Showing posts with label E-Mail. Show all posts
Showing posts with label E-Mail. Show all posts

Saturday, January 7, 2023

E-mail

E-mail

An e-mail is a way of sending messages and data to other people by means of computers connected together with a network. The word ' e-mail' actually stands for electronic mail. E-mail saves a lot of paper. It has less trouble. Privacy is ensured in e-mail. E-mail transmission is very speedy. It is four times faster than fax and ten times faster than Telex. In an e-mail, we can send different kinds of document. For all these reasons, people prefer e-mail to Telex. 

In spite of all these advantage,it is somewhat difficult to maintain e-mail in a developing country like Bangladesh, because it costs us money. It' needs a computer, network connection and so on to use e-mail. But since most of the people of our country are poor, they cannot afford all these valuable accessories needed for e-mail.

For these reasons,it is still somewhat difficult to maintain e-mail in a developing country like ours.



Saturday, May 7, 2022

ইমেইল সফটওয়্যার

ইমেইল সফটওয়্যার

বিশ্বের এক প্রান্ত থেকে অন্য যে কোন প্রান্তে ইন্টারনেটের মাধ্যমে মেইল বা মেসেজ আদান-প্রদান করাই হলো ইমেইলের কাজ। ইমেইল প্রেরণের জন্য ইমেইল সফটওয়্যার প্রয়োজন। যে কোন কম্পিউটার বা স্মার্টডিভাইসে ইমেইল ব্যাবহার করার পুর্ব শর্ত হলোঃ-

  1. ইন্টারনেট সংযোগ
  2. ব্যাবহারকারীর ইমেইল অ্যাকাউন্ট
  3. ইমেইল সফটওয়্যার 

ইমেইল ব্যাবহার করার বিভিন্ন সফটওয়্যার বাজারে প্রচলিত আছে। এদের মধ্যে মাইক্রোসফট আউটলুক, আউটলুক এক্সপ্রেস, নেটস্কেপ মেসেঞ্জার, ইউডোরা, পাইন ইত্যাদি খবই জনপ্রিয়। যে কোন ইমেইল সফটওয়্যার ব্যাবহার করার জন্য নিচের ৩ টি কাজ জানা জরুরি। কাজগুলো হলোঃ-

  1. ইমেইল সফটওয়্যার কনফিগার (Configure)
  2. ইমেইল তৈরি (Create Mail)
  3. ইমেইল পাঠানো ও গ্রহণ (Send & Receive)


Friday, May 6, 2022

What is Mail Server? ই-মেইল সার্ভার

What is Mail Server? ই-মেইল সার্ভার

ই-মেইল সার্ভার হলো নেটওয়ার্কের একটি কম্পিউটার যা একটি ভার্চুয়াল পোস্ট হিসেবে কাজ করে থাকে। মেইল সার্ভারে সাধারণত পর্যাপ্ত যায়গা বা স্টোরেজ থাকে যাতে ঐ নেটওয়ার্কের সকল ব্যাবহারকারীদের ই-মেইল জমা রাখতে পারে।

সাধারণত পোস্টাল সিস্টেম কোন চিঠি কোথাও পাঠাতে চাইলে তা পোস্ট বক্সে রাখা হয়। নির্ধারিত বিরতিতে পোস্ট বক্স থেকে চিঠিগুলো স্থানীয় পোস্ট অফিসে জমা হয়। স্থানীয় পোস্ট অফিস থেকে চিঠিগুলো তাদের ঠিকানা অনুসারে প্রাপকের এলাকায় পোস্ট অফিসে পাঠানো হয়। প্রাপকের এলাকার পোস্ট অফিসের ডাকপিয়ন চিঠিগুলো প্রাপকের নিকট বিতরণ করে থাকেন। 

মেইল সার্ভার বা ভার্চুয়াল পোস্ট অফিসে সাধারণত এই কাজগুলো ঘটে থাকে। এই কাজ গুলো সুসম্পন্ন করার জন্য মেইল সার্ভার POP বা IMAP এবং SMTP প্রটোকল ব্যাবহার কএয়া হয়।

POP কাকে বলে?

POP এর পুর্নরুপ হলো Post Office Protocol. মেইল সার্ভার থেকে মেইল গ্রহণ বা রিসিভ করার জন্য এই প্রটোকল ব্যাবহার করা হয়। ব্যাবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অর্ন্তমুখী বা ইনকামিং (Incoming) মেইল বলা হয়। 

POP3 কাকে বলে?

POP3 হলো POP প্রটকোলের সর্বশেষ সংস্করণ বা ভার্শন। মেইল সার্ভার থেকে অর্ন্তমূখী বা ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধীক জনপ্রীয় এই POP3 প্রটোকল।  তবে এই একই কাজের জন্য IMAP নামে আরো একটি জনপ্রিয় প্রটোকল রয়েছে। 

What is SMTP? 

SMTP এর পূর্ণ রুপ হলো Simple Mail Transfer Protocol। যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলোকে বর্হিমুখী বা আউটগোয়িং মেইল (Outgoing Mail) বলা হয়। আউটগোয়িং বা বর্হিমুখী মেইল পাঠানোর জন্য SMTP প্রটোকল ব্যাবহার করা হয়। 

ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্কে ই-মেইল মেসেজ পাঠানোর জন্য বর্তমানে স্টান্ডার্ড প্রটোকল হিসেবে SMTP ব্যাবহার করা হয়। এই প্রটোকলের সাহায্যে মেইলে ডেটা, অডিও, ভিডিও, ভয়েস, গ্রাফিক্স এবং যে কোন ফাইল পাঠানো যায়।



E-mail Address  ইমেইল ঠিকানা

E-mail Address ইমেইল ঠিকানা

ডাকযুগে চিঠি পাঠাতে হলে যেমন ঠিকানা প্রয়োজন তেমনি ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা প্রয়োজন। সার্ভিস প্রোভাইডারের সাথে সংযোগ নেয়ার সময় এ ঠিকানা সরবরাহ করা হয়। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের ঠিকানা অন্যান্য। ইন্টারনেটের বিধি মোতাবেক এ ঠিকানা দেওয়া হয়। আজকাল পরিচিতি কার্ডে টেলিফোন ও ফ্যাক্স নাম্বারের পাশাপাশি অনেকেই ই-মেইলের ঠিকানা দিয়ে থাকেন। 

ইমেইল ঠিকানায় মূলত ২ টি অংশ (user@host) থাকে। প্রথম অংশে থাকে ব্যাবহার কারীর পরিচিত বা কোন কোম্পানির নাম এবং @ দিয়ে এরপর দ্বিতীয় অংশ থাকে হোস্ট হিসেবে তথা ডোমেইন নাম।

একটি ইমেইল নাম কিভাবে বানানো হয় নিচের ছবিটি দেখলে সেই বিষয় আইডিয়া পাবেন।