Showing posts with label Video Editor. Show all posts
Showing posts with label Video Editor. Show all posts

Wednesday, October 25, 2023

মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সব থেকে ভালো অ্যাপস কোনটা? Best Video Editing Apps in Mobile

মোবাইলে ভিডিও এডিটিং এর জন্য সব থেকে ভালো অ্যাপস কোনটা? Best Video Editing Apps in Mobile

যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য। বর্তমান সময়ে সকলের কাছেই রয়েছে স্মার্টফোন। অনেকেই এই মোবাইল দিয়েই ফেসবুকের জন্য স্ট্যাটাস ভিডিও বা বিভিন্ন ভিডিও এডিটিং এবং অনেকেই ইউটিউব করতে চান। তাদের জন্য আজকে জানাবো মোবাইল দিয়ে Video Editing Best Apps সম্পর্কে। সবাই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

ভিডিও এডিটিং অ্যাপস

ভিডিও এডিটিং অ্যাপস এটা যদি গুগল প্লে স্টোরে লিখে সার্চ দেওয়া হয়? "Video Editing Apps" তাহলে রেজাল্ট আসবে নিচে দেখানো স্ক্রিনশটের মত।

এবার আপনি নিশ্চয় কনফিউশনে পরে যাবেন যে কোনটা ইন্সটল দিলে ভালো হবে? বা কেউ একজন বলছে অমক অ্যাপসটা ভালো। 

Video Editing Apps

একটি ভালো অ্যাপস সিলেক্ট করার জন্য আপনাকে আগে বুঝতে হবে কোন ধরনের ভিডিওর জন্য কোন ধরনের অ্যাপস প্রয়োজন?

ভিডিও স্বাধারন মরা জেইগুলো এডিট করি এইগুলো ২ প্রকার একটি হলো মাল্টি লেয়ার ভিডিও, অন্যটি হলো সিঙ্গেল লেয়ার বা স্ট্যাটাস ভিডিও। 

আপনি যদি ইউটিউবের জন্য একটি ভালো ভিডিও এডিট করতে যান? সেইক্ষেত্রে প্রয়োজন হবে মাল্টি লেয়ার ভিডিও এডিটিং অ্যাপস। 

মাল্টি লেয়ার ভিডিও এডিটিং অ্যাপসের তালিকা-
  1. কাইনমাস্টার
  2. ভিএন
  3. ক্যাপকাট
সিংগেল লেয়ারের জন্য অসংখ্য অ্যাপস রয়েছে এর মধ্যে InshoT best video editing apps.
এর বাহিরেও আরো অনেক থাকতে পারে, তবে এই ৩ টা বেস্ট এবং ৫ স্টার রেটিং পাওয়া অ্যাপস তবে এর মধ্যে ল্যান্ডস্কেপ হচ্ছে কাইনমাস্টার এবং VN, CapCut হলো পোর্টরেইট। 

ইউটিউব ভিডিও বা অধিক লেয়ার ভিডিওর জন্য কাইনমাস্টার বেস্ট অ্যাপস তবে এটা পেইড ইভেন ভালো পারফর্মেন্স ডিভাইস প্রয়োজন। 

এবারে জানাজাক কাইনমাস্টার ভিএন ও ক্যাপ কাটের ফিচার সম্পর্কে।

Kinemaster Video Editing Apps

কাইনমাস্টার এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন যেটার আমি মনে করি কোন বিকল্প কিছু নেই। এই অ্যাপসে এত এত ফিচার, ইফেক্ট, ট্রানজিশন, অভারলেসহ আরো অনেক কিছু রয়েছে। সাধারণ কোন অ্যাপসে এত ট্রানজিশন, ইফেক্ট ও অভারলে থাকেনা। 

গুগল এক্রোস ওয়েব থেকে বের করে একটি রেজাল্ট প্রদর্শনে এই কাইনমাস্টার অ্যাপটি সবার প্রথমেই আছে। তবে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ব্যাখ্যা নিয়ে 1-5 এর মধ্যে কাইনমাস্টার অ্যাপটি রাখে। 

কাইনমাস্টার এত জনপ্রিয় কেন?

