Showing posts with label Download. Show all posts
Showing posts with label Download. Show all posts

Thursday, December 28, 2023

Inshot App without Watermark free download | ইনশট অ্যাপ ওয়াটারমার্ক ছাড়া ফ্রী ডাউনলোড

Inshot App without Watermark free download | ইনশট অ্যাপ ওয়াটারমার্ক ছাড়া ফ্রী ডাউনলোড

ইনশট বর্তমানে খুবই জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপ। এই অ্যাপটি দিয়ে খুব ইজি এবং যে কোন লো কনফিগ ডিভাইস দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। 

Inshot app download for free, inshot app without watermark, ইনশট অ্যাপ ফ্রী ডাউনলোড, ওয়াটারমার্ক ছাড়া ইনশট প্রো, InShot Mod Apk

যারা ইউটিউব, ফেসবুকে ও অন্যান্য প্লাটফর্মের জন্য ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য ইনশট খুবই উপযোগী। কারণ ইনশট অ্যাপ খুব ইজিলি ব্যাবহার যোগ্য।

Inshot Pro Apk

এই অ্যাপটিতে রয়েছে অনেক ফিচার তার মধ্যে শটিকার অ্যাড করা, টেক্সট বসানো, ইফেক্ট, ফিলটার্স ইত্যাদির কালেকশন রয়েছে যা আপনার ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলবে। 

আমাদের আজকের আর্টিকেলে শেয়ার করবো Inshot Apk Free Download কিভাবে করবেন? 

ইনশট অ্যাপস গুগল প্লে স্টোরেও আপনি ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। তবে ইনশট যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সেটা আপনাকে পেইড বা In App Purchase করতে হবে। নয়ত অ্যাপস এডিট করতে আপনি লিমিটেশন পাবেন।

লিমিটেশন বলতে বুঝাচ্ছি যে নির্দিষ্ট ফ্রী জিনিসগুলো ব্যাতীত অন্যান্য জিনিসগুলো ব্যবহার করতে পারবেন না। 

Inshot app without watermark

ইনশট একটি ফ্রী ভিডিও এডিটিং অ্যাপস। তবে লিমিটেশন বা নির্ধারিত ফিচার ব্যাতীত আকর্ষীয় অবজেক্ট বা সেইভাবে ইচ্ছে মত এডিট করতে পারবেন না। তাছাড়া ফ্রী ভার্শনে রয়ে যাবে ওয়াটারমার্ক। এবং রেন্ডারিং বা ভিডিও এক্সপোর্ট এর সময় থাকবে লিমিটেশন। 

Inshot Pro

Inshot Pro - এটা পেইড একটি অ্যাপ্স। তবে আমি ফ্রী ডাউনলোডের উপায় বলে দিবো। যেটাতে আপনি সম্পুর্ন প্রিমিয়াম এক্সেস পাবেন। এটা যদি গুগল প্লে স্টোর থেকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তবে আমি ফ্রীতে ব্যাবহার বা প্রো ভার্শন ডাউনলোড করার উপায় বলে দিবো।

Inshot Pro free download

ইনশট প্রো ফ্রীতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এখন আসি আসল কথায়। ফ্রীতে ডাউনলোড করলে এটা ব্যাবহার করলে কোন সমস্যা হবে? বা ফ্রীতে এটা কিভাবে ফুল এক্সেস পাচ্ছেন?

ইনশট প্রো ডাউনলোড

ইনশট প্রো ফ্রীতে ডাউনলোড করলে আপনি সম্পুর্ন এক্সেস পাবেন তবে এই অ্যাপটি একটি ক্রা"কেড এ্যাপস! তাই অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

Inshot Mod Apk

এ্যাপস ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।



inshot app without watermark

Inshot App
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি গুগল ড্রাইভ লিংকে প্রবেশ করবেন। এরপর আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। যদি ডাউনলোড না হয়ে থাকে? তাহলে কমেন্ট করে জানাবেন।

ইনশট অ্যাপস ফ্রী ডাউনলোড। Inshot app without watermark

Friday, February 10, 2023

Adobe Illustrator Free Download 2022 এডোবি ইলাস্ট্রেটর ফ্রী ডাউনলোড করার উপায়

Adobe Illustrator Free Download 2022 এডোবি ইলাস্ট্রেটর ফ্রী ডাউনলোড করার উপায়

আজকের এই আর্টিকেলটি মূলত গ্রাফিক্স ডাইজাইনারদের কথা চিন্তা করে পাবলিশ করা হচ্ছে। আজকে এমন একটি সফটওয়্যার ডাউনলোড করা শেখাবো যেটা সবারই খুব প্রয়োজন, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনারদের। 

আজকে শেয়ার করবো এডোবি ইলাস্ট্রেটর কিভাবে ডাউনলোড করবেন আপনার কম্পিউটারে তাও সম্পুর্ন ফ্রীতে! 

এডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার পুর্বে জেনে নেই এডোবি এলাস্ট্রেটর কি?

ইলাস্ট্রেটর কী?

অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক্স সম্পাদনাকারী সফটওয়্যার। যা শুধু ইলাস্ট্রেটর নামেই বেশি পরিচিত। এই সফটওয়্যারটি তৈরি ও বাজারজাত করেছে অ্যাডোবি সিস্টেমস। অ্যাডোবির সবথেকে জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে এটি অন্যতম। এর মাধ্যমে সকল গ্রাফিক্স ডিজাইন, লোগো, ব্যানার তৈরি করা যায়। বিশেষ করে ভেক্টর ইমেজ খুব সহজে তৈরি করা যায়। আর এই এডোবি ইলাস্ট্রেটরের এর সর্ব শেষ সংস্করণ ইলাস্ট্রেটর সিসি যা ২০২২ সালে বের হয়েছে। আমাদের আজকের এই আর্টিকেলে আমরা এডোবি ইলাস্ট্রেটর ২০২২ ডাউনলোড করা শেখাবো এবং এই সফটওয়্যারটি বিনা মূল্য যে কোন কম্পিউটারে নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবেন।

Adobe Illustrator Download for Free

এডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার পুর্বে জেনে নেই যে ২০২২ সালের আপডেট ভার্শন ব্যাবহার করতে হলে আপনার কম্পিউটারের কনফিগারেশন কিরকম হতে হবে।

এডোবি ইলাস্ট্রেটর ২০২২ ব্যাবহার করার জন্য সিস্টেম কনফিগারেশন কেমন হতে হবে? 

System Requirements for Adobe Illustrator CC 2022

উপরে দেওয়া তথ্য গুলোর সাথে আপনার সিস্টেম কনফিগারেশন যদি সেম হয়ে থাকে তাহলে আপনি আমাদের দেওয়া এডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন।

এডোবি ইলাস্ট্রেটর ২০২২ ডাউনলোড 

এডোবি ইলাস্ট্রেটর ২০২২ ডাউনলোড করার জন্য সর্বপ্রথম এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি পেইজ আসবে।


ডাউনলোড বাটনে ক্লিক করার পর নিচে দেখানো আরেকটি স্ক্রিনশটের মত স্ক্রিন আসবে-


এরপর Download Anyway এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়া অবস্তায় এই ফাইলটি Zip ফর্মেটে থাকবে, তাই ডাউনলোড হওয়ার পর এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। 

এক্সট্রাক্ট করার পর-

Set-up.exe এই ফাইলে ক্লিক করে ইন্সটল করতে পারবেন। সফটওয়্যারটি ইন্সটল করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন অফ করে রাখবেন অন্যথায় Creative Cloud এর বিভিন্ন এক্সেস চাইতে পারে। 

এটা ইন্সটল করতে কোনো প্রকার সমস্যা ফেস করে থাকলে আমাদেরকে কমেন্ট করে সমস্যার কথা জানিয়ে দিন। 


Wednesday, February 1, 2023

কাইনমাস্টার ডাউনলোড ওয়াটারমার্ক ছাড়া KineMaster Download Without Watermark

কাইনমাস্টার ডাউনলোড ওয়াটারমার্ক ছাড়া KineMaster Download Without Watermark

ভালো ভিডিও এডিটিং,  বর্তমানে সনয়ে কনটেন্ট ক্রিয়েশনে খুব বড় ভূমিকা রাখে। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের কাছে পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ নেই যার জন্য ভালো এফেক্টিভনেস ভিডিও এডিট করতে চিলেও অনেকেই তা পারেনা। তবে সবার কাছেই স্মার্টফোন/এন্ড্রয়েড মোবাইল থাকে। 

গুগল প্লে স্টোরে রয়েছে কাইনমাস্টার (KineMaster) নামক একটি অ্যাপ। KineMaster দিয়ে সম্পুর্ন 4k ভিডিও প্রফেশনালি এডিট করা সম্ভব যেটা এডিত করার পর আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না, যে মোবাইল দিয়েও এমন এডিট সম্ভব? জ্বী হ্যা কাইনমাস্টার এমনই একটি অ্যাপ এটা দিয়ে যে কোন ধরনের ভিডিও এডিট করা সম্ভব! এবং আপনি যদি এডিটিংয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে এটা দিয়ে এমন এমন ভিডিও বানাতে পারবেন যা কেউ বুঝবেইনা যে মোবাইলে করা😁 বরং সবাই জানতে চাইবে ভাই কি অ্যাপ দিয়ে এডিট করেন?

