Showing posts with label WordPress. Show all posts
Showing posts with label WordPress. Show all posts

Saturday, August 27, 2022

cPanel এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস কিবাবে ইন্সটল করে? How to install WordPress on cPanel ওয়ার্ডপ্রেস ইন্সটল

cPanel এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস কিবাবে ইন্সটল করে? How to install WordPress on cPanel ওয়ার্ডপ্রেস ইন্সটল

ওয়ার্ডপ্রেস, বর্তমানে যে কোন ধরনের ওয়েবসাইট বানানোর কাজেই ব্যাবহার করা হয়, কারণ ওয়ার্ডপ্রেসেস রয়েছে হাজার হাজার থিম ও প্লাগিন। যেই গুলোর মাধ্যমে আপনি প্রতিদিনি আপনার ওয়েবসাইটে নতুন নতুন ফিচার যুক্ত করতে পারবেন। আমাদের আজকের এই আর্টিকেলে দেখানো হবে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন সি পেনেলের মাধ্যমে। অনেকেই আছেন যারা নতুন ডোমেইন হোস্টিং কিনেছেন কিন্তু দীর্ঘদিন যাবত লোকালহোস্টে মেনুয়ালি ইন্সটল করে এসে এখন লাইভ হোস্টে ইন্সটল করতে পারছেন না। তাদের জন্য যাজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ন। 

আসলে সি পেনেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা অনেক সহজ, তবে না বুঝলে কঠিন লাগতে পারে। 

তাহলে চলুন এবারে জেনে নেই সিপেনেলের মধ্যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন। সিপেনেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হলে অবশ্যই আপনার কাছে ডোমেইন ও হোস্টিং থাকা লাগবে, ডোমেইন হোসটিং কেনার পর আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে আপনাকে একটি মেইল পাঠানো হবে, উক্ত মেইলটিতে আপনার সিপেনেলে লগিন করার জন্য ইউজার নাম ও পাসয়ার্ড দেওয়া থাকবে। যদি আপনি বিষয়টি না বুঝে থাকেন বা ইউজার না ও পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে আপনি যেখান থেকে ডোমেইন ও হোস্টং কিনেছেন তাদের হেল্প লাইনে যোগাযোগ করুন, অবশ্যই একটি ভালো প্রতিষ্টান হলে আপনাকে হেল্প করবে।

সি পেনেলে লগিন করার পর সি পেনেলের সার্চবারে টাইপ করুন > Softaculous লিখে, যদি না বুঝে থাকেন, নিচের স্ক্রিনশটটি ফলো করুন।
এখান থেকে Softaculous Apps Installer এ ক্লিক করবেন, অথবা WordPress Manager By Softaculous এখানেই ক্লিক করতে পারেন। এখান থেকে আমি Softaculous Apps Installer এ ক্লিক করছি, এবং ক্লিক করার পর আপনাকে অন্য একটি পেইজে নিয়ে যাবে। পেইজটি নিচের স্ক্রিনশটে দেখানো হলো। (ভার্শন অনুযায়ী এটার ডিজাইন পরিবর্তন হতে পারে, তবে ভয় পাবেন না!)

এখান থেকে Installation যেটা ব্লু কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করা ঠিক তার নিচেই ওয়ার্ডপ্রেস আছে। তবে আমি এখান থেকে বাম পাশের মেনুবার থেকে Blog অপশনে হবার করছি! স্পষ্ট ভাবে বোঝার জন্য নিচের স্ক্রিনশটটি দেখুন।

উপরে দেখানো স্ক্রিনশটটি ভালোভাবে লখ্য করুন, এবার আমি এখান থেকে Install এ ক্লিক করছি! Install এ ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস ইন্সটল করার মেইন পেইজটি আসবে। মেইন পেইজটি দেখতে ঠিক নিচে দেখানো স্ক্রিনশটে মতো। (ভার্সন আপডেটে চেঞ্জ হতে পারে)

