Showing posts with label Daraz. Show all posts
Showing posts with label Daraz. Show all posts

Thursday, June 2, 2022

দারাজ থেকে অর্ডার করার নিয়ম | দারাজে অ্যাকাউন্ট করে কিভাবে?

দারাজ থেকে অর্ডার করার নিয়ম | দারাজে অ্যাকাউন্ট করে কিভাবে?

দারাজ ইতিমধ্যে বাংলাদেশের সর্ববৃহত একটি ই-কমার্স প্লাটফর্ম। দারাজে আপনি পাবেন সকল ধরনের পণ্য এবং দারাজ বাংলাদেশে রয়েছে ২০ মিলিয়নের ও বেশি প্রোডাক্ট! মানে বুঝতেই পারছেন সব ধরনের প্রোডাক্ট দারাজে আছে। দারাজ একটি অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান তাই খুব সহজেই ঘরে বসে দারাজ থেকে অর্ডার করা যায় এবং নির্দিষ্ট সময়ে দারাজ আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌছে দিবে।  আজকের এই আর্টিকেলে আমরা জানবো কিভাবে আপনি খুব সহজে দারাজ থেকে পছন্দের পণ্যটি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন। 
দারাজ থেকে অর্ডার করতে হলে অবশ্যই দারাজে আপনার একটি অ্যাকাউন্ট থাকা লাগবে আর যদি অ্যাকাউন্ট না থাকে কোন সমস্যা নেই। কারন আজকের আর্টিকেলে দারাজ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অর্ডার দেওয়া পর্যন্ত আপনাদেরকে শেখাবো। তাই সবাইকে অনুরোধ করা হলো মনোযোগ দিয়ে লিখাগুলো পড়ার জন্য।

দারাজে যেভাবে অ্যাকাউন্ট খুলবেন?

দারাজে অ্যাকাউন্ট খোলার জন্য চলে যেতে হবে দারাজের অফিসিয়াল ওয়েবসাইট daraz.com.bd বা ক্লিক করুন এখানে। দারাজের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিন পাবেন। এবার এখান থেকে SINGUP/LOGIN এখানে ক্লিক করবেন। নিচে দেখানো লাল মার্ক করে দেখানো হলো। 

SINGUP/LOGIN এ ক্লিক করার পর অ্যাকাউন্ট তৈরি করার পেইজে নিয়ে যাবে। নিচের ছবিটি লখ্য করলে দেখতে পাবেন এখানে আপনাকে লগিন করতে বলছে। (আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ইমেইল/নাম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগিন দিতে পারেন) যদি আপনি দারাজে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে দারাজে একটি নতুন অ্যাকাউন্ট করা লাগবে। নতুন অ্যাকাউন্ট করার জন্য Register এই নাম্বরে ক্লিক করতে হবে। অথবা আপনি ঝামেলা বিহীন সরাসরি Google বা Facebook এর মাধ্যমেও লগিন/রেজিস্টার করতে পারেন। (নিচের ছবিতে লাল মার্ক করে দেখানো হলো রেজিস্টার বাটন) আমি এখানে সররাসরি রেজিস্টার করবো তার রেজিস্টার বাটনে ক্লিক করছি।

এবার এখান থেকে Register এই বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করলে নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি পেইজ আসবে।

উপরে দেখানো স্ক্রিনশটের মত একটি পেইজ আসবে। এখানে আপনি আপনার তথ্যগুলো দিবেন। নিচের স্ক্রিনশটে আমি আমার তথ্য দিয়ে পুরন করা পেইজটির স্কিনশট দিচ্ছি।
এখানে লাল মার্ক করে দেখানো এটা স্লাইড করতে হবে। এতে করে আপনার সিমে বা মোবাইল নাম্বরে একটি কোড যাবে। এবং অইটা দিয়ে ভেরিফাই করতে হবে যা নিচের স্ক্রিনশটে দেখানো হলো-
সব শেষে নির্দিষ্ট তথ্য দেওয়ার পর SING UP এই বাটনে ক্লিক করতে হবে। এবং আপনার অ্যাকাউন্ট সম্পন্ন হবে যা নিচের স্ক্রিনশটে দেখানো হলো।

How to Order in Daraz? দারাজে কিভাবে অর্ডার করবো?

