Showing posts with label Google AdSense. Show all posts
Showing posts with label Google AdSense. Show all posts

Monday, January 15, 2024

Google Adsense 5 Update ask : A Guide to Google AdSense Updates in 2024

Google Adsense 5 Update ask : A Guide to Google AdSense Updates in 2024

Navigating the ever-evolving landscape of online advertising can feel like trekking through a complex web of policies and platform shifts. For publishers relying on Google AdSense for monetization, this is especially true in 2024, with a flurry of updates impacting everything from payment structures to video policies. Here's a comprehensive guide to help you understand and adapt to these changes:

1. A Paradigm Shift: From Clicks to Impressions


The biggest news in 2024 is Google's move away from a click-centric AdSense model to an impression-based one. Starting sometime this year, publishers will be compensated for each time an ad appears on their page, regardless of whether someone clicks it. This shift aims to provide a more accurate representation of audience engagement and simplifies revenue comparison across platforms. It's crucial to be prepared for potential fluctuations in earnings as you adjust to this new system.

2. Streamlining Revenue Share: One Model to Rule Them All


No more deciphering different revenue share structures across various AdSense products! Google is introducing a unified model in 2024, simplifying accounting and forecasting for publishers. This means consistent earnings regardless of which AdSense product you use, making for a smoother monetization experience.

3. TCFv2 and Consent Management Platforms: Navigating Privacy Changes


Compliance with privacy regulations like GDPR and CCPA remains paramount. Google has implemented new Consent Management Platform (CMP) requirements for serving ads in the EEA and UK, demanding publishers use a Google-certified CMP integrated with IAB Europe's TCFv2 framework. Ensure you're utilizing a compliant CMP to avoid potential policy violations.

4. Sensitive Events Policy: Adapting to Unforeseen Events


Google introduced a new Sensitive Events policy in February 2024, addressing unforeseen situations that could impact ad quality or exploit users. During such events, Google may take various actions, like limiting ad categories or disabling ad serving, to maintain user trust and platform integrity. Staying informed about current events and Google's responses is crucial to navigate these situations effectively.

5. Revamped Video Publisher Policy: One Policy to Rule Them All


April 2024 saw the video publisher policy expand to encompass all video inventory under Google's umbrella, including AdMob. This streamlined policy aligns with industry standards and clarifies requirements for publishers. Pay close attention to the updated policy to ensure your video content complies with the latest guidelines.

6. Beyond Policy Changes: Tools and Features to Boost your AdSense Game


Aside from policy updates, Google continues to introduce new tools and features to empower publishers. Explore integrations like Google Analytics 4 with AdSense for deeper audience insights, utilize Vignettes in Auto ads for frequency control, and leverage related search options to enhance user engagement.

Adapting and Thriving in 2024 and Beyond


Staying informed about the latest AdSense updates is crucial for success in 2024 and beyond. By understanding the changes, adjusting your content and ad strategies accordingly, and leveraging the provided tools, you can continue to thrive in the ever-evolving world of online advertising. Remember, Google's goal is to create a sustainable and beneficial ecosystem for both advertisers and publishers. Keep your focus on high-quality content, user experience, and responsible ad placement, and you'll be well-positioned to navigate the dynamic landscape of Google AdSense in 2024 and beyond.

This is just a glimpse into the many changes affecting Google AdSense in 2024. For detailed information and updates, we recommend visiting the official Google AdSense Help Center and staying informed about Google's announcements. Remember, knowledge is power – use it to your advantage and continue to monetize your content effectively!

Friday, August 19, 2022

গুগল এডস এপ্রুভাল পাবো কিভাবে? ব্লগারে গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায় কি? অ্যাডসেন্সে পেতে যা যা করনীয়

গুগল এডস এপ্রুভাল পাবো কিভাবে? ব্লগারে গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায় কি? অ্যাডসেন্সে পেতে যা যা করনীয়

প্রতিদিনি বিভিন্ন ব্লগার বিভিন্ন ভাবে অ্যাডসেন্স অ্যাপ্লাই করছেন এবং এর মধ্যে অনেকেই হতাশ হচ্ছেন, কারণ তারা যতবারই অ্যপ্লাই করছে ততবারই কোননা কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো, এই তথ্য অনুযায়ী আপনি আপনার ব্লগার/ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে যদি শ্রম দেন তাহলে ইনশাআল্লাহ আপনি অ্যাডসেন্স পাবেন। 


১/ এমন টপিক নিয়ে লিখুন যেসব বিষয়ের উপর গুগলের কাছে বিজ্ঞাপন রয়েছে । এখন সেটা কিভাবে বুঝবেন গুগলের কাছে কোন টপিকের উপর বিজ্ঞাপন বেশি রয়েছে ? তা জানতে skyfu সাইটটি ব্যবহার করতে পারেন ।


