Showing posts with label প্লাগিন. Show all posts
Showing posts with label প্লাগিন. Show all posts

Thursday, February 3, 2022

Elementor Page Builder - এলিমেন্টর পেইজ বুল্ডার WordPress Elementor

Elementor Page Builder - এলিমেন্টর পেইজ বুল্ডার WordPress Elementor

এলিমেন্টর (Elementor) একটি  ওয়ার্ডপ্রেস প্লাগিন। বর্তমানে ওয়ার্ডপ্রেসের ৯০% ব্যাবহার কারি এই ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ব্যাবহার করে ইভেন আমাই আমার সকল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই এলিমেন্টর ব্যাবহার করি। এলিমেন্টর কেন সবাই ব্যাবহার করে? এবং এটা দিয়ে মুলত কি কি কাজ করা যায়?




এলিমেন্টর একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন। যা মূলত তৈরি করা হয়েছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেইজ বানানোর জন্য। আজকেই এই আর্টিকেলে আমরা এলিমেন্টর নিয়ে আলোচনা করবো। 

What is Elementor? 

Elementor একটি ওয়ার্ডপ্রেস পেইজ বুল্ডার। ওয়ার্ডপ্রেসের ভিতরে যে কোন ধরনের পেইজ ড্রাগ এন্ড ড্রপ করে বানাতে পারবেন এলিমেন্টর দিয়ে। বর্তমানে Figma/UX ইত্যাদির ডিজাইন সব কিছুই এলিমেন্টর দিয়ে করা যায়।  আপনি যখন যেখান যা ইচ্ছা সব কিছু খুব ইজিলি এডিট করতে পারবেন এলিমেন্টরের সাহায্যে। এবং এটা অনেক ফাস্ট ও পাওয়ারফুল। 

Plan?

এলিমেন্টর (Elementor) বর্তমানে ২টা ভার্শনে এ্যাভাইলেবেল। পেইড এবং ফ্রী। ছোটখাটো কাজ গুলো আপনি ফ্রী ভার্শন দিয়ে করতে পারবেন। তবে যদি আপনি অনেক বড় এবং এ্যাট্ররাক্টিভ ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে লাইসেন্স সংগ্রহ মাধ্যমে পেইড ভার্শন ব্যাবহার করতে হবে।

ফ্রী থাকলে পেইড কেন কিনবো? 

এরকম অনেকেই ভাবে ফ্রীতেতো কাজ হচ্ছে তাহলে টাকা দিবো কেন? তাদের জন্য বলছি আপনি যে কোন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন ফ্রীতে তবে এরকম অনেক কিছুই আছে যা আপনি করতে পারবেন না। যার অন্যতম একট রিজন হচ্ছে টেমপ্লেট। ফ্রীতে আপনি ভালো মানের কোন টেমপ্লেট পাবেন না যা পেইড করলে আপনি পাবেন এবং আপনার জন্য অফিয়াল ভাবে অকল জিনিস উন্মুক্ত করা হবে। এবং আপনি এলিমেন্টরের সকল ধরনের Widget ব্যাবহার করতে পারবেন এবং রেগুলার আপডেট পাবেন। 


প্রাইস

এলিমেন্টরের পেইড ভার্শনে অনেক প্লেন আছে যার বেসিক প্রাইস ৪৯ ডলার থেকে শুরু। প্রাইস দেখতে ও পার্চেস করতে এখানে ক্লিক করুন

Sunday, January 30, 2022

ওয়ার্ডপ্রেস প্লাগিন WordPress Plugin

ওয়ার্ডপ্রেস প্লাগিন WordPress Plugin

ওয়ার্ডপ্রেস বিশ্বের সর্ববৃহত জনপ্রিয় CMS সফটওয়্যার। যা মূলত তৈরি করা হয়েছিলো ব্লগ পাবলিশ করার জন্য ব্লগিং টুল হিসেবে। এবং আস্তে আস্তে আপডেটের মাধ্যমে বর্তমানে বড়বড় এজেন্সি ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়।  এবং এত এত জনপ্রিয়র একমাত্র কারণ ওয়ার্ডপ্রেস থীম ও ওয়ার্ডপ্রেস প্লাগিন। 

এর পূর্বের আর্টিকেলে আমরা আলোচোনা করে ছিলাম ওয়ার্ডপ্রেস থীম নিয়ে। যারা গত আর্টিকেল পড়েন নি তারা অবশ্যই এখানে ক্লিক করে পড়ে নিন। আজকের এই পোস্টে আমি প্লাগিন নিয়ে আলোচোনা করব আশা করি সবাই মনযোগ সহকারে পরবেন।



প্লাগিন যা মূলত ইলেক্ট্রনিক্স ডিভাইসের মেইন কেবলের মত কাজ করে। যেমন আমরা যদি কম্পিউটার অন করি। বিদ্যুৎ ছাড়া আমাদের কম্পিউটার অন হয়না। একি ভাবে ওয়ার্ডপ্রেস থীম যেমন ফ্রন্ট এন্ডের কাজ এবং প্লাগিন হচ্ছে ফাংশন ও পাওয়ারের কাজ করে। 

আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তারা ইতি মধ্যে হয়ত লক্ষ্য করেছি ওয়েবসাইট দেখতে কেমন হবে কোন জিনিস কোথায় থাকবে এই সকল কিছু ওয়ার্ডপ্রেসের থীম নিয়ন্ত্রন করে। একি ভাবে ধরুন একটি বাটন আছে এখন আমি চাচ্ছি বাটনে ক্লিক দিলে কিছু একটা ঘটবে। যেমন ধরা যাক পেমেন্টের সময় পেমেন্ট অনলাইন করার জন্য একটা বাটন থাকে বাটনে ক্লিক দেওয়ার পর যা যা ঘটে অনলাইনে রিয়ালিটি ভাবে তার ৯০% প্লাগিন দ্বারা নিয়ন্ত্রন করা হয়। সুত্ররাং বুঝতেই পারছেন প্লাগিন কতটা গুরুত্বপূর্ন। 

আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কখনো কাজ করে থাকে তাহলে লক্ষ্য করবেন থীম বা প্লাগিন ছাড়্রা ওয়েবসাইট কাজ করবেনা। একদম লো লেবেলের ওয়েবসাইট হলেও অবশ্যই একটা প্লাগিন ও থীম ইন্সটল করা লাগে।

আশা করি পোস্টি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আমাদের এই পোস্টে কোন ভুল হলে বা কোন আপডেট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।