অ্যাকাউন্ট তৈরি করার পর দারাজের হোম পেইজে যেতে হবে। হোম পেইজে যেতে ক্লিক করুন এখানে অথবা সার্স করুনঃ Daraz বা এন্টার করুনঃ https://www.daraz.com.bd । দারাজের হোম পেইজে গিয়ে আপনার পছন্দের পণ্যটি খুজে বের করুন অথবা সার্স করুন। 
এবার এখানে সার্স বারে আপনার প্রোডাক্টের নাম লিখে সার্স বাটনে ক্লিক করুন। আমি Sun Glass লিখে সার্স বাটনে ক্লিক দিচ্ছি।

আমি এখান থেকে প্রথম পণ্যটি অর্ডার করছি। অর্ডার করতে ছবিতে বা লিখাতে ক্লিক দিচ্ছি। 

এখান  থেকে Buy Now বা Add to Cart এ ক্লিক করবেন। এখানে যদি আপনি ডিরেক্ট এই পণ্যটি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে Buy Now এ ক্লিক করতে হবে। আর যদি আরো কিছু পণ্য একসাথে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে Add to Cart এই বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে Add to Cart করছি। যেনো এটা কার্টে অ্যাড হয়ে থাকে। অ্যাড টু কার্টে ক্লিক দেওয়ার পর একটি পপাপ (Popup Window) ওপেন হবে। এখান থেকে সরাসরি আমি চেক আউটে ক্লিক করছি। (Check Out) 

check Out এ ক্লিক করার পর, আমাকে অন্য একটি ট্যাবে নিয়ে যায় এবং এখানে আমার পুরো ঠিকানাটি দিবো। আপনি যেই ঠিকানায় প্রোডাক্ট নিতে চান সেই ঠিকানাটা লিখে দিন।

এখানে আপনার তথ্য  গুলো দেওয়ার পর, ডান পাশ থেকে প্রসেস টু পে এই বাটনে ক্লিক দিবেন। এবং পেমেন্ত মেথড সিলেক্ট করে নিবেন। আপনি ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন। এবং শব শেষে Order কমপ্লিট হয়ে যাবে। 

Monday, May 9, 2022

দারাজের ইতিহাস | দারাজ বাংলাদেশে কেন এত জনপ্রিয়? দারাজের মূল প্রতিষ্টাতা কে? দারাজের সকল তথ্য Daraz History in Details

দারাজের ইতিহাস | দারাজ বাংলাদেশে কেন এত জনপ্রিয়? দারাজের মূল প্রতিষ্টাতা কে? দারাজের সকল তথ্য Daraz History in Details

Daraz দক্ষিন এশিয়া ও পুর্ব এশিয়ার একটি লজিস্টিক ই-কমার্স প্রতিষ্ঠান। এবং বর্তমানে বাংলাদেশের লিডিং ই-কমার্স প্রতিষ্ঠান হচ্ছে দারাজ। দক্ষিন এশিয়ার মোট ৫ টি দেশে দারাজ প্রতিনিয়ত তাদের কার্যক্রম করে যাচ্ছে। The Daily Star এর একটি তথ্য সুত্রে দারাযে প্রতিদিন ৫০,০০০ এরও বেশি অর্ডার হচ্ছে। এছাড়াও দারাজে রয়েছে ৫০ হাজারের বেশি সেলার যার মধ্যে সুধু মাত্র বাংলাদেশের রয়েছে ৩৩ হাজার এক্টিভ সেলার। আমাদের আজকের এই পোস্ট/আর্টিকেলে শেয়ার করবো দারাজ নিয়ে বিস্তারিত। এবং শেয়ার করবো দারাজের ইতিহাস, কে বা কারা দারাজ প্রতিষ্টা করে, দারাজের দৈনিক সেল ও বছরের গর আয় ও সেলসহ আরো অনেক কিছু। সুতরাং আজকের এই আর্টিকেল আমি মনে করি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। 

দারাজের ইতিহাস

দারাজের যাত্রাটা শুরু হয় ২০১২ সালে। সেই সময় রকেট ইন্টারনেটের একজন এম্পলয় যার নাম মুবীন ময়ুর প্রধান প্রতিষ্ঠাতা ও সহকারী-প্রতিষ্টাতা ফরিস শাহয়ের হাত ধরে দারাজ প্রতিষ্টিত হয়। এই ২ জন মিলে ফ্যাশন জাতীয় প্রোডাক্ট খুচরা বিক্রি করার লক্ষ্যে দারাজ প্রতিষ্টা করেন। সেই সময় মুনীব রকেট ইন্টারনেটে কাজ করতেন এবং দারাজের প্রাথমিক অর্থায়ন এবং কাজ রকেট ইন্টারনেট করছিল। এবং ২০১২ সাল নাগাদ প্রথম তারা পাকিস্তানেই যাত্রা শুরু করে। 

