Showing posts with label Artificial Intelligence. Show all posts
Showing posts with label Artificial Intelligence. Show all posts

Friday, December 29, 2023

রোবটিক্স কি? Robotics Ki

রোবটিক্স কি? Robotics Ki

আজকের আর্টিকেলটি টেকনলোজি প্রেমিদের জন্য খুবই গুরত্বপূর্ণ আর্টিকেল। আজকের আর্টিকেলে জানাবো রোবটিক্স সম্পর্কে!

রোবোটিক্স কি?

রোবট শব্দটির সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত, এই শব্দটি দিয়ে আমরা এমন একধরনের যন্ত্রকে বোঝাই যেটি মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাকে রোবটিক্স বলা হয়ে থাকে।

রোবট কত প্রকার

রোবট কথাটি বলা হলে যদিও সাধারণভাবে আমরা মানুষের আকৃতির একটি যন্ত্র কল্পনা করি, কিন্তু প্রকৃত রোবট তার কাজের উপর নির্ভর করে যে কোনো আকারের বা আকৃতির হতে পারে। আজ থেকে এক যুগ আগেও রোবটের মূল ব্যবহার গাড়ির ওয়েল্ডিং কিংবা স্ক্রু লাগানোর মাঝে সীমাবদ্ধ ছিল। প্রযুক্তির উন্নতির সাথে সাথে রোবটের কার্যপরিধিও বেড়ে যেতে শুরু করেছে এবং এমন কোনো কাজ নেই যেখানে রোবট ব্যবহার করা হচ্ছে না।

রোবটিক্সের ক্ষেত্র বৃদ্ধি পেলেও তার গঠনে তিনটি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। সেগুলো হচ্ছে:
  1. একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয়, তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন হয়ে থাকে।
  2. রোবটের যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হয়।
  3. রোবটকে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
রোবট শিল্প এখনো তুলনামূলকভাবে নতুন হলেও এটি সাগরের গভীর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব জায়গায়, যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, সেখানে কাজ করে যাচ্ছে।

রোবটের ব্যবহার  ব্যবহার (Application)

১. বিপজ্জনক কাজে

মানুষের পক্ষে যে সব কাজ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ, যেমন সমুদ্রের তলদেশে, যে কোনো অনুসন্ধানী কাজে, মাইন ইত্যাদি বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণে, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে, খনির অভ্যন্তরের কোনো কাজে, নদী-সমুদ্রের নিচে টানেল নির্মাণ ইত্যাদি কার্যক্রমে রোবট ব্যবহৃত হয়।

২. শিল্প-কারখানায়

শিল্পোৎপাদন কাজে, শিল্প-কারখানার ভারী বস্তু নড়াচড়া করানো, প্যাকিং, সংযোজন, পরিবহন ইত্যাদি শ্রমসাধ্য কাজ ছাড়াও কম্পিউটার এইডেড কাজে রোবটিক্স-এর ব্যবহার রয়েছে।

৩. সুক্ষ্মাতিসূক্ষ্ম কাজে

মাইক্রোসার্কিটের উপাদান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষণ কাজ এবং ইলেকট্রনিক আইসি, প্রিন্টেড সার্কিট বোর্ড ইত্যাদির তৈরির জন্য রোবট ব্যবহৃত হয়।

৪. চিকিৎসা ক্ষেত্রে

সার্জারি, জীবাণুমুক্তকরণ, ওষুধ বিতরণ ইত্যাদি কাজে রোবট ব্যবহৃত হয়।

৫. সামরিক ক্ষেত্রে

বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ, বোমা নিষ্ক্রিয়করণ, যুদ্ধক্ষেত্রে এবং অন্যান্য মিলিটারি অপারেশনে রোবট ব্যবহৃত হয়।