এই সাইটে গিয়ে আপনার নিশটা লিখে সেখানে সার্চ করুন তাহলে সাইটটি দেখাবে আপনার টপিকের উপর গুগলের কাছে কেমন বিজ্ঞাপন রয়েছে । [ এর কারণ আপনি যদি গুগলের কাছে রয়েছে বিজ্ঞাপন অনুযায়ী কনটেন্ট পাবলিশ করেন তাহলে দ্রুত এডসেন্স পাবেন ]


২/ আর্টিকেলে LSI কিওয়ার্ডযুক্ত করুন । LSI কিওয়ার্ড বলতে বুঝায় সেসব কিওয়ার্ড যা আপনি কোনোকিছু গুগলে সার্চ করলে গুগল সবার শেষে সাজেষ্ট করে থাকে । তাহলে আপনার আর্টিকেল রেংকিংও ভালো করবে ।


৩/ প্রতিটি আর্টিকেলের গড় শব্দ ১৪০০ শব্দের রাখার চেষ্টা করুন । [ আমি এই নিয়ে ৭টা এডসেন্স পেলাম এবং সবকটি সাইটের গড় শব্দ ছিলো ১৫০০+ শব্দের , এবং যার ফলে আমাকে কখনো ২০টার বেশি পোষ্ট করতে হয়নি এডসেন্স এপ্রুভাল পেতে ] ।


৪/ নতুন সাইটে ডাউনলোড , এডস অথবা বিজ্ঞাপন , হ্যাকিং ,লিংক এইসব শব্দ ব্যবহার করবেন নাহ । [ এডসেন্স এপ্রুভ হয়ে গেলে ব্যবহার করতে পারেন ] । তবে ডাউনলোড লিংক সরাসরি দিলে এডস লিমিট ও কিছুদিনের মধ্যে সাসপেন্ড খেতে পারেন । [ সেক্ষেত্রে গুগল ড্রাইভের লিংক দিতে পারেন ]


৫/ লাইভ স্ট্রিমিং ও মিথ্যা তথ্য দিয়ে আর্টিকেল প্রকাশ করবেন নাহ ।


৬/ এমন সাইটকে লিংক করবেন নাহ যাদের ssl সার্টিফিকেট নেই । এবং এমন কোনো ইন্টারনাল ও এক্সটারনাল লিংক দিবেন নাহ যা এখন exist করে নাহ । [ যার ফলে 404 error দেখাবে ]


৭/ এমন সাইটের সাথে লিংক করবেন নাহ যা আপনার সাইটের অথবা যে পোষ্ট লিখেছেন তার সম্পর্কিত নাহ । তাহলে গুগল [ misleading webpage প্রবলেম ধরে থাকে ]


৮/ সাইটের নেভিগেশন ঠিক থাকা চাই । যেমন : ক্যাটাগরিগুলোকে মেইন মেনুতে যুক্ত করে দেওয়া ।এবং contact us,about us,term and condition ,privacy policy পেইজ গুলোকে Footer menuতে যুক্ত করে দেওয়া ।


৯/ সাইটকে মোবইল রেসপনসিভ করে তৈরী করা । কারণ বেশিরভাগ ট্রাফিক মোবাইল থেকেই আসে তাই সাইট মোবাইল ফ্রেন্ডলি অবশ্যই হতে হবে ।


ব্লগ সাইট করে যদি এডসেন্স থেকে ইনকাম করার কথা চিন্তা করে থাকেন তাহলে সাইটকে কখনো বেশি ডিজাইন করবেন নাহ । সাইটকে সিম্পলভাবে প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করুন । [ অতিরিক্ত ডিজাইন সাইটের লোডিং টাইম বাড়িয়ে দেয় ]


১০/ যে থিমটা ব্যবহার করছেন তা কি এডস ফ্রেন্ডলি তা চেক করে দেখুন । আমার কাছে ফ্রি সবচেয়ে ভালো একটা ওয়ার্ডফ্রেস থিম হচ্ছে : Oceanwp Theme । ফ্রিমিয়াম প্রায় সব থিমেই গুগল এডসেন্স পাওয়া যায় তবে Generatepress ভালো কাজ করতে দেখা যায় । আমার সাইট oceanwp দিয়েই তৈরী করা ঘুরে আসতে পারেন ।


১১/ গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার আগে সাইটে স্লাইডার,পপআপ ব্যবহার না করাই বেস্ট ।[ অর্থাৎ সাইট হবে একদম সাদামাঠা ]


১২/ contact us, about us, terms and condition page , privacy policy pageগুলো খুব ভালো করে সঠিক তথ্য দিয়ে তৈরী করুন । টার্মস এন্ড কন্ডিশন ও প্রাভেসি পলিসি পেইজ তৈরীর জন্য নতুনরা ইন্টারনেটের বিভিন্ন সাইটের সাহায্য নিতে পারেন । অনেক সাইট রয়েছে যারা এই পেইজগুলো জেনারেট করে দিয়ে থাকে ।


