Tuesday, October 4, 2022

জিপিএ ফাইভ পাওয়ার সমীকরণ

 এইচএসসি /এসএসসি ২০২২/২০২৩ এর জিপিএ ফাইভ পাওয়ার সমীকরণ দেখে নিন!


১) ৭টি সাবজেক্ট এর মধ্যে ৪টিতে A+(ফোর সাবজেক্ট সহ ) আর ৩টিতে A পেলে জিপিএ ফাইভ চলে আসবে।


২) ৭টি সাবজেক্ট এর মধ্যে ৫টিতে A+ (ফোর সাবজেক্ট সহ) আর দুটিতে যথাক্রমে A,A- পেলেও জিপিএ ফাইভ চলে আসবে


৩) ফোর সাবজেক্ট এ A পেলে ৫টি সাবজেক্ট এ A+ আর ১টি সাবজেক্ট এ A পেতে হবে


৪)ফোর সাবজেক্ট এ A- পেলে বাকি ৬টি সাবজেক্ট এই A+ পেতে হবে।


৫)৭টি সাবজেক্ট এর মধ্যে ৫টিতে A+ (ফোর সাবজেক্ট সহ) আর ২টিতে যথাক্রমে A-,A- পেলেও জিপিএ ফাইভ চলে আসবে।


৬) ৭টি সাবজেক্ট এর মধ্যে(ফোর সাবজেক্ট সহ) ৭টি সাবজেক্ট এ ই জিপিএ ফাইভ পেলে গোল্ডেন A+ আসবে।





শেয়ার করুন