ওয়ানপ্লাস তাদের পরবর্তী প্রজন্মের OnePlus 11 হ্যান্ডসেটটি দেশীয় বাজারে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি আগামী ৪ জানুয়ারি চীনে এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। তবে, এর লঞ্চের আগে ওয়ানপ্লাস একটি নতুন সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জার উন্মোচন করেছে। এই নয়া OnePlus 100W SuperVOOC চার্জারটিতে ডুয়েল পোর্ট রয়েছে। এটি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-এ পোর্টের সাথে এসেছে। চার্জারটির প্রধান আকর্ষণ বা “ইউএসপি” হল, এটি ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই সুপারভোক চার্জারটি ৬৫ ওয়াট পর্যন্ত পিডি চার্জিং সাপোর্ট করে, যা বেশিরভাগ মোবাইল, ল্যাপটপ এবং ট্যাবলেটের সাথে কম্প্যাটিবল। আসুন এই চার্জারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
OnePlus বাজারে আনলো নতুন ১০০ ওয়াটের SuperVOOC চার্জার
রিপোর্ট অনুযায়ী, নতুন ওয়ানপ্লাস ১০০ ওয়াট সুপারভোক চার্জারটি ২৫ মিনিটের মধ্যে আসন্ন ওয়ানপ্লাস ১১ ফ্ল্যাগশিপ ফোন কে সম্পূর্ণ চার্জ করতে পারবে। যদিও, এই চার্জারটি হ্যান্ডসেটের রিটেইল বাক্সে অন্তর্ভুক্ত থাকবে কিনা, তা এখনও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত, ওয়ানপ্লাস তাদের ডিভাইসগুলির সাথে একটি ইউএসবি টাইপ-এ পোর্ট সহ সুপারভোক ফাস্ট চার্জার অফার করেছে। এই মুহূর্তে সংস্থার লেটেস্ট প্রিমিয়াম স্মার্টফোন, ওয়ানপ্লাস ১০টি-কে একটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জারের সাথে বিক্রি করা হয়।
প্রসঙ্গত, ওয়ানপ্লাস ১১ মডেলটি ১০০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানির তরফে এটা নিশ্চিত করা হয়নি, তবে বেশ কিছু রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, কোম্পানির লেটেস্ট ফ্ল্যাগশিপে ১৫০ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করবে না। তাও, ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ওয়ানপ্লাস ১১ সিরিজটি বিদ্যমান ১০ প্রো-এর থেকে এগিয়ে থাকবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ গত বছরের শুরুতে লঞ্চ হয়। ওয়ানপ্লাস ১১-এর অন্যান্য বিবরণও অনলাইনে ফাঁস হয়েছে। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
OnePlus 11-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ওয়ানপ্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ই৪ অ্যামোলেড (E4 AMOLED) ডিসপ্লে প্যানেল থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিনটি কার্ভড হবে এবং এর ওপরের বাম কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। OnePlus 11 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটি ১২ জিবি / ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ২৫৬ জিবি /৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, OnePlus 11-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। হ্যাসেলব্লাড-টিউনড এই ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেখা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 11-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করবে। ওয়ানপ্লাসের এই নয়া ডিভাইসটির ওজন হবে প্রায় ২০৫ গ্রাম। জল এবং ধুলো প্রতিরোধের জন্য, OnePlus 11 আইপি৫৪ রেটিং সহ আসবে বলেও শোনা যাচ্ছে। সবশেষে, ডিভাইসটি চীন এবং অন্যান্য বাজারে ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে পাওয়া যাবে।
উল্লেখ্য, সাম্প্রতিক একটি লিক থেকে জানা গেছে যে, OnePlus 11-এর ভারতীয় মূল্য ৫৫,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকার মধ্যে হবে। ওয়ানপ্লাস জানিয়েছে যে, ফোনটি আগামী ৭ ফেব্রুয়ারি এদেশে লঞ্চ হবে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির পাশাপাশি কোম্পানি তাদের Buds Pro 2 ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডটিও ভারতে উন্মোচন করবে।