এবার এখানে দেওয়া সমস্ত তথ্য গুলো ভালোভাবে ফিলয়াপ করুন। Choose Installation URL এখানে আপনার ডোমেইন নামটি চয়েজ করুন। যদি ডোমেইন একটি থাকে তাহলে একটি সিলেক্ট করুন। আর যদি সাব ডোমেইন ও এডন ডোমেইন থাকে, তাহলে আপনি যেইটাতে ওয়ার্ডপ্রেস ইন্সটোল করতে চান, সেইটা সিলেক্ট করুন। তবে তার সামনে দেখবেন http:// আছে, এইখানে একটা ক্লিক করে https:// বা https://www. সিলেক্ট করবেন। আমি আমার গুলো সব ফিলয়াপ করে নিচে একটি স্ক্রিনশট দিচ্ছি, আপনিও সেম ভাবে করতে পারেন।

সব ফিলয়াপ শেষে সবার নিচে স্ক্রল করলে ইন্সটল বাটন পাবেন।

Install বাটনে ক্লিক করার পর ইন্সটল শুরু হবে।



এবার আপনার সাইটের URL এর সাথে wp-admin দিয়ে ওয়ার্ডপ্রেস ডাশবোর্ডে লগিন করুন। 

Saturday, March 12, 2022

How to install xampp and WordPress

How to install xampp and WordPress

ওয়ার্ডপ্রেস একটি CMS (Content Management System) সফটওয়্যার আ মূলত তৈরি করা হয়েছিল ব্লগ আর্টিকেল শেয়ারের জন্য। তবে ওয়ার্ডপ্রেস কডিং ছাড়া হওয়ায় ও এত এত থিম, প্লাগিন হোয়াতে বর্তমানে সময়ে প্রায় ৫২% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এর জন্য ছোট বা বড় সবাই ওয়ার্ডপ্রেস বেছে নিচ্ছে ও অনেকেই নিজের পেশা হিসেবে ওয়ার্ডপ্রেস বেছে নিয়েছে। নিশ্চয় আপনিও ওয়ার্ডপ্রেস শিখতে চান? তাইত আপনি এই আর্টিকেল পর্যন্ত এসেছেন।  আজকের এই আর্টিকেলে ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল করে তা শেয়ার করবো। 

ওয়ার্ডপ্রেস লোকালহোস্টে রান করানো 

ওয়ার্ডপ্রেস যা ব্যাবহার করার জন্য ডোমেইন বা হোস্টিং কিনা লাগে। অনেকেই টাকার জন্য ডোমেইন হোস্টিং কিনতে পারছেন না এবং নিজের সপ্ন  বাস্তবায়ন করতে পারছেন না। তাদের জন্য আজকের এই পোস্ট খুবি গুরুত্বপুর্ন।





লোকাল হোস্টে বা লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস রান করানোর জন্য আপনার কম্পিউটারকে একটা সার্ভারে রুপান্তর করতে হবে। এর জন্য প্রথমেই আপনার একটি সফটওয়্যার প্রয়োজন যার নাম XAMP

বিঃদ্রঃ নিচের স্টেপ গুলো ধাপে ধাপে ফল করুন।

  1. Download Xampp - ক্সাম্প সার্ভার ডাউনলোড করতে গুগলে যান এবং লিখে সার্স করুন "Xampp Download"
  2. ডাউনলোড সম্পন্ন হলে সফটওয়্যারটি ইন্সটল করুন।
  3. এর পর Apache and Mysql এই ২টা Start করুন।
এরপর আপনাকে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে ডাটাবেস বানাতে হবে।

আপনাদের সুবিদার্থে নিচে একটি ভিডিও দেওয়া হলো-







Thursday, February 3, 2022

What is Page Buider? পেইজ বুল্ডার কাকে বলে?

What is Page Buider? পেইজ বুল্ডার কাকে বলে?