কাইনমাস্টার 

কাইনমাস্টার অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রীতে পাওয়া যায় তবে ফ্রীতে ইউজ করলে ভিডিওর ডান পাশের কর্নারে Made By KineMaster এরকম ওয়াটারমার্ক থেকে যায়। আর এটা রিমুভ করতে কাইনমাস্টারের সাবস্ক্রিপশন ফি প্রোভাইড করা লাগে তাই বাংলাদেশের অনেকের কাছেই ডুয়াল কারেন্সি কার্ড না থাকায় সাবস্ক্রিপশন করতে পারেনা। তো যারা সাবস্ক্রিপশন করতে পারেন না, এবং ফ্রীতে ওয়াটারমার্কটি রিমুভ করতে চান? তাদের জন্যই আমার আজকের এই আর্টিকেলটি লিখা।


আজকে আপনাদেরকে কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন তাও ফ্রীতে সেটাই জানাবো। 

কাইনমাস্টার ওয়াটারমার্ক ছাড়া

ওয়াটারমার্ক ছাড়া কাইনমাস্টার ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন ইন্টারনেট কানেকশন। আশা করি আপনি যেহুতু আমার আর্টিকেলটি আমার সাইট থেকে পরছেন তাহলে আপনার মোবাইল ইন্টারনেট কানেকশন রয়েছে এবং সাথে মিনিমাম ২০০+ MB রয়েছে! কারণ কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করতে মোটামুটি ১০০ এমবি মতো লাগবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন এবং এই লিংকে ক্লিক করার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিন আসবে।
উপরে দেখানো স্ক্রিনশটে লাল মার্ক করা Download  বাটনে ক্লিক করে কাইনমাস্টার অ্যাপসঅটি ফ্রীতে ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। এই অ্যাপসটিতে কোন প্রকার ওয়াটারমার্ক থাকবেনা। এবং এটায় আপনি কাইনমাস্টারের শোপ সম্পুর্ন ফ্রীতে ইউজ করতে পারবেন।

যে কোন ভিডিও ও ছবি নিয়ে মন মত সব ফিচার ফ্রী পাবেন এই কাইনমাস্টার অ্যাপটিতে। 

ডাউনলোড করতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।


Monday, August 1, 2022

Adobe Photoshop CS6 Free Download এডোবি ফটোশন ফ্রিতে ডাউনলোড করার উপায়

Adobe Photoshop CS6 Free Download এডোবি ফটোশন ফ্রিতে ডাউনলোড করার উপায়

এডোবি কোম্পানি বিশ্বে অনলাইন সেক্টরে সফটওয়্যার ইন্ডাজট্রি হিসেবে লিড করছে। Adobe inc এর রয়েছে অনেক সফটওয়্যার। এডোবি যেই সকল কাজের জন্য সফটওয়্যার প্রোভাইড করে থাকে সেগুলো হলো-
  • ভিডিও এডিটিং
  • অডিও এডিটিং
  • কোডিং
  • ইমেজ এডিটিং
  • গ্রাফিক্স ডিজাইন
  • এনিমেশন ভিডিও তৈরি
  • মশন গ্রাফিক্স
  • ইউআই ডিজাইন 
  • ভেক্টর ডিজাইন
  • রাস্টা ও ভেক্টর ইমেজ
  • বিভিন্ন ইলাস্ট্রেটর টেমপ্লেট
  • সোসিয়াল মিডিয়া 
এর বাহিরেও আরো বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে এডোবির। বিশ্বের সব থেকে বড় টেক কোম্পানি মাইক্রোসফটের পরেই এডোবির অবস্থান তার মানে অনুমান করতেই পারছেন এডোবি কোম্পানির বিষয়।

আজকে আমরা এডোবি কোম্পানি বিষয় আর কোন আলোচনা করবোনা, আমরা আজকে জানবো এডোবির একটি সফটওয়্যার "Adobe Photoshop CS6" কিভাবে ফ্রিতে ডাউনলোড করা যেতে পারে?