কাইনমাস্টার এত জনপ্রিয় কেন? কাইনমাস্টার জনপ্রিয় হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। যার মধ্যে এই ৭ টি অন্যতম।
  1. User interface
  2. Importing Media
  3. Editing Tools
  4. Layers & Media
  5. Audio Editing
  6. Voice Recording
  7. Exporting & Sharing
অনেকেই আছেন যারা মোবাইল ভিডিও এডিটিং এ একদম নতুন। তাদের জন্য এই ৭ টি বিষয় আমি ক্লিয়ার করে নিচে ব্যাখ্যা করছি।

1. Kinemaster User Interface

প্রথমেই কথা বলা যাক কাইনমাস্টারের ইউজার ইন্টারফেস সম্পর্কে। কাইনমাস্টারের ইউজার ইন্টারফেস সম্পুর্ন রুপে ইউনিক এবং অন্য কোন অ্যাপ্সের সাথে তাদের Ui (User Interface) মিলবেনা। তাদের ইউ-আই এমন ভাবে ডিজাইন করা, যেনো একজন বিগিনার সে এডিট করার সময় তার ভিডিও ক্লিক টাইমলাইনে রেখেই এডিট করতে পারে। ঐটাতে অভারলে বসাতে পারে। In Video Overlay এ্যাড করতে পারে। এছাড়া টাইমলাইনে একটার উপর আরেকটা অবজেক্ট, মিডিয়া রেখে মাল্টি ক্লিপ্স নিয়ে খুব সহজেই এডিট করতে পারে। 

2. Kinemaster Importing Media

কাইনমাস্টার অ্যাপসে যে কোন ধরনের মিডিয়া আপনি ইমপোর্ট করতে পারেন। ছবি, ভিডিও, অডিও, স্টিকার খুব সহজে ইমপোর্ট করতে পারবেন। মিডিয়া অপশনে ক্লিক দিলে সরাসরি গ্যালারি আকারে আপনার ফোনের প্রতিটা ছবি, ভিডিওর লোকেশন ফোল্ডার আকারে দেখানো হবে এবং খুব সহজেই আপনি ইমপোর্ট করতে পারবেন। এছাড়া কোন হাই রেজুলেশন ভিডিও হলে সেটা অটোমেটিক কনভার্ট বা প্রক্সিতে ওপেন হবে। 

3. Kinemaster Editing Tools

কাইনমাস্টারের এডিটিং টুলস এক কথায় অসাধারণ। বড় বড় সফটওয়্যার দিয়ে যেই কাজ করতে ১০-২০ মিনিট লাগবে সেটা কাইনমাস্টার দিয়ে মাত্র কয়েক সেকেন্ড। কাইনমাস্টারের লে আউট বা ইউজার ইন্টারফেস সম্পুর্ম টাইমলাইনের জন্য এত সুন্দর। আর এই টাইম লাইনে আপনি যে কোন ভিডিও এনে সেটা এডিট, ট্রিম, ক্রোপ, সেটাতে টেক্সট এ্যাড, ভিজুয়াল ইফেক্ট অ্যাড করা, ট্রানজিশন সহ আরো অনেক অনেক অপশন রয়েছে এই Kinemaster Video Editing এডিটিং অ্যাপটিতে। 

4. Layers & Media

এটার লেয়ার এবং মিডিয়া অপশন নিয়েত আশা করি উপরের অপশনগুলো পড়তে পড়তে জেনেই গেছেন।😊 তারপরো এক্সপ্লেইন করে দিচ্ছি। লেয়ার এবং মিডিয়া এই 2টা মোবাইল ভিডিও অ্যাপসের ক্ষেত্রে আলাদা মিনিং করে। যেমন কম্পিউটারের প্রতিটা সফটওয়্যারের টাইমলাইন লেয়ার বেসড হয়ে থাকে। কিন্তু কাইনমাস্টার টাইমলাইন 2টা বেসড। একটি হচ্ছে লেয়ার অন্যটি হচ্ছে মিডিয়া। এখানে মিডিয়া অর্থাৎ আপনার মূল ভিডিও  যেটাকে এডিট করবেন সেটাকে বোঝানো হচ্ছে। আর লেয়ার অর্থাৎ আপনার মূল ভিডিওর উপরে যদি অন্য কোন ভিডিও বসান। যেমন- সাবস্ক্রাইব করার গ্রিন স্ক্রিন ভিডিও এ্যাড করা। বা কোন স্টিকার। এইগুলো করতে লেয়ার প্যানেল থেকে ভিডিও ইমপোর্ট করতে হবে। 

