Microsoft Access হচ্ছে এমেরিকার ভিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরীকৃত মাইক্রোসফট অফিস গ্রুপের মধ্যে একটু বহুল পরিচিত Database প্রোগ্রাম। Access ইউন্ডোজ ভিত্তিক একটি শক্তিশালী রিলেশনাল ডেটাবেজ মেনেজমেন্ট সিস্টেম যা দিয়ে ডেটাবেজের বিভিন্ন টেবিল তৈরি করে ডেটা এন্ট্রির জন্য সহবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়। এর মাধ্যমে এক বা একাধিক টেবিলে সংরক্ষিত লক্ষ লক্ষ ডেটা থেকে শুধুমাত্র প্রয়োজনীয় ডেটাগুলোকে নিয়ে পছন্দমত সাজানো যায় এবং চূরান্ত রিপোর্ট তৈরি করা যায়।
Access শব্দের অর্থ প্রবেশ। কম্পিউটার ফাইলে তথ্য নিবেদিত করা বা ফাইল থেকে তথ্য উদ্ধারের প্রক্রিয়া। কোন প্রোগ্রামে ডেটা এন্ট্রি করার প্রবেশাধিকার পাওয়া। নেটওয়ার্কভূক্ত অন্য কম্পিউটারে প্রবেশ করা। সংরক্ষিত তথ্য সমূহ সংশোধন ও পড়ার অনুমতি লাভ করা।
Access প্রোগ্রামটি অন্যান্য ডেটাবেস প্রোগ্রামের তুলনায় যে কোন সমস্যার সমাধান খুব সহজে দিতে পারে৷ এই জন্য প্রোগ্রামটির নাম এক্সেস (Access) দেওয়া হয়েছে। বাজারে বিভিন্ন ধরনের ডেটাবেস প্রোগ্রাম আছে। Foxpro, d-Base, Access, Oracle ইত্যাদি।
Microsoft Access এর ব্যাবহার
Microsoft Access এ যে সমস্ত কাজ করা যায় তা সংক্ষেপে নিম্নে বর্ণনা করা হলোঃ
- টেবিলের সাথে পারস্পারিক সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের টেবিল এবং ডেটাবেস তৈরি করা যায়।
- বিপুল পরিমাণ তথ্য থেকে বিভিন্ন উপায়ে কাংখিত যে কোন তথ্যকে খুজে এনে তা প্রিন্ট করা যায়।
- অসংখ্য আকৃতি ও ফরমেটের রিপোর্ট এবং মেইলিং লেবেল তৈরি করে প্রিন্ট করা যায়।
- নিউমেরিক উপাত্তগুলোর গানিতিক ক্রিয়াকলাপ স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে সম্পন্ন হয়।
- পছন্দমত গ্রাফ, চার্ট, এবং ছবি রিপোর্টে সংযোজন করা যায়।