Sunday, April 17, 2022

হোয়াটসঅ্যাপ কেন এত জনপ্রিয়?

হোয়াটসঅ্যাপ কেন এত জনপ্রিয়?

হোয়াটসঅ্যাপ (Whatsapp) সোসিয়াল মিডিয়া জায়েন্ট ফেসবুক (Facebook) এর অধিনে একটি ইন্সটান্ট মেসেজিং ও কলিং অ্যাপ। বিশ্বব্যাপী ২ বিলিয়নের বেশি ইউজার নিয়ে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ গুলোর মধ্যে জনপ্রিয়তা রয়েছে সবার শীর্ষে হোয়াটসঅ্যাপ।

২০০৯ সালে ব্রাইন এক্টন এবং জোহন হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করে। শুরুতে হোয়াটসঅ্যাপ শুরুতে হোয়াটসঅ্যাপ ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস আপলোড করার জন্য তৈরি করা হলেও 

২০১৪ সালে ফেসবুক কর্তৃক একোজিশনের পর হোয়াটসঅ্যাপকে ধীরে ধীরে ফেসবুক ইকো সিস্টেমে ইন্ট্রিগ্রিটেড করা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে হেড অফ মিস্টার উইল ক্যাথকার্ট জানান যে অ্যাপটিতে প্রতিদিন ১০০ বিলিয়নের বেশি এসএমএস পাঠানো হচ্ছে। যদিও মেসেজিং ও কলিং এর মত ফিচার গুলো ব্যাবহারের জন্য ইন-অ্যাপ পার্চেস বা কোন রকমের সার্ভিস চার্জ প্রয়োজন পরেনা। এবং অন্যান্য সোসিয়াল অ্যাপের মত কোন এডস শো করেনা। তাহলে এই অ্যাপটির আয়ের মূল উৎস কি? 


হোয়াটসঅ্যাপ ২০০৯ সালে প্রতিষ্টিত হয়, হোয়াটসঅ্যাপ ইন্ডিভিজুয়াল স্ট্যটাস আপডেট করা জন্য তৈরি করা হলেও পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে লঞ্চ করা হয়। ২০১০ সালে হোয়াটসঅ্যাপ তাদের এন্ড্রয়েড ভার্শন রিলিজ করে এরপরেই হোয়াটসঅ্যাপ দ্রুত গ্রো করতে থাকে এবং ২ বছরের মধ্যে এর মান্থলি এক্টিভ ইউজার 100 Million ছাড়িয়ে যায়! এর ঠিক পরবর্তী বছরেই এর সংখ্যা দ্বীগুন অর্থাৎ ৪০০ মিলিয়নে গিয়ে ছাড়িয়ে যায়। 

সহজ ইউজার ইন্টারফেস এসএমএস টু এসএমএস ইনক্রিপশন সুবিধা এবং ফাস্ট ও রিলাবেল মেসেজিং এর জন্য প্রতিবছরি এর ইউজার সংখ্যা বেড়ে চলেছে। 

হোয়াটসঅ্যাপ প্রথম পর্যায় আইফোনে যখন কেউ অ্যাপ ডাউনলোড করত তাহলে তার থেকে 0.99$ চার্জ করতো। যদিও ধিরে ধিরে অন্যান্য প্লাটফর্মের জন্য অ্যাপটি রিলিজ করা হলে অ্যাপটি ফ্রী ডাউনলোড ও ফ্রী ব্যাবহারের জন্য একবছরের জন্য ট্রায়েল ও দেওয়া হয়েছিল এবং পরবর্তী বছর ০.৯৯$ চার্জ নিতো। 

যদিও হোয়াটসঅ্যাপ কখনোই ট্রায়েল শেষে কাস্টমাএ/ইউজারদের সেরকম ভাবে পুশ করেনি কারন তারা মূলত ইউজার বাড়ানোর দিকে বেশি ফোকাস করছিলো।

সব মিলিয়ে মূলত সহজ ইন্টারফেস, ফাস্ট, স্মুথ ও লাইটওয়েট ও ফ্রী ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপসের জন্যই হোয়াটসঅ্যাপ এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।

E-Cab E-commerce Association of Bangladesh ইক্যাব কী?

E-Cab E-commerce Association of Bangladesh ইক্যাব কী?

ইক্যাব বা ই-কমার্স অ্যাসোসিয়াশন অফ বাংলাদেশ ২০১৫ সালে যাত্রা শুরু করে (ই-ক্যাব) মূলত অনলাইন ভিত্তিক ব্যাবসা প্রতিষ্ঠান বা ই-কমার্স ব্যাবসা প্রতিষ্ঠান গুলোর কথা চিন্তা করেই এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। 

ই-ক্যাব দেশব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি দেশের ই-কমার্স উদ্যোক্তা এবং অনলাইন ব্যাবসাকে ই-ব্যাবসায় রুপান্তর করতে সারাদেশে ই-ব্যাবসা ছড়িয়ে দিচ্ছে। ই-ক্যাব ক্রস বর্ডার ই-কমার্সের সম্প্রসারণ এবং আন্তরজাতিক অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে বিদেশে আমাদের স্থানীয় ব্যাবসা করার জন্যও কাজ করছে। 