5/6 Audio Editng & Recording

এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই। আপনি খুব সহজেই যে কোন ভিডিওতে সরাসরি ভয়েস রেকর্ড করে বসাতে পারবেন। এবং যে কোন রেকর্ড করা ভয়েস ও গান ইত্যাদি সাউন্ড এডিট করার অপশন পেয়ে যাবেন। যদিও অডিও এডিটের জন্য অন্যান্য অ্যাপস ইউজ করতে পারেন। কারণ এটা ভিডিও এডিটিং এর জন্যই অ্যাপস্টা বানানো। 

7. Kinemaster Video Export & Shar

কাইনমাস্টার দিয়ে যে কোন ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট করার জন্য রয়েছে FPS Setting, Quality Setting এবং Resulation (px) সেটিংস। যেইগুলোর মাধ্যমে আপন নির্দিষ্টভাবে আপনার ভিডিও এক্সপোর্ট করতে পারবেন।

কাইনমাস্টার দিয়ে 4K এক্সপোর্ট করতে পারবেন। তবে এর জন্য হেভি ডিভাইস প্রয়োজন।

ভিডিও এক্সপোর্ট করে সেটা সরাসরি শেয়ার এবং গ্যালারিতে সেভ হয়ে যাবে।

কাইনমাস্টার অ্যাপস দিয়ে এডিট করা এমন একটি ভিডিওর লিংক দেওয়া হলো। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ডাউনলোড 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এবার আসি ভিএন অ্যাপসের বিষয়।

VN Video Editing Apps

ভিএন খুবই পাওয়ারফুল এবং হেভি ডিভাইসে ইউজ করার মত একটি ভিডিও অ্যাপস। ভিএন এবং ক্যাপ-কাট। ধরতে গেলে ভাই ভাই, কারন এদের ইটারফেস একদম সেম। কিছুটা ভিন্যতা অবশ্যই আছে তবে সেম বলা চলে। 

VN & CapCut

VN & Capcut এই 2টা অ্যাপসই সেরা। যদি আপনি রিলস, স্টোরি এডিট করতে চান তাহলে CapCut সব থেকে বেটার। কেনমা ক্যাপকাট আপনাকে অটো সব করে দিবে। আপনি শুধু আপনার। মিডিয়া ইমপোর্ট করবেন। কিন্তু ভি এনের ক্ষেত্রে সব নিজে নিজে করতে হবে। 

Inshot 

ইনশট সব থেকে দ্রুত, ফাস্টেস্ট একটি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপস। এটা দিয়ে যে কোন ধরনের ভিডিও স্মুথ এডিট করা যায়। তবে এটার মিডিয়া সিংগেল লেয়ার। কিন্তু আপনি ইমেজ স্টিকারের মত জিনিসগুলো ভিডিওর উপর বসাতে পারবেন। 

অডিও ইমপোর্ট করার সময় সরাসরি ট্রিম করা এবং সরাসরি শুনতে পারবেন।

এছাড়া এই অ্যাপসে নিজের স্টিকার অ্যাড করে রেখে গ্লোবাল মিডিয়া হিসেবে ইউজ করতে পারবেন।

আমি ব্যাক্তিগত স্ট্যাটাস সহ অন্যান্য শর্ট ভিডিওর জন্য ইনশট ব্যবহার করি। তবে ক্যাপকাট করতে পারেন। ক্যাপকাট লো কনফিগ ডিভাইসে খুব স্লো কাজ করে।

শেষ কথা

আমি জেই অ্যাপস গুলোর লিস্ট দিয়েছি। বা যেই ৪ টা অ্যাপসের কথা বলেছি এছাড়াও আরো অনেক অ্যাপস রয়েছে। তবে এই ৪ টি অ্যাপস দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন বলে আমি মনে করি। তবে আপনি যদি ক্রিটিব হোন তাহলে যে কোন অ্যাপস দিয়েই অসাধারন ভিডিও এডিট করতে পারবেন। 

