Showing posts with label কবিতা/ছন্দ. Show all posts
Showing posts with label কবিতা/ছন্দ. Show all posts

Tuesday, March 8, 2022

আজব আমার বাংলাদেশ

আজব আমার বাংলাদেশ

মৌমাছিরা খুজে বেড়ায়

খাটি ফুলের মধু,

আজব যুগে আজব কান্ড

কাঠাঁল গাছে কদু।


গ্রামে গঞ্জে যায় না দেখা

লক্ষি শাকের বালায়, 

ইট সহরে যায় থাকা

গন্ধ মশার জ্বালায়।


পঁচা মুরগি, মরা গরু

নানান ঢংগে হোটেলে,

রক্ত বেচা পয়সা দিয়ে

বড্ড মজায় কি খেলে।


কাঠঁ বিড়ালি খাইনারে ফল

গাছের ডালে ডালে,

কোপাল পোড়া আমজনতা

ফরমালিনের জালে।


সততা আজ দৌঁড়ে পালাই

দেখলে সওদাগর,

মিথ্যা বলিতে লজ্জা হয়না

নাইরে মড়ার ডর।


রাজনীতি আজ বাসা খুজে

কোন দলেতে যাই,

চোর, বাতপার সবখানেতে

দেশ পিরীতি নাই।


টাকা চুরি, স্বর্ণ চুরি

চুরি পাথর, কয়লা,

স্বাধীনতার গায়ে চুরির

কেন দিলি তোরা ময়না।


আর কত তুই করবি চুরি

হুশ হবে তোর কবে,

ফ্লাইওভার ভেঙ্গে পড়ে

মরলো কেন সবে?


খোদার গজব আসবে মনা

একটু সবর কর,

এমপি মন্ত্রি চশমা চোখে,

চলছে জনম ভর।


মাদক নেশায় অবুজ বালক

মরন কূলে হাতছানি,

পুলিশ শালা ঘুষের টাকায়

খাচ্চে পোলাও গোস্ত বিরানী।


স্বাধীনতা মনের দুঃখে

কাঁদছে মুখটা ঢেকে,

ডাক্তার ভেজাল, খাদ্যে ভেজাল

ঔষধ ভেজাল দেখে।


কুত্তা এখন বন্ধু হলো

হায়রে মানব জাতি,

নিজের পায়ে নিজেই কুঁড়াল

করলি নিজের ক্ষতি।


মা বাবারা চিন্তিত আজ

বাড়ছে মনে জ্বালা,

যদি করে সন্তানেরা

আপনা ভুবন খালা।


মুসলমানি নাম রেখেছো

ধর্ম কর্মে আদত নাই,

বিয়ের নামে নরক জলসা

চলছে তোমার আঙ্গিনায়।


সয়তানেরা লাফায় হাসে

দেখে হাজী ভাই,

বেআদপরা সেল্ফি মারে

মক্কা মদিনায়।


মনুষ্য তুই সৃষ্টি সেরা

এটাই হলো খোদার শান,

সেই অপুর্ব সেলফি তুলে

মুখটা করে হনুমান।


ধর্ম মাঝে দ্বন্দ্ববাজী

নামাজ রোজা নাই,

মাজার পূঁজা, লেংটা পূঁজায়

আওয়াম, মোল্লারাই।


ভন্ড বাবার জিকির হলো

গরু, মহিষ চাই,

এইসব ছাড়া ভন্ড বাবার

আর তো জিকির নাই।


যদি বাংলাদেশে রওজা হতো

একটু মাটি নিয়ে, 

ষোল কোটি রোওজা হতো

মাটির ছোয়াঁ দিয়ে।


কোরআন হাদীস এলেম কালাম

নাইরে কিছু শুদ্ধ,

ব্রিটিশ দালাল ব্রিটিশ গোলাম

ধর্ম কর্মে মূর্খ।


পাকিস্তানের নয়রে গোলাম

নয়রে ভারত দাশ,

নিজের পায়ে দাড়ারে তুই

নইলে সর্বনাশ।


সালাম তোমার অন্তরে বাংলাদেশ 🇧🇩