এডোবি ফটোশপ কি?

এডোবি ফটোশপ এডোবি কোম্পানির একটি সফটওয়্যার যা দ্বারা বিভিন্ন প্রকার ছবি এডিট করা হয় ও গ্রাফিক্স ডিজাইনেরও কাজ করা হয়। তবে গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য এডোবি ইলাট্রেটর সব থেকে বেস্ট। কিন্তু ছবি এডিট করার জন্য এডোবি ফটোশপের বিকল্প আর কিছু নেই। 

এডোবি ফটোশপ দিয়ে আপনি যে কোন ধরনের ছবি ও ব্যানার ইত্যাদি ডিজাইনের কাজ করতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভিজিটিং কার্ড, ব্যানার, পোস্টার ইত্যাদি সহ যে কোন ধরনের ছবি এডিট করতে পারবেন খুব সহজে। সেই সাথে আরো অনেক কিছুই করতে পারবেন এডোবি ফোটোশপ দিয়ে।

এডোবি ফটোশন কিভাবে ডাউনলোড করবেন?

এডোবি কোম্পানি বর্তমানে এডোবির প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রোভাইড করে এডোবি Adobe Creative Cloud এর মাধ্যমে যার জন্য আপনাকে মাসিক চার্জ দিতে হবে সফটওয়্যারটির লাইসেন্স সংগ্রহ করার জন্য অন্যথায় আপনি ব্যাবহার করতে পারবেন না। অথবা আপনি বিভিন্ন ক্রা*কেড ভার্সন ব্যাবহার করতে পারেন যদি ফ্রিতে ব্যাবহার করতে চান। এখানে ক্লিক করলে আপনি Adobe Photoshop CS6 ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তবে আগেই বলি এটা ক্রা*কেড কিনা আমি জানিনা, তবে এর জন্য আলাদা ভাবে কোন কিছু সেটয়াপ করতে হয়না, সুধু এটা ইন্সটল দিলেই আপনি ব্যাবহার করতে পারবেন। আমি গত ৩ বছরের বেশি সময় ধরে এটা ব্যাবহার করছি।   

এডোবি ফটোশপ CS6 এই ভার্সনটা ইন্সটল করা একদম সহজ। ইন্সটল করতে হলে সুধু নেক্সট নেক্সট দিলেই হবে। এবং অবশ্যই Installation Path Select করতে হবে। আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন আশা করি এটা পারবেন। 




Sunday, July 24, 2022

Portfolio Website HTML Template Free Download | AMAZING BG

Portfolio Website HTML Template Free Download | AMAZING BG

পোর্টফলিও অনলাইন সেক্টরে কাজ করতে হলে একটি পোর্টফলিও অনেক ভুমিকা রাখে। আপনি আপনার ব্যাক্তিগত পরিচয় ও আপনার স্কিলসেট একটি পোর্টফলিওর মাধ্যমে ডিজিটালি উপস্থাপন করতে পারেন। বর্তমানে অনেকভাবেই পোর্টফলিও বানানো যায়, তবে আপনি যদি একজন দক্ষ ব্যাক্তি ও ক্রেটিভ পার্সন হোন অবশ্যই একটি ভালো মানের পোর্টফলিও আপনার প্রয়োজন হবে। 

আইটি সেগমেন্টের পোর্টফলিও গুলো সব ওয়েব ভিত্তিক হয়ে থাকে তাই এইসব পোর্টফলিওগুলো এইচটিএমএল, সিএসএস এর মত ভাষা দিয়ে বানানো হয়। যারা ওয়েব নিয়ে কাজ করেন তারা ইতি মধ্যে জানেন ওয়েবসাইট বানানোর জন্য অনেক সিএমএস অ্যাপ্লিকেশন রয়েছে তবে পোর্টফলিওর জন্য সাধারন ভাবে এইচটিএমএল দিয়েই খুব ভালোভাবে করা যায়। এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট বানাতে অনেক টাইম লাগে তাই যদি এমন হয় কেউ আপনার হয়ে একটি এইচটিএমএল সিএসএস ওয়েবসাইট বা পোর্টফলিও টেমপ্লেট করে দিলো। জ্ব্যি হ্যা আমাদের দক্ষ টিম ইতিমধ্যে একটি পোর্টফলিও ওয়েবসাইট বানিয়েছেন যা আপনারা এখানে ক্লিক করে ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।