 পেইজ বুল্ডার এটা শুনেই বুঝতে পারছেন এটা দিয়ে মূলত পেইজ বানানো হয়। আপনি আপনার চাহিদা অনুসারে যে কোন পেইজ এটা দিয়ে বানাতে পারবেন। যে কোন ধরনের ডিজাইন করা UI এটা দিয়ে ডিজাইন করতে পারবেন এবং বর্তমানে ৯০ শতাংশ ওয়েবসাইট পেইজ বুল্ডার ব্যাবহার করে। ইভেন আমি আমার যত গুলো ওয়েবসাইট বানিয়েছি সব গুলো ওয়েবসাইট পেইজ বুল্ডার দিয়ে করা। চলুন আজকে যেনে নেই পেইজ বুল্ডার কি এবং কিভাবে কাজ করে এবং এটা দিয়ে কাজ করলে কাজ কতটা ভালো ও ফাস্ট হবে।




পেইজ বুল্ডার কি? 

পেইজ বুল্ডারর একটি ওয়েব পেইজ এডিটর যা ঝামেলা বিহীন ও কডিং বিহীন খুব দ্রুত যে কোন কাজ করা যায়। যদি আপনি ফোটশপ বা ফিগমা বা ইউআই সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি হয়ত এটাও জানেন যে অই সফটওয়্যার গুলো ড্রাগ এন্ড ড্রপ ভাবে কাজ করে। এবং আপনি চাইলেই যে কোন ডিজাইন ড্রগ বা ইমপোর্ট করে তৈরি করে নিতে পারেন। একি ভাবে পেইজ বুল্ডার কাজ করে। পেইজ বুল্ডারে কিছু Widgets বা ব্লক আছে যা ড্রাগ করে পেইজে ইমপোর্ট করতে হয় এবং আপনার চাহিদা অনুসারে তার মধ্যে কনটেন্ড এ্যাড করা লাগে। তাহলে বুঝতেই পারছেন পেইজ বুল্ডারে সবাই কেন ব্যাবহার করে।

পেইজ বুল্ডার ব্যাবহারের মাধ্যমে আপনি যে কোন UI/UX ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এবং এক্সপোর্ট ও ইমপোর্ট মাধ্য অন্য কারো সাথে নিজের বানানো UI/UX শেয়ার করতে পারবেন।


পেইজ বুল্ডার অনেক আছে তার মধ্যে আমার পছন্দের পেইজ বুল্ডার হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টোর সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন






Elementor Page Builder - এলিমেন্টর পেইজ বুল্ডার WordPress Elementor

Elementor Page Builder - এলিমেন্টর পেইজ বুল্ডার WordPress Elementor

এলিমেন্টর (Elementor) একটি  ওয়ার্ডপ্রেস প্লাগিন। বর্তমানে ওয়ার্ডপ্রেসের ৯০% ব্যাবহার কারি এই ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ব্যাবহার করে ইভেন আমাই আমার সকল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই এলিমেন্টর ব্যাবহার করি। এলিমেন্টর কেন সবাই ব্যাবহার করে? এবং এটা দিয়ে মুলত কি কি কাজ করা যায়?




এলিমেন্টর একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন। যা মূলত তৈরি করা হয়েছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেইজ বানানোর জন্য। আজকেই এই আর্টিকেলে আমরা এলিমেন্টর নিয়ে আলোচনা করবো। 

What is Elementor? 

Elementor একটি ওয়ার্ডপ্রেস পেইজ বুল্ডার। ওয়ার্ডপ্রেসের ভিতরে যে কোন ধরনের পেইজ ড্রাগ এন্ড ড্রপ করে বানাতে পারবেন এলিমেন্টর দিয়ে। বর্তমানে Figma/UX ইত্যাদির ডিজাইন সব কিছুই এলিমেন্টর দিয়ে করা যায়।  আপনি যখন যেখান যা ইচ্ছা সব কিছু খুব ইজিলি এডিট করতে পারবেন এলিমেন্টরের সাহায্যে। এবং এটা অনেক ফাস্ট ও পাওয়ারফুল। 

Plan?

এলিমেন্টর (Elementor) বর্তমানে ২টা ভার্শনে এ্যাভাইলেবেল। পেইড এবং ফ্রী। ছোটখাটো কাজ গুলো আপনি ফ্রী ভার্শন দিয়ে করতে পারবেন। তবে যদি আপনি অনেক বড় এবং এ্যাট্ররাক্টিভ ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে লাইসেন্স সংগ্রহ মাধ্যমে পেইড ভার্শন ব্যাবহার করতে হবে।

ফ্রী থাকলে পেইড কেন কিনবো? 

