Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Monday, October 10, 2022

সিলিং ফ্যান যেন মাথার উপরে না পরে এর জন্য লোহার বেড়া

সিলিং ফ্যান যেন মাথার উপরে না পরে এর জন্য লোহার বেড়া

ভারতের রাজস্থানে একটি হোস্টেলের ফ্যানে লোহার বেড়া দেওয়ার এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।


রাজ্যটির কোচিং সেন্টারের জন্য নামকরা কোটা শহরের এক হোস্টেল থেকে ছবিটি তোলা হয়েছে।


ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, সিলিংয়ে ফ্যানটি ঝুলছে। আর সেটির নিচে লোহার বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে।   


এদিকে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।


অনেকে বলছেন, আত্মহত্যা রোধ করতে এমনটা করা হয়েছে। তবে আরেকপক্ষের মত, ফ্যান যাতে ভেঙ্গে না পড়ে সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। তবে এই যুক্তির ভিন্নমত প্রকাশ করেছেন অনেকেই। তাদের মতে এই লোহার বেড়াতেও তো আত্মহত্যা করা যেতে পারে।


আবার অনেকেই হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন। তারা বলছেন, সিলিং ফ্যানে আত্মহত্যা ঠেকানোর পন্থা যদি এটি হয়, তা হলে এর থেকে খারাপ সমাধান আর কিছু হতে পারে না।