৬. শিক্ষা ও বিনোদনে

শারীরিকভাবে অসুস্থ, পঙ্গু বা অটিস্টিক শিক্ষার্থীদেরকে বিশেষ শিক্ষা ব্যবস্থায় রোবটের ব্যাপক ব্যবহার রয়েছে। শিশুদের চিত্তবিনোদনের ক্ষেত্রে খেলনা রোবট এবং মিডিয়া আর্টের ক্ষেত্রেও রোবট ব্যবহৃত হয়।

৭. নিরাপত্তা ও পর্যবেক্ষণ

নিরাপত্তা ও পর্যবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য, অন্ধকারে কোনো আগন্তুককে পর্যবেক্ষণ করার জন্য, দুষ্কৃতকারী কিংবা বিপজ্জনক আসামীকে ধরার কাজে এবং পর্যবেক্ষণ ইত্যাদিতে পুলিশকে রোবট সহায়তা দিতে থাকে।

৮. মহাকাশ গবেষণা

মহাকাশ গবেষণায় মহাকাশে কিংবা অন্য গ্রহ-উপগ্রহ সম্পর্কিত নানাবিধ তথ্যানুসন্ধান ও বৈজ্ঞানিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বা মহাকাশ যান প্রেরণ করার সময় ব্যাপকহারে রোবটের ব্যবহার আছে।

৯. ঘরোয়া কাজে

দৈনন্দিন ঘরোয়া কাজে, গৃহকর্মী হিসেবে নিত্যনৈমিত্তিক কার্যাদি সম্পাদনের জন্য রোবট ব্যবহার করা হয়ে থাকে।

ভবিষ্যতে রোবটের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা আরো ব্যাপকভাবে সম্পৃক্ত করে রোবটকে অনেক নতুন নতুন কাজে ব্যবহার করা হবে। 

Wednesday, December 27, 2023

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)

চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়।

আজকের আর্টিকেলে থাকছেঃ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি,আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে,আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কি,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং কি ?,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি,আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: এআই,আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি?,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স hsc
{getToc} $title={এই পোস্টে যা যা থাকছে}

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো: চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়। কিন্তু অতি সম্প্রতি এই দূরবর্তী ভবিষ্যতের বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে শুরু করেছে। তার প্রধান কারণ, পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে।

What is AI

এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছেন যেটি মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে। সাধারণভাবে এটা নিউরাল নেট নামে পরিচিত। সহজভাবে বলা যায় এর একটি ইনপুট স্তর এবং আউটপুট স্তর রয়েছে যার মাঝখানের স্তরটি হচ্ছে 'লুক্কায়িত' স্তর (Hidden Layer)।

প্রথমে এই নিউরাল নেটকে ইনপুট এবং তার সাথে যুক্ত উদাহরণ আউটপুট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়, তখন "লুক্কায়িত” স্তরটি এমনভাবে পরিবর্তিত হতে থাকে যেন প্রশিক্ষণের জন্য দেওয়া ইনপুটের জন্য সত্যি আউটপুটটি পাওয়া যায়। একবার প্রশিক্ষণ দেওয়া হয়ে গেলে এই নিউরাল নেটকে সম্পূর্ণ নতুন ইনপুট দিলেও সেটি তার জন্য সম্ভাব্য সঠিক আউটপুটটি দিতে পারবে। যত বেশি ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, নিউরাল নেটটি তত ভালো কাজ করবে।

Artificial Intelligence

একটি লুক্কায়িত স্তর না রেখে একাধিক স্তর দিয়ে এই নেটকে আরো অনেক 'বুদ্ধিমান' করা সম্ভব। তখন নেটটি নিজেই ডেটা ব্যবহার করে শিখে নিতে পারবে। এই প্রক্রিয়ার নাম 'ডিপ লার্নিং' এবং বলা যেতে পারে এটি সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি একটি প্রক্রিয়া।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে তৈরি করা হয়? 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত C/C++, Java, MATLAB, Python, SHRDLU, PROLOG, LISP, CLISP, R ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়। কার্যকারিতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ডেভে লপারগণ তাঁদের পছন্দসই প্রোগ্রাম ব্যবহার করে থাকেন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে মেশিন লার্নিংয়ের কথা বলা যায়। বর্তমান Reinforcement Learning গবেষণার মূল ভিত্তি হচ্ছে একটি যন্ত্রকে আলাদাভাবে কোনো কিছু শেখানো হবে না। মেশিনের সামনে উপস্থিত বিশাল পরিমাণ ডেটা থেকে একটি যন্ত্র নিজেই শিখে নেবে। প্রথম প্রথম সিদ্ধান্ত নিতে ভুল হবে, কিন্তু ঠিক মানুষের মতোই যন্ত্র ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার

ইনপুট স্তর লুক্কায়িত স্তর আউটপুট স্তর আমরা আমাদের জীবদ্দশাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সফল প্রয়োগ দেখতে পাব, তার একটি হচ্ছে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি। আবহাওয়ার সফল ভবিষ্যৎবাণী আমরা ইতোমধ্যে দেখতে শুরু করেছি। এ ছাড়াও বর্তমান বিশ্বে কম্পিউটার প্রযুক্তিনির্ভর এমন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ নেই।

যেমন চিকিৎসাবিদ্যা, অটোমোবাইল, ফাইন্যান্স, সার্ভেইল্যান্স, সোশাল মিডিয়া, এন্টারটেনমেন্ট, শিক্ষা, স্পেস এক্সপ্লোরেশন, গেমিং, রোবটিক্স, কৃষি, ই- কমার্সসহ স্টক মার্কেটের শেয়ার লেনদেন, আইনি সমস্যার সম্ভাব্য সঠিক সমাধান, বিমান চালনা, যুদ্ধক্ষেত্র পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার বর্তমানে পরিলক্ষিত হচ্ছে।




তথ্য সুত্র: ১১-১২ শ্রেণির তথ্য ও প্রযুক্তি বই থেকে সংগ্রহীত!




Thursday, December 7, 2023

ফেসবুকের নতুন ইমেজ জেনারেটর এআই | Facebook Image Generator | Meta AI

ফেসবুকের নতুন ইমেজ জেনারেটর এআই | Facebook Image Generator | Meta AI

ফেসবুক সম্প্রতি একটি নতুন ইমেজ জেনারেটর এআই চালু করেছে যা একজন ইউজার তার দেওয়া টেক্সট দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ইমেজ তৈরি করতে পারবে। এই নতুন প্রযুক্তিটিকে "মেটাভার্সের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার" হিসাবে দেখা হচ্ছে, যেখানে ইউজাররা তাদের নিজস্ব ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করতে এবং একসাথে যোগাযোগ করতে পারবে।

নতুন ইমেজ জেনারেটর এআইকে "আইমেজ টেক্সট-টু-ইমেজ" বলা হয়। তবে ওয়েবসাইট অনুসারে নাম দেওয়া আছে Imagine With Meta Ai এটি একটি Ai Tools। এই এআইটি একটি ভাষা মডেল যা চিত্রের একটি বিশাল ডেটাসেটে প্রশিক্ষিত। এই ডেটাসেটটিতে বাস্তব বিশ্ব থেকে নেওয়া চিত্র এবং কল্পিত বিশ্ব থেকে নেওয়া চিত্র উভয়ই রয়েছে।

একজন ইউজার AI Image টেক্সট-টু-ইমেজ ব্যবহার করে যেকোনো ধরণের আর্ট/ছিবি তৈরি করতে পারবে। তারা একটি নির্দিষ্ট বিষয়, শৈলী বা বাস্তবসম্মততা বেছে নিতে পারবে। উদাহরণস্বরূপ, আপনি একটি প্রাণী, একটি প্রকৃত দৃশ্য বা একটি বিজ্ঞান কল্পকাহিনী চিত্র তৈরি করতে চান? সেটা কমান্ড আকারে বা টেক্সট আকারে লিখে দিলেই জেনেরেট হয়ে যাবে।  

