Showing posts with label তথ্য. Show all posts
Showing posts with label তথ্য. Show all posts

Friday, March 11, 2022

ওয়েব ডিজাইনারের দরকারি কিছু ওয়েবসাইট Must useful website for web designer

ওয়েব ডিজাইনারের দরকারি কিছু ওয়েবসাইট Must useful website for web designer

একজন ওয়েব ডিজানার হিসাবে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডেমো অথবা লাইভ ওয়েবসাইট থেকে ইন্সপেক্ট কররে ছবি ডাউনলোড করতে হয়। যা খুবি সময় সাপেক্ষ ও বিরক্তিকর! কিন্তু আপনি চাইলেই খুব সহজেই অনলাইন থেকে ফ্রী সব ছবি একবারে ডাউনলোড করে নিতে পারেন।

এমনি বিভিন্ন কাজকে সহজে ও খুব কম সময়ে সম্পন্ন করার ৭টি দারুন ওয়েবসাইট আপনাদের সাথে আজকের এই পোস্টে শেয়ার করবো। আশা করি সবাই উপকৃত হবেন বিশেষ করে যারা নতুন ওয়েব ডিজাইন শুরু করেছেন। 

বিঃদ্রঃ সবুগুলো ওয়েবসাইট ফ্রী ব্যাবহার যোগ্য।  

  1. যেকোন ছবি ডাউনলোড এক ক্লিকেই।  ওয়েবসাইট নাম Unsplash
    লিংকঃ https://unsplash.com/
  2. পোস্টার, ব্যানার, কভার ফটোসহ ফাইবার গিগের ছবি বা ডিজাইনের জন্য Canva.
    লিংকঃ https://www.canva.com/
  3. কোন ওয়েবসাইটের ছবি যদি কোথায় না পেয়ে থাকেন সরাসরি অই ওয়েবসাইটের ছবি ডাউনলোড দিতে পারেন সেই ক্ষেত্রে Toolsbug Website Best.
    লিংকঃ https://www.toolsbug.com/images-downloader-online.php 
  4. কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করবে? বা কালার কোড কপি করার জন্য এই সাইটটি দারুন।
    লিংকঃ https://coolors.co/palettes/trending
  5. বক্স শেডো বানিয়ে নেন নিমিষেই।
    লিংকঃ https://html-css-js.com/css/generator/box-shadow/
  6. নিমিষেই ছবির ব্যাকগ্রান্ডন রিমুভ করুন, RemoveBG লিংকঃ https://www.remove.bg/upload
  7. বিভিন্ন আইকনের জন্য pngitem
    লিংকঃ https://www.pngitem.com/


এরকম আরো ইন্টারেস্টিং আর্টিকেল পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Tuesday, February 8, 2022

Bangladesh at a Glance By Mony

Bangladesh at a Glance By Mony

 Bangladesh is one the south Asian nations the world map.It is surrounded by India by  three sides of the south nations.

It became independent 1971 through a bloody war of nine months. Dhaka is capital of it. It's land area is 1,47,570 square kilometers and it's population is about 160 millions.

It is a land of rivers. The big rivers are the padma, the Meghna, the Jamuna, the kornofuli etc. It's soil is very fertile . Different kinds of crops like rice, jute, wheat, potatoes, tea and many kinds of fruits like mango, Jackfruit, pine-apple and other juicy fruits are grown here.

Different communities live here in peace and happiness. The natural scenery of our country is very charming and it assumes in different colors in different seasons. Bangladesh is a darling child of nature. Nature has decorated our country with her beauty and glamorour. We have losts of tourists spots and attractive places like cox's Bazar, the Sundarbans, paharpur, Foyes-lake, Kuakata etc. We have glorious past and cultural heritage. As no other country in the world is as beautiful as our loving county, I love my country very much and feel proud of it.



Saturday, February 5, 2022

কোন প্রতিষ্ঠানের ব্রান্ড ভ্যালু কত? বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান গুলোর ব্রান্ড ভ্যালু কত?