এই টেমপ্লেটটির লাইভ লিংকঃ Portfolio Website - AJ Digital iT

আমাদের এইচটিএমএল টেমপ্লেটটি ডাউনলোড করার পর আপনি একটি Zip ফাইল পাবেন, এটা Unzip করার মাধ্যমে আপনি এটা যে কোন যায়গায় হোস্ট করে আপনার বলে উপস্থাপন করতে পারবেন। আপনার পোর্টফলিও ফ্রিতে আমাদের সার্ভারে হোস্ট করতে এখানে ক্লিক করুন।

উক্ত পোর্টফলিওটা আপনি যে কোন পার্পসে ব্যাবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনি এটা আপনার পার্সোনাল কাজের জন্যই ব্যাবহার করবেন। 

আমাদের পোর্টফলিওটা আপনি Unzip বা Extract করার পর এর এইচটিএমএল কোড ইচ্ছা মত কাস্টমাইজ করে নিতে পারেন। কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনার এইচটিএমএল, সিএসএস নলেজ থাকা প্রয়োজন। 

আপনি যদি আমাদের টেম্পলেটটি ব্যাবহার করতে না পারেন বা কোন সমস্যা ফেস করে থাকেন তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মোতামত। 

ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য।

Saturday, July 23, 2022

মাইক্রোসফট অফিস ২০১৬ কিভাবে ফ্রীতে ডাউনলোড করা যায়

মাইক্রোসফট অফিস ২০১৬ কিভাবে ফ্রীতে ডাউনলোড করা যায়

মাইক্রোসফট অফিসবিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ্লিকেশন। মাইক্রোসফট অফিসের রয়েছে হিসাব সংরক্ষনের জন্য মাইক্রোসফট এক্সেল ও  এক্সেস, কম্পোজ করার জন্য রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, বিভিন্ন বিষয় উপাস্তাপন করার জন্য রয়েছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সেই সাথে আরো অনেক কিছু। আর এই সব কিছু ব্যাবহার করতে হলে প্রয়োজন হবে মাইক্রোসফট অফিস যার মধ্যে অফিস প্রোগ্রামের সকল কিছু রয়েছে। 

মাইক্রোসফট অফিস যারা ব্যাবহার করেন তারা অনেক সময় নতুন ইউন্ডোজ সেটয়াপ করলে সেটি সকল সফটওয়্যারের সাথে মাইক্রোসফট অফিস ও চলে যায়। আবার নতুন করে বাজারে গিয়ে ৪০-৫০ টাকা দিয়ে ডিস্ক কিনে সেটাপ দিতে হয়। তবে আর যেতে হবেনা কোন দোকানে। আমাদের আজকের এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে আপনি মাইক্রোসফট অফিস ফ্রিতে অনলাইন থেকে ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন। 

বিঃদ্রঃ আমাদের আজকের এই পোস্টে যেই অফিস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেখানো হবে সেটি মাইক্রোসফট অফিসের ২০১৬ সংস্করন!

How to Download MS Office 2016 for free

মাইক্রোসফট অফিস ২০১৬ ডাউনলোড করা একদম ইজি, কারন আমাদের এই পোস্টে দেওয়া রয়েছে মাইক্রোসফট অফিসের পুরো সেটয়াপ ফাইল গুগল ড্রাইভে আপলোড করে শেয়ারাবল লিংক! যার মধ্যে ক্লিক করে আপনি খুব সহজে মাইক্রোসফট অফিসের ২০১৬ সংস্করন ডাউনলোড করতে পারেন।

মাইক্রোসফট অফিস ২০১৬ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি গুগল ড্রাইভে আপলোড কৃত ফাইলটি দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। 

উপরে দেখানো স্ক্রিনশটে যেখানে লাল মার্ক করা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর কিভাবে ইন্সটাল ও সেটয়াপ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Wednesday, July 20, 2022

