Showing posts with label Nothing Phone 1. Show all posts
Showing posts with label Nothing Phone 1. Show all posts

Friday, August 4, 2023

Nothing Launches Affordable Sub-Brand CMF by Nothing  Nothing, the

Nothing Launches Affordable Sub-Brand CMF by Nothing Nothing, the

Nothing, the technology company founded by OnePlus co-founder Carl Pei, has announced a new sub-brand called CMF by Nothing. CMF stands for "Color, Material, and Finish," and the new sub-brand is focused on creating affordable products with high-quality design.

The first two products from CMF by Nothing will be a smartwatch and a pair of earbuds. Both products are expected to be released later this year, and Nothing has said that they will be priced "competitively."

In a statement, Pei said that CMF by Nothing is "designed to make better design more accessible." He added that the sub-brand will "combine the best of Nothing's design expertise with a focus on affordability."

The launch of CMF by Nothing is a significant move for Nothing. The company has only been around for a few years, but it has already made a name for itself with its high-quality, minimalist products. The new sub-brand could help Nothing reach a wider audience and expand its market share.

About Nothing

Nothing is a technology company founded by Carl Pei in 2020. The company's mission is to "create a better future through design." Nothing's first product was the Nothing ear (1), a pair of wireless earbuds with a transparent design. The ear (1) was a critical and commercial success, and it helped to put Nothing on the map.

Nothing's second product was the Nothing Phone (1), a smartphone with a unique design and a focus on user experience. The Phone (1) was released in July 2022, and it has been well-received by critics.

With the launch of CMF by Nothing, Nothing is now targeting the affordable market segment. The sub-brand could help Nothing reach a wider audience and expand its market share. It will be interesting to see how CMF by Nothing performs in the coming months and years.

Monday, July 18, 2022

কেমন হলো নাথিং ফোন ১

কেমন হলো নাথিং ফোন ১

গত ১২ই জুলাই আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হয়েছে Nothing Phone 1. বাজারে আসার আগেই আই ফোনের প্রতিদন্দী হয়ে উঠেছে এটি। স্মার্টফোন ব্যাবহারকারীদের ধারনা বদলে দেওয়ায় ঘোষনা দিয়ে বাজারে আসা ফোনটিতে রয়েছে চমৎকার সব ফিচার। ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ফিচারের দিক থেকে এটি iPhone 14 এর থেকে এগিয়ে রাখছেন অনেকেই। পুর্বের ঘোষনা অনুযায়ী এটি বিশ্ব্বের প্রথম টারন্সপেরেন্ট ফোন। পেছনে থাকা ট্রান্সপেরেন্ট ব্যাক পেনেলের সাহায্যে বাহির থেকে দেখা যাবে ভিতরে কি রয়েছে। ব্যাক পেনেলে ব্যাবহার করা হয়েছে গ্লিফ ইন্টারফেস। যাতে ব্যাবহার করা LED লাইট স্ট্রিপ গুলোর সাহায্যে নটিফিকেশন কাস্টমাইজেশন করতে পারবেন ব্যাবহারকারীরা। ফলে ফোন না ধরেই ব্যাবহার কারীরা বলতে পারবে তাদের কে কল করেছে অথবা কিসের নটিফিকেশন এসেছে।

নাথিং ফোন ১ এর ডিস্প্লে

Nothing Phone 1 এ ডিস্প্লে হিসেবে ব্যাবহার করা হয়েছে ১২০ হার্জ রিফ্রেশরেট এবং কার্নিং গরিলা গ্লাসের সুরক্ষা সহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি Glass (6.55 Inch Full HD Glass) ও এমুলেটেড ডিস্প্লে (Emulated Display)। ট্রান্সপেরেন্ট ব্যাক পেনেল হওয়ায় ডিস্প্লের মতই ব্যাক পেনেলেও মিলবে কর্নিক গরিল্লা গ্লাসের সুরক্ষা।


নাথিং ফোন ১ ব্যাক ক্যামেরা

ফটোগ্রাফি লাভারদের জন্য ফোনটির ব্যাক পেনেলে রয়েছে ৫০ মেগা পিক্সেলের সেন্সর যুক্ত ডুয়াল ক্যামেরা সেটয়াপ। ঝকঝকে ছবি সহ এনেরোমা নাইট মোড, পোর্টরেইট মোড, সিন ডিটেকশন নাইট মোড, এক্সট্রিম নাইট মোড, স্মার্ট মোড সহ বিভিন্ন মোডে ছবি তোলা যাবে। মেইন কেমেরাতে ব্যাবহার করা হয়েছে সনির IMX 466 SENSOR যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাও দিতে থাকবে। অন্যদিকে দ্বিতীয় কেমেরায় ব্যাবহার করা হয়েছে SAMSUNG JN1 ULTRA-WIDE ANGLE LENS এতে রয়েছে ১১৪ ডিগ্রির ফিল্ড অফ ভিউ সুবিধা। 


নাথিং ফোন ১ ফ্রন্ট কেমেরা

সেলফি তোলার জন্য এর ফ্রন্ট কেমেরায় ব্যাবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের সনি SONY IMX 471 SENSOR CAMERA।


নাথিং ফোন ১ চিপসেট ও মেমরি এবং পারফর্মেন্স

নাথিং ফোন ১ এর চিপসেট হিসেবে ব্যাবহার করা হয়েছে Qualcomm Snapdragon 778G.

স্টোরেজ সুবিধা হিসেবে এতে ব্যাবহার করা হয়েছে ১২৪ এবং ২৬৫ জিবি মেমরি ব্যাবহার করা হয়েছে।

ব্যাটারি হিসেবে এতে ব্যাবহার করা হয়েছে ৪৫০০ MaH ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। ৩৩ ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জিং সুবিধা পাশাপাশি ফোনের ব্যাক পাশে রয়েছে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং কানেক্টর সুবিধা। মজার ব্যাপার হচ্ছে এতে ৫ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে। 

অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড থাকলেও রয়েছে নাথিং ইউ আই! যা একজন অ্যাড্রয়েড ব্যাবহারকারীদের স্মুথ এক্সপিরিয়েন্স দিবে। এছাড়াও ইন-ডিস্প্লে ফিংগার প্রিন্ট সেন্সর সহ রয়েছে ফেস রেকগনিশন সুবিধা। পরিবেশের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ফোনটি। 

বর্তমানটি নাথিং ফোনটি বিশ্বের ২৬ টি দেশে পাওয়া যাচ্ছে। অনেকেই ইতিমধ্যে মোবাইলটি কিনেও নিয়েছেন। তবে কিছুদিন ব্যাবহারের পর সবার রিভিউ দেখেই বোঝা যাবে যে আসলে এই মোবাইল আইফোনকে টেক্কা দিতে পারবে কিনা।

ধন্যবাদ আমাদের আজকের আর্টিকেল পড়ার জন্য।