কোন প্রতিষ্ঠানের ব্রান্ড ভ্যালু কত? বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান গুলোর ব্রান্ড ভ্যালু কত?

বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ড (Iphone) আইফোন। স্মার্টফোন ছাড়াও, এ্যাপেলের মেকবুক, এ্যাপেল ল্যাপটপ, আই প্যাড ও স্মার্টওয়াচ সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের ব্যাপক সুনাম বিশ্বজুড়ে। গেলো মাসে (২০২১) প্রথম কম্পানি হিসেবে ৩ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে মার্কিন প্রযুক্তি কম্পানি এ্যাপেল। এবার রেরকর্ড ছাড়ালো নিজেদের ব্রান্ড মূল্যেও। বর্তমানে এ্যাপেলের ব্রান্ড মূল্য দাড়িয়েছে ৩৫৫ বিলিয়ন মার্কিন ডলারে। ১ বছরে বেড়েছে প্রায় ৩৫ ভাগ। 

এবারো বিশ্বের দামি ব্রান্ডের শীর্ষে রেখেছে এ্যাপল।

দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ই-কমার্স জায়েন্ট এ্যামাজন। করোনা ও লগডাউনে এর জনপ্রিয়তা পায় প্রায় ৩৮ শতাংশ। মাত্র এক বছরে ৩৮ শতাংশ জনপিয়তা লাভ করে ই-কমার্স কম্পানি এ্যামাজন। যা কম্পানিটির ব্রান্ড ভ্যালু নিয়ে গেছে ৩৫০ বিলিয়নে। 

এর পরের অবস্থানে আমাদের সবার কাছে ও চেনা কম্পানি গুগল। যা ২৬৫ বিলিয়নে মার্কিন ডোলার নিয়ে আছে ৩য় অবস্থানে। আগের বছর ।

আগের বছরের মত ৪ নং অবস্থান ধরে রেখেছে বিলিগেটসের কম্পানি মাইক্রোসফট। 

করোনা কালে রিটেইলের দাম বেড়েছে যার একটি হলো মার্কিন ওয়ালমার্ট যা করোনা কালিন ১১২ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে ৫ম অবস্থান যায়গা করে নিয়েছে। যা গত বছরে ৬ নং অবস্থানে ছিলো। এবং এবারে ৬ নং থেকে উঠে এসছে ৫ এ। 

ওয়ালমার্টকে যায়গা দিয়ে ৬ এ চলে এসেছে স্যামসাং। ব্রান্ড ভ্যাল্যু ১০৭ বিলিয়ন ডোলার।

সোসিয়াল মিডিয়া ফেসবুক আগে মতই ৭ম স্থান দখল করে আছে। তবে ব্রান্ড ভ্যালু বেড়ে দারায় ১০১ বিলিয়ন ডলারে। 

চিনের ICBC আছে তালিকার ৮ এ। ব্রান্ড ভ্যালু ৭৫ বিলিয়ন ডলার। 

তবে ব্রান্ড তালিকায় সব থেকে বেশি এগিয়েছে চিনা প্রযুক্তি হুয়াওয়ে। ৭১ বিলিয়ন ব্রান্ড ভ্যালু নিয়ে প্রতিষ্ঠানটি ১৫ নম্বর থেকে উঠে এসেছে ৯ নম্বরে। 

৯ থেকে ১০ এ অবস্থান করেছে মার্কিন প্রযুক্তি কম্পানি ভেরিজন (verizon) 

প্রতিবেদন অনুযায়ী সব থেকে দ্রুত ব্রান্ড ভ্যালু কম্পানি টিকটক। ১ বছরের ২১৫% হাড়ে বেরে ব্রান্ড ভ্যালু দাড়িয়েছে ৫৯ বিলিয়নে। অবস্থান আছে ১৮ তম।







 