বর্তমানে ই-ক্যাবে প্রায় ২০০০+ ট্রেডিং মেম্বার রয়েছে যারা সবাই অনলাইন বিজনেস বা ই-ব্যাবসা করে আসছে। অ্যাসোসিয়াশন বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের বিকাশ ও সচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষনের আয়োজন করে।

ই-ক্যাব বাংলাদেশ গভার্মেন্টের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান করার মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন বিজনেস বা ই-ব্যাবসা যারা করে তাদেরকে ভালো মেইনটেইন করা। যেমন একজন ব্যাক্তি একটা ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক।  এখন সে এই অনলাইন বিজনেসের মাধ্যমে কাউকে ঠকাচ্ছে কিনা? ভালো সার্ভিস দিচ্ছে কিনা? পাবলিকেদ টাকা আবার মেদে খাচ্ছেনাত? এরকম আরো অনেক ধরনের সমস্যা থেকে স্বাধারন পাবলিকদের মুক্ত রাখার জন্য সরকার ২০১৫ সালে ই-ক্যাব নামে এই প্রতিষ্ঠান করেন। 

এখন অনলাইনে কেউ যদি বেশ ভালোভাবে আইনের বাধা ছাড়া ব্যাবসা করতে চায় তাহলে তাকে অবশ্যই ই-ক্যাব মেম্বার হতে হবে। 

এখন আসি ই-ক্যাব মেম্বার কেন হবো? বা সুবিধা কি? এটার উত্তর না বললেই নয়। ই-ক্যাব বাংলাদেশ গভার্মেন্ট একটি প্রতিষ্ঠান যা তৈরি করা হয়েছে ই-বিজনেস ভালোভাবে করার জন্য। এবং সেই প্রেক্ষাপটে উল্যেক্ষ্য একটি উদাহরন হচ্ছে ধরুন হটাত কোন কারনে লগডাউন ঘোষনা হলো তাও পুরো বাংলাদেশ তবে আপনার ব্যাবসা অনলাইনে। এখন আপনি স্বাধারন মানুষের থেকে যেই অর্ডার গুলো অনলাইনে নিবেন এইগুলো অবশ্যই ফিজিক্যালি ডেলিভারি দিতে হবে। আর এই ডেলিভারি লিগডাউনে দিতে হলে অনেক জবাদিহি করতে হবে এবং এর জন্য আলিনার জেল জরিমানা হতে পারে। তবে যদি ই-ক্যাব মেম্বার হোন তাহলে আপনার প্রোডাক্ট ডেলিভারি কৃত গাড়ি কেউ আটকাবেনা এবং আপনার জবাবদিহি করতে হবেনা। এর বাহিরেও আরো অনেক ফ্যাসিলিটি আছে। 



Saturday, April 16, 2022

Oppo, Vivo, Realme, Oneplus By BBK Electronics  অপো, ভিভো, রিয়ালমি এই ব্রান্ড গুলোর মূল কোম্পানি কী?

Oppo, Vivo, Realme, Oneplus By BBK Electronics অপো, ভিভো, রিয়ালমি এই ব্রান্ড গুলোর মূল কোম্পানি কী?

চায়নার সুপার জায়েন্ট BBK Electronics. বর্রমানে বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন ম্যানুফাকচারিং কোম্পানি। কাউন্টার পয়েন্টের একটি তথ্য সুত্রে, ২০২১ সালের প্রথম কুয়াটারে Oppo, Vivo ও Realme প্রায় ৮৬ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করতে সক্ষম হয়। যার ফলে স্যামসাং, অ্যাপল ও সাওমিকে পেছনে ফেলে ২৫% মার্কেট শেয়ার নিয়ে BBk Electronics বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 

তবে কোম্পানিটর অন্যতম সফল ব্রান্ড ONEPLUS, IQOO এবং Vsum এর মত ব্রান্ডের স্মার্টফোন বিক্রির সংখ্যা যোগ না করেই এচিপ করতে পেরেছে। 

যদিও Oppo, Oneplus, Vivo ও Realme এর মত ব্রান্ড গুলোর প্রতিষ্ঠাতা BBK Electronics হলেও কোম্পানি গুলো নিজেদের প্রতিষ্ঠাতা হিসেবে BBK Electronics কে প্রোমট করেনা। তবে এই ব্রান্ড গুলো ছাড়াও Vsum, Iqoo, Imoo, Xtc, Dizo এর মত আরো বেশ কয়েকটি ব্রান্ড ও সাব ব্রান্ডের প্রতিষ্ঠাতাও এই কোম্পানিটি। 

এত এত ব্রান্ড ও সাবব্রান্ড এর প্রতিষ্ঠাতা হিসেবে BBK Electronics আদোতে কত বড়? (এর পরের আর্টিকেলে পাবেন)



Wednesday, April 13, 2022

 ওয়ালটন মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং

ওয়ালটন মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং

বাংলাদেশের লিডিং টেক কোম্পানি ওয়ালটন এখন মাদার ম্যানুফ্যাকচারিং করা শুরু করেছে। এটি বাংলাদেশের জন্য আরো একটি গর্বের বিষয়। কারন উন্নত প্রযুক্তি-সচেতন হওয়ার এবং উন্নত প্রযুক্তির জন্য আমদানির উপর নির্ভরতা কোমানোর জন্য এটি বেশ ভালো একটি মাধ্যম! 