বি:দ্র: প্রতিটা অ্যাপস পেইড। তবে ভিএন এবং ক্যাপকাট ফ্রীতেই অনেক কিছু করা যায়। কিন্তু কাইনমাস্টার টাকা দিয়ে কিনে ব্যাবহার করতে হবে অন্যথায় ভিডিওতে Kinemaster Watermark থাকবে। 

আমি পার্সোনালি এই অ্যাপস গুলো ব্যবহার করে থাকি। আপনি কোন অ্যাপস ইউজ করেন? মোবাইল ভিডিও এডিটিং এর জন্য? কমেন্ট করে জানান ব্যাক্তিগত মতামত।

Tuesday, May 2, 2023

Top 10 Best Video Editor Apps List for Android Mobile

Top 10 Best Video Editor Apps List for Android Mobile

In this article, we will be discussing the top 100 best video editor apps for Android mobile. These apps are perfect for anyone who wants to create professional-looking videos on their smartphone or tablet. Whether you are a beginner or a seasoned pro, there is an app on this list that is perfect for you.

What to Look for in a Video Editor App

When choosing a video editor app, there are a few things you should keep in mind. First, consider the features that are important to you. Do you need an app with a lot of effects and transitions? Or are you looking for something more basic?

Second, think about your budget. Some video editor apps are free, while others require a subscription. If you are on a tight budget, you may want to choose a free app. However, if you are serious about video editing, you may want to consider investing in a paid app.

Finally, read reviews from other users before you download an app. This will give you a good idea of what other people think of the app and whether it is right for you.

Top 10 Best Video Editor Apps for Android Mobile For Free

Here is a list of the top 100 best video editor apps for Android mobile:


  1. InShot
  2. GoPro Quik
  3. KineMaster
  4. Adobe Premiere Rush
  5. PowerDirector
  6. Video Maker
  7. Image editing
  8. LumaFusion
  9. VN Video Editor
  10. Funimate Video & Motion Editor


InShot

InShot is a free video editor app that is perfect for beginners and pros alike. It has a wide range of features, including trimming, cutting, cropping, and adding effects. InShot also allows you to add music, text, and stickers to your videos.

GoPro Quik

GoPro Quik is a free video editor app that is perfect for creating short, action-packed videos. It has a variety of features, including templates, filters, and music. GoPro Quik also allows you to share your videos directly to social media.

KineMaster

KineMaster is a powerful video editor app that is perfect for creating professional-looking videos. It has a wide range of features, including chroma key, 3D text, and motion tracking. KineMaster also allows you to export your videos in 4K resolution.

Adobe Premiere Rush

Adobe Premiere Rush is a mobile version of Adobe Premiere Pro. It has a wide range of features, including chroma key, 360° video editing, and motion graphics. Adobe Premiere Rush also allows you to export your videos in 4K resolution.

PowerDirector

PowerDirector is a powerful video editor app that is perfect for creating professional-looking videos. It has a wide range of features, including chroma key, 3D text, and motion tracking. PowerDirector also allows you to export your videos in 4K resolution.

Video Maker

Video Maker is a free video editor app that is perfect for beginners and pros alike. It has a wide range of features, including trimming, cutting, cropping, and adding effects. Video Maker also allows you to add music, text, and stickers to your videos.

Image editing

Image editing is a free video editor app that is perfect for editing images and videos. It has a wide range of features, including cropping, rotating, and adding effects. Image editing also allows you to add text, stickers, and frames to your images and videos.

LumaFusion

LumaFusion is a powerful video editor app that is perfect for creating professional-looking videos. It has a wide range of features, including chroma key, 3D text, and motion tracking. LumaFusion also allows you to export your videos in 4K resolution.

VN Video Editor

VN Video Editor is a powerful video editor app that is perfect for creating professional-looking videos. It has a wide range of features, including chroma key, 3D text, and motion tracking. VN Video Editor also allows you to export your videos in 4K resolution.

Funimate Video & Motion Editor

Funimate Video & Motion Editor is a free video editor app that is perfect for creating fun and creative videos. It has a wide range of features, including stickers, filters, and effects. Funimate Video & Motion Editor also allows you to share your videos directly to social media.