Tuesday, February 1, 2022

Astra theme wordpress theme আস্ত্রা থীম

Astra theme wordpress theme আস্ত্রা থীম

 astra ওয়ার্ডপ্রেসের একটি অন্যতম থীম যা প্রাইয় আমি সবসময় ব্যাবহার করি এবং অন্যদের ও সাজেস্ট করি।  আজকের এই আর্টিকেলে আমরা আস্ত্রা বিষয় সকল তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো এবং আস্ত্রা কেন কি কাজে কখন ব্যাবহার করবেন তার সকল কিছুই এই আর্টিকেলে আলোচনা করবো। আশা করি আমাদের এই আর্টিকেল পড়ে আস্ত্রা বিষয় আপনি সকল কিছু জানত পারবেন। আমার কন্টেন্টে কোথায় ভুল করে থাকলে বা বানান ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

What is astra

আস্ত্রা (ASTRA) ওয়ার্ডপ্রেসের খুন জনপ্রিয় একটি থীম। ধরা যেতে পারে Astra থীম দিয়ে আপনি যে কোন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। সেটা হতে পারে নিউজের জন্য, হতে পারে বিজনেস বা কর্পোরেট কিংবা ব্লগ অথবা পোর্টফলিওসহ ই - কমার্স ওয়েবসাইট এই Astra দিয়ে কডিং ছাড়া কোন ঝামেলা বিহীন খুব দ্রুত বানাতে পারেন।

ইতি মধ্যে আস্ত্রা (astra) ২টি ভার্শনে মার্কেটে রিলিজ হয়েছে। একটি হচ্ছে Astra এবং অপরটি হচ্ছে Astra Pro. এই ২টা ভার্শনের মধ্যে আমি খুব বেশি তফার দেখতে পাইনি। তবে আপনি যদি কর্পোরেট ওয়েবসাইট বা বিজনেস ও ইকমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে প্রো টা বেস্ট হবে।  তবে যদি আপনি কোন কাজ স্টার্ট করতে চান বা প্রেক্টিস করতে চান তাহলে Astra এনাফ। 

সুধু Astra এটা যে কেউ সরাসরি ওয়ার্ডপ্রেস থিম থেকে ফ্রী ব্যাবহার করতে পারবেন এবং Astra Pro এটা ব্যাবহার করার জন্য আবশ্যই একটি লাইসেন্স ক্রয় করতে হবে। লাইসেন্স ক্রয় করার জন্য সরাসরি wpastra.com এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন।

Why use astra?

আস্ত্রা যেমন জনপ্রিইয় তেমন  ইজি। ইতি মধ্যে ১৭ লক্ষর ও বেশি ওয়েবসাইট আস্ত্রা (Astra) থীম ব্যবহার করছে। আস্ত্রা (ASTRA) দিয়ে সকল ধরনের ওয়েবসাইট বানানো যায় সুধু মাত্র ড্রাগ এন্ড ড্রপ পেইজ বুল্ডার ব্যাবহার করে। সত্যি বলতে ওয়ার্ডপ্রেস দিন দিন এত জনপ্রিয়তা পাচ্ছে  যে বলার বাইরে। আর এত জনপ্রিয় হবার  একমাত্র কারণ ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম ও ঝামেলা বিহীন ইজি ও ফাস্ট ডেভলপমেন্ট। তাছাড়াও আস্ত্রাতে (Astra) ২৫০+ ফ্রী ওয়েবডিজাইন টেমপ্লেট আছে যা ফ্ররীতে ব্যবহার করা যাবে। আর আস্ত্রা বিজনেজ কর্পোরেট ওয়েবসাইটের জন্য বেস্ট চয়েজ। পেইজ বুল্ডার কি জিনিস তা জানতে এখানে ক্লিক করুন


 



Sunday, January 30, 2022

ওয়ার্ডপ্রেস প্লাগিন WordPress Plugin

ওয়ার্ডপ্রেস প্লাগিন WordPress Plugin

ওয়ার্ডপ্রেস বিশ্বের সর্ববৃহত জনপ্রিয় CMS সফটওয়্যার। যা মূলত তৈরি করা হয়েছিলো ব্লগ পাবলিশ করার জন্য ব্লগিং টুল হিসেবে। এবং আস্তে আস্তে আপডেটের মাধ্যমে বর্তমানে বড়বড় এজেন্সি ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়।  এবং এত এত জনপ্রিয়র একমাত্র কারণ ওয়ার্ডপ্রেস থীম ও ওয়ার্ডপ্রেস প্লাগিন। 

