গুগলের তৈরি ওয়্যারওএসে (স্মার্ট ঘড়ির অপারেটিং সিস্টেম) চলা স্মার্ট ঘড়িতে ব্যবহার করা যাবে জিমেইল ও ক্যালেন্ডার অ্যাপ। ফলে স্মার্ট ঘড়িতে জিমেইল ও ক্যালেন্ডার অ্যাপের সব সুবিধা ব্যবহার করা যাবে। বর্তমানে ওয়্যারওএসে চলা স্মার্ট ঘড়িতে শুধু জিমেইল এবং ক্যালেন্ডার অ্যাপের নোটিফিকেশন বার্তা পাওয়া যায়।
নতুন এ সুবিধা চালু হলে গ্যালাক্সি ওয়াচ ফোর, ওয়াচ ফাইভ, পিক্সেল ওয়াচসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্ট ঘড়িতে অন্যদের পাঠানো ই-মেইল পড়ার পাশাপাশি পাঠানোও যাবে। ফলে হাতের কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকলেও জরুরি তথ্য দ্রুত জানা যাবে।
প্রাথমিকভাবে নিজেদের তৈরি পিক্সেল স্মার্ট ঘড়িতে জিমেইল ও ক্যালেন্ডার অ্যাপযুক্ত করে কার্যকারিতা যাচাই করছে গুগল। শিগগিরই ওয়্যারওএসে চলা সব স্মার্ট ঘড়িতে অ্যাপগুলো ব্যবহার করা যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া.