Meta Imagine Ai

টেক্সট-টু-ইমেজ এখনও উন্নয়নাধীন, তবে এটি ইতিমধ্যেই অনেক ধরণের সৃজনশীল উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। উদাহরণস্বরূপ, এটি ব্যবহার করা হচ্ছে:

  • নতুন পণ্য এবং পরিষেবার ধারণাগুলির জন্য দ্রুত প্রাথমিক ধারণা তৈরি করতে
  • বিজ্ঞাপন এবং বিপণন সামগ্রী তৈরি করতে
  • শিক্ষামূলক উপকরণ তৈরি করতে
  • শিল্প এবং সাহিত্যের জন্য নতুন ধারণাগুলি অন্বেষণ করতে

Meta AI টেক্সট-টু-ইমেজ একটি শক্তিশালী টুলস যাতে আমাদের সৃজনশীলতা এবং যোগাযোগের উপায়কে পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে আমাদের চারপাশের বিশ্বকে নতুন উপায়ে দেখতে এবং আমাদের চিন্তাভাবনা এবং ধারণাগুলিকে নতুন উপায়ে প্রকাশ করার জন্য এই টুলস।

Meta Ai Image Tools টেক্সট-টু-ইমেজের সম্ভাব্য ব্যবহার

আইমেজ টেক্সট-টু-ইমেজের সম্ভাব্য ব্যবহারগুলি অসীম। এখানে কয়েকটি উদাহরণ রয়েছে:

  • শিল্প: শিল্পীরা আইমেজ টেক্সট-টু-ইমেজ ব্যবহার করে নতুন ধারণাগুলি অন্বেষণ করতে এবং তাদের কাজের জন্য নতুন শৈলী তৈরি করতে পারেন।
  • সাহিত্য: লেখকরা আইমেজ টেক্সট-টু-ইমেজ ব্যবহার করে তাদের গল্পগুলিকে চিত্রিত করতে এবং তাদের পাঠকদের জন্য একটি আরও বাস্তব অভিজ্ঞতা তৈরি করতে পারেন।
  • শিক্ষা: শিক্ষকরা আইমেজ টেক্সট-টু-ইমেজ ব্যবহার করে শিক্ষামূলক উপকরণ তৈরি করতে পারেন যা শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষক এবং বোঝার মতো।
  • বিপণন: বিপণকরা আইমেজ টেক্সট-টু-ইমেজ ব্যবহার করে নতুন বিজ্ঞাপন এবং বিপণন সামগ্রী তৈরি করতে পারেন যা আরও আকর্ষণীয় এবং কার্যকর।

আইমেজ টেক্সট-টু-ইমেজ এখনও উন্নয়নাধীন, তবে এটি ইতিমধ্যেই অনেক ধরণের সৃজনশীল উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এটি একটি শক্তিশালী টুলস। যাতে আমাদের সৃজনশীলতা এবং যোগাযোগের উপায়কে পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে।

আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://ai.meta.com/

Saturday, November 11, 2023

Galaxy AI: The Future of Mobile Intelligence

Galaxy AI: The Future of Mobile Intelligence

Galaxy AI is a comprehensive mobile AI experience, powered by both on-device AI developed at Samsung and cloud-based AI enabled by the company's open collaborations with like-minded industry leaders. It is designed to transform the everyday mobile experience with the peace of mind that comes from Galaxy security and privacy.
{getToc} $title={Table of Contents}

Features

Some of the key features of Galaxy AI include:
AI Live Translate Call: This feature allows users to translate phone calls in real time, with audio and text translations appearing on-screen as they speak. This can be incredibly helpful for business travelers, students, and anyone else who needs to communicate with people who speak different languages.
 
AI Scene Recognition: This feature automatically detects and enhances photos based on the scene being captured. For example, it can automatically adjust the brightness, contrast, and saturation of a photo to make it look its best.
 
AI Battery Optimization: This feature intelligently manages battery usage to extend the life of your Galaxy device. It does this by learning how you use your device and prioritizing the apps and tasks that you use most often.
 