এর পূর্বের আর্টিকেলে আমরা আলোচোনা করে ছিলাম ওয়ার্ডপ্রেস থীম নিয়ে। যারা গত আর্টিকেল পড়েন নি তারা অবশ্যই এখানে ক্লিক করে পড়ে নিন। আজকের এই পোস্টে আমি প্লাগিন নিয়ে আলোচোনা করব আশা করি সবাই মনযোগ সহকারে পরবেন।



প্লাগিন যা মূলত ইলেক্ট্রনিক্স ডিভাইসের মেইন কেবলের মত কাজ করে। যেমন আমরা যদি কম্পিউটার অন করি। বিদ্যুৎ ছাড়া আমাদের কম্পিউটার অন হয়না। একি ভাবে ওয়ার্ডপ্রেস থীম যেমন ফ্রন্ট এন্ডের কাজ এবং প্লাগিন হচ্ছে ফাংশন ও পাওয়ারের কাজ করে। 

আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তারা ইতি মধ্যে হয়ত লক্ষ্য করেছি ওয়েবসাইট দেখতে কেমন হবে কোন জিনিস কোথায় থাকবে এই সকল কিছু ওয়ার্ডপ্রেসের থীম নিয়ন্ত্রন করে। একি ভাবে ধরুন একটি বাটন আছে এখন আমি চাচ্ছি বাটনে ক্লিক দিলে কিছু একটা ঘটবে। যেমন ধরা যাক পেমেন্টের সময় পেমেন্ট অনলাইন করার জন্য একটা বাটন থাকে বাটনে ক্লিক দেওয়ার পর যা যা ঘটে অনলাইনে রিয়ালিটি ভাবে তার ৯০% প্লাগিন দ্বারা নিয়ন্ত্রন করা হয়। সুত্ররাং বুঝতেই পারছেন প্লাগিন কতটা গুরুত্বপূর্ন। 

আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কখনো কাজ করে থাকে তাহলে লক্ষ্য করবেন থীম বা প্লাগিন ছাড়্রা ওয়েবসাইট কাজ করবেনা। একদম লো লেবেলের ওয়েবসাইট হলেও অবশ্যই একটা প্লাগিন ও থীম ইন্সটল করা লাগে।

আশা করি পোস্টি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আমাদের এই পোস্টে কোন ভুল হলে বা কোন আপডেট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 


Wednesday, January 26, 2022

প্রোগ্রামিং কী? প্রোগ্রামিং কাকে বলে? What is programming?

প্রোগ্রামিং কী? প্রোগ্রামিং কাকে বলে? What is programming?

প্রোগ্রামিং কী? বা প্রোগ্রামিং কাকে বলে?

প্রোগ্রামিং যা শুনলেই আমাদের মনে হয় অনেক কঠিন একটা জিনিস যা দিয়ে বিভিন্ন সফটওয়্যার ও এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা হয়। এবং এটা সুধু তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে এই গুলো আমাদের প্রথমে মনে হয় এবং এর কারণেই আমরা প্রোগ্রামিং কে অনেক ভইয় পাই। তাহলে চলুন আমরা আজকে একটি রিয়েলাইজ করি যে প্রোগ্রামিং কাকে বলে এবং এটা কতটা সহজ ও কতটা কঠিন এবং এর মধ্যে কি কি আছে ও ফিচার কেমন এবং প্রোগ্রামিং শিখে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব ও এটা শিখলে ভবিস্যৎ কেমন হবে ইত্যাদি।



প্রোগ্রামিং কাকে বলে? 

