Showing posts with label Photoshop. Show all posts
Showing posts with label Photoshop. Show all posts

Monday, August 1, 2022

Adobe Photoshop CS6 Free Download এডোবি ফটোশন ফ্রিতে ডাউনলোড করার উপায়

Adobe Photoshop CS6 Free Download এডোবি ফটোশন ফ্রিতে ডাউনলোড করার উপায়

এডোবি কোম্পানি বিশ্বে অনলাইন সেক্টরে সফটওয়্যার ইন্ডাজট্রি হিসেবে লিড করছে। Adobe inc এর রয়েছে অনেক সফটওয়্যার। এডোবি যেই সকল কাজের জন্য সফটওয়্যার প্রোভাইড করে থাকে সেগুলো হলো-
  • ভিডিও এডিটিং
  • অডিও এডিটিং
  • কোডিং
  • ইমেজ এডিটিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • এনিমেশন ভিডিও তৈরি
  • মশন গ্রাফিক্স
  • ইউআই ডিজাইন 
  • ভেক্টর ডিজাইন
  • রাস্টা ও ভেক্টর ইমেজ
  • বিভিন্ন ইলাস্ট্রেটর টেমপ্লেট
  • সোসিয়াল মিডিয়া 
এর বাহিরেও আরো বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে এডোবির। বিশ্বের সব থেকে বড় টেক কোম্পানি মাইক্রোসফটের পরেই এডোবির অবস্থান তার মানে অনুমান করতেই পারছেন এডোবি কোম্পানির বিষয়।

আজকে আমরা এডোবি কোম্পানি বিষয় আর কোন আলোচনা করবোনা, আমরা আজকে জানবো এডোবির একটি সফটওয়্যার "Adobe Photoshop CS6" কিভাবে ফ্রিতে ডাউনলোড করা যেতে পারে?

এডোবি ফটোশপ কি?

এডোবি ফটোশপ এডোবি কোম্পানির একটি সফটওয়্যার যা দ্বারা বিভিন্ন প্রকার ছবি এডিট করা হয় ও গ্রাফিক্স ডিজাইনেরও কাজ করা হয়। তবে গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য এডোবি ইলাট্রেটর সব থেকে বেস্ট। কিন্তু ছবি এডিট করার জন্য এডোবি ফটোশপের বিকল্প আর কিছু নেই। 

এডোবি ফটোশপ দিয়ে আপনি যে কোন ধরনের ছবি ও ব্যানার ইত্যাদি ডিজাইনের কাজ করতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভিজিটিং কার্ড, ব্যানার, পোস্টার ইত্যাদি সহ যে কোন ধরনের ছবি এডিট করতে পারবেন খুব সহজে। সেই সাথে আরো অনেক কিছুই করতে পারবেন এডোবি ফোটোশপ দিয়ে।

এডোবি ফটোশন কিভাবে ডাউনলোড করবেন?

এডোবি কোম্পানি বর্তমানে এডোবির প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রোভাইড করে এডোবি Adobe Creative Cloud এর মাধ্যমে যার জন্য আপনাকে মাসিক চার্জ দিতে হবে সফটওয়্যারটির লাইসেন্স সংগ্রহ করার জন্য অন্যথায় আপনি ব্যাবহার করতে পারবেন না। অথবা আপনি বিভিন্ন ক্রা*কেড ভার্সন ব্যাবহার করতে পারেন যদি ফ্রিতে ব্যাবহার করতে চান। এখানে ক্লিক করলে আপনি Adobe Photoshop CS6 ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তবে আগেই বলি এটা ক্রা*কেড কিনা আমি জানিনা, তবে এর জন্য আলাদা ভাবে কোন কিছু সেটয়াপ করতে হয়না, সুধু এটা ইন্সটল দিলেই আপনি ব্যাবহার করতে পারবেন। আমি গত ৩ বছরের বেশি সময় ধরে এটা ব্যাবহার করছি।   

এডোবি ফটোশপ CS6 এই ভার্সনটা ইন্সটল করা একদম সহজ। ইন্সটল করতে হলে সুধু নেক্সট নেক্সট দিলেই হবে। এবং অবশ্যই Installation Path Select করতে হবে। আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন আশা করি এটা পারবেন। 




Saturday, April 2, 2022

এডোবি ফটোশপ

এডোবি ফটোশপ

গ্রাফিক্স ডিজাইনার থেকে শুরু করে কম্পিউটারের স্বাধারন ব্যাবহারকারী যারা মাঝে মধ্যেই গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান বা করেন। তাদের সকলের কাছেই ফটোশপ নিয়ে আগ্রহের কমতি নেই। গ্রাফিক্স সম্পাদনা এবং তৈরির ক্ষেত্রে সফটওয়্যারটি তার কাজের পরিধি ও বিশেষ ফিচারগুনে সবার নিকটই হয়ে গেছে একটি অত্যাবষ্যকীয় টুল। 

এর নির্মাতা এডোবি সিস্টেম ইনকর্পোরেটেড আমেরিকার একটি বিখ্যাত প্রিন্টিং, পাবলিশিং এবং গ্রাফিক্স উন্নয়ন কারী প্রতিষ্ঠান। ডেস্কটপ পাবলিশিং ইন্ডাস্ট্রিতে প্রথম পোস্ট স্ক্রিপ্ট প্রিন্টার ল্যাংগুয়েজ তৈরির মাধ্যমে বিখ্যাত হয়ে উঠে এই প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট ও অরাকল কর্পোরেশনের পর এডোবি বিশ্বের তৃতীয় বৃহত্তম সফটওয়্যার পাবলিশিং কোম্পানি। আশির শেষের দকে এই প্রতিষ্ঠানটি Adobe Photoshop নামে এই কোম্পানিটি একটি ইমেজ এডিটিং সফটওয়্যার প্রকাশ করে, প্রথম দিকে যা কেবল মাত্র ম্যাক কম্পাটিবল ছিলো। পরবর্তিতে এটি ম্যাক ও উইন্ডোজ উভয় কম্পার্টিবল ভার্সন বাজারে ছাড়ে। যা খুব অল্প দিনেই প্রচন্ড জনপ্রিয় হয়ে উঠে। ব্যাবহারিকারীর চাহিদা মিটাতে সময়ের সাথে সাথে উন্নত করা হয়েছে সফটওয়্যারটির। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি Adobe Photoshop এর। 



Thursday, February 17, 2022

ফটোশপে ইমেজ স্ক্যান করা Image scan in photoshop

ফটোশপে ইমেজ স্ক্যান করা Image scan in photoshop

গ্রাফিক্স ডিজাইনারের বা ওয়েব ডেভেলপার, উভয়ের কাছেই গ্রাফিক্স একটি অত্যাশ্যকীয় উপাদান। কিন্তু সব সময় কি আপনি আপনার প্রয়োজনীয় গ্রাফিক্সটি খুজে পান?

মূলত বিভিন্ন গ্রাফিক্স, এলিপ্স, এলিমেন্ট ইত্যাদি যেই গুলো সহজে পাওয়া যায়না। বা কোন একটা ডকুমেন্টের বিভিন্ন ভুল সংশোধন করতেই স্ক্যানার তৈরি করা। 



ফটোশপে স্ক্যানিং করার জন্য প্রথমত আপনাকে একটি স্ক্যানার আপনার কম্পিউটারের সাথে যুক্ত করতে হবে। 

এর পর ফটোশপের সবার উপরের মেনুতে File নামে এই অপশনে ক্লিক দিতে হবে এবং মাঝামাঝি পয়েন্ট গেলে Import নামে একটা অপশন পাবেন। ইম্পোর্টে ক্লিক দিলে আরো ৪-৫ টা অপশন আসবে। 

1. PDF Image..

2. Annotations..

3. WIA Support..

এখানে আপনার স্ক্যানারের নাম থাকবে। অবশ্যই তা লক্ষ করে দেখে নিবেন।

স্ক্যানার দাম ও ফিচার

বর্তমানে বিভিন্ন মানের স্ক্যানার পাওয়া যায়। দামের দিক থেকে এগুলো আপনার আওতার মধ্যে। এদের ফিচারে বেশ কিছু ভিন্নতা লক্ষ্য করা গেলেও কিছু সাধারণ বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। 

আপনার কাজের জন্য কোন স্ক্যানারটি প্রয়োজন তা নিরুপন করতে হলে প্রথমেই নির্ধারণ করুন যে আপনি স্ক্যানারটিকে কোন ধরনের ইমেজ স্ক্যান করার কাজে ব্যাবহার করবেন এবং সেগুলো কোথায় ব্যবহৃত হবে। 

ধরুন আপনি একজন ওয়েব পেজে ব্যবহারের জন্য ইমেজে স্ক্যান করতে একটি স্ক্যানার কিনতে চাচ্ছেন। সেক্ষেত্রে 600 dpi (Dots per inch) রেজ্যুলিউশনের একটি 8.5" x 14" সাইজের ফ্লাট বেড স্ক্যানার কেনাই আপনার জন্য যথেষ্ট। যদিও বর্তমানের  প্রায় সব স্ক্যানারই ৪২ বিট স্ক্যান করতে পারে তবে সত্যিকার অর্থে এক্ষেত্রে আমাদের ৩০-বিটই যথেষ্ট। সাধারণত ওয়েবের জন্য ৬০০ DPI রেজ্যুলেশনের উপর ইমেজ প্রয়োজন হয়না।

প্যারারাল, USB এবং SCSI পোর্টের স্ক্যানার বাজারে বিদ্যমান। এ সমস্ত ইন্টারফেসের উপর ভিত্তি করে স্ক্যানারের দাম কিছুটা বাড়ে কমে। তবে যেহেতু USB পোর্টের ডাটা ট্রান্সফার রেট প্যারারাল পোর্টের চেয়ে বেশী এবং বর্তমানের প্রায় সকল কম্পিউটারের সাথে এই পোর্টসমূহ থাকে যেহুতু একটি USB পোর্টের স্ক্যানার কেনায় উত্তম। 

তবে আরও ভালো পারফরমেন্সের জন্য SCSI পোর্টের স্ক্যানার কিনতে পারেন। তবে সেজন্য আপনার কম্পিউটার একটি স্ক্যানিং ইন্টারফেস/কার্ড থাকতে হবে। আর আপনার স্ক্যান করার হার যদি একেবারেই কম হয় অর্থাৎ দিনে দু-চারটি ছবি স্ক্যান করার প্রয়োজন পরে সেক্ষেত্রে প্যারারাল পোর্টের স্ক্যানার কিনলেও কোন ক্ষতি নেই। যদিও এর স্ক্যান করার গতি কিছুটা কম, তাতে কি দু-চারটি ছবি স্ক্যান করতে ১০-১৫ সেকেন্ড বেশী লাগলে তা ধর্তব্য নয়। 

Tuesday, February 15, 2022

ফটোশপ সাপোর্টেড ফাইল ফর্মেট - Photoshop Supported File

ফটোশপ সাপোর্টেড ফাইল ফর্মেট - Photoshop Supported File

গ্রাফিক্সের  ফাইল ফরমেট সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য অত্যাবশ্যকীয়। কেননা গ্রাফিক্স ফরমেটের তারতম্যের জন্য একি ইমেজ প্রিন্টিং কিংবা ভিজ্যুয়ালাইজেশন ভিন্ন ভিন্ন ফলাফল প্রদান করে, অর্থাৎ ভিন্ন ভিন্ন দেখায়। তাছাড়া সংরক্ষণের সময় ফরমেট নির্বাচনে অজ্ঞানতার জন্য আপনি বিপদেও পরে যেতে পারেন। যেমনঃ-  অনেক ফরমেটই আছে যেগুলো লেয়ার, ট্রান্সপারেন্সি আলফা চ্যানেল স্পট চ্যানেল ইত্যাদি সমর্থন করে না। আপনি যদি ফোটশপে করা কনো ফাইল সেই সমস্ত ফর্মেটে একবার সংরক্ষন করে ফেলেন এবং পরবর্তীতে যদি তা এডিট করার  প্রোয়োজন হয়ে পরে তবে সেক্ষেত্রে আপনি পরবেন বিপদে। কেননা, সে সমস্ত ফরমেটে আপনি লেয়ারগুলোকে আলাদা আলাদা এবং এডিট্যাবল অবস্তায় পাবেন না। সে কারণেই গ্রাফিক্স ফাইল  সংরক্ষণের সময় এ বিষয়টি অত্যান্ত গ্ররুত্বের সাথে খেয়াল রাখতে হবে। তারর উপর প্রিন্টিং বা ভিজ্যুয়ালাইজেশনের ক্ষেত্রেও কিছু কিছু ফরমেট ভালো ফলাফল প্রদান করে। একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারকে অবশ্যই এই ফরমেট গুলো চেনা জরুরী। 


PSD (Photoshop Format)

Photoshop Document (PSD) ফরমেট হলো ফটোশপের  ডিফল্ড ফাইল ফরমেট। এই ফরমেটের সবচেয়ে বড় ফিচার হলো এটিই একমাত্র ফর্মেট যা ফটোশপের সমস্ত ফিচার সাপোর্ট করে। তবে Large document formet ( PSB ) ফরমেটের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। তাছাড়া এডোবিপরিবারে অন্যান্য সদস্য (যেমনঃ Adobe Illustrator, Adobe InDesign, Adobe  Premiere, Adobe After Effects এবং Adobe GoLive) ইন্টিগ্রেশন থাকার কারণে খুব সহজেই PSD ফরমেটের ফাইলসমূহকে অনেক ফটোশপ ফিচারকে সংরক্ষিত রেখে এসব প্রোগ্রামে ইমপোর্ট করা যায়। 

BMP File Format 

ডস ( DOS) এবং উইন্ডোজ কম্প্যাটিবল কম্পিউটারসমূহে BMP ফরমেটটি একটি স্ট্যান্ডার্ড ইমেজ ফরমেট। এটি RGB ( RED , GREEN , BLUE ) Indexed Color, Grayscale এবং Bitmap কালার মোড সমর্থন করে। আপনি এ ফরমেটে  Windows বা OS/2 ফরমেট এবং এর পথ নির্ধারণ করে দিতে পারেন। তবে আপনি কেবল ৪ বিট এবং ৮ বিট উইন্ডোজ ফরমেট বিটম্যাপ ইমেজসমূহের ক্ষেত্রে RLE কম্প্রেশন প্রয়োগ করতে পারবেন। 

Ai বা Adobe illustrator 

AI বা এডোবি ইলাস্ট্রেটর ফর্মেটটি মূলত একটি ভেক্টর ফাইল ফরমেট যা এডোবি ইলাস্ট্রেটরের ডিফল্ট ফরমেট। এটি Grayscale, RGB, HSB, CMYK কালার মোড সমর্থন করে। পাশাপাশি একাধিক লেয়ারও সমর্থন করে এই ফরমেটটি. প্রিন্টিং-এর ক্ষেত্রে এটি একটি কমন ফরমেট।  কেননা এটি একটি ভেক্টর উপাদানের জন্য একটি সর্বমাত্রীয় রেজ্যুলেশন ধারণ করতে পারে। 

EPS Encapsulated Postscript

ডিটিপি  বা কমার্শিয়াল আউটপুটের ক্ষেত্রে সর্বাধিক ব্যবরিত আকটি ফরমেট হলো EPS। এটি ভেক্টর এবং রাস্টার ইমেজকে একই সঙ্গে ধারন করতে পারে।  ইপিএস ফরমেট Lab, CMYK, RGB , Index Color, Grayscale, Duotone এবং বিটম্যাপ কালার মোডসমূহ সমর্থন করে। এটি আলফা চ্যানেল সাপোর্ট করে না। তবে এটি ক্লিপিং পাথ সমর্থন করে। এধরণের ফাইল প্রিন্ট করতে আপনার একটি পোস্টস্ক্রিপ্ট প্রিন্টার থাকতে হবে। কোয়ার্ক এক্সপ্রেস ইলাস্ট্রেটর পেজ মেকার, এডোবি ইন ডিজাইন ইত্যাদি সফটওয়্যারের ক্ষেত্রে এটি একটি রিকমান্ডেড ফরমেট। EPS ফাইল সমূহ আকৃতিতে বেশ বড় হয়।