যদিও ওয়ালটনের এর আগে থেকেই নিজস্ব মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিলো এবং অইখানে যেইগুলো তৈরি হতো তা তাদের নিজেদের জন্য ছিলো। তবে এবারে তারা তা ডাবল করেছে এবং এবার তারা বাহিরেও সেল করবে। 

ওয়ালটন জানিয়েছে নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ অটোমেশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে দেশেই সিংগেল লেয়ার, ডাবল লেয়ার ও মাল্টি লেয়ার পিসিবি উৎপাদন করছে ওয়ালটন পিসিবি।

এই মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠা করা হয়েছে ঢাকা গাজীপুর, কালিয়াকইর।

এবং কিছুদিন আগেই ওয়ালটন বিদেশি ৩ টি টেক কোম্পানি কিনে নেয়। সেই সাথে রিসেন্টলি মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং এর কথা ভাবে।

একবার ভেবে দেখুন নিজের দেশে মাদারবীর্ড তৈরি হবে। এবং সেই মাদারবোর্ড বিভিন্ন দেশে যাবে ও পেকেজিং এ লিখা থাকিবে Made in Bangladesh. ওয়ালটনকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করার জন্য। 


আরো পড়ুন

  1. ওয়ালটনের ইতিহাস Walton History

Monday, April 11, 2022

রবির ইতিহাস Robi History

রবির ইতিহাস Robi History

রবি প্রায় ৫১ মিলিয়ন গ্রাহক নিয়ে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ টেলিকম অপারেটর। ১৯৯৭ সালে চট্টগ্রাম ভিত্তিক AKK (AK Khan & Company) এবং টেলিকম মালেসিয়ার একটি জায়েন্ট ভেনচারে AkTEL নামে বাংলাদেশে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০১০ রবি নামে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে কোম্পানিটি। ২ দশকেরও বেশি সময় ধরে পরিচালনা করার পর ২০২০ সালে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৫২৩ কোটি টাকা IPO নঞ্চের মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রাম স্টোক মার্কেটে আত্বপ্রকাশ করে। 

বিঃদ্রঃ রবি এবং এয়ারটেল/একটেল এইগুলো সব একি কোম্পানি।

সাবস্ক্রাইবার সংখ্যার ভিত্তিতে কোম্পানিটির মার্কেট শেয়ার বর্তমানে ২৯.৭%। টেলিকম সার্ভিস দেওয়ার পাশাপাশি মোবাইল অপারেটরটি গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল সার্ভিস ও দিয়ে আসছে। এছাড়াও কোম্পানিট তার B2B Business inspection এর লক্ষ্যে Cloud, Analytics এবং মোবাইলের বিভিন্ন ডিজিটাল সার্ভস প্রোভাইড করছে। 


রবির ইতিহাস

১৯৯৬ সালে টেলিকম মালেসিয়া এবং চট্টগ্রামের AKK মধ্যকার জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত হয় TM International Bangladesh Ltd. এই কোম্পানিটিতে যথাক্রমে ২ কোম্পানির শেয়ার ছিলো। যার মধ্যে TM (Telecom Malysia) ছিলো ৭০% এবং AKK এর ছিলো ৩০%। সে বছর বাংলাদেশ সরকার Grameenphone, Sheba Telecom এবং TM International Ltd কে বাংলাদেশে GSM টেকনোলজি অপারেটর সার্ভিস হিসেবে চালু করার লাইসেন্স প্রোভাইড করে।

রবি ১৯৯৭ সালের ইতিহাস

১৯৯৭ সালের ১৫ নভেম্বর জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটি AkTEL নামে ঢাকায় সেলুলার সার্ভিস প্রোভাইডার হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তিতে ২৬ মার্ভ ১৯৯৮ সালে AkTEL চট্টগ্রামে যাত্রা শুরু করে। একি বছর কোম্পানিটি তাদের কার্যক্রম নারায়নগঞ্জ ও কক্সবাজার এক্সপেইন করে। 

রবি ১৯৯৯ সালর ইতিহাস

১৯৯৯ সালে  এক্টেল প্রিপেইড সার্ভিসের পাশাপাশি প্রথমবারের মত এসএমএস সার্ভিস চালু করে। এদিকে গ্রাহকদের নিরুবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে একটেল ঢাকা এবং চট্টগ্রাম হাইওয়েতে সিমলেস নেটওয়ার্ক কাভারেজ প্রতিষ্টা করে, যা CDC বা Chittagong Dhaka Carridor হিসেবে পরিচিত ছিল। 

২০০১ সালের রবি

২০০১ সালে AKTEL ওয়ান প্রিপেইড (One Prepaid) চালু করে এবং বাংলাদেশের টেলিকম মার্কেটে সর্বপ্রথম পুর্নাঙ্গ ইন্ট্রিগ্ররেটেড ভোয়েস রেস্পন্স ভিত্তিক কল সেন্টার সেবা প্রদান করতে শুরু করে।