প্রোগ্রামিং যা শুনলেই একটা অন্য রকম ফিল আসে, চলুন যেনে নেই প্রোগ্রামিং কী? প্রোগ্রামিং ধরতে গেলে আপনার মাথার সাথে তুলনা করা যায়। মাথা যেমন আমাদের দেহকে দিন নির্দেষনা দেয়, কখন কি করা লাগবে, একিভাবে বিভিন্ন মেসিন কিভাবে কি কাজ করবে এইসব কিছু প্রোগ্রামিং বলে দেয়। এখন অনেকেই ভাবছেন মেসিনত হাতেও কন্ট্রল করা যায় তবে প্রোগ্রামিং কেন প্রয়োজন? আসলে প্রোগ্রামিং মূলত কাজ করে কোন অটোমেটেড সিস্টেম বা মেসিনের উপর যা মানুষের ভাষা বুঝেনা এবং তাদের নির্দিষ্ট ভাষা আছে। আমরা যেমন বাঙালি চায়না ভাষা বুঝিনা তেমনি চায়নারা আমাদের ভাষা বুঝেনা। একি ভাবে কম্পিউটার বায়নারি ভাষা ছাড়া আর কিছু বুঝিনা, এবং আমরা কম্পিউটার যেই লেটার লিখি (ABCDEFGHIJKLMNOPQRRST) এই গুলো সব বায়নারির ভাষায় কনভার্ট করে দেয় প্রোগ্রামিং তবে প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা প্রোগ্রামিং আছে।

ফিউচার

২১ শতকে এসে প্রায় সব কিছুই টেকনলজির উপর নির্ভর। দিন দিন দৈনিক টেকনিক্যাল ও ডিজিটাল পণ্য গুলো আমাদেরকে ঝামেলা বিহীন চলাফেরা করার সুযোগ করে দিয়েছে। এবং আমরা এখন যেই পোস্ট পড়ছি এটাও সম্পুর্ন ভাবে টেজকনোলজি নির্ভর। দৈনিক কাজ গুলো আরো দ্রুত গতিতে করার জন্যই টেকনোলজি। সুতরাং বুঝতেই পারছেন ফিউচার কেমন হতে পারে। তবে হ্যা অবশ্যই দক্ষ হয়ে উঠা লাগবে।  

প্রোগ্রামিং এর ইতিহাস

আপনি যানলে হয়ত অবাক হবেন কম্পিউটার আবিষ্কারের প্রায় ১০০ বছর আগেই প্রোগ্রামিং আবিষ্কার করা হয়। আর এই অসাধ্য কাজটি করেছিলো বিখ্যাত কবি লর্ড বায়রনের এর কণ্যা অ্যাডা লাভলেস। তবে তিনি বিখ্যাত কবির মেয়ে হয়েও পিতার কোন আদর যত্ন কিছুই পান নি। তবে তিনি গণিতে সকল শিক্ষার্থীদে থেকে অনেক ভালো ছিলেন। সে সময় তিনি ডিফারেন্ট ইঞ্জিন নিয়ে কাজ করছিলেন। এবং এই কাজের মধ্য দিয়েই পৃথীবিতে প্রথম প্রোগ্রামিং আবিষ্কৃত হয়।

Tuesday, January 25, 2022

ওয়ার্ডপ্রেস থীম

ওয়ার্ডপ্রেস থীম

ওয়ার্ডপ্রেস ইতি মধ্যে আমরা এর আগে একটি পোস্ট করেছি যার মধ্যে বলেছি ওয়ার্ডপ্রেস কী? এবং ওয়ার্ডপ্রেসে কি কি ফিচার আছে এবং সেই সাথে থীম নিয়ে কিছু বলেছিলাম। আজকের এই পোস্টে আমরা ওয়ার্ডপ্রেস থীম নিইয়ে বিস্তারিত জানবো। সুতরাং যারা ওয়ার্ডপ্রেস নিয়ে সারাদিন ঘাটাঘাটি করছেন তারা অবশ্যই এই পোস্টি মনযোগ সহকারে পড়ুন। আশা করি থীম নিয়ে এরর পর আর কোন কনফিউজ থাকবেনা।