এরকম অনেকেই ভাবে ফ্রীতেতো কাজ হচ্ছে তাহলে টাকা দিবো কেন? তাদের জন্য বলছি আপনি যে কোন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন ফ্রীতে তবে এরকম অনেক কিছুই আছে যা আপনি করতে পারবেন না। যার অন্যতম একট রিজন হচ্ছে টেমপ্লেট। ফ্রীতে আপনি ভালো মানের কোন টেমপ্লেট পাবেন না যা পেইড করলে আপনি পাবেন এবং আপনার জন্য অফিয়াল ভাবে অকল জিনিস উন্মুক্ত করা হবে। এবং আপনি এলিমেন্টরের সকল ধরনের Widget ব্যাবহার করতে পারবেন এবং রেগুলার আপডেট পাবেন। 


প্রাইস

এলিমেন্টরের পেইড ভার্শনে অনেক প্লেন আছে যার বেসিক প্রাইস ৪৯ ডলার থেকে শুরু। প্রাইস দেখতে ও পার্চেস করতে এখানে ক্লিক করুন

Tuesday, February 1, 2022

Astra theme wordpress theme আস্ত্রা থীম

Astra theme wordpress theme আস্ত্রা থীম

 astra ওয়ার্ডপ্রেসের একটি অন্যতম থীম যা প্রাইয় আমি সবসময় ব্যাবহার করি এবং অন্যদের ও সাজেস্ট করি।  আজকের এই আর্টিকেলে আমরা আস্ত্রা বিষয় সকল তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো এবং আস্ত্রা কেন কি কাজে কখন ব্যাবহার করবেন তার সকল কিছুই এই আর্টিকেলে আলোচনা করবো। আশা করি আমাদের এই আর্টিকেল পড়ে আস্ত্রা বিষয় আপনি সকল কিছু জানত পারবেন। আমার কন্টেন্টে কোথায় ভুল করে থাকলে বা বানান ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

What is astra

আস্ত্রা (ASTRA) ওয়ার্ডপ্রেসের খুন জনপ্রিয় একটি থীম। ধরা যেতে পারে Astra থীম দিয়ে আপনি যে কোন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। সেটা হতে পারে নিউজের জন্য, হতে পারে বিজনেস বা কর্পোরেট কিংবা ব্লগ অথবা পোর্টফলিওসহ ই - কমার্স ওয়েবসাইট এই Astra দিয়ে কডিং ছাড়া কোন ঝামেলা বিহীন খুব দ্রুত বানাতে পারেন।

ইতি মধ্যে আস্ত্রা (astra) ২টি ভার্শনে মার্কেটে রিলিজ হয়েছে। একটি হচ্ছে Astra এবং অপরটি হচ্ছে Astra Pro. এই ২টা ভার্শনের মধ্যে আমি খুব বেশি তফার দেখতে পাইনি। তবে আপনি যদি কর্পোরেট ওয়েবসাইট বা বিজনেস ও ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে প্রো টা বেস্ট হবে।  তবে যদি আপনি কোন কাজ স্টার্ট করতে চান বা প্রেক্টিস করতে চান তাহলে Astra এনাফ। 

সুধু Astra এটা যে কেউ সরাসরি ওয়ার্ডপ্রেস থিম থেকে ফ্রী ব্যাবহার করতে পারবেন এবং Astra Pro এটা ব্যাবহার করার জন্য আবশ্যই একটি লাইসেন্স ক্রয় করতে হবে। লাইসেন্স ক্রয় করার জন্য সরাসরি wpastra.com এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন।

Why use astra?