২০০২ সালের রবি 

২০০২ সালে AKTEL প্রথম BTTB Incoming সেবা চালু করে। The Lawyers n Jurists এর একটি আর্টিকেল সুত্রে ২০০২ সালে AKTEL প্রথম দেশের উত্তর অঞ্চলে রংপুর এবং দিনাজপুরে সেলুলার সার্ভিস দিতে শুরু করে। এছাড়াও সে বছরি প্রতিষ্ঠানটি POST Paid কাস্টমারের জন্য পেমেন্ট রিকুএস্ট (Payment Request) ও Automatic Bill Generation সার্ভিস দিতে শুরু করে। 

২০০৪ সালে রবির ইতিহাস

২০০৪ সালে AKTEL (একটেল) দেশের ৬৪ টি জেলার মধ্যে চট্টগ্রামের ৩ টি জেলা ছাড়া বাকি ৬১ জেলাতে সফল ভাবে অপারেট করার পাশাপাশি ১ মিলিয়ন সাবস্ক্রাইবের মাইলফলক অতিক্রম করে। তাছাড়া সে বছরেই তারা Inter Operator এর SMS Service এবং International Roaming Service চালু করে করে। 


আরো পড়ুনঃ

বাংলালিংক কেন সবার থেকে পিছিয়ে? 

Sunday, April 10, 2022

মোবাইল দিয়ে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়? How to create Gmail Account on Mobile Phone

মোবাইল দিয়ে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়? How to create Gmail Account on Mobile Phone

Gmail বা Google Mail এটি ছাড়া বর্তমানে এন্ড্রয়েড মোবাউল অচল বললেই চলে। কারন এন্ড্রয়েড মোবাইলে আপনি নেট যগতের যে কোন কাজই করেন না কেন এই জিমেইল আপনার থেকে চাইবেই। যার অন্যতম উদাহরণ হচ্ছে ইউটুব, গুগল প্লে স্টোরসহ আরো অনেক যায়গায় জিমেইল ছাড়া প্রবেশ করা যায়না। 

আজকের এই আর্টিকেলে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জিমেইল (Gmail) অ্যাকাউন্ট খুলতে পারেন। মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। 

জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য জেতে হবে মোবাইলের সেটিংসে এবং মোবাইলের সেটিং থেকে Accounts Tab খুজে বের করুন (যেমন্টা নিচের ছবিতে দেখছেন SC-1) এই ট্যাব যদি না পান সেইক্ষেত্রে সেটিংস এর উপরের অংশে সার্স করার একটি অপশন আছে অইখানে Account লিখে সার্স করুন। 

এবারে অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিন, যেটা উপরের স্ক্রিনশটে মার্ক করা দেখতে পারছেন। Account Option ক্লিক দেবার পর নিচের স্ক্রিনশটের মত একটি স্ক্রিনআসবে। এখানে আপনার সকল অ্যাকাউন্ট দেখা যাবে। 

এখান থেকে Add Account ক্লিক দিতে হবে। Add Account ক্লিক দিলে নিচে দেখানো স্ক্রিনশটের মত একটা স্ক্রিন আসবে। 


যেহুতু Gmail গুগলের সেহুতু আমাদেরকে Google সিলেক্ট করে নিতে হবে। ঠিক উপরে দেখানো স্ক্রিনশটের মত। এবং Google অপশনে ক্লিক দেবার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিন আসবে।


উপরে দেখানো স্ক্রিনশট যদি লক্ষ করেন তাহলে দেখুন Create Account ক্লিক দেওয়া হয়েছে। এবং এর পর উপরে আরো ২টা অপশন আসছে। এখান থেকে আপনি যে কোন একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে For Myself সিলেক্ট করছি। 

For Myself ক্লিক দেবার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত স্ক্রিন আসবে। এবং এখানে আপনার নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ দিন। চাইলে কোন প্রতিষ্ঠানের নাম দিয়েও খুলতে পারবেন। যেমন আমি এখানে লিখেছি Jibannagar প্রথম অংশ হিসেবে আর IT Park দ্বিতীয় অংশ হিসেবে।


প্রথম নাম ও দ্বিতীয় নাম দেওয়ার পর Next বাটনে ক্লিক দিতে হবে। Next বাটনে ক্লিক দিলে নিচে দেখানোর স্ক্রিনশটের মত একটি স্ক্রিনআসবে।এবং এই স্ক্রিনে আপনার জন্ম তারিখ লিখবেন। চেষ্টা করবেন যেনো ১৮ বছরের বেশি বয়স হয় এরকম জন্ম তারিখ লিখতে।


যেমন আমি এখানে জন্ম তারিখ হিসেবে 5 Day January Month 2000 এবং Gender এখানে ছেলে হলে Male এবং মেয়ে হলে Female এবং আপনি যদি তৃতীয় লিংগের হোন তাহলে Others সিলেক্ট করুন। সব শেষে Next বাটনে ক্লিক দিন। Next বাটোনে ক্লিক দিলে নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিনআসবে। 

এখান থেকে আপনার Gmail Address বেছে নিন।  স্ক্রিনশট যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গুগল আমাকে ২ টি জিমেইল সাজেস্ট করেছে এবং এই গুলো আমি জেই নাম দিয়েছি তার সাথে মিল আছে। আপনি চাইলে এখান থেকে যে কোন একটি ক্লিক দিয়ে সিলেক্ট করতে পারেন। বা আপনি কাস্টম ভাবে তৈরি করতে চাইলে Create your own Gmail address এখানে ক্লিক করতে পারেন। তবে আমি এখান থেকে গুগলের দেওয়া একটি জিমেইল সিলেক্ট করছি।