১৩/ ওয়েবসাইট সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এডসেন্স পেতে । আপনি যদি ssl সার্টিফিকেট একটিভ না করে থাকেন তাহলে গুগলের কাছে আপনার সাইটটি নিরাপদ নয় ।


এছাড়াও নালড ও ক্র্যাক থিম - প্লাগিন ব্যবহার যদি করে থাকেন তাহলে অনেক সময় সাইটে ভাইরাস আক্রমন হবে । যার ফলে ক্রোম বাউজারে “ red screen deceptive “ Error আসতে পারে


তাই সাইটকে সিকিউরিটিফুল করে রাখতে হবে ।


১৪/ সাইট স্পিড অপটিমাইজেশন করাও গুরুত্বপূর্ণ । কারণ যখন আপনার সাইট দ্রুত লোড হবে তখন আপনার সাইট ইউজারের কাছে খুব ভালো লাগবে এবং গুগলও এমন সাইটকে দ্রুত রেংকিং দিয়ে থাকে । যার ফলে আপনি প্রচুর ট্রাফিকও পাবেন এবং ট্রাফিক যেসব সাইটে থাকে সেসব সাইটে গুগল ৯০% এপ্রুভ দিয়ে দেই ।


১৫/ সাইটে যেখানে ইমেইজ বা ব্যানারের জন্য জায়গা বা ডিজাইন করা হয়েছে সেখানে ইমেইজ বা ব্যানার ইমেইজ ব্যবহার করুন অন্যাথায় গুগল “ ‍site construction ”য়ে রয়েছে এমন মনে করে প্রবলেম ধরবে ।


১৬/ ট্রেন্ডিং টপিক নিয়ে আর্টিকেল প্রকাশ করলে গুগল এডসেন্স দ্রুত এপ্রুভাল পাওয়া যেতে পারে ।


১৭/ নিজে ইমেইজ তৈরী করে ব্যবহার করুন । যেমন : canva ও ফটোশপ দিয়ে তৈরী করুন ছবি । pexels,unplash সাইটগুলোর ফ্রি ইমেইজ ব্যবহার করতে পারেন তবে সে ইমজেইগুলোকেও একটু এডিট করে পোষ্ট করাই ভালো ।


নতুন অ্যাডসেন্সে যারা পেয়েছেন তাদের করনীয় কি?

এডসেন্স এপ্রুভাল পাওয়ার পর কখনো নিজের এডসে নিজে ক্লিক করবেন নাহ বা কাউকে ক্লিক করার জন্য বলবেন নাহ । তাহলে লিমিট বা সাসপেন্ড হতে পারেন ।


এক পেইজে ৫টার বেশি এডস না দেখানো ভালো । অতিরিক্ত এডস দেখালে সাইট স্লো হয়ে যাবে ।


আমি আশা করছি এই জিনিসগুলো যদি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আপনিও সহজে গুগল এডসেন্স এপ্রুভাল পাবেন । আমি ইতিমধ্যে ৭টা সাইটে এপ্রুভাল পেয়েছি এবং উপরে বলা কাজগুলো নিজে করেছি ।



Saturday, May 14, 2022

গুগল এ্যাডসেন্স কি?

গুগল এ্যাডসেন্স কি?

গুগল বিশ্বের লিডিং টেক জায়েন্ট কোম্পানি। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রতিনিয়তই গুগলের উপর নির্ভর করছি। গুগলের রয়েছে বিশ্বব্যাপী প্রায় ২৭০+ টি সার্ভিস যা প্রতিটি দেশের জন্য উন্মুক্ত এবং ফ্রী ব্যাবহারের সুযোগ। গুগলের সার্ভিস গুলোর মধ্যে অন্যতম একটা সার্ভিস হচ্ছে গুগল এ্যাডসেন্স (Google AdSense)!  গুগল এ্যাডসেন্স সবার অনেক জনপ্রিয় এবং অনলাইনে টাকা উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যমে। বিশেষ করে ইউটুন ও ওয়েবসাইটে এ্যাডসেন্স এপ্রুভাল নিয়ে এ্যডসেন্স থেকে ইনকাম করা হয়। আজকের এই আর্টিকেলে আমি এ্যাডসেন্স বিষয় বিস্তারিত আলোচনা করবো।

এ্যাডসেন্স কি?