AI Security: Galaxy AI includes a number of security features to protect your device and data from unauthorized access. For example, it can be used to create a secure facial recognition lock screen and to scan apps for malware before you install them.

Benefits

Galaxy AI offers a number of benefits to users, including:
Improved productivity: Galaxy AI can help you to be more productive by automating tasks such as translating languages, optimizing battery usage, and detecting and enhancing photos.
Enhanced creativity: Galaxy AI can also help you to be more creative by providing you with tools such as scene recognition and AI-powered photo editing features.
Increased accessibility: Galaxy AI can make your Galaxy device more accessible by providing features such as AI Live Translate Call and screen magnification.
Improved security: Galaxy AI can help you to keep your device and data safe with features such as secure facial recognition lock screen and malware scanning.

Conclusion: Galaxy AI is a powerful and versatile AI platform that can transform the everyday mobile experience. It offers a wide range of features and benefits to users, including improved productivity, enhanced creativity, increased accessibility, and improved security.

Galaxy AI is scheduled to launch in early 2023, according to Samsung. This means that it could be launched as early as January or February of next year.

Samsung has not yet announced a specific launch date for Galaxy AI, but the company has said that it will be available on the latest Galaxy AI phones. This suggests that Galaxy AI will be integrated into the upcoming Galaxy S24 series, which is expected to be unveiled in early 2023.

I am excited to see what Galaxy AI has to offer, and I am looking forward to its launch in early 2023.

Additional thoughts

Galaxy AI is still under development, but it has the potential to revolutionize the way we use our mobile devices. As AI technology continues to evolve, we can expect to see even more innovative and useful features from Galaxy AI in the future.

Here are some specific examples of how Galaxy AI can be used to improve your everyday life:
A business traveler can use AI Live Translate Call to have a conversation with a client in another country without having to worry about language barriers.
A student can use AI Scene Recognition to take better notes in class by automatically enhancing photos of whiteboards and handouts.
 
A parent can use AI Battery Optimization to extend the life of their child's Galaxy device so that they can stay connected and entertained throughout the day.
 
A senior citizen can use AI Security to protect their device from malware and other threats, giving them peace of mind that their personal information is safe.

Galaxy AI is a powerful and versatile AI platform that has the potential to make our lives easier and more enjoyable in many ways.

Thursday, November 9, 2023

Galaxy AI - Samsung Galaxy AI is Coming

Galaxy AI - Samsung Galaxy AI is Coming

Internet at your fingertips. A camera in your pocket. And then, artificial intelligence improving your everyday life.

Galaxy AI

Samsung Galaxy helped democratize internet access and turned cameras into a communication tool we can’t live without. Even as all eyes are on AI, some of its best benefits haven’t come to mobile technology yet. Galaxy is about to change that.

Samsung Galaxy AI

No company can harness AI’s potential like Galaxy. Why? Because Galaxy puts the power of openness in the palm of your hand. Designed to empower everyone, everywhere, Galaxy AI is universal intelligence on your phone as you’ve never seen it before. In all the places it matters most — from barrier-free communication, to simplified productivity, to unconstrained creativity — we’re unleashing new possibilities.

Galaxy AI

Galaxy AI is a comprehensive mobile AI experience, powered by both on-device AI developed at Samsung and cloud-based AI enabled by our open collaborations with like-minded industry leaders. It will transform your everyday mobile experience with the peace of mind you count on from Galaxy security and privacy.

Galaxy AI

For a tiny glimpse of one benefit Galaxy AI will enable, look no further than the very thing our phones were originally created to do, calling each other. AI Live Translate Call will soon give users with the latest Galaxy AI phone a personal translator whenever they need it. Because it’s integrated into the native call feature, the hassle of having to use third-party apps is gone. Audio and text translations will appear in real-time as you speak, making calling someone who speaks another language about as simple as turning on closed captions when you stream a show. Because it’s on-device Galaxy AI, you can trust that no matter the scenario, private conversations never leave your phone.