যদি লক্ষ্য করেন উপরে দেখানো স্ক্রিনশটে কিন্তু আমার মোবাইল নম্বর চাচ্ছে। এটা দেওয়া খুবি জরুরি যার কারন আপনি যদি কখনো জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে খুব সহজে মোবাইল নাম্বর দিয়ে রিকভারি করে নিতে পারবেন। তবে আমার অলরেডি কিছু পার্সোনাল জিমেইল আছে তাই আমি এটা Skip এ ক্লিক দিচ্ছি। তবে আপনি অবশ্যই আপনার নাম্বর দিয়ে রাখবেন। 

Skip ক্লিক দেওয়ার পর আপনার থেকে আপনার জিমেইলের পাসওয়ার্ড সেট করতে বলা হবে।
 

উপরে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিন আসবে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন।  আর হ্যা পাসওয়ার্ডে সব কিছু মিলিয়ে দিবেন, যেমন কিছু লেটারর, কিছু নাম্বর এবং কিছু সিম্বল ইত্যদি দেওয়ার পর Next ক্লিক দিবেন। 

এরপর কিছু ডকুমেন্ট আসবে এইগুলো পরে নিবেন অন্যথায় Agree তে ক্লিক দিবেন। তাহলেই আপনার মোবাইল জিমেইল অ্যাকাউন্ট হয়ে যাবে। 

এখানে দেখানো স্ক্রিনশট আপনার অ্যাকাউন্ট খোলার সময় নাও মিলতে পারে তবে প্রসেস হুবুহু সেম থাকবে। আর তারপরো কেউ যদি কোন কিছু জানতে আমাদের আর্টিকেল পরে কমেন্ট করতে পারেন ধন্যবাদ।

Thursday, April 7, 2022

ফেসবুক ভিডিও ডাউনলোড করুন কোন অ্যাপ ছাড়াই

ফেসবুক ভিডিও ডাউনলোড করুন কোন অ্যাপ ছাড়াই

দৈনন্দিন জীবনে আমরা সবাই আমাদের অর্ধেক সময়টা ফেসবুক বা অন্যান্য সোসিয়াল অ্যাপ বা সাইটে দিয়ে থাকি। বর্তমান সময়ে কয়েক হাজার সোসিয়াল অ্যাপ রয়েছে যার মধ্যে বিলিয়ন এ্যক্টিভ ইউজার আছে। এবং তার মধ্যে একটি অ্যাপ হচ্ছে Facebook ফেসবুক পৃথিবীর সর্ববৃহৎ ও YouTube এর ঠিক পরেই এর অবস্থান। ফেসবুকে লাইভ চ্যাট, কথা বলা, পোস্ট করা, ভিডিও স্ট্রিম করা, ব্রান্ড বা পাবলিক ফিগারর পেইজ খোলা এবং বিভিন্ন পোস্ট শেয়ার করা সহ, আরো অনেক ফ্যাসিলিটি আছে যা অন্যান্য অ্যাপ গুলো প্রোভাইড করলেও খুব একটা জনপ্রিয়তা ল্যাভ করতে পারেনি। 

আজকে আমি শেয়ার করবো বিশ্বের সব থেকে বড় সোসিয়াল মাধ্যম ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তাও ফ্রীতে এবং কোন প্রকার অ্যাপ ছাড়াই। 



আমরা যারা ফেসবুক ব্যাবহার করি তাদের মধ্যে অনেকেই জানি যে ফেসবুকে ভিডিও নামক একটি ট্যাব আছ যেখানে হাজার হাজার ভিডিও আছে। তবে সমস্যা হলো ভিডিও গুলো ফ্রীতে ডাউনলোড করা যায়না। আর আপনি যদি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে গুগল প্লে বা অ্যাপল অ্যাপ স্টোরে অনেক অ্যাপ পাবেন ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য, তবে অ্যাপ গুলো আমি সাজেস্ট করবোনা কারন প্রতিটা অ্যাপ নুন্যতম 5-20 MB হয়ে থাকে। এবং অ্যাপ ব্যাবহার করলে দৈনিক তাতে কিছু ক্যাচ ডাটা জমা হয়ে যায় এবং এটা 5-20 থেকে 100-200 MB হয়ে যায়.

