যাদের SSC পরীক্ষা শেষ, এখন তোমরা যা যা করতে পারোঃ
(1) কম্পিউটার চালানো শিখতে পারো।
(2) যেকোন পছন্দের জায়গাই ভ্রমন করতে পারো।
(3) আত্মউন্নয়ন মূলক বই পড়তে পারো।
(4) Freelancing শিখতে পারো।
(5) বিয়ের বয়স হইলে বিয়ে করতে পারো।
(6) সবকিছু ঠিক থাকলে আইন শৃঙ্খলা বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারো।
(7) ইন্টার এর subject গুলার বেসিক শিখতে পারো।
(8) English grammar শিখতে পারো।
(9) আত্মীয় বাড়ি থেকে ঘুড়ে আসতে পারো।
(10) শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারো।
(11) যেকোন ধরনের বদঅভ্যাস বাদ দিতে পারো।
(12) কিছু দিনের জন্য যেকোন ব্যবসা করতে পারো।
(12) ইংরেজি Vocabulary শিখতে পারো।
(13) নিয়মিত Exercise করতে পারো।
(14) প্রতিদিন খেলাধুলা করতে পারো।
(15) ছোট ভাইদের পড়াইতে পারো।
(16) নিজের ভালো কোন প্রতিভা থাকলে সেটা আরো ভালো ভাবে শিখতে পারো।
(17) মসজিদ থেকে জামাতে যাইতে পারো।
শেয়ার করুন