গুগলের অ্যাডসেন্স গুগলে থেকে আর্নিং করার অন্যতম সোর্স। বিশ্বব্যাপী প্রায় ২০ মিলিয়ন কাস্টমার রয়েছে এ্যাডসেন্সের। এবং এর থেকে প্রতিদিন প্রায় কয়েকশ কোটি টাকা গুগল থেকে ট্রান্সজেকশন হচ্ছে। মূলত বিভিন্ন ওয়েবসাইট ও ইউটুবের মাধ্যমে স্বাধারন পাবলিক গুগল অ্যাডসেন্স এ্যাপ্লাই করে টাকা ইনকাম করে। তবে এর জন্য কিছু নির্দিষ্ট নিতিমালা আছে। যার মধ্যে অন্যতম একটি পলিসি হচ্ছে কপিরাইট! কপিরাইট কোন কন্টেন্ট আপনার ওয়েবসাইট কিংবা ইউটুবে যদি থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাডসেন্স পাবেন না। 

ওয়েবসাইটে এ্যাডসেন্স টাকা কেন দেয়? 

আপনার ওয়েবসাইটে যদি এ্যাডসেন্স বসাতে চান সেইক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইটে নুন্যতম ১০ টি আর্টিকেল ও আর্টিকেল গুলোতে প্রত্যেকটায় কমপক্ষে ১০০০ ওয়ার্ড থাকা লাগবে এবং গুগলে র‍্যাংক করাতে হবে। ওয়েবাসাইটটি এসইও করে অরগানিক ট্রাফিক জেনেরেট করতে হবে। পরবর্তিতে গুগল এ্যাডসেন্স অ্যাপ্লাই করে এ্যাডসেন্স নিতে হবে। এবং যদি আপনি এ্যাডসেন্স পেয়ে যান তাহলে গুগল অটোমেটিক আপনার ওয়েবসাইটে বিভিন্ন এ্যাডস যুক্ত করে দিবে। এবং উক্ত অ্যাডসগুলো অরগানিক ট্রাফিকরা যখন দেখবে বা ক্লিক দিবে তখন তার মাধ্যমে আপনি অই অ্যাডভাইজর থেকে কিছু % শেয়ার পাবেন। মূলত এটায় হচ্ছে গুগল এ্যাডসেন্স থেকে আর্নিং হবার একটি প্রসেস। এবং এইভাবে ইউটুবসহ বিভিন্ন ভাবে গুগলের পার্টনারশীপ হয়ে গুগল থেকে ইনকাম করতে পারেন। তবে ইউটুবের কিছু পলিসি আছে যা নিম্নে উল্যখ করা হলো। 

ইউটুবে এ্যাডসেন্স পলিসি

ইউটুব বিশ্বের জনপ্রিয় ও শীর্ষে থাকা একতি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। এবং একটি তথ্যে সুত্রে জানা গেছে ইউটুবে প্রতিমিনিটে প্রায় ৫০০ ঘন্টার ভিডিও আপলোড হয়ে থাকে। যার প্রেক্ষিতে প্রতিদিন ৭ লক্ষ ২০ হাজার ঘন্টা ভিডিও আপলোড ইউটুবে। এবং সার্স ইঞ্জিন হিসেবে গুগলের ঠিক পরের অবস্থান ইউটুবের। ইউটুবে এ্যাডসেন্স নিতে হলে সর্বনিম্ন ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ভিডিও দেখার টাইম এ্যাপ্লাইয়ের পুর্বে এক বছরের মধ্যে হতে হবে। তাহলেই আপনি অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন, তবে শর্ত হলো কোনরম কপিরাইট কিছু থাকা যাবেনা। কারো বিরুদ্ধে যায় বা বাজে কোনরকম ভিডিও আপলোড করা যাবেনা। সম্পুর্ন ভালো ও ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। 

গুগলের এ্যাডস গুলো কিভাবে আসে বা কারা দেয়? 

গুগলের রয়েছে ২৭১টি সার্ভিস যার মধ্যে গুগল তাদের সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে। এবং বিভিন্ন টেক জায়েন্ট ও বিভিন্ন কোম্পানি এই গুগলের মাধ্যমে এ্যাডস দেয় যার জন্য গুগল কিছু টাকা চার্জ করে এবং তাদের নির্দিষ্ট সার্ভিস গুলোতে এ্যাডস গুলো দেখানো হয়। যার মধ্যে এন্ড্রয়েড এ্যাপ্স, ইউটুব ও ওয়েবসাইট অন্যতম। গুগলে কাস্তমার বা এ্যাডভার্টাইজার থেকে যেই টাকাটা নিয়ে থাকে তার তার থেকে তাদের পার্টনারশীপ যেমন যারা ইউটুব বা ওয়েবসাইটে এ্যাডসেন্স বসিয়েছে তাদেরকে কিছু % শেয়ার দেয়। আমার জানা মতে গুগল ৫১% শেয়ার তাদের পার্টনার শীপদের দেয় এবং বাকিটা তারা নেয়। গুগলে চাইলে আপনিও এ্যাডস দিতে পারেন গুগলে এ্যাডস দেওয়ার জন্য রয়েছে গুগল এ্যাডস মেনেজার।