অসাধারণ পোর্টফলিও ওয়েবসাইট এইচটিএমএল টেমপ্লেট

অসাধারণ পোর্টফলিও ওয়েবসাইট এইচটিএমএল টেমপ্লেট

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনলাইনে বিভিন্ন সেক্টরে কাজ করেন। কিন্তু বর্তমান সময়ে অনলাইনে ক্লায়েন্ট পেতে হলে তারা অবশ্যই আপনার পোর্টফলিও দেখতে চাইবে। যার মধ্যে আপনার বিষয় সকল তথ্য দেওয়া থাকবে। বিশেষ করে আপনি কি কাজ করেন? আপনার প্রফেশন কী? আপনার অভিজ্ঞতা কেমন? এছাড়াও আপনার পুর্বের করা প্রজেক্ট, আপনার কোন টিম থাকলে তাদের ইন্ট্রডাকশন।  আমাদের আজকের এই আর্টিকেল শেষ পর্যন্ত পরলে আপনি একটি পোর্টফলিও ওয়েবসাইট (এইচটিএমএল) টেমপ্লেট একদম ফ্রীতে পাবেন। যা আপনি ইচ্ছা মত কাস্টমাইজ করতে পারবেন।



কেন পোর্টফলিও ওয়েবসাইট প্রয়োজন?

আমরা সকলেই জানি কোন কোম্পানি বা কোথায় চাকরির জন্য আবেদন করতে গেলে একটি CV বা Resume লাগে। যার মধ্যে বিভিন্ন বিষয় যেমন, পড়াশোনা, স্কিল, বায়োগ্রাফি ইত্যাদি লেখা থাকে। পোর্টফলিওটাও সিভির মতই কাজ করে তবে পর্টফলিও সিভির থেকেও অনেক অ্যট্রাক্টিভ। কারন সিভিতে সুধু টেক্স থাকে এবং কাগজেই বেশি দেখা যায়। তবে পর্টফলিও ওয়েবসাইট একটি ডিজিটাল ওয়েব পেইজের মত কাজ করে। আপনি নিশ্চয় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করেছেন। আপনার পোর্টফলিওটাও একটি ওয়েবসাইটের মতই কাজ করবে। সুতরাং বুঝতেই পারছেন ধরতে গেলে এটা একটি ডিজিটাল সিভিও বলা যায়। যার মধ্যে আপনি সব কিছু উপস্থাপন করতে পারবেন। এতে করে অনলাইন সেক্টরের যে কোন কাজ আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। পোর্টফলিও ওয়েবসাইট টেমপ্লেট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আপনি যদি ফ্রীতে পোর্টফলিও ওয়েবসাইট বানাতে চান এবং লাইভ হোস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করুন। 






Friday, April 29, 2022

মেসেঞ্জারে দেওয়া ভয়েস কিভাবে ডাউনলোড করবো how to download voice on facebook messenger

মেসেঞ্জারে দেওয়া ভয়েস কিভাবে ডাউনলোড করবো how to download voice on facebook messenger


ফেসবুক বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সোসিয়াল অ্যাপ্লিকেশন এবং এই ফেসবুকের রয়েছে একটি নিজস্ব চ্যাট অ্যাপ যার নাম মেসেঞ্জার (Messenger). ফেসবুকের এই মেসেঞ্জার অ্যাপটি, ফেসবুক ব্যাবহার কারীর মধ্যে ৯৫% মানুষ ব্যাবহার করে থাকে যা বর্তমানে অনেক জনপ্রিয়। 

দৈনিক বন্ধুদের সাথে আড্ডা, কথা বলা, অডিও ও ভিডিও কল করা এবং বিভিন্ন ইমুজি ও স্টিকার সহ রয়েছে সরাসরি ভয়েস এসএমএস দেওয়ার সুযোগ। এবং এই ভোয়েস আমরা সুধু ফেসবুকেই শুনতে পারি বা অন্যকে ফরওয়ার্ড করতে পারি, আমরা চাইলেও মেসেঞ্জারে দেওয়া ভোয়েস হোয়াটসঅ্যাপ বা অন্য কোথায় দিতে পারিনা! 

আজকের এই আর্টিকেলে মূলত শেয়ার করবো কিভাবে আপনি খুব সহজে ফেসবুক মেসেঞ্জারে কারো শেয়ার করা ভয়েস ডাউনলোড করতে পারেন। এবং সেই ভয়েস বা অডিওটি অন্য যে কোন যায়গায় ব্যাবহার করতে ও শেয়ার করতে পারেন।


নিচের স্ক্রিনশট একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, আমার ছোট বোন একটা ভয়েস পাঠিয়েছে তবে আমি ভিয়েসটি একটা কাজে ব্যাবহার করতে চাচ্ছি। এর জন্য ভয়েস ডাউনলোড দেওয়া প্রথম কাজ। তবে চলুন দেখি ভয়েসিটি কিভাবে ডাউনলোড করা যায় সেটা দেখি।

