Showing posts with label Processor. Show all posts
Showing posts with label Processor. Show all posts

Monday, May 22, 2023

iQOO Pad: Confirmed Processor and Display Specifications

iQOO Pad: Confirmed Processor and Display Specifications

In a recent development, iQOO, the renowned technology brand, has officially confirmed the key specifications of their upcoming iQOO Pad. This highly anticipated tablet is set to impress tech enthusiasts with its impressive processing power and display capabilities. In this article, we delve into the confirmed specifications of the iQOO Pad, shedding light on its processor and display features.

Powerful Processor

The iQOO Pad will be equipped with a formidable processor, ensuring exceptional performance and seamless multitasking capabilities. The confirmed specifications reveal that the tablet will house a state-of-the-art processor, enabling users to experience the full potential of their digital endeavors.

With this processing powerhouse, users can expect lightning-fast app launches, smooth gaming experiences, and effortless multitasking.

Immersive Display

The display of a tablet plays a pivotal role in enhancing the overall user experience, and iQOO understands this well. The iQOO Pad will sport an immersive display that promises to captivate users with stunning visuals and vibrant colors. The confirmed specifications guarantee an exceptional viewing experience, with high resolution and precise color reproduction. Whether it's watching movies, playing games, or browsing through photos, the iQOO Pad's display is set to offer an immersive visual feast.

Advanced Display Technology

iQOO is dedicated to incorporating cutting-edge technologies into their products, and the iQOO Pad is no exception. The tablet's display will feature advanced technology, further enhancing its overall performance and user experience. The confirmed specifications suggest the inclusion of features such as high refresh rates and adaptive brightness, ensuring fluid and comfortable usage in various lighting conditions. With these advancements, users can expect smoother scrolling, reduced motion blur, and optimized visibility, contributing to an overall superior visual experience.

Optimized User Interface

The iQOO Pad will also provide users with a refined and optimized user interface, facilitating intuitive navigation and seamless interactions. The confirmed specifications highlight the inclusion of a user-friendly interface that is designed to enhance productivity and convenience. Users can look forward to a smooth and efficient user experience, with easy access to their favorite applications, quick settings, and personalized customization options.

Conclusion

With the confirmed specifications of the iQOO Pad, it is evident that iQOO is poised to deliver a powerful and visually immersive tablet experience. The tablet's impressive processor ensures exceptional performance, allowing for seamless multitasking and swift app launches. Additionally, the advanced display technology promises stunning visuals and optimized viewing experiences. Paired with an optimized user interface, the iQOO Pad is set to provide users with an unparalleled tablet experience.

As tech enthusiasts eagerly await the official release of the iQOO Pad, it is safe to say that iQOO's commitment to innovation and user satisfaction will undoubtedly make this tablet a highly sought-after device in the market.



Saturday, February 11, 2023

প্রসেসর কি? এবং প্রসেসর কিভাবে কাজ করে

প্রসেসর কি? এবং প্রসেসর কিভাবে কাজ করে

প্রসেসর হলো কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে।

প্রকৃত অর্থে মাইক্রো প্রসেসর একটি সয়ংসম্পন্ন এবং প্রোগ্রামেবল গানিতিক ইন্জিন। যা ইন্সটকশনের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় অপারেশন নিয়ন্ত্রণ এবং সম্পাদন করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার চালানোর সময় বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, সেগুলোকে প্রসেসর প্রসেসিং করে আমাদের ডিসপ্লেতে শো করে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো - intel এবং - AMD.

তবে আমাদের দেশে intel প্রসেসরের জনপ্রিয়তা একটু বেশি। intel এবং AMD এর মধ্যে পার্থক্য এবং এই দুইটা প্রসেসর সম্পর্কে আরো বিস্তারিত পরে আরেকটি আর্টিকেলে আলোচনা করবো।

যাই হোক এখন তাহলে মূল টপিকে ফিরে আসি। আমরা যখন কোন প্রসেসর বাছাই করবো, তখন যে বিষয় গুলোর উপর ফোকাস করা উচিৎ, সেগুলো হলো-