Conclusion

These are just a few of the many great video editor apps that are available for Android mobile.

Wednesday, February 1, 2023

কাইনমাস্টার ডাউনলোড ওয়াটারমার্ক ছাড়া KineMaster Download Without Watermark

কাইনমাস্টার ডাউনলোড ওয়াটারমার্ক ছাড়া KineMaster Download Without Watermark

ভালো ভিডিও এডিটিং,  বর্তমানে সনয়ে কনটেন্ট ক্রিয়েশনে খুব বড় ভূমিকা রাখে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের কাছে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ নেই যার জন্য ভালো এফেক্টিভনেস ভিডিও এডিট করতে চিলেও অনেকেই তা পারেনা। তবে সবার কাছেই স্মার্টফোন/এন্ড্রয়েড মোবাইল থাকে। 

গুগল প্লে স্টোরে রয়েছে কাইনমাস্টার (KineMaster) নামক একটি অ্যাপ। KineMaster দিয়ে সম্পুর্ন 4k ভিডিও প্রফেশনালি এডিট করা সম্ভব যেটা এডিত করার পর আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না, যে মোবাইল দিয়েও এমন এডিট সম্ভব? জ্বী হ্যা কাইনমাস্টার এমনই একটি অ্যাপ এটা দিয়ে যে কোন ধরনের ভিডিও এডিট করা সম্ভব! এবং আপনি যদি এডিটিংয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে এটা দিয়ে এমন এমন ভিডিও বানাতে পারবেন যা কেউ বুঝবেইনা যে মোবাইলে করা😁 বরং সবাই জানতে চাইবে ভাই কি অ্যাপ দিয়ে এডিট করেন?

কাইনমাস্টার 

কাইনমাস্টার অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রীতে পাওয়া যায় তবে ফ্রীতে ইউজ করলে ভিডিওর ডান পাশের কর্নারে Made By KineMaster এরকম ওয়াটারমার্ক থেকে যায়। আর এটা রিমুভ করতে কাইনমাস্টারের সাবস্ক্রিপশন ফি প্রোভাইড করা লাগে তাই বাংলাদেশের অনেকের কাছেই ডুয়াল কারেন্সি কার্ড না থাকায় সাবস্ক্রিপশন করতে পারেনা। তো যারা সাবস্ক্রিপশন করতে পারেন না, এবং ফ্রীতে ওয়াটারমার্কটি রিমুভ করতে চান? তাদের জন্যই আমার আজকের এই আর্টিকেলটি লিখা।


আজকে আপনাদেরকে কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন তাও ফ্রীতে সেটাই জানাবো। 

কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া

ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন ইন্টারনেট কানেকশন। আশা করি আপনি যেহুতু আমার আর্টিকেলটি আমার সাইট থেকে পরছেন তাহলে আপনার মোবাইল ইন্টারনেট কানেকশন রয়েছে এবং সাথে মিনিমাম ২০০+ MB রয়েছে! কারণ কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করতে মোটামুটি ১০০ এমবি মতো লাগবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন এবং এই লিংকে ক্লিক করার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিন আসবে।
উপরে দেখানো স্ক্রিনশটে লাল মার্ক করা Download  বাটনে ক্লিক করে কাইনমাস্টার অ্যাপসঅটি ফ্রীতে ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। এই অ্যাপসটিতে কোন প্রকার ওয়াটারমার্ক থাকবেনা। এবং এটায় আপনি কাইনমাস্টারের শোপ সম্পুর্ন ফ্রীতে ইউজ করতে পারবেন।

যে কোন ভিডিও ও ছবি নিয়ে মন মত সব ফিচার ফ্রী পাবেন এই কাইনমাস্টার অ্যাপটিতে। 

ডাউনলোড করতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।


Tuesday, August 30, 2022

Canva Pro কি?

Canva Pro কি?

এইটা হলো একটি এডিটিং সফটওয়্যার বা ওয়েবসাইট এর সাহায্যে আপনি যেকোনো অ্যাড বা গ্রাফিক্স ডিজাইন এর কাজ কোরতে পারবেন ।

“ক্যানভা” কেন? 

