Showing posts with label প্রতিষ্ঠাতা. Show all posts
Showing posts with label প্রতিষ্ঠাতা. Show all posts

Monday, December 26, 2022

সব জনক কে একসাথে চিনে নিন😉

সব জনক কে একসাথে চিনে নিন😉

সব জনক কে একসাথে চিনে নিন 🙂

🍁ফেসবুকের জনক → মার্ক জুকারবার্গ।

🍁মোবাইল ফোনের জনক → মার্টিন কুপার।

🍁কম্পিউটারের জনক → চার্লস ব্যাবেজ।

🍁ই-মেইলের জনক →রেমন্ড স্যামুয়েল টমলিনসন।

🍁ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক → টিম বার্নাস-লি।

🍁ক্যামেরা জনক → জর্জ ইস্টম্যান।

🍁ল্যাপটপ জনক → বিল মোগারিজ।

🍁আইফোন জনক →স্টিভ জবস।

🍁ক্যালকুলেটর জনক →বেইসি প্যাসকেল।

🍁ঘড়ির জনক → সি হাইজেন্স।

🍁রেডিও জনক →জি মার্কনি।

🍁চশমা জনক → ডেলা স্পিনা।

🍁HIV জনক → এল. মন্টোগনিয়ার।

🍁কলম জনক → জন লাউড।

🍁রোবট জনক → জর্জ চার্লস ডেভল।

🍁মটরসাইকেল জনক →গটলির ডেলমার।

🍁পিস্তলের জনক→স্যামুয়েল কোল্ট।

🌿হেলিকপ্টার জনক →ইগর সিকরস্কি।

🌿বিদ্যুৎতের জনক→মাইকেল ফ্যারাডে।

🌿রকেট জনক →রবার্ট গডার্ড।

🌿মাইক্রোফোন জনক → আলেকজান্ডার গ্রাহামবেল।

🌿ইলেকট্রন জনক → জন থম্পসন।

🌿জৈব রসায়নের জনক → ফ্রেডারিক উহলার।

🌿আলো সাতটি বর্ণের সমষ্টি " জনক → আইজ্যাক নিউটন।

🌿আলোর গতির জনক →এ মাইকেলসন।

🌿এটম বোমা জনক →অটোহ্যান।

🌿টাচ স্ক্রিন মোবাইল জনক → স্টিভ জবস।

🌿ইন্টারনেট প্রযুক্তি জনক → লিওনারড ক্লেইনরক।

🌿গুগলের জনক →সার্জেই বিন।

🌿টুইটারের জনক → জ্যাক ডোরসেই।

🌿মার্কেটিং জনক →ফিলিপ কোটলার।

🌿ফিনান্সের জনক →এ্যারোরা।

🌿হিসাব বিজ্ঞানের জনক → লুকা প্যাসিওলি।

🌿এনাটমির জনক →আঁদ্রে ভেসালিয়াস।

🌿ATM-এর জনক →জন শেফার্ড ব্যারন।

🌿আধুনিক শিক্ষার জনক → সক্রেটিস।

🌿পারমাণবিক বোমার জনক → ওপেন হেইমার।

🌿বাংলা গদ্যের জনক→ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

🌿পদার্থ বিজ্ঞানের জনক → আইজ্যাক নিউটন।

🌿সমাজ বিজ্ঞানের জনক → অগাষ্ট কোঁৎ।

🌿চিকিৎসা বিজ্ঞানের জনক → ইবনে সিনা।

🌿দর্শন শাস্ত্রের জনক → সক্রেটিস।

🌿রসায়ন বিজ্ঞানের জনক → জাবির ইবনে হাইয়ান।