Showing posts with label Motivation. Show all posts
Showing posts with label Motivation. Show all posts

Sunday, May 29, 2022

Goal কেন অত্যান্ত জরুরি?

Goal কেন অত্যান্ত জরুরি?

নতুন নতুন সাইন্টিফিক ইনভেনশন, মেডিকেল ডিসকভারি, বিজনেস স্টার্টআপ। এরকম যে কোন জিনিস রিয়েলিটিতে আনার আগে কেউ না কেউ সেটা তার মাইন্ডে ভিজুলাইজ কর্ছিলো! সেটার জন্য একটি গোল সেট করেছিলো, তবেই সেটা সফল হয়েছে। স্বপ্ন দেখার থেকে বেশি জরুরি গোল সেট করা। 

যেমনঃ- আমি যদি এটা পেতাম, আমরা এরকম অনেক আশা করি। কিন্তু তার জন্য কোনো গোল সেট করিনা অথচ স্বপ্ন দেখে বসে থাকি। আজকের এই পোস্টে আমি এই গোল সেটকে নিয়ে আলোচনা করবো সুওত্রাং সবাই মনোযোগ সহকারে আজকের লিখা গুলো পরবেন। 

এরকল ক্লিয়ারকাট একটি পারপাসের নামই হলো গোল। একটি ক্লিয়ার কাট গোল না সেট করা পর্যন্ত কোন কিছুই সম্ভব হবেনা, এগিয়ে যাওয়ার জন্য প্রথম স্টেপটিই আমরা নিতে পারবোনা। যাদের কাছে কোন গোল নেই, তারা জীবনে কোথায় যাবে? কোথায় পৌঁছাবে? সেই রাস্তা না খুজে পেয়ে হিতাশ হয়ে যায়। আর এই জন্যই তারা তাদের জীবনে কোন কিছু এচিভ করতে পারেনা। গোল সেট করার জন্য এখন কোথায় আছি? এটা বেশি গুরুত্বপূর্ণ না বরং আমরা কোথায় পৌছানোর আশা করছি সেটা গুরুত্বপূর্ণ। বড় বড় কোম্পানি গুলো প্রায় আজ থেকে ১০ বছর পর তারা কোথায় পৌছাতে চাইছে? তার প্লেনিং তারা এখন থেকেই শুরু করে দেয়।

সেরকমই আমরা আমাদের জীবনের সামনের বছর কোথায় পৌছাতে চাইছি এটা নিজেকে নিজে জিজ্ঞাসা করা খবই গুরুত্বপূর্ণ। গোল না সেট করলে আমরা কখনই লাইফে গ্রো হতে পারবোনা, স্বপ্ন যত ছোট হোক বা বড় হোক গোল সব থেকে গুরুত্বপূর্ণ পুর্ন পার্ট।

সুতরাং জীবনে সফল হতে হলে গোল ইত্যান্ত জরুরি।

Wednesday, April 27, 2022

পরিস্রম সৌভাগ্যের প্রসূতি

পরিস্রম সৌভাগ্যের প্রসূতি

দৈনন্দিন জীবনে কোন কিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও এক নিষ্ঠ সাধনার বিকল্প অপরিসীম। পরিশ্রমের মধ্য দিয়ে ভাগ্যকে উজ্জ্বল ও মসৃণ করা 

যাই। ভাগ্যের কথা না ভেবে ভাগ্য বিশ্বাসী লোক অনেক   অলস   এবং শ্রম বিমুখ হয়। তাদের চিন্তাধারা অনেক নিচু মানের হয় । তারা মনে করে ভাগ্যে থাকলে পাবে, না থাকলে পাবে না। কিন্তু তারা,  মনে করে না যে এই, আশায় বসে থাকলে, জীবনে কোনো মতে উন্নতি করা সম্ভব না। কঠিন, কঠোর পরিশ্রম করে বিরূপ ভাগ্যকে জয় করতে হয়। লক্ষ্য স্থির করে, সঠিক পদ্ধতিতেকৃষক ভাগ্যের ওপর নির্ভর করে ফসল ফলায় না  পরিশ্রম করলে সৌভাগ্য আপনা‌_আপনি ধরা দেয়। এই পৃথিবীতে আজ পর্যন্ত যারা সফল হয়েছেন, তাদের পিছনে রয়েছে পরিশ্রমের জাদু । 



কৃষক ভাগ্যের উপরে বসে থেকে ফসল ফলায় না, তাকে হাড়ভাঙ্গা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপন্ন করতে হয় । তেমনি পরিশ্রম ছাড়া দুনিয়াতে ভালো কিছু অর্জিত হয় ন। 

★জীবনে সফলতা অর্জনের জন্য পরিশ্রম অপরিহার্য । 

,,.....যে জাতি যত পরিশ্রমী, সে জাতি তত উন্নত।.........

তাই অযথা ভাগ্যের পিছনে না দৌড়ে, লক্ষ্য স্থির করে  সঠিক পদ্ধতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত। ★