উপরের দেখানো স্ক্রিনশটের ভয়েস আমি ডাউনলোড করতে চাচ্ছি। ফেসবুকে কারো দেওয়ার ভয়েস ডাউনলোড করার জন্য আপনার সর্বপ্রথম আপনার ফোনে থাকা Google Chorome অ্যাপটি ওপেন করবেন এবং এরপর সার্চবারে লিখবেন facebook অথবা সরাসরি ভিজিট করুন https://www.facebook.com ওয়েবসাইটে।

নিম্নে দেখানো প্রথম ওয়েবপেইজ লিংকে আমি ক্লিক করছি।

এবারে ফেসবুকের হোম পেইজ আসবে যা নিম্নের স্ক্রিনশটে দেখানো হলো।

এখানে আপনার ফেসবুকের মোবাইল নাম্বর অথবা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন। যা দিয়ে আপনার ফেসবুক আইডি খোলা হয়েছে। ফেসবুকে লগিন দিলে ফেসবুক ওয়েবসাইট মোবাইল ভার্শনে ওপেন হবে।

এখান থেকে চ্যাট/মেসেজ আইকনে ক্লিক দিতে হবে যা উপরের ছবিতে লাল মার্ক করে দেখানো হলো।

এবারে যেই ভয়েসটি ডাউনলোড করতে চান সেই ভয়েসটি যে পাঠিয়েছে তার মেসেঞ্জারে প্রবেশ করুন।

এবার S HI ZU Ka নামের আইডির ইনবক্স ওপেন হবে। 


নিম্নে দেখানো স্ক্রিনশটে লাল মার্ক করা এই ভয়েসটি আমি ডাউনলোড করবো!

ভয়েসটি ডাউনলোড করতে, ভয়েস উপর একটি ক্লিক দিতে হবে। ক্লিক দেবার সাথে সাথেই ভয়েসটি আপনার মোবাইল স্টোরেজে ডাউনলোড হয়ে যাবে।

এবার ডাউনলোড কৃত ফাইলটি পেতে File Manager থেকে Download ফোল্ডার চেক করলেই পাবেন।


আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে মেসেঞ্জার ভয়েস ডাউনলোড করবেন।

এই টপিকে কোন প্রকার সমস্যা ফেস করে থাকলে ও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। 

আমাদের আজকের আর্টিকেলটি লিখতে সহযোগিতা করেছেন Miss Mony


Monday, January 24, 2022

কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন?  How to make landing page

কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন? How to make landing page

ল্যান্ডিং পেইজ একটি ওয়েবসাইটের খুবি গুরুত্বপূর্ণ জিনিস। তবে অনেকেই জানেনা ল্যান্ডিং পেজ কী। যারা জানেন না তাদের ও কোন সমস্যা নেই কারন আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট একটি ল্যান্ডিং পেজ বানিয়ে দেখাবো এবং পুরো এই প্রোজেক্টের সোর্স কোড পেয়ে যাবেন একদম ফ্রীতে! 

আজকের এই প্রজেক্ট বানানো হবে এইচটিএমএল ও সিএসএস (HTML, CSS) দিয়ে। যেহুতু আজকে কডিং দিয়ে কাজ  করব, সুতরাং সবাই মনোযোগ সহকারে আর্টিকেলটি পরবেন।


কডিং শুরু করার আগে এক পলকে জেনে নেই ল্যান্ডিং পেজ কি ও কোনটাকে ল্যান্ডিং পেজ বলা হইয়?

ল্যান্ডিং পেজ যা মূলত একটি হোম পেজ আকারে থাকে, ধরুন আপনি একটি ওয়েবসাইট বানালেন। এখন কোন ব্যাক্তি যখন আপনার ওয়েবসাইট ঢুকবে এবং ঢোকার সাথে সাথে জেই জিনিস গুলো দেখা যাবে অই গুলো সব মিলেই একটা ল্যান্ডিং পেজ যা একটি ওয়েবসাইটের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। 

ল্যান্ডিং পেজ এইচটিএমএল ও সিএসএস দিয়ে

প্রথমেই একটি কোড ইডিটর প্রয়োজন যেটা ব্যবহার করে কোডিং লিখবেন। কিভাবে এবং কোথায় কোড লিখবেন? এটা জানার জন্য এখানে ক্লিক করুন। 

আমরা কিছু স্টেপ ফলো করে কোড লিখবো যেমন প্রথমে এইচটিএমএল তারপর এইচটিএমএল এর মার্কাপ এবং তার পর এসএমএস লিখবো এবং রেসাল্টে ঠিক নিচে দেখানো ছবির মতো একটি ল্যান্ডিং পেজ পাবেন।