আস্ত্রা যেমন জনপ্রিইয় তেমন  ইজি। ইতি মধ্যে ১৭ লক্ষর ও বেশি ওয়েবসাইট আস্ত্রা (Astra) থীম ব্যবহার করছে। আস্ত্রা (ASTRA) দিয়ে সকল ধরনের ওয়েবসাইট বানানো যায় সুধু মাত্র ড্রাগ এন্ড ড্রপ পেইজ বুল্ডার ব্যাবহার করে। সত্যি বলতে ওয়ার্ডপ্রেস দিন দিন এত জনপ্রিয়তা পাচ্ছে  যে বলার বাইরে। আর এত জনপ্রিয় হবার  একমাত্র কারণ ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম ও ঝামেলা বিহীন ইজি ও ফাস্ট ডেভলপমেন্ট। তাছাড়াও আস্ত্রাতে (Astra) ২৫০+ ফ্রী ওয়েবডিজাইন টেমপ্লেট আছে যা ফ্ররীতে ব্যবহার করা যাবে। আর আস্ত্রা বিজনেজ কর্পোরেট ওয়েবসাইটের জন্য বেস্ট চয়েজ। পেইজ বুল্ডার কি জিনিস তা জানতে এখানে ক্লিক করুন


 



Sunday, January 30, 2022

ওয়ার্ডপ্রেস প্লাগিন WordPress Plugin

ওয়ার্ডপ্রেস প্লাগিন WordPress Plugin

ওয়ার্ডপ্রেস বিশ্বের সর্ববৃহত জনপ্রিয় CMS সফটওয়্যার। যা মূলত তৈরি করা হয়েছিলো ব্লগ পাবলিশ করার জন্য ব্লগিং টুল হিসেবে। এবং আস্তে আস্তে আপডেটের মাধ্যমে বর্তমানে বড়বড় এজেন্সি ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়।  এবং এত এত জনপ্রিয়র একমাত্র কারণ ওয়ার্ডপ্রেস থীম ও ওয়ার্ডপ্রেস প্লাগিন। 

এর পূর্বের আর্টিকেলে আমরা আলোচোনা করে ছিলাম ওয়ার্ডপ্রেস থীম নিয়ে। যারা গত আর্টিকেল পড়েন নি তারা অবশ্যই এখানে ক্লিক করে পড়ে নিন। আজকের এই পোস্টে আমি প্লাগিন নিয়ে আলোচোনা করব আশা করি সবাই মনযোগ সহকারে পরবেন।



প্লাগিন যা মূলত ইলেক্ট্রনিক্স ডিভাইসের মেইন কেবলের মত কাজ করে। যেমন আমরা যদি কম্পিউটার অন করি। বিদ্যুৎ ছাড়া আমাদের কম্পিউটার অন হয়না। একি ভাবে ওয়ার্ডপ্রেস থীম যেমন ফ্রন্ট এন্ডের কাজ এবং প্লাগিন হচ্ছে ফাংশন ও পাওয়ারের কাজ করে। 

আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তারা ইতি মধ্যে হয়ত লক্ষ্য করেছি ওয়েবসাইট দেখতে কেমন হবে কোন জিনিস কোথায় থাকবে এই সকল কিছু ওয়ার্ডপ্রেসের থীম নিয়ন্ত্রন করে। একি ভাবে ধরুন একটি বাটন আছে এখন আমি চাচ্ছি বাটনে ক্লিক দিলে কিছু একটা ঘটবে। যেমন ধরা যাক পেমেন্টের সময় পেমেন্ট অনলাইন করার জন্য একটা বাটন থাকে বাটনে ক্লিক দেওয়ার পর যা যা ঘটে অনলাইনে রিয়ালিটি ভাবে তার ৯০% প্লাগিন দ্বারা নিয়ন্ত্রন করা হয়। সুত্ররাং বুঝতেই পারছেন প্লাগিন কতটা গুরুত্বপূর্ন। 

আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কখনো কাজ করে থাকে তাহলে লক্ষ্য করবেন থীম বা প্লাগিন ছাড়্রা ওয়েবসাইট কাজ করবেনা। একদম লো লেবেলের ওয়েবসাইট হলেও অবশ্যই একটা প্লাগিন ও থীম ইন্সটল করা লাগে।

আশা করি পোস্টি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আমাদের এই পোস্টে কোন ভুল হলে বা কোন আপডেট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 