আমরা আজকে কোন অ্যাপ ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করে দেখাবো এবং সম্পুর্ন ফ্রীতে।

ফেসবুক ভিডিও ফ্রীতে ডাউনলোড করতে হলে প্রথমেই একটি ভিডিও চয়েজ করুন যেটি আপনি ফেসবুকে দেখছেন এবং ডাউনলোড করতে চাচ্ছেন। 

যেই ভিডিওটি আপনি দেখছেন সেই ভিডিওটির পাশে থাকা (৩টি ডট) ক্লিক দিন। এবং আপনার সামনে নিচে দেখানো একটা স্ক্রিন চলে আসবে। 

এখান থেকে Copy Link এ ক্লিক দিন, এতে করে আপনার Clipboard এ এই ভিডিওর লিংক কপি হয়ে যাবে। এরপর আপনাকে যেতে হবে যে কোন একটি ব্রাউজারে যেটি হতে পারে গুগল ক্রম বা অপেরা মিনি। 

যে কোন ব্রাউজার ওপেন করে টাইপ করুন- https://snapsave.app/ এর পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিন আসবে। এটি হচ্ছে এই ওয়েবসাইটের হোম স্ক্রিন।


এখানে ছবিতে দেখানো যায়গায় আপনার কপি করা লিংক পেস্ট করে দিন। কপি লিংক পেস্ট করতে টেক্সট ইনপুট ফিল্ডে ক্লিক করে ধরে রাখুন তাহলে Past নামক একটি অপশন আসবে। এবং Past ক্লিক দিবেন। Past এ ক্লিক দেবার পর পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক দিন।


ডাউনলোড বাটনে ক্লিক দেবার পর একটু পরেই এরকম একটা স্ক্রিন আসবে এবং এখান থেকেই আপনি খুব সহজেই আপনার কুয়ালিটি অনুযায়ী ভিডিওটি ডাউনলোড করে নিবেন। 

আর্টিকেলে কোন উপস্থাপনা যদি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান অথবা  আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এসএমএস দিন। 



Monday, April 4, 2022

ইনভেস্ট ছাড়া ব্যাবসা করার উপায়

ইনভেস্ট ছাড়া ব্যাবসা করার উপায়

আসসালামু আলাইকুম, আজকের এই আর্টিকেল সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই আর্টিকেল যদি মনযোগ দিয়ে পরেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনিও সফল হতে পারবেন।

বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি মূলত কথা বলবো ইনভেস্ট ছাড়া অনলাইন ব্যাবসা কিভাবে করা যায়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা টাকার জন্য ব্যাবসা করতে পারছেন না। তাদের কথা মাথায় রেখেই আজকের এই আর্টিকেল। আজকে আমি ইনভেস্ট ছাড়া ব্যাবসার সকল টেকনিক শেয়ার করবো! তাহলে চলুন সবাই মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ি।

ইনভেস্ট ছাড়া ব্যাবসা বিষিয়টা শুনে হাসির মনে হতে পারে! কিন্তু এটা সম্ভব। 

ব্যাবসা করতে গেলে প্রথমেই মাথায় চিন্তা আসে কিসের ব্যাবসা করবেন? এবং কিভাবে করবেন। প্রোডাক্ট কই পাবেন? মার্কেটিং কিভাবে করবেন? 

কিসের ব্যাবসা করবেন?

ব্যাবসা করতে হলে অবশ্যই নির্দিষ্ট একটি পণ্যের প্রয়োজন। এখন আপনি কোন পণ্য নিয়ে ব্যাবসা কিরবেন এটা একান্ত আপনার ব্যাক্তিগত ব্যাপার, তবে হ্যা-আমি সাজেস্ট করবো পোশাক বা জুতা নিয়ে ব্যাবসা করার জন্য! কারন এই 2 টা প্রোডাক্ট মার্কেটে অনেক ডিমান্ড। 

এখন কথা হলো যদি পোশাক নিয়ে ব্যাবসা করেন তাহলে পোশাক কোথায় পাবো এবং টাকা ছাড়া কে দিবে?

আপনি যদি ব্যাবসা করতে চান তাও টাকা ছাড়া এবং অনলাইনে তাহলে অবশ্যই আপনাকে ঢাকা নিউ মার্কেট আসতে হবে। এবং এখানে আসলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের ই-কমার্স সেক্টরের ৮০% প্রোডাক্ট সব এখান থেকেই ডেলিভারি দেওয়া হয়। মানে বুঝতেই পারছেন আপনি এখানে আসা মানে অনলাইন সেক্টর অনেক ভালোভাবে বুঝতে ও শিখতে পারবেন আর সেই সাথে আপনি টাকা ছাড়া ব্যাবসাও করতে পারবেন। 

টাকা ছাড়া প্রোডাক্ট কিভাবে? 

টাকা ছাড়া প্রোডাক্ট নেবার জন্য আপনাকে অবশ্যই বিশস্ত হতে হবে এবং আপনার একটা ভালো পরিচয় থাকা লাগবে যা দেখে মানুষজন আপনাকে বিশ্বাস করবে। তারপর আপনি প্রোডাক্ট টাকা ছাড়া মেনেজ করতে পারবেন। টাকা ছাড়া প্রডাক্ট মেনেজ করার জন্য নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স সব থেকে বিসস্থ একটি প্লেস।

