আইপিও (IPO) শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত হলেও আইপিও সম্পর্কে বেশিরভাগেরি হয়ত সঠিক ধারনা নেই! আমাদের আজকের এই আর্টিকেলে জানাবো আইপিও কি? ও কীভাবে কাজ করে আইপিও?
What is IPO
যখন কোন কোম্পানি প্রথমবার স্টোক মার্কেটে সাধারন ইনভেস্টরদের মাঝে নিজেদের কোম্পানির শেয়ার রিলিজ করে, তখন সেই প্রসেসটাকে আইপিও (IPO) বলে। আইপিওর ফুল ফর্ম Initial Public Offering.
আইপিওর মাধ্যমে কোম্পানি সাধারন ইনভেস্টরদের কাছ থেকে ব্যাবসার জন্য নতুন ক্যাপিটাল রেইজ করে। আবার অন্যদিকে আইপিও সাধারন বিনিয়োগ কারীদের কোন কোম্পানিতে নিজেদের সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করার সুযোগ করে দেয়।
IPO রিলিজ করার কারণ?
আইপিও রিলিজ করার উল্যেখ যোগ্যা কারণগুলো হচ্ছে।
- কোম্পানির জন্য ক্যাপিটাল রেইজ করা
- কোম্পানির ফাউন্ডারদের জন্য নিজেদের শেয়ার বিক্রির সুযোগ করে দেওয়া।
- এবং কোম্পানির ভ্যালুয়েশন বেশি থাকা অবস্থায় সেটাকে ক্যাপিটালাইজ করা।