ইউটুব ভিডিও এসইও করার পুর্বে জেনেনেই ইউটুব এসইও কি?
ইউটুব ভিডিও এসইও
- ভিডিও এসইওর জন্য কি-ওয়ার্ড রিসার্চ করা
- ভালো থাম্বনেইল তৈরি করা
- ডিটেইলস ভাবে ডেস্ক্রিপশন লিখা
- ভিডিওর মূল টপিক অনুযায়ী টাইটেল দেওয়া
- এসইওর জন্য ভিডিওতে ট্যাগ এ্যাড করা
ভিডিও এসইওর জন্য কি-ওয়ার্ড রিসার্চ করা
কি-ওয়ার্ড রিসার্চ করার জন্য, আপনি ফ্রিতে অনেক টূল পাবেন। যেমন গুগল কি-ওয়ার্ড প্লেনার। গুগল কি-ওয়ার্ড প্লেনারে লগিন করে আপনি