এখান থেকে টাকা ছাড়া প্রোডাক্ট নেবার জন্য আপনাকে বিভিন্ন দোকানে বা শোরুমে জেতে হবে। এবং তাদের সাথে বেশ ভালোভাবে কমিউনিকেশন করা লাগবে। এবং তাদের থেকে আপনি রিসেলারের হিসেবে কথা বলবেন এবং মনে রাখবেন আপনার কোথায় দম থাকা লাগবে। রিসেলার হিসেবে তাদের থেকে প্রোডাক্টের ছবি চাইবেন দাম জিজ্ঞাসা করবেন, কন্ডীশন কেমন কি সব ডিটেইলস নিবেন, সাইজ, কালারসহ আরো অন্যান্য পেসিফিকেশন জেনে নিবেন। এর পর আপনি মার্কেট এনালাইসিস করবেন কয়েকজনকে জিজ্ঞাসা করবেন যে ভাই এইগুলো এখন কেমন চলে? যদি বলে ভালো তাহলে জিজ্ঞাসা করুন আছে আপনাদের কাছে? থাকলে দেখি কয়েকটা দেখানত আমি অনলাইনে সেল করি। 
এবার যদি দেখেন তাদের কাছে নেই তাহলে বুঝবেন তারা ফাউ ঢপ দিচ্ছে যে এইগুলো চলছে। এইভাবেই কয়েকটা দোকানে যাচাই করুন এবং সর্বোশেষ যদি আপনার মনে হয় যে আপনি বিক্রি করতে পারবেন তখন প্রোডাক্টির ছবি তাদের থেকে নিন নিয়ে বলুন এটা নিয়ে আমি কাজ করবো অর্ডার নিলে দিতে পারবেন? যদি বলে হ্যা তাহলেত আর কোন কোথাই নেই। 

তাদের সকল নাম্বার যেমন হোয়াট'স অ্যাপ, ইমু এইগুলোর নাম্বর নিন এবং তাদের সাথে রেগুলার একটা যোগাযোগ রাখুন এবং এইভাবে আরো অনেক দোকান ঘুরে বিভিন্ন রকমের ড্রেস বা অন্য প্রোডাক্ট মেনেজ করুন।  (প্রোডাক্ট যখন অর্ডার হবে তখন সেই দোকান থেকে নিয়ে যাবেন। যদি সম্পর্ক ভালো গরতে পারেন ১০০% টাকা ছাড়াই দিবে)

ফেসবুক মার্কেটিং

  1. মার্কেটিং করার জন্য প্রয়োজন একটি পেইজ যেখানে প্রতিদিন পোস্ট করবেন। এবং সেই একটি ফেসবুক গ্রুপ। মার্কেটিং এর জন্য বিভিন্ন অনলাইন সেলিং পেইজে যুক্ত হবেন এবং সেখানে আপনার প্রোডাক্ট নিয়ে বিস্তারিত তুলে ধরবেন এবং সেল করার জন্য পোস্ট দিবেন। আপনারর প্রোডাক্টের ছবি আপনার পার্সোনাল প্রোফাইলের স্টোরিতে শেয়ার করুন, ইনশাল্লাহ ফ্রেন্ড লিস্টের কারো না কারো যে কোন সময় পছন্দ হয়ে যেতেও পারে এবং অর্ডার দিতে পারে। 

  2. এরপর বিভিন্ন সেলারের সাথে কথা বলা যা সহজেই বায়-সেল গ্রুপ্ব বা পেইজে পেয়ে যাবেন। 

  3. বেইজ বুস্ট করা, ২-৩ টা প্রোডাক্ট সেল হবার পর ৫০০ টাকা দিয়ে অর্থাৎ 5 Doller দিয় পেইজের যে কোন একটি পোস্ট বুস্ট দিন যেই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন। পেইজ বুস্ট করাতে অবশ্যই অভিজ্ঞ কাউকে দিইয়ে করাবেন। বুস্ট করতে যেহুতু ডুয়াল কারেন্সির কার্ড লাগে সেহুতু আপনার যদি থেকে থাকে আপনি নিজেই বুস্ট করতে পারবেন। অন্যথায় কারো দিয়ে করিয়ে নিবেন।  আমাকে দিয়ে বুস্ট করাতে চাইলে আমার পেইজে এসএমএস দিন। 





Saturday, April 2, 2022

এডোবি ফটোশপ

এডোবি ফটোশপ

গ্রাফিক্স ডিজাইনার থেকে শুরু করে কম্পিউটারের স্বাধারন ব্যাবহারকারী যারা মাঝে মধ্যেই গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান বা করেন। তাদের সকলের কাছেই ফটোশপ নিয়ে আগ্রহের কমতি নেই। গ্রাফিক্স সম্পাদনা এবং তৈরির ক্ষেত্রে সফটওয়্যারটি তার কাজের পরিধি ও বিশেষ ফিচারগুনে সবার নিকটই হয়ে গেছে একটি অত্যাবষ্যকীয় টুল। 

এর নির্মাতা এডোবি সিস্টেম ইনকর্পোরেটেড আমেরিকার একটি বিখ্যাত প্রিন্টিং, পাবলিশিং এবং গ্রাফিক্স উন্নয়ন কারী প্রতিষ্ঠান। ডেস্কটপ পাবলিশিং ইন্ডাস্ট্রিতে প্রথম পোস্ট স্ক্রিপ্ট প্রিন্টার ল্যাংগুয়েজ তৈরির মাধ্যমে বিখ্যাত হয়ে উঠে এই প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট ও অরাকল কর্পোরেশনের পর এডোবি বিশ্বের তৃতীয় বৃহত্তম সফটওয়্যার পাবলিশিং কোম্পানি। আশির শেষের দকে এই প্রতিষ্ঠানটি Adobe Photoshop নামে এই কোম্পানিটি একটি ইমেজ এডিটিং সফটওয়্যার প্রকাশ করে, প্রথম দিকে যা কেবল মাত্র ম্যাক কম্পাটিবল ছিলো। পরবর্তিতে এটি ম্যাক ও উইন্ডোজ উভয় কম্পার্টিবল ভার্সন বাজারে ছাড়ে। যা খুব অল্প দিনেই প্রচন্ড জনপ্রিয় হয়ে উঠে। ব্যাবহারিকারীর চাহিদা মিটাতে সময়ের সাথে সাথে উন্নত করা হয়েছে সফটওয়্যারটির। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি Adobe Photoshop এর। 



Friday, April 1, 2022

মেটাভার্স কী?

