Showing posts with label Goverment. Show all posts
Showing posts with label Goverment. Show all posts

Tuesday, March 8, 2022

ই-টিন সার্টিফিকেট কি What is E-TIN Certificate?

ই-টিন সার্টিফিকেট কি What is E-TIN Certificate?

ই-টিন কী?

ই-টিন হচ্ছে রাষ্ট্রয়ীয় টেক্স, ভ্যাট বা কর এই সংক্রান্ত জিনিস গুলো গভার্মেন্টের কাছে পৌছে দেওয়ার একটা ডিজিটাল মাধ্যম। বর্তমানে ডিজিটাল বাংলাদেশে সকল কিছুর সাথেই ই-টিন যুক্ত করা অত্যান্ত জরুরি তা না হলে সরকার আপনার বিরুদ্ধে যে কোন সময় আইন আনুগ ব্যাবস্তা গ্রহণ করতে পারে।

এককথায় বলতে গেলে আয়কর সংস্করনের একটি ডিজিটাল মাধ্যম হচ্ছে ই-টিন সার্টিফিকেট। 


ই-টিন কেন প্রয়োজন?

ই-টিন বাংক এ্যকাউন্ট, ব্যাবসায়ীক ট্রেড লাইসেন্স, গাড়ি বেচা কেনাসহ ব্যাক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সরকারি যে কোন কাজে ই-টিন অত্যান্ত গুরুত্বপূর্ণ। যার অন্যতম কারণ হচ্ছে এটা একটি ডিজিটাল মাধ্যম যার দ্বারা আপনি আপনার ব্যাক্তিগত বা ব্যাবসার সকল টেক্স, ভ্যাট বা কর ইত্যাদি পরিষধ করতে পারবেন। আপনাকে আর সেই ইউনিয়ন বা কাউন্সিলে গিয়ে বিভিন্ন রেকোর্ড ঘাটাঘাটি করা লাগবেনা। বিশেষ করে প্রাতিষ্ঠানিক কাজে বেশি ব্যাবহৃত হয়। 

বর্তমান সময়ে ই-টিন রেজিস্টার করার জন্য গভার্মেন্ট একটি নির্দিষ্ট ওয়েবসাইট বানিয়েছে যার দ্বারা খুব সহজেই আপনি ই-টিনে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

বিঃদ্রঃ একটি আইডি কার্ড দিয়ে  মাত্র একবার রেজিষ্ট্রেশন করতে পারবে সুতরাং সাবধানে রেজিষ্ট্রেশন করবেন।


ই-টিন রেজিস্টার করতে কি কি লাগে?

ই-টিন রেজিস্টার করতে যা যা ডকুমেন্ট প্রয়োজন নিচে তার লিস্ট দেওয়া হলো-
  1. আইডি কার্ড
  2. মোবাইল নাম্বর
  3. ঠিকানা
মাত্র ৩ টা তথ্য ফিলয়াপ করেই আপনি ই-টিন রেজিস্টার করতে পারেন।