Coming early next year, Galaxy AI will bring us closer to a world where some of the most common barriers to social connection dissolve, and communication is easier and more productive than ever.

That’s AI changing the world and your life for the better.

“Mobile technology has an incredible power to enable connection, productivity, creativity and more for people around the world, but until now, we haven’t seen mobile AI ignite that in truly meaningful ways,” said Wonjoon Choi, EVP and Head of R&D, Mobile eXperience Business. “Galaxy AI is our most comprehensive intelligence offering to date, and it will change how we think about our phones forever.”

Breakthrough experiences that empower real connection and open up new possibilities right from your phone. That’s Galaxy’s promise.

This is just a glimpse of what’s to come. Life opens up with Galaxy, so get ready for a new era of mobile AI.

Monday, August 7, 2023

AI.com Now Belongs to Elon Musk

AI.com Now Belongs to Elon Musk

In the latest chapter of Elon Musk’s saga to take over the world with corporations named after the letter “X,” the billionaire tech tycoon just snagged a coveted URL: AI.com

It's interesting that Elon Musk now owns the AI.com domain name. It's possible that he plans to use it for his own AI company, xAI, which he launched in July 2023. However, it's also possible that he just bought the domain name as an investment. Two-character domain names are very rare and valuable, so it's likely that he paid a lot of money for it.

Here's some more information about xAI:

  • It was founded by Elon Musk on March 9, 2023.
  • Its goal is to "understand the universe" through the use of artificial intelligence.
  • It is separate from Musk's other company, X Corp.
  • It is not yet clear what specific products or services xAI will offer.

I'll be interested to see what Elon Musk does with AI.com and xAI in the future. It's possible that he could use them to revolutionize the field of artificial intelligence.

Source: https://gizmodo.com/ai-dot-com-now-belongs-to-elon-musk-1850707248

Tuesday, May 2, 2023

What is Google Bard

What is Google Bard

Google Bard AI: A New Tool for Communication, Creativity, and Learning

{getToc} $title={Table of Contents}

Google Bard is a large language model (LLM) chatbot developed by Google AI. It is powered by the LaMDA (Language Model for Dialogue Applications) architecture, which is trained on a massive dataset of text and code. Bard can generate text, translate languages, write different kinds of creative content, and answer your questions in an informative way. It is still under development, but it has learned to perform many kinds of tasks, including:

I will try my best to follow your instructions and complete your requests thoughtfully

I will use my knowledge to answer your questions in a comprehensive and informative way, even if they are open ended, challenging, or strange.

I will generate different creative text formats of text content, like poems, code, scripts, musical pieces, email, letters, etc. I will try my best to fulfill all your requirements.


Bard is still under development, but it has the potential to be a powerful tool for communication, creativity, and learning. It is currently available in a limited capacity, but Google plans to release it to the public in the future.

How Google Bard Works

Google Bard is powered by the LaMDA architecture, which is a state-of-the-art LLM architecture that is designed for dialogue applications. LaMDA is able to generate text, translate languages, write different kinds of creative content, and answer your questions in an informative way.


LaMDA works by first understanding the context of your request. This includes understanding the words you use, the tone of your voice, and the context in which you are making your request. Once LaMDA understands the context, it can then generate a response that is tailored to your specific needs.


For example, if you ask Bard "What is the capital of France?", Bard will first understand that you are asking for a factual answer. It will then use its knowledge of the world to generate the response "Paris".


However, if you ask Bard "What is the meaning of life?", Bard will understand that you are asking for a more philosophical answer. It will then use its knowledge of the world and its understanding of human values to generate a response that is more thoughtful and nuanced.

The Potential of Google Bard

Google Bard has the potential to be a powerful tool for communication, creativity, and learning. It can be used to:

Communicate with others in a more natural and engaging way.

Generate creative content, such as poems, code, scripts, musical pieces, email, letters, etc.

Answer your questions in a comprehensive and informative way, even if they are open ended, challenging, or strange.