সহজে ব্যাবহার করা যায়।

ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইনিং।

ব্যাবহার করার জন্য প্রচুর টেমপ্লেইট, ভেক্টর আর্ট, এবং স্টক ফটো রয়েছে!

শুধুমাত্র একটা ওয়েব ব্রাউজার এবং ইন্টারনেট সংযোগ দরকার হবে, কোনো জটিল সফটওয়্যার এর প্রয়োজন নেই।

ক্যানভা প্রো নিলে যেসকল সুবিধা পাচ্ছেনঃ

সকল প্রিমিয়াম ফিচার আনলক

সোস্যাল মিডিয়া শিডিউল ফটো আপলোড

একসাথে অনেকে মিলে কাজ করতে পারবেন

রিসাইজ ডিজাইন

প্রিমিয়াম ভিডিও

ব্যাকগ্রাউন্ড রিমুভ

ট্রান্সপারেন্ট ইমেজ

প্রিমিয়াম টেমপ্লেট

প্রিমিয়াম কনটেন্ট

ইন্সট্যান্ট এনিমেট

টিম ওয়ার্ক

টিম টেমপ্লেট

মিলিয়ন প্রিমিয়াম ইমেজ

প্রিমিয়াম ফন্ট, গ্রাফিকস, ভিডিও, এনিমেশন

বিটমোজি, গিফট

১০০ জিবি ক্লাউড স্টোরেজ

এটি কি ফোনে চলবে ?

ফোন এবং পিসি দুইটায় ই চলবে ।


ক্যানভা প্রো কিনতে এখানে ক্লিক করুন



Thursday, March 3, 2022

Free Video Editing Software

Free Video Editing Software

আমি এত টুকু গ্যারান্টি দিতে পারি,  এই আর্তিকেল পর্যন্ত যদি আপনি পৌছে থাকেন তারমানে আপনি নিশ্চয় একটি ভিডিও এডিটিনং সফটওয়্যার খুজছেন তাও ফ্রী। তাহলে আপনি একদম কারেক্ট যায়গায় এসেছেন। কারন আজকের এই আর্টিকেলে প্রায় ১০ টা ভিডিও এডিটর সফটওয়্যারের সন্ধান দিবো যা খুব সহজেই ফ্রিতে ব্যাবহার যোগ্য।

আজকে আমি যেই ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর কথা বলবো তাতে রয়েছে অনেক ইন্টারেস্টিং ফিচার। 

  • ফ্রি
  • প্রফেশনাল
  • ফটোমার্ক ছাড়া
হ্যা বন্ধুরা যদিও কথাটি অবিশ্বাস্য তবে আজকে আমি এরকম ফিচার সম্মিলিত ১০ টি সফটওয়্যারের কথা বলবো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে যেই সফটওয়্যার গুলোর কথা বলবো এই গুলো Windows, MacOS, Linux সব গুলোতেই সাপোর্ট করবে।




Free video editing software for pc

  1. VSDC
  2. Openshot
  3. Movie Maker
  4. Blender
  5. iMovie
  6. Shortcut
  7. VideoPad
  8. DaVinciResolve
  9. LightWorks
  10. Final Cut Pro

VSDC Video Editing Software

এটা অনেক পপুলার ও জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা দিয়ে আপনি রেগুলার বেসিসের যে কোন ভিডিও এডিট করতে পারবেন।  VSDC আপনি এটা গুগলে লিখে সার্স করলেই সবার প্রথম এর অফিসিয়াল লিংক চলে আসবে অই লিংকে ক্লিক দিয়ে এটা ডাউনলোড করে নিতে পারেন। 

VSDC Future

  • 4k Video Editing
  • 3D videos
  • Supports VRR & 360 Video
  • Live Color Correction
  • Motion Tracking

Openshot video editing software

গুগলে গিয়ে সার্সবারে Openshot Video Editorr লিখে সার্স করলেই সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এবং আপনি খুব ইজি এটা ব্যাবহার করতে পারবেন। 

এই সফটওয়্যারটি অনেক ইজি এবং সিম্পল ও ক্লিন ইন্টাররফেস, আপনি যদি কম্পিউটারে একদম নতুন হয়ে থাকেন এবং ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই সফটওয়্যারটি ব্যাবহার করতে পারেন।