Thursday, January 27, 2022

WoodMart WordPress Theme - ওয়ার্ডপ্রেস উডমার্ট থীম

WoodMart WordPress Theme - ওয়ার্ডপ্রেস উডমার্ট থীম

WoodMart একটি ওয়ার্ডপ্রেস থীম যা আমার অনেক জনপ্রিয় একটি থীম।  ইতি মধ্যে WoodMart থীম দিয়ে আমি একটি ওয়েবসাইট বানিয়েছি এবং তার প্রেক্ষাপটে আজকের এই পোস্ট।  ডেমো দেখতে - এখানে ক্লিক করুন 

ওয়ার্ডপ্রেস দিন দিন এত এত ফিচার নিয়ে আসছে যার জন্য আজকে বড় বড় কর্পোরেট সাইটসহ বিজনেস সাইট সাইট পর্যন্ত সবাই ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছে। এভেন আমি নিজেও ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছি এবং আমার বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েই বানাচ্ছি। আজকের এই পোস্টে আমি ওয়ার্ডপ্রেসের একটি জনপ্রিয় থীম উডমার্ট (WoodMart) নিয়ে রিভিউ করবো সুতরাং যারা উডমার্ট ও ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফিচার সম্পর্কে যানতে চান তারা সকলেই আমাদের পোস্ট ও আর্টিকেল গুলো নিয়মিত পড়ুন।



What is woodmart?

উডমার্ট (WoodMart) একটি ওয়ার্ডপ্রেস থীম যা তৈরি করা হয়েছিল Wooden  ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য এবং তার ধারাভিকতায় এটার নাম করণ করা হয় Woodmart। তবে দিন দিন এটাকে আপডেটের মাধ্যমে বর্তমানে এটাতে এত এত ফিচার এ্যাড করা হয়েছে যার মাধ্যমে যে কোন ধরনের ই কমার্স ওয়েবসাইট আপনি WoodMart দিয়ে বানাতে পাড়েন। সুতরাং WoodMart একটি ওয়ার্ডপ্রেস থীম।

Future in woodmart - উডমার্ট ফিচার

ওয়ার্ডপ্রেসে এত এত ফিচার আছে যা বলারর বাহিরে। বিশেষ করে একটি ই-কমার্স ওয়েবসাইটে যা যা লাগে তার সকল কিছুই পেয়ে যাবেন তাছাড়া মন মত যখন যেখানে যা ইচ্ছা সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন। উডমার্ট এর মধ্যে রয়েছে অনেক অনেক ফিচার আর এবং এটা লাস্ট আপডেট করা হয় ২০ শে নভেম্বর ২০২১। লাস্ট আপডেট অনুযায়ী এখন পর্যন্ট যা যা ফিচার WoodMart এ আছে তার একটি লিস্টঃ-
  1. Elementor
  2. Wpkery 
  3. WooCommerce
  4.  Revolution Slider
  5.  Dokan
  6. WPML
  7. W3 Total Cache
  8. Contact Form
  9. Yost SEO
  10. bbPress
  11. WooCommerce Germanized
  12. 1MailChimp
এর বাহিরেও আরো অনেক রকম ফিচার অলরেডি দেওয়া আছে এবং আপনি চাইলেই আরো নতুন নতুন জিনিস এ্যাড করতে পারবেন।

এছাড়াও Woodmart রয়েছে  ফ্রী ডিজাইন যা সব থেকে বেশি ব্যাবহৃত।

প্রাইস

উডমার্ট ব্যাবহার করার জন্য আপনাকে পে করা লাগবে যা মান্থলি ও প্রতি বছর ভাবে ফি ধরা হয়। আমার এই পোস্টের টাইমে এটার মার্কেট প্রাইস 59$ (4956 টাকা) আপনি চাইলে এই টাকা দিয়ে WoodMart এর একজন মেম্বার হতে পারেন। এবং একটি লাইসেন্স ক্রয় করতে পারেন।