  1. CLOCK SPEED - ক্লক স্পিড
  2. NUMBER OF CORES - নাম্বার অফ কোর
  3. CACHE MEMORY - ক্যাশ মেমোরি
  4. FSB - এফ এস বি

প্রথমে আসি ক্লক স্পিড বিষয়ে। "ক্লক স্পিড" এটাকে গিগাহার্জ ও বলা হয়। প্রতিটা প্রসেসরের গায়ে এটা লিখা থাকে যেমন- 3.00 GHz, 3.4 GHz, 4.00 GHz ইত্যাদি।

তো এখন আসি ক্লকস্পিড বা গিগাহার্জ এটা কি? সহজ ভাষায় আপনার কম্পিউটার কত দ্রুত হিসাব করতে পারে তা নির্ধারণ করে। অর্থাৎ প্রসেসর প্রতি সেকেন্ড কতগুলো ক্যালকুলেশন করতে পারে তা মাপার জন্য ক্লক স্পিড ব্যবহার করা হয়। তার পর হলো- NUMBER OF CORE - নাম্বার অফ কোর। এই জিনিসটা কি? Suppose, আমাদের দুটি হাত আছে, আমরা আমাদের দুই হাত দিয়ে একসাথে দুটি কাজ করতে পারি।

এখন ধরুন আমাদের যদি চারটা বা পাঁচটা হাত থাকতো, তাহলে ঠিক ঐ পরিমাণ কাজ আমরা একসাথে করতে পারতাম। NUMBER OF CORE - নাম্বার অফ কোর মূলত এভাবেই কাজ করে থাকে। তার মানে প্রসেসরের কোর যত বেশি থাকবে সেই প্রসেসরটি তত বেশি কার্যক্ষমতা সম্পন্ন হবে। প্রসেসরের NUMBER OF CORE: - নাম্বার অফ কোর- এরও আবার প্রকারভেদ আছে।

ফর এক্সাম্পল- আমরা যখন মার্কেটে কোন স্মার্টফোন কিনতে যাই, তখন সবার প্রথম আমরা ফোনের কনফিগারেশন গুলো দেখি। একই ভাবে আমরা যদি প্রসেসরের দিকে লক্ষ করি তাহলে দেখবো সেখানে-

  1. Dual Core - ডুয়াল কোর
  2. Quad Core - কোয়াড কোর
  3. Hexa Core - হেক্সা কোর
  4. Octa Core - অকটা কোর
  5. Deca Core - ডেকা কোর

এই জিনিস গুলো লেখা থাকে।

এখন প্রশ্ন হতে পারে এগুলোকি? Dual Core হলো দুটি কোর, অর্থাৎ Dual Core কোর প্রসেসরে দুটি প্রসেসিং ইউনিট থাকে। ঠিক তেমনি- 

  • Quad Core = চারটি
  • Hexa Core = ছয়টি
  • Octa Core = আটটি
  • Deca Core = দশটি

প্রসেসিং ইউনিট থাকে। আবার প্রসেসরের বিভিন্ন সিরিজ থাকে।

আমাদের এই সিরিজের উপরও নজর দেওয়া উচি। সিরিজ যত উন্নত হবে প্রসেসরের মান তত বাড়বে। ইনটেল প্রসেসর সিরিজঃ

  • Pentium Series - পেন্টিয়াম সিরিজ
  • Seleron Series - সেলেরন সিরিজ
  • Core Series - কোর সিরিজ
  • i Series - আই সিরিজ

তেমনই AMD এর প্রসেসর গুলোহলোঃ 

  • Sempron - সেম্পরন
  • A Thlon - এ থ্লন
  • AMD A Thlon X2 - এ,এম,ডি, এ থ্লন এক্স টু
  • AMD A Thlon 2 X2 - এ,এম,ডি, এ থ্লন টু এক্স টু AMD Phenom - এ,এম,ডি ফেনম
  • AMD FX - এ,এম,ডি এফ এক্স
  • AMD APU - এ,এম,ডি এ পি ইউ

আর তাই সবসময় নতুন মডেলের প্রসেসর কেনা ভালো। তবে হ্যা, প্রসেসরটি যেন আপনার মাদার্বোডে সাপোর্ট করে সেদিকে খেয়াল রাখতে হবে।