Showing posts with label Mobile Banking. Show all posts
Showing posts with label Mobile Banking. Show all posts

Tuesday, July 12, 2022

বিকাশের ইতিহাস | মোবাইল ব্যাংকিং বিকাশ কিভাবে প্রতিষ্ঠিত হলো?

বিকাশের ইতিহাস | মোবাইল ব্যাংকিং বিকাশ কিভাবে প্রতিষ্ঠিত হলো?

এর পুর্বের একটি আর্টিকেলে জানিয়েছিলাম বাংলাদেশে বিকাশের মার্কেট কত টুকু? এর পর অনেকেই জানতে চেয়েছেন বিকাশের ইতিহাস সম্পর্কে। বিকাশ এর সম্পুর্ন ইতিহাস ও যাত্রা আমাদের আজকের আর্টিকেলে জানানো হবে। আপনি যদি একজন বিকাশ ব্যাবহারকারী হয়ে থাকেন, তাহলে এই আর্টিকেল একদমি মিস করা উচিত নয়। তাহলে চলুন এবারে শুরু করা যাক!

বিকাশের ইতিহাস

২০০৯ সালে কামাল কাদির এবং ইকবাল কাদির নামে দুই ভাই USA (United State Of America) তে Money in Motion LLC নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করে। মানি ইন মশন এর সাথে 'নিক হিউজ' নামে একজন যুক্ত ছিলেন যিনি কেনিয়াতে মোবাইল মানি ট্রান্সফার সার্ভিস ''M-Pesa' লঞ্চ করেছিল। তাদের উদ্দেশ্য ছিলো একটি রিলায়েবল কনভিনিয়েন্স মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া।

সে সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে ভিসা, মাস্টারকার্ড ও পেপালের মত সার্ভিস গুলো জনপ্রিয়তা পাচ্ছিল। কিন্তু তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশে যথাযথ টেকনোলজি ও ইনফাক্ট্রেকচরের অভাবে এসব সার্ভিস আসতে পারছিলোনা। অন্যদিকে যেহুতু মোবাইল ফোনের ইউজার বারছিলো তাই তারা বাংলাদেশের মার্কেটে মোবাইল ব্যাংকিং নিয়ে কাজ করতে চাচ্ছিলো। যেখানে ইন্টারনেট, ATM বা আনুসাংগিক কোন যন্ত্রাংশের প্রয়োজন নেই।

এই চিন্তার কিছুদিন পর বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ ব্যাংকের আওতায় অন্যান্য ব্যাংক গুলোকে মোবাইল ব্যাংকিং সার্ভিস অপারেট করার অনুমতি দেওয়া হয়। ফলে ২০১০ সালে ব্রাক ব্যাংক মানি ইন মশনের (Money in Motion) সাথে যৌথ উদ্যগে মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ চালু করে।  অন্যান্য ব্যাংক যেখানে মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করতে আগ্রহ ছিলোনা সেখানে ব্রাক ব্যাংক এই সুযোগটি কাজে লাগায়। বিকাশের কার্যক্রম শুরু করার জন্য মানি ইন মশন (Money in Motion LLC.) 5 Million Doller বিনিয়োগ করে, এবং কামালকাদিরকে বিকাশের CEO ঘোষনা করা হয়। 

২০১১ সালের জুলাই মাসে Robi Axita Ltd. কে মোবাইল নেটওয়ার্ক অপারেটর সহযোগী হিসেবে নিয়ে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে বিকাশ। এই ছিলো বিকাশের ইতিহাস।

বিকাশের যাত্রাটা মূলত এখান থেকেই শুরু হয়। বিকাশের রেভেনিউ ও মার্কেটিং স্ট্রেটেজিসহ ফাইনান্সিউয়াল রিপোর্ট নিয়ে আমাদের টিম এনালাইসিস করছে যা খুব দ্রুত আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। 



Monday, July 11, 2022

বাংলাদেশে বিকাশ মার্কেট আদোতে কত বড়? How big bkash market in bangladesh

বাংলাদেশে বিকাশ মার্কেট আদোতে কত বড়? How big bkash market in bangladesh

বিকাশের যাত্রাটা খুব বেশিদিনের না। এমনকি কিছুদিন আগেই মোবাইল ব্যাংকিং কনসেপ্টটি আমাদের দেশে একদমই নতুন ছিলো। বর্তমানে ২০২২ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার ৮.২৫ কোটি মোবাইল ব্যাংকি ইউজার আছে কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ ইউজার আছে প্রায় ২.৬৮ কোটি। তবে এই অ্যাক্টিভ ইউজারের মধ্যে বিকাশের ইউজার আছে ২.২০ কোটি। সুতরাং অ্যাক্টভ ইউজারের দিক থেকে বিকাশের মার্কেট শেয়ার ৮০% এর বেশি। এমনকি ২০১৫ সালে বিকাশ ছিলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং কোম্পানি। 

বর্তমানে বাংলাদেশের প্রায় ২২ শতাংশ মানুষের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। ২০২০ সালের একটি রিপোর্ট অনুযায়ী বিকাশের মাধ্যমে বাংলাদেশে প্রতিদিন ৬০ লাখেরও বেশি লেনদেন হচ্ছে। যা ২০২২ সালে এসে ১ কোটি ছাড়িয়ে গেছে বলে ধারনা করা যায়। বলা হয়ে থাকে বিগত বছরগুলোতে অর্থ লেনদেনের জন্য নিরাপদ, সহজ এবমগ দ্রুততম মাধ্যম হিসেবে বিকাশ বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। 

বিকাশ গ্রাহকদের কাছ থেকে ক্যাশ আউট চার্জ হিসেবে ১৮.৯০ টাকা করে কেটে নেয় যা বিকাশের উল্যেখযোগ্য রিভেনিউ জেনেরেটিং সোর্স। তবে বিকাশ কত টাকা আয় করে ও বিকাশের ইতিহাস এই নিয়ে খুব দ্রুত আমাদের ওয়েবসাইটে আপডেট পাবেন। তাই সকলেই ভিজিট করুন দৈনিকভাবে আমাদের ওয়েবসাইটে।