Tuesday, January 25, 2022

ওয়ার্ডপ্রেস থীম

ওয়ার্ডপ্রেস থীম

ওয়ার্ডপ্রেস ইতি মধ্যে আমরা এর আগে একটি পোস্ট করেছি যার মধ্যে বলেছি ওয়ার্ডপ্রেস কী? এবং ওয়ার্ডপ্রেসে কি কি ফিচার আছে এবং সেই সাথে থীম নিয়ে কিছু বলেছিলাম। আজকের এই পোস্টে আমরা ওয়ার্ডপ্রেস থীম নিইয়ে বিস্তারিত জানবো। সুতরাং যারা ওয়ার্ডপ্রেস নিয়ে সারাদিন ঘাটাঘাটি করছেন তারা অবশ্যই এই পোস্টি মনযোগ সহকারে পড়ুন। আশা করি থীম নিয়ে এরর পর আর কোন কনফিউজ থাকবেনা।



ওয়ার্ডপ্রেস একতি কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম যা মূলত তৈরি করা হয়েছিলো ব্লগ লিখার জন্য বা আর্টিকেল শেয়ার করার জন্য। তবে বর্তমানে এটা এতটাই জনপ্রিয় হয়েছে যে বড় বড় প্রতিষ্ঠান গুলো এখন ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছে, এবং এর একটা বড় কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস অসংখ্যক থীম ও প্লাগিন। প্লাগিন এবং থীম এই ২ টারর জন্যই মূলত ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় , তাহলে চলুন আর কথা না বাড়িয়ে থীম সমর্কে জানি। আর হ্যা প্লাগিন নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

থীম যা মূলত মানুষের সাথে তুলনা করা যায়। মানুষের যেমন হাত পা মাথা চুল ইত্যাদি থাকে তেমনি ওয়ার্ডপ্রেসেই এরকম বিভিন্ন অংশ থাকে।   এর মধ্যে একটা মানুষের যেই আকৃতি বা দেখতে কেমন হবে এটা মূলত থীমের সাথে কম্পেয়ার করা যায়। 

থীম একটি ওয়েবসাইটের মূল অংশ যা বিভিন্ন কম্পনেন্ট ও বিভিন্ন পেইজ ডিজাইন করে আপনার ওয়েবসাইট আরো সুন্দর করে তোলে, থীম ফ্রী এবং পেইড ২ ভাবেই ব্যবহার করা যায়।

থীম মূলত বিভিন্ন ডেভেলপার ও বিভিন্ন কম্পানি তৈরি করে থাকে। যা ওয়ার্ডপ্রেসে  এ্যাপ্সের মত ইন্সটল করতে হয়।

 প্রিমিয়াম বা পেইড থীম গুলো খুব পাওয়ারফুল অপটিমাইজ হয়ে থাকে ও ডিজাইন খুব সুন্দর ও অনেক রকম টেমপ্লেট থাকে। তবে ফ্রীতে এই ফিচার গুলো পাওয়া যায়না। আবার অনেক কম্পানি আছে যারা ফ্রী এবং পেইড ২টা প্রোভাইড করে যার মধ্যে সব থেকে জনপ্রীয় Astra


Saturday, January 22, 2022

What is WordPress ওয়ার্ডপ্রেস কী?

What is WordPress ওয়ার্ডপ্রেস কী?

ইতি মধ্যে যারা ওয়েব ডেভলপমেন্ট করতে চান তারা সবাই জানেন ওয়ার্ডপ্রেস কী? যারা এই সেক্টরে একদম বিগিনার তাদের জন্য আমার আজকের এই আর্টিকেল। আজকে আমরা জানবো ওয়ার্ডপ্রেস কি? এবং কিভাবে কাজ করে ও মার্কেটে এর ভ্যালু কেমন? 

ওয়ার্ডপ্রেস কী?

ওয়ার্ডপ্রেস একটি সি.এম.এস (CMS) সফটওয়্যার যা ব্যাবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইট বানানোর জন্য। এবং বর্তমানে সব থেকে পাওয়ারফুল ও সর্বাধিক জনপ্রীয় কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসকে ব্যাবহার করে আপনি যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন- কর্পোরেট ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ই-কুরিয়ার ওয়েবসাইট, ফার্মেসি ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ফুড অর্ডারিং ওয়েবসাইট, গ্রোসারি ওয়েবসাইটসহ যে কোন ধরনের ওয়েবসাইট আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন।