ওয়ার্ডপ্রেস একতি কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম যা মূলত তৈরি করা হয়েছিলো ব্লগ লিখার জন্য বা আর্টিকেল শেয়ার করার জন্য। তবে বর্তমানে এটা এতটাই জনপ্রিয় হয়েছে যে বড় বড় প্রতিষ্ঠান গুলো এখন ওয়ার্ডপ্রেস ব্যাবহার করছে, এবং এর একটা বড় কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস অসংখ্যক থীম ও প্লাগিন। প্লাগিন এবং থীম এই ২ টারর জন্যই মূলত ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় , তাহলে চলুন আর কথা না বাড়িয়ে থীম সমর্কে জানি। আর হ্যা প্লাগিন নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

থীম যা মূলত মানুষের সাথে তুলনা করা যায়। মানুষের যেমন হাত পা মাথা চুল ইত্যাদি থাকে তেমনি ওয়ার্ডপ্রেসেই এরকম বিভিন্ন অংশ থাকে।   এর মধ্যে একটা মানুষের যেই আকৃতি বা দেখতে কেমন হবে এটা মূলত থীমের সাথে কম্পেয়ার করা যায়। 

থীম একটি ওয়েবসাইটের মূল অংশ যা বিভিন্ন কম্পনেন্ট ও বিভিন্ন পেইজ ডিজাইন করে আপনার ওয়েবসাইট আরো সুন্দর করে তোলে, থীম ফ্রী এবং পেইড ২ ভাবেই ব্যবহার করা যায়।

থীম মূলত বিভিন্ন ডেভেলপার ও বিভিন্ন কম্পানি তৈরি করে থাকে। যা ওয়ার্ডপ্রেসে  এ্যাপ্সের মত ইন্সটল করতে হয়।

 প্রিমিয়াম বা পেইড থীম গুলো খুব পাওয়ারফুল অপটিমাইজ হয়ে থাকে ও ডিজাইন খুব সুন্দর ও অনেক রকম টেমপ্লেট থাকে। তবে ফ্রীতে এই ফিচার গুলো পাওয়া যায়না। আবার অনেক কম্পানি আছে যারা ফ্রী এবং পেইড ২টা প্রোভাইড করে যার মধ্যে সব থেকে জনপ্রীয় Astra


Saturday, January 22, 2022

What is WordPress ওয়ার্ডপ্রেস কী?

What is WordPress ওয়ার্ডপ্রেস কী?

ইতি মধ্যে যারা ওয়েব ডেভলপমেন্ট করতে চান তারা সবাই জানেন ওয়ার্ডপ্রেস কী? যারা এই সেক্টরে একদম বিগিনার তাদের জন্য আমার আজকের এই আর্টিকেল। আজকে আমরা জানবো ওয়ার্ডপ্রেস কি? এবং কিভাবে কাজ করে ও মার্কেটে এর ভ্যালু কেমন? 

ওয়ার্ডপ্রেস কী?

ওয়ার্ডপ্রেস একটি সি.এম.এস (CMS) সফটওয়্যার যা ব্যাবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইট বানানোর জন্য। এবং বর্তমানে সব থেকে পাওয়ারফুল ও সর্বাধিক জনপ্রীয় কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম। এই ওয়ার্ডপ্রেসকে ব্যাবহার করে আপনি যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন- কর্পোরেট ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ই-কুরিয়ার ওয়েবসাইট, ফার্মেসি ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, ফুড অর্ডারিং ওয়েবসাইট, গ্রোসারি ওয়েবসাইটসহ যে কোন ধরনের ওয়েবসাইট আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন।