Learn new things and expand your knowledge.


The Future of Google Bard

Google Bard is still under development, but it has the potential to be a powerful tool for communication, creativity, and learning. Google plans to release Bard to the public in the future, and it is likely that Bard will continue to evolve and improve over time.


As Bard continues to develop, it is likely to become more and more useful for a variety of tasks. For example, Bard could be used to:

Help students learn new subjects.

Create new forms of art and entertainment.

Make customer service more efficient and effective.

Improve communication between people from different cultures.

The possibilities for Google Bard are endless. As Bard continues to develop, it is likely to have a profound impact on the way we live, work, and learn. Google Bard Ai

Bard Ai


Wednesday, April 26, 2023

What is Google Bard AI

What is Google Bard AI

Google Bard AI is a new artificial intelligence (AI) chatbot that is being developed by Google AI. Bard is based on the LaMDA family of large language models, and it is designed to be a more powerful and versatile chatbot than its predecessors.

A New Era of Artificial Intelligence

Bard is capable of carrying on conversations that are more natural and engaging, and it can also generate different creative text formats of text content, like poems, code, scripts, musical pieces, email, letters, etc.

Bard is still under development, but it has already learned to perform many kinds of tasks, including:

  • Answering your questions in a comprehensive and informative way, even if they are open ended, challenging, or strange.
  • Generating different creative text formats of text content, like poems, code, scripts, musical pieces, email, letters, etc.
  • Translating languages
  • Writing different kinds of creative content
  • Following your instructions and completing your requests thoughtfully.

Bard is still under development, but it has the potential to revolutionize the way we interact with computers. Bard could be used to provide customer service, to create educational content, or to simply keep us company. As Bard continues to develop, it is likely that we will find even more ways to use it.

The Benefits of Google Bard AI

There are many potential benefits to using Google Bard AI. For example, Bard could be used to:

Provide customer service: Bard could be used to answer customer questions, resolve issues, and provide support. This could free up human customer service representatives to focus on more complex tasks.

Create educational content: Bard could be used to create educational content, such as interactive textbooks, lessons, and quizzes. This could make learning more engaging and effective.

Write different kinds of creative content: Bard could be used to write different kinds of creative content, such as poems, stories, and scripts. This could help people to express themselves more creatively.

Keep us company: Bard could be used to keep us company, to chat with us, and to help us to pass the time. This could be especially beneficial for people who are lonely or isolated.

The Challenges of Google Bard AI

There are also some challenges associated with using Google Bard AI. For example, Bard could:

Be used to spread misinformation: Bard could be used to spread misinformation, such as fake news or propaganda. This could have a negative impact on society.

Be used to create harmful content: Bard could be used to create harmful content, such as hate speech or violent threats. This could create a hostile and unsafe environment.

Be used to invade our privacy: Bard could be used to invade our privacy by collecting data about our conversations and activities. This data could then be used to target us with advertising or to manipulate us.

It is important to be aware of the potential benefits and challenges of using Google Bard AI before deciding whether or not to use it. If you do decide to use Bard, it is important to use it responsibly and to be aware of the potential risks.

The Future of Google Bard AI

The future of Google Bard AI is still uncertain, but it has the potential to revolutionize the way we interact with computers. As Bard continues to develop, it is likely that we will find even more ways to use it. It is possible that Bard could eventually become a part of our everyday lives, helping us with tasks both big and small.

Monday, April 24, 2023

What is Artificial Intelligence

What is Artificial Intelligence

Artificial intelligence (AI) is intelligence demonstrated by machines, as opposed to the natural intelligence displayed by humans and animals. Leading AI textbooks define the field as the study of "intelligent agents": any device that perceives its environment and takes actions that maximize its chance of successfully achieving its goals. Colloquially, the term "artificial intelligence" is often used to describe machines (or computers) that mimic "cognitive" functions that humans associate with other human minds, such as "learning" and "problem solving".