রকেট ইন্টারনেট একটি ইউরোপীয় প্রতিষ্ঠান ছিলো। এবং ইউরোপ ও এমেরিকার মত দেশে ততদিনে এ্যামাজন, আলিবাবা, আলি-এক্সপ্রেসের মত বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান গ্রো হতে থাকে তাই ইউরোপীয়রা দক্ষিন এশিয়ার পাকিস্তানকে টার্গেট করে দারাজ ২০১২ সালে প্রথমবারের মত পাকিস্তানে লঞ্চ করে এবং পর্যায় ক্রমে Bangladesh, Nepal, Srilanka, Myanmar এর মত দেশগুলোতেও তাদের কার্যক্রম শুরু করে। 

দারাজ বাংলাদেশের ইতিহাস

২০১৫ সালে "দারাজ বাংলাদেশ" নামে বাংলাদেশে দারাজের কার্যক্রম শুরু করে। কার্যক্রম শুরু পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ততকালীন অধিনায়ক মুশফিকুর রহিম এর শুভেচ্ছা দূত হন।  দারাজ গ্রাহকের সেবা বৃদ্ধিতে ২০১৫ সালেই অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যাবহারকারীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন চালু করে। 


সফলতা ও সাপোর্ট

২০১৫ সালের সেপ্টম্বরে দারাজ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের মালিকানাধীন ফাইনান্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউট থেকে ৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগ পায়। এবং ঠিক তার পরের বছর ২০১৬ সালের জুলাই মাসে দারাজ কায়মুকে অধিগ্রহণ করে। দারাজ তখনো অব্দি খুব একটা সারা না ফেলতে পারলেও বাংলাদেশে আসার পর দারাজ বাংলাদেশ ফাস্টেস্ট গ্রোয়িং ব্রান্ড ও ফাস্টেড গ্রোইং লিডার হিসেবে বাংলাদেশ থেক অ্যায়ার্ড পায়।

দারাজ কেন এত জনপ্রিয়

বাংলাদেশের সর্ববৃহৎ লিডিং ই-কমার্স কোম্পানি দারাজ। যেখানে বাংলাদেশের মত দেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পন্য কেনা বেশ ঝামেলা বটে সেখানে বিদেশি সেলারদেরও প্রোডাক্ট সরসারি বাংলাদেশে ডেলিভারি করারও ব্যাবস্থা করে দিচ্ছে দারাজ। এছাড়াও ৭ দিনের ইজি রিটার্ন এবং দেশীয় পণ্য ২-৩ সর্বোচ্চ ৫ দিনে ডেলিভারির সুযোগ এবং সেই সাথে ঢাকার মধ্যে দারাজ মার্ট দিচ্ছে ২৪ ঘন্টা বা সেম ডে ডেলিভারি সুবিধা। দারাজ নিত্য নতুন সব ক্যাম্পিং বিভিন্ন স্পন্সরশীপে কাজ করে আসছে। এছাড়াও লোকাল কোন দোকানদার বা ব্যবসায়ী চাইলে দারাজে তার প্রোডাক্ট দেশে দেশের বাইরে সেল করতে পারবে। এত এত সব ফিচারের জন্য সবাই বাংলাদেশ ই-কমার্স বলতে সবাই দারাজকেই চিনে থাকে। 

দারাজের বর্তমান মালিক আলিবাবা?

ই-বানিজ্যের দানব হচ্ছে আলিবাবা, ২০১৮ সালের ৯মে আন্তরজাতিক দারাজগ্রুপকে কিনে নেয়। এবং আলিবাবা সম্পুর্ন মালিকানা লাভ করে। আলিবাবা যখন দারাজকে একুয়ার করে নেয় ঠিক তারপর পরই দারাজ আরো গ্রো করতে থাকে এবং দারাজ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার, থাইলেন্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, হংকং সহ এশিয়ার বেশ কিছু দেশে দারাজ ও লাজাডা নামে সেবা দিয়ে যাচ্ছে। 

দারাজের প্রত্যেকটি দেশেই রয়েছে হেডকুয়াটার। দারাজের বিভিন্ন অফিস ও হেডকুয়াটারের ঠিকানা জানতে এখানে ক্লিক করুন।