থিম 

থিম ওয়ার্ডপ্রেসের সব থেকে মূল্যবান একটি জিনিস। এটা দিইয়ে মূলত আমাদের সাইট ডিজাইন করা হয়। সাইট দেখতে কেমন হবে? কি কি ফিচার থাকবে এই সকল কিছু থীম দিয়েই বিবেচনা করা হয়। বর্তমানে ওয়ার্ডপ্রেসে ৪৫০০+ থীম রয়েছে যা সবাই ব্যাবহার করতে পারবে এবং একদম ফ্রীতে এবং এর বাহিরেও প্রোফেশনাল ভাবে কাজ করার জন্য অনেক ওয়েব ইন্ডাস্ট্রিজ বিভিন্ন ধরনের থীম বানিয়েছেন। যা অনেকেই প্রিমিয়াম ও ফ্রীতে প্রোভাইড করেন আবার অনেকেই সুধু প্রিমিয়াম প্রোভাইড করেন। এবং ওয়ার্ডপ্রেরসের থীমের কিনার জন্য অন্যতম একটি ওয়েবসাইট হলো (themeforest) যেখানে আপনাই লক্ষ লক্ষ থীম পাবেন ফ্রী/পেইড।

প্লাগিন

থীম যতটা গুরুত্বপূর্ণ একি ভাবে প্লাগিন ও সেম গুরুত্বপূর্ণ থিম যেমন সাইট দেখতে কেমন হবে তা বিবেচনা করে একি ভাবে সাইটে কি কি ফাংশনালিটি থাকবে এই সকল বিষয় গুলো প্লাগিন বিবেচনা করে। ধরুন আপনি চাচ্ছেন একটা কন্টাক্ট ফোর্ম থাকবে যেটা কেউ ফিলয়াপ করলে তার সকল ডাটা আপনার কাছে চলে আসবে। এই সকল জিনিস গুলো প্লাগিন দিয়ে করা হয়।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানালে কি কি সুবিধা?

ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনি যে কোন সাইট খুব  ইজিলি মেনেজ করতে পারবেন এবং যখন যেখানে খুশি সেখানে এডিট করতে পারবেন। এবং যেখানে যা ইচ্ছা তাই এ্যাড করতে পারবেন। যা যা অন্যান্য (CMS) সফটওয়্যার দিয়ে সহজে করা যায়না এবং এর জন্য অনেক টাকা বিনিয়গ করা লাগে। যা ওয়ার্ডপ্রেস দিয়ে চাইলে নিজেও করতে পারবেন। আরর স্পীড বা এসইও নিয়ে কোন চিন্তা নেই। তবে যদি অনেক বড় কোন ওয়েবসাইট হয় যেখানে ২০০+ পেইজ থাকবে তাহলে আমি মনে করি ওয়ার্ডপ্রেস এই ক্ষেত্রে কেউ ব্যাবহার করবেন না। তবে যদি মনে হয় ইন্টারমেডিট লেভেলের কোন ওয়েবসাইট বানাবেন তাইলে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন কোনটা বেস্ট।

ওয়ার্ডপ্রেস ইতিহাস

ওয়ার্ডপ্রেস মূলত বানানো হয়েছিলো ব্লগ বা আর্টিকেল পাবলিশ করার জন্য। যা প্রথম রিলিজ হয়- ২০০৩ সালের ২৭ শে মে। এবং এখন পর্যন্ট মার্কেটে খুব ভালো জনপ্রিয়তা নিয়ে কাজ করছে ওয়ার্ডপ্রেস টীম। ওয়ার্ডপ্রেস একটি CMS সফটওয়্যার যার অর্থ কন্টেন্ট মেনেজমেন্ট সিস্টেম। যা পিএইচপি (PHP) ও মাইস্কুয়াল (MySql) দিয়ে তৈরি। যদিও এটি বানানো হয়েছিলো একটি ওপেন সোর্স ব্লগ পাবলিশিং সফটুয়্যার হিসেবে তবে দৈনিক এত পরিমানে ফিচার এ্যাড হচ্ছে যার জন্য বড় বড় কম্পানিও ওয়ার্ডপ্রেস ব্যাবহার শুরু করেছেন। এবং আমি আমার ওয়েব সেক্টরের প্রথম ইনকাম ওয়ার্ডপ্রস দিয়েই করেছি।