AI research has been highly successful in developing effective techniques for solving a wide range of problems, from game playing to medical diagnosis. One of the most active areas of AI research is natural language processing (NLP), which is concerned with the interaction between computers and human (natural) languages.

Another major area of AI research is computer vision, which is concerned with the ability of computers to "see" and interpret the visual world. Computer vision has been used in a wide variety of applications, including self-driving cars, facial recognition, and medical image analysis.

AI research has also been successful in developing effective techniques for machine learning, which is the ability of computers to learn without being explicitly programmed. Machine learning has been used in a wide variety of applications, including spam filtering, fraud detection, and product recommendation.

Despite its successes, AI research has also faced a number of challenges. One of the biggest challenges is the "AI alignment problem", which is the problem of ensuring that AI systems behave in a way that is beneficial to humans. Another challenge is the "AI control problem", which is the problem of ensuring that AI systems can be controlled by humans.

Despite these challenges, AI research is a rapidly growing field with the potential to revolutionize many aspects of our lives. As AI research continues to progress, it is important to consider the potential benefits and risks of AI, and to develop policies that ensure that AI is used for good.

Here are some of the potential benefits of AI:

  • AI can help us to solve some of the world's most pressing problems, such as climate change, poverty, and disease.
  • AI can make our lives easier and more convenient. For example, AI-powered assistants can help us with tasks such as scheduling appointments, making travel arrangements, and shopping for groceries.
  • AI can help us to learn and grow. For example, AI-powered tutors can help us to learn new skills, and AI-powered tools can help us to analyze data and make better decisions.

Here are some of the potential risks of AI:

  • AI could be used to create autonomous weapons that could kill without human intervention.
  • AI could be used to create surveillance systems that could track our every move.
  • AI could be used to create systems that could discriminate against certain groups of people.

It is important to be aware of the potential benefits and risks of AI so that we can develop policies that ensure that AI is used for good. Some of the policies that we could consider include:

  • Developing international agreements that ban the development of autonomous weapons.
  • Creating regulations that govern the use of AI-powered surveillance systems.
  • Promoting diversity and inclusion in the development of AI systems.

The future of AI is uncertain, but it has the potential to revolutionize many aspects of our lives. It is important to be aware of the potential benefits and risks of AI so that we can develop policies that ensure that AI is used for good.

Thursday, March 16, 2023

আগামী সপ্তাহে পৃথিবী বদলে যাবে

আগামী সপ্তাহে পৃথিবী বদলে যাবে

আগামী সপ্তাহে পৃথিবী বদলে যাবে

ChatGPT-4

GPT-4 যা বর্তমান #ChatGPT থেকে 500 গুণ বেশি শক্তিশালী আগামী সপ্তাহে মুক্তি পাবে।

ChatGPT-এর বর্তমান সংস্করণটি 175 বিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার সহ GPT 3.5-এ নির্মিত।

কিন্তু GPT-4 এর 100 ট্রিলিয়ন এমএল প্যারামিটার রয়েছে।

GPT-4 ভিডিও, ছবি, শব্দ, সংখ্যা ইত্যাদি সহ একাধিক ধরণের ডেটা প্রক্রিয়া করতে সক্ষম হবে।

চ্যাট জিপিটি-৪

পরের সপ্তাহের মধ্যে, আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে সক্ষম হবেন একটি সিনেমার স্ক্রিপ্ট লিখতে, সিনেমার জন্য অভিনেতা তৈরি করতে AI ব্যবহার করতে, সিনেমাটি তৈরি করতে এবং বাস্তব জীবনের অভিনেতাদের নিয়োগ না করেই এটিকে জনসমক্ষে নিতে পারবেন।

পরের সপ্তাহের মধ্যে, আপনি স্ক্র্যাচ থেকে একদিনে শেষ করার জন্য একটি সম্পূর্ণ চিত্রিত 200 পৃষ্ঠার বই লিখতে সক্ষম হবেন।

 আগামী সপ্তাহে পৃথিবী বদলে যাবে...