মেটাভার্স কী?

সময়ের সাথে সাথে ইন্টারনেট টেকনোলজি প্রতিনিয়তি পরিবর্তন হচ্ছে।  শুরুর দিকে যেখানে ইন্টারনেট ওয়েবসাইট গুলো সুধু টেক্সট বেসেড ছিলো, সেখানে বর্তমানে ইমেজ, ভিডিও, এনিমেশন এবং বিভিন্ন ভেরিয়াস থিংক সহ আপডেট হয়েছে। একিভাবে মেটা ভার্স ইন্ট্রডিউস করার মাধ্যমে ইন্টারনেটের আরো একটি ইন্টারেকশন  সামনে আসতে যাচ্ছে। 

২০২১ সালের অক্টোবর মাসে ফেসবুকের CEO মার্ক জাকারবার্গ ফেসবুকের সকল ফেসবুক কোম্পানির নাম যা দিয়ে ফেসবুক কর্তৃক তাদের সকল সার্ভিস গুলো দিয়ে যেতো সেখানে তারা ফেসবুকের পরিবর্তে Meta Inc. দেয়। মূলত তখন থেকেই মেটা ভার্স কন্সেপ্ট নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়। মার্ক জাকারবার্গ একটি প্রেজেন্টেশনে মটা ভার্স কিভাবে ইন্টারনেটের ভবিশ্যৎ হয়ে উঠবে সে বিষয়ে আলোচনা করে। 


What is Meta lnc.?

বর্তমানে ইন্টারনেটে থাকা কন্টেন্ট গুলো এনজয় করতে স্মার্টফোন অথবা কম্পিউটার স্ক্রিনে দেখতে হয়। তবে মেটা ভার্সে ইউজার সরাসরি সেই কন্টেন্টে গুলোতে সরাসরি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে যা অনেকটাই রিয়ালস্টিক এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এই কন্সেপ্টিকে ইন্টারনেটের ফিক্সোনাল ভার্সন হিসেবে এক্সপ্লেন করা যায়। মেটা ভার্সে একজন আরেকজনের সাথে দেখা করা থেকে শুরু করে গেমিং, স্টাডি এবং অন্যান্য কাজ কর্ম করতে পারবে। এমনকি অনলাইন বিজনেস এক্সপিরিয়েন্সকেও পরিবর্তন করে দিবে। অর্থাৎ মেটা মার্স ইউজারের প্রতিটি ক্ষেত্রেই ট্রান্সফর্ম করতে যাচ্ছে।



Meta Verse History

১৯৯২ সালে নীল স্টেফনশনের লেখা SNOW CRUSH এর মধ্যে প্রথমবারের মত মেটা ভার্সের ট্রামটি লেখা হয়। যেখানে মেটা ভার্স বলতে একটি ভার্চুয়াল প্লেসকে বোঝায়। পরবর্তিতে ১৯৯৯ সালে রিলিস হওয়া সাইন্স ফিক্সেন মুভি The Matrix এ দেখানো দৃষ্য যা ছিলো কাল্পনিক তবে দেখতে সেম রিয়াল পৃথীবির মতই ছিলো।

২০০৩ সালে সেকেন লাইফ নামে একটি অনলাইন গেম রিলিজ করা হয়। যার মাধ্যমে একটি Avatar মাধ্যমে ভার্চুয়াল পৃথীবিতে সেকেন্ড লাইফ এক্সপিরিয়েন্স করতে সক্ষম হয়। এর পাশাপাশি মেটা ভার্সের উপর বেইস করে রোবলক্স এবং মাইন ক্রাফটের মত আরো অনেক গেইম ডিজাইন করা হয়! DIGIDAY এর একটি তথ্য সুত্রে এই গেইম গুলো ফানের জন্য তৈরি করা হলেও এর মাধ্যমে ভার্চুয়াল মিটিং ও কোওয়ার্কিং এর মত পটেনসিয়াল তখন থেকেই অনুধোবন করা যায়। 

ফেসবুকের পাশাপাশি বর্তমানে মাইক্রোসফট ও আরো বেশ কিছু টেক কোম্পানি তাদের Meta Verse নিয়ে কাজ করছে। মাইক্রোসফট তাদের সিস্টেমে মাইক্রোসফট মেশ নামক একটি অব মেন্টেন্ট এবং ভার্চুয়াল রিয়ালিটি ইন্টেগ্রেট করতে যাচ্ছে যা ভার্চুয়াল টিম মিটিং এবং কনফারেন্সে রিয়াল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে।