Showing posts with label Password. Show all posts
Showing posts with label Password. Show all posts

Saturday, April 30, 2022

কিভাবে কঠিন পাসওয়ার্ড বানাবেন?

কিভাবে কঠিন পাসওয়ার্ড বানাবেন?

বর্তমান সময়ে আমরা প্রায়ই সব কিছু প্রযুক্তিরুপর নির্ভর করি। যেমন ২০০০ শতকের আগে কথা বলার জন্য আমরা চিঠি ব্যাবহার করতাম এতে করে ২-৩ দিন সময় লাগতো একে অপরের সাথে কথা বলার জন্য, তবে বর্তমানে এই কাজটা আমরা বিভিন্ন সোসিয়াল অ্যাপ বা মোবাইল সিমের মাধ্যমে করে থাকি এর বাহিরেও আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন টিভির পরিবর্তে এখন ইউটুব বা ফেসবুক ওয়াচ দেখি আবা চিঠি পাঠাতে ইমেইল বা ইন্সটান্ট মেসেজিং অ্যাপ ব্যাবহার করি। 

তথ্য প্রযুক্তির সকল সার্ভিস ব্যাবহারের জন্য প্রয়োজন হয় পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড আমাদের মধ্যে অনেকেই ভালোভাবে দিতে পারেনা যাদ কারনে বিভিন্ন সময় তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট অন্য কারো হাতে চলে যায়। আজকের এই আর্টিকেলে আমি শেয়ার করবো কিভাবে সব কিছু মেন্টেন করে উচ্চ লেভেলের পাসওয়ার্ড বানাতে পারেন।

পাসওয়ার্ড বানাতে হলে কিচু জিনিস মাথায় রাখা জরুরি। আপনি যেই কাজের জন্যই পাসওয়ার্ড বানান না কেন অবশ্যই নুন্যতম ৮ টি সংখ্যা বা ক্যারেক্টার নিয়ে বানাতে হবে। 

পাসওয়ার্ড বানাতে সব কিছু মিক্স করে পাসওয়ার্ড লিখতে হবে, যেমনঃ কিছু কেরেক্টার, কিছু সিম্বল, ও কিছু নাম্বার এই সব ইছু মিলে একটা পাসওয়ার্ড তৈরি করা।

আমি নিচে কিচ্ছু ধাপ দিচ্ছি যা ফলো করে পাসওয়ার্ড বানাতে পারেন।

ধাপ ১ঃ aJ এখানে ২ টা  কেরেক্টার নিচ্ছি একটা ছোট ও একটা বড়

ধাপ ২ঃ anToR এখানে খেয়াল করলে দেখবেন প্রথম ২ টা ছোট হাতের ও তৃতীয়টা বড় আবার শেষেরটা বড় হাতের লিখেছি

ধাপ ৩ঃ 2001 এখানে আমি 2001 একটা নাম্বার হিসেবে লিখেছি, যদিও এটা আমার বছর মনে রাখার জন্য কাজে দিবে।

ধাপ ৪ঃ $~}{ এখানে আমি কিছু সিম্বল বা স্পেসিয়াল কেরেক্টার ব্যাবহার করেছি।

ধাপ ৫ঃ এই সব গুলো এবারে একসাথে মিক্স করি aJanToR2001$~}{ এখন দেখতে পারছেন আমি কত হার্ড একটা পাসওয়ার্ড বানিয়ে নিলাম।

এভাবে আপনারা খুব সহজেই পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন।

এই প্রত্যেকটা কাজের জন্য প্রয়োজন হয় কিছু নির্দিষ্ট তথ্য যেমন ইউজার নাম, পাসওয়ার্ড, মোবাইল নাম্বর, ঠিকানা ইত্যাদি। যার মধ্যে পাসওয়ার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি অপশন। এই পাসওয়ার্ড যদি না থাকত তাহলে খুব সহজেই আপনার ব্যাবহৃত ইমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা অন্য কোন গুরুত্বপূর্ণ জিনিস দবাই এক্সেস করতে পারত। তবে পাসওয়ার্ড থাকাতে কেউ যদি আপনার ইউজার নাম জেনেও যায় তাও সে আপনার কোন তথ্য এক্সেস করতে পারবেনা কারন এর জন্য তার প্রয়োজন হবে পাসওয়ার্ড।

পাসওয়ার্ড যদি আপনি ভালোভাবে না দিএ পারেন তাহলে এরকম হতে পারে, ভবিষ্যতে আপনার প্রয়োজনীয় জিনিস অন্য কারো কন্ট্রলে চলে যাবে তাই আমাদের প্রত্যেকের উচিত একটি হাই লেভেল ও কিঠিন পাসওয়ার্ড দেওয়ার।



পাসওয়ার্ড

পাসওয়ার্ড

 আমরা কোথাও বেড়াতে গেলে বাড়ির বাইরে তালা লাগিয়ে যায়। কারণ বাড়ি  যেন নিরাপত্তা থাকে কোন কিছু জানা চুরি না হয়ে যায়। আর বাড়ির বাইরে তালা লাগানো থাকলে, সেই তালা চাবি ছাড়া।চেয়েও তালা খুলতে পারে না। কারণ পৃথিবীর প্রত্যেকটি তার জন্য ভিন্ন ভিন্ন চাবি রয়েছে। 

ঠিক তেমনি আমাদের তথ্য-উপাত্তে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড প্রয়োজন। পাসওয়ার্ড আইসিটির এর যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা হিসেবে কার্যকরী। 

 আমাদের দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার নিরাপত্তার জন্য এ পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।  আমাদের ব্যক্তিগত সকল তথ্য যেমন ব্যাংক একাউন্,আয়করের হিসাব ,  চাকরির বিভিন্ন তথ্য ইত্যাদি ছাড়াও নানা তথ্য উপাত্ত এখন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে। 

এছাড়াও আইসিটি এর যন্ত্রপাতি যেমন -

কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এর কিংবা মোবাইল ফোনগুলোর সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়।আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন পৃথিবীর যেকোন প্রান্তে কম্পিউটার বা আইসিটি যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারি। এর মাধ্যমে গত গোপনীয় তথ্য অন্যের কাছে চলে যেতে পারে কিংবা কেউ আমাদের যন্ত্রের সফটওয়ারের ক্ষতি করতে পারে। এ অবস্থা থেকে রক্ষা পেতে আমাদের নিরাপত্তার প্রয়োজন। এসব তথ্য আমাদের যন্ত্রের সফটওয়্যার সমূহ রক্ষা করতে পাসওয়ার্ড এর কোন বিকল্প নেই । পাসওয়ার্ড দেয়া থাকলে যে কেউ ইচ্ছা করলে এমন তথ্য নিতে পারবে না বা ক্ষতি করতে পারবেনা।