সোর্স কোড লিংকঃ- ক্লিক হেয়ার

Friday, January 21, 2022

কিভাবে কপিরাইট বিভিন্ন ছবি ও ভিডিও ডাউনলোড দিবেন

কিভাবে কপিরাইট বিভিন্ন ছবি ও ভিডিও ডাউনলোড দিবেন

 আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আরেকটি নতুন আর্টিকেলে, আজকে আমরা মূলত দেখবো আমাদের ফেসবুক পেইজ ও ইউটুবের জন্য কিভাবে ফ্রী ছবি ও ভিডিও পাবো?

আজকে আমি ৩ টা সোর্স বা মাধ্যম দেখাবো যার সাহায্যে আপনি আপনার পেজের জন্য কপিরাইট ইমেজ ও ভিডিও ডাউনলোড করতে পারেন।  এবং এইগুলো সম্পুর্ন ফ্রীতে আপনার ফেসবুক বিজনেস পেইজ ও ইউটুবে কন্টেন্ট হিসেবে আপলোড করতে পারবেন। কোন কপিরাইট ইস্যু ছাড়া কোন ঝামেলা ছাড়াই। সুতরাং সবাই মনযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন যাতে আমরা আরো নতুন নতুন আর্টিকেল লিখতে উৎসাহ পাই।



অনলাইন মার্কেটিং ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টেন্ট, আর আপনি যদি কন্টেন্ট তৈরি করতে চাইন তাহলে সব থেকে রিচেবল কন্টেন্ট হচ্ছে  ভালো মানের ছবি ও ভিডিও। এই ছবি গুলো আপনি চাইলে অনলাইন থেকে নানান মাধ্যমে মেনেজ করতে পারেন তবে এর জন্য বিভিন্ন কপিরাইট ইস্যু, লিগাল লাইসেন্স নিয়ে ঝামেলা ফেইস করতে হয়। 

কিন্তু আজকে আমরা যেই সোর্স গুলো সমপর্কে বলবো সে গুলো আপনি আপনার বিজনেস পেইজ ও ইউটুবে নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন। 

1. Pixabay



এটা আমার পছন্দের একটি সোর্স যা আমি সব সময় ব্যাবহার করি।  পিক্সেব্য্যতে আপনি মোটামুটি সব রকম ছবি ও ভিডিও পাবেন যা ফ্রীতে ব্যাবহার যোগ্যা। পার্সোনালি আমি আমার মার্কেটিং এর জন্য ছবি ও ভিডিওর সোর্স হিসেবে পিক্সেবে ব্যাবহার করে থাকি। আপনারা চাইলে নিৎসন্দে এটা ব্যাবহার করতে পারেন। গুগলে সার্স করলেই পাবেন Pixabay

2. Unsplash



Unsplash এটিও ঠিক একি ভাবে Pixabay এর মত তবে এটার মধ্যে গ্রাফিক্স বা ভেক্টর জাতীও সোর্স পাবেন না, তবে অসংখ্য পরিমানে ছবি পাবেন যা হাইট উইদ দেখে আপনি ডাউনলোড করতে পারেন। আমি আমার যত গুলো ওয়েবসাইট বানিয়েছি সব গুলোরস সোর্স হিসেবে Unsplash ব্যাবহার করেছি। এর কারণ হচ্ছে Unsplash এ একটা সোর্স নামক সিস্টেম আছে যা কডিং করার সময় আপনি ইমপোর্ত দিলে অটো মেটিক ছবি চলে আসবে আপনাকে এক্সট্রা করে ডাউনলোড দেওয়া লাগবেনা। সুধু ক্যাটাগরি দিলেই হবে। তবে তুলনা মূলক ভাবে Pisabay বেস্ট চয়েজ।

3. Pixels



পিক্সেলস এটা নিয়ে তেমন কিছু বলা নেই পিক্সেবে আর পিক্সেলস ২টা প্রায় সেম তবে পিক্সেবে ফিচারর বেশি আছে যা পিক্সেলস নেই। এবং স্টোক ফোটো ও গ্রাফিক্স রেজিস্টার প্রাপ্ত সাইট হচ্ছে Pixbay সুতরাং Pixels থেকে Pixbay ভালো। আমি রিকমেন্ড করবো Pixbay বা Unsplash ব্যাবহার করার জন্য।