো সিস্টেমটাই AI Technology.



স্মার্ট ঘড়িতে যুক্ত হচ্ছে জিমেইল ও ক্যালেন্ডার অ্যাপ

স্মার্ট ঘড়িতে যুক্ত হচ্ছে জিমেইল ও ক্যালেন্ডার অ্যাপ

গুগলের তৈরি ওয়্যারওএসে (স্মার্ট ঘড়ির অপারেটিং সিস্টেম) চলা স্মার্ট ঘড়িতে  ব্যবহার করা যাবে জিমেইল ও ক্যালেন্ডার অ্যাপ। ফলে স্মার্ট ঘড়িতে জিমেইল ও   ক্যালেন্ডার অ্যাপের সব সুবিধা ব্যবহার করা যাবে। বর্তমানে ওয়্যারওএসে  চলা স্মার্ট ঘড়িতে শুধু জিমেইল এবং ক্যালেন্ডার অ্যাপের নোটিফিকেশন বার্তা  পাওয়া যায়।


নতুন এ সুবিধা চালু হলে গ্যালাক্সি ওয়াচ ফোর, ওয়াচ ফাইভ, পিক্সেল ওয়াচসহ  বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্ট ঘড়িতে অন্যদের পাঠানো ই-মেইল পড়ার  পাশাপাশি পাঠানোও যাবে। ফলে হাতের কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও  জরুরি তথ্য দ্রুত জানা যাবে।


প্রাথমিকভাবে নিজেদের তৈরি পিক্সেল স্মার্ট ঘড়িতে জিমেইল ও ক্যালেন্ডার  অ্যাপযুক্ত করে কার্যকারিতা যাচাই করছে গুগল। শিগগিরই ওয়্যারওএসে চলা সব  স্মার্ট ঘড়িতে অ্যাপগুলো ব্যবহার করা যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া.



Thursday, December 15, 2022

চলমান চাকরির নিয়োগের তালিকা | চাকরির সার্কুলার ২০২২ সালের সর্বশেষ আপডেট Job Circular

চলমান চাকরির নিয়োগের তালিকা | চাকরির সার্কুলার ২০২২ সালের সর্বশেষ আপডেট Job Circular

চলমান সরকারি বেসরকারি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমাদের সাইটে প্রকাশ করা হলো যারা চাকরি করতে ইচ্ছু আর্টিকেলটা সম্পুর্ন পড়ুন ও আপনি যেই কাক করত্র চান সেটায় অ্যাপ্লাই করুন আশা করি চাকরি পাবেন।


১। ৪৫ তম বিসিএসঃ

পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে ২৩০৯টি পদ (ক্যাডার), ১০২২টি পদ (নন ক্যাডার)।

আবেদনের সময়সীমাঃ ৩১-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd/bcs45/home.php


২। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনঃ

পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে ৫০টি পদ (বিজ্ঞপ্তি নম্বর (৫৪-৬৯)।

আবেদনের সময়সীমাঃ ২৭-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd/ncad/apply.php


০৩। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডঃ

পদসমূহঃ ০৩ ক্যাটাগরিতে ৭৭টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১২-১২-২০২২ থেকে ২৯-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://brebhr.teletalk.com.bd


৪। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনঃ

পদসমূহঃ ০৯ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১১-১২-২০২২ থেকে ২৯-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://brtc.teletalk.com.bd


৫৷ গ্রামীণ ব্যাংকঃ

পদসমূহঃ ট্রেইনী অফিসার এবং ট্রেইনী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।

আবেদনের সময়সীমাঃ ২২-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://gbrecruit.ghrmplus.com


৬। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডঃ

পদসমুহঃ

(i) Management Trainee Officer (MTO)

(ii) Trainee Officer (TO)

আবেদনের সময়সীমাঃ ৩১-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://app.dutchbanglabank.com/Online_Job/

৭। ট্রাষ্ট ব্যাংকঃ

পদের নামঃ Management Trainee Officer (MTO)

আবেদনের সময়সীমাঃ ১৫-০১-২০২৩ ইং।

অনলাইনে আবেদনঃ https://career.tblbd.com


৮। বাংলাদেশ পুলিশঃ

পদের নামঃ সার্জেন্ট।

আবেদনের সময়সীমাঃ ২২-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://police.teletalk.com.bd


৯। বাংলাদেশ পুলিশঃ

পদের নামঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)।

আবেদনের সময়সীমাঃ ২৮-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://police.teletalk.com.bd/home.php


১০। কর অঞ্চল-২, চট্টগ্রামঃ

পদসমূহঃ ০৭ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১৪-১২-২০২২ থেকে ০৫-০১-২০২৩ ইং।

অনলাইনে আবেদনঃ http://ctax2.teletalk.com.bd

http://ctgtaxeszone2.gov.bd/public_controller/SingleNoticeView/149


১১। শিক্ষা মন্ত্রণালয়

পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ৩১-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://shed.teletalk.com.bd


১২। শিল্প মন্ত্রণালয়

পদসমূহঃ ০৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ৩১-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://moind.teletalk.com.bd


১৩। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডঃ

পদের নামঃ Customer Service Attendant - ২২টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২৯-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://dpdc.org.bd/career


১৪। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড

পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৯-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd


১৫। বিস্ফোরক পরিদপ্তর

পদসমূহঃ ০২ ক্যাটাগরিতে ৭৭টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২৮-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://doexp.teletalk.com.bd


১৬। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

পদসমূহঃ ০৪ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৮-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dscc.teletalk.com.bd


১৭। বাংলাদেশ পুলিশ, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্রগ্রাম

পদের নামঃ অফিস সহায়ক - ০৩টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২৮-১২-২০২২ ইং।


১৮। ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

পদসমূহঃ ১১ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৬-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://egcb.teletalk.com.bd


১৯। বন সংরক্ষকের কার্যালয়, খুলনা অঞ্চল

পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২২-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bfdkc.teletalk.com.bd


২০। স্থাপত্য অধিদপ্তর

পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৬-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://architecture.teletalk.com.bd


২১। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২২-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://eservice.bba.gov.bd/recruitment


২২। মোংলা কাস্টম হাউস

পদসমূহঃ ১৪ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২১-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://mch.teletalk.com.bd


২৩। বাংলাদেশ বার কাউন্সিল

পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২০-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://barcouncil.teletalk.com.bd


২৪। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়

পদসমূহঃ ০৩ ক্যাটাগরির পদ (বেসামরিক পদ)।

আবেদনের সময়সীমাঃ ১৭-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dcd.teletalk.com.bd


২৫। কারা অধিদপ্তর

পদসমূহঃ

(i) কারারক্ষী - ৩৫৪ টি পদ।

(ii) মহিলা কারারক্ষী - ২৯ টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৭-১২-২০২২ ইং

অনলাইনে আবেদনঃ http://prison.teletalk.com.bd


২৬। স্বাস্থ্য অধিদপ্তর

পদের নামঃ ফার্মাসিস্ট (ডিপ্লোমা) - ৬২৭টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৬-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dghsp.teletalk.com.bd


২৭। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার

পদসমূহঃ ১৫ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১৫-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://bansdoc.teletalk.com.bd


২৮। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

পদসমূহঃ ০৯ ক্যাটাগরির ৫৮টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৫-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://eservice.bba.gov.bd/recruitment


২৯। মোংলা বন্দর কর্তৃপক্ষ

পদসমূহঃ ১০ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ১৩-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://www.mpajobsbd.com


৩০। বাংলাদেশ হাই- টেক পার্ক কর্তৃপক্ষ

পদের নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী- ০৪টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১৩-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd


৩১। বাংলাদেশ ডাক বিভাগ

পদের নামঃ উপ সহকারী প্রকৌশলী সিভিল - ০৫টি পদ (জরাজীর্ণ ডাকঘরসমূহের শীর্ষক প্রকল্প)।

আবেদনের সময়সীমাঃ ০৪-০১-২০২৩ ইং।


সামরিক বাহিনীসমূহঃ

৩২। বাংলাদেশ নৌবাহিনী

পদের নামঃ অফিসার ক্যাডেট।

আবেদনের সময়সীমাঃ ০৯-০৪-২০২৩ ইং।

অনলাইনে আবেদনঃ https://joinnavy.navy.mil.bd


৩৩। বাংলাদেশ নৌবাহিনী

পদের নামঃ কমিশন্ড অফিসার (২০২৩ বি ডিইও)।

আবেদনের সময়সীমাঃ ১০-০১-২০২৩ ইং।

অনলাইনে আবেদনঃ https://joinnavy.navy.mil.bd


৩৪। বাংলাদেশ সেনাবাহিনী

পদের নামঃ সৈনিক।

আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২৩ ইং।

অনলাইনে আবেদনঃ http://army.teletalk.com.bd


৩৫। বাংলাদেশ বিমান বাহিনী

পদের নামঃ এমওডিসি (এয়ার)।

আবেদনের সময়সীমাঃ ০৩-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ https://joinairforce.baf.mil.bd


জেলা প্রশাসকের কার্যালয়সমূহঃ

৩৬। জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ

পদের নামঃ ইউনিয়ন পরিষদ সচিব – ০৩টি পদ।

আবেদনের সময়সীমাঃ ০৫-০১-২০২৩ ইং।


৩৭। জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর

পদসমূহঃ ০৫ ক্যাটাগরিতে ৪৬টি পদ।

আবেদনের সময়সীমাঃ ২৯-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dcfaridpur.teletalk.com.bd


৩৮। জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা

পদসমূহঃ ০৮ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২৯-১২-২০২২ ইং।

আবেদন ফরমঃ http://www.gaibandha.gov.bd/site/view/notices


৩৯। জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর

পদসমূহঃ ০৬ ক্যাটাগরির পদ (১৬তম গ্রেড)।

আবেদনের সময়সীমাঃ ২৪-১২-২০২২ ইং।

অনলাইনে আবেদনঃ http://dclakshmipur.teletalk.com.bd


৪০। জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ

পদসমূহঃ ০২ ক্যাটাগরির পদ।

আবেদনের সময়সীমাঃ ২২-১২-২০২২ ইং।

বিস্তারিতঃ http://file-rajshahi.portal.gov.bd/uploads/82771659-e204-42e5-a4b3-720b48311a5f//638/824/a69/638824a699c80944450234.pdf


৪১। জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল

পদের নামঃ অফিস সহায়ক - ১৪টি পদ।

আবেদনের সময়সীমাঃ ১২-১২-২০২২ ইং।