Showing posts with label মুদ্রা. Show all posts
Showing posts with label মুদ্রা. Show all posts

Wednesday, February 9, 2022

বিটকয়েন প্রতিষ্ঠাতা কে?

বিটকয়েন প্রতিষ্ঠাতা কে?

বিটকয়েন প্রিথিবীর সর্বপ্রথম ক্রিপ্টকারেনসি যা মূলত ওপেন সোর্স ভিত্তিক ডিজিটাল কারেনসি। ২০০৮ সালের ১৮ এ আগস্ট bitcoin.org নামে রেজিস্টার করা হয় এবং সেই বছরেই আপিয়ার টু আপিয়ার ইলেক্ট্রনিক ক্যাডস সিস্টেম নামে একটি হোয়াইট পেপার পাবলিশ করা হয়।  হোয়াট পেপারটিতে বর্ননা করা ছিলো এপিয়ার  টু এপিয়ার নেটওয়ার্কটি কিভাবে কাজ করবে ও বিটকয়েন কী? সেই বিষয় বিস্তারিত লিখা ছিলো এবং এর পাবলিশারের নাম লিখা ছিলোঃ- শাতসি নাকামোটো

সেই থেকে বিটকয়েনের প্রতিষ্ঠাতা ও নির্মাতা হিসেবে শাতসি নাকামোটো সিকৃত! যদিও শাতসি নাকামোটোর পরিচয় নিয়ে রয়েছে এখনো রহস্য। নাকামোটো কি কোনো ব্যাক্টি বা কোন গষ্টি তা নিয়ে অনলাইনে বেষ বিতর্ক রয়েছে। ২০০৯ সালের ৩ এ জানুয়ারি ওপেন সোর্স প্রজেক্ট হিসেবে বিটকয়েনের প্রথম ভার্শন ডিরভালিস করা হয়। আর তখনি সাতশি গেনেসিস ব্লক নামে বিটকয়েন মাইনিং শুরু করেন। বিটকয়েনের প্রথম ট্রানজিশন হয় শাতসি নাকামোটোপ্রোগ্রামার হাল ফিন্নির মধ্যে। হাল ফিন বিটকয়েন সফটওয়্যার যেইদিন প্রথম রিলিজ করা হয় অইদিনি ডাউনলোড করেন। এবং ১০ তারিখ নাকামতোর কাছ থেকে ১০ ইউনিট বিট কয়েন পান।