থিম 

থিম ওয়ার্ডপ্রেসের সব থেকে মূল্যবান একটি জিনিস। এটা দিইয়ে মূলত আমাদের সাইট ডিজাইন করা হয়। সাইট দেখতে কেমন হবে? কি কি ফিচার থাকবে এই সকল কিছু থীম দিয়েই বিবেচনা করা হয়। বর্তমানে ওয়ার্ডপ্রেসে ৪৫০০+ থীম রয়েছে যা সবাই ব্যাবহার করতে পারবে এবং একদম ফ্রীতে এবং এর বাহিরেও প্রোফেশনাল ভাবে কাজ করার জন্য অনেক ওয়েব ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ধরনের থীম বানিয়েছেন। যা অনেকেই প্রিমিয়াম ও ফ্রীতে প্রোভাইড করেন আবার অনেকেই সুধু প্রিমিয়াম প্রোভাইড করেন। এবং ওয়ার্ডপ্রেরসের থীমের কিনার জন্য অন্যতম একটি ওয়েবসাইট হলো (themeforest) যেখানে আপনাই লক্ষ লক্ষ থীম পাবেন ফ্রী/পেইড।

প্লাগিন

থীম যতটা গুরুত্বপূর্ণ একি ভাবে প্লাগিন ও সেম গুরুত্বপূর্ণ থিম যেমন সাইট দেখতে কেমন হবে তা বিবেচনা করে একি ভাবে সাইটে কি কি ফাংশনালিটি থাকবে এই সকল বিষয় গুলো প্লাগিন বিবেচনা করে। ধরুন আপনি চাচ্ছেন একটা কন্টাক্ট ফোর্ম থাকবে যেটা কেউ ফিলয়াপ করলে তার সকল ডাটা আপনার কাছে চলে আসবে। এই সকল জিনিস গুলো প্লাগিন দিয়ে করা হয়।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানালে কি কি সুবিধা?

ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনি যে কোন সাইট খুব  ইজিলি মেনেজ করতে পারবেন এবং যখন যেখানে খুশি সেখানে এডিট করতে পারবেন। এবং যেখানে যা ইচ্ছা তাই এ্যাড করতে পারবেন। যা যা অন্যান্য (CMS) সফটওয়্যার দিয়ে সহজে করা যায়না এবং এর জন্য অনেক টাকা বিনিয়গ করা লাগে। যা ওয়ার্ডপ্রেস দিয়ে চাইলে নিজেও করতে পারবেন। আরর স্পীড বা এসইও নিয়ে কোন চিন্তা নেই। তবে যদি অনেক বড় কোন ওয়েবসাইট হয় যেখানে ২০০+ পেইজ থাকবে তাহলে আমি মনে করি ওয়ার্ডপ্রেস এই ক্ষেত্রে কেউ ব্যাবহার করবেন না। তবে যদি মনে হয় ইন্টারমেডিট লেভেলের কোন ওয়েবসাইট বানাবেন তাইলে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন কোনটা বেস্ট।

ওয়ার্ডপ্রেস ইতিহাস

ওয়ার্ডপ্রেস মূলত বানানো হয়েছিলো ব্লগ বা আর্টিকেল পাবলিশ করার জন্য। যা প্রথম রিলিজ হয়- ২০০৩ সালের ২৭ শে মে। এবং এখন পর্যন্ট মার্কেটে খুব ভালো জনপ্রিয়তা নিয়ে কাজ করছে ওয়ার্ডপ্রেস টীম। ওয়ার্ডপ্রেস একটি CMS সফটওয়্যার যার অর্থ কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম। যা পিএইচপি (PHP) ও মাইস্কুয়াল (MySql) দিয়ে তৈরি। যদিও এটি বানানো হয়েছিলো একটি ওপেন সোর্স ব্লগ পাবলিশিং সফটুয়্যার হিসেবে তবে দৈনিক এত পরিমানে ফিচার এ্যাড হচ্ছে যার জন্য বড় বড় কম্পানিও ওয়ার্ডপ্রেস ব্যাবহার শুরু করেছেন। এবং আমি আমার ওয়েব সেক্টরের প্রথম ইনকাম ওয়ার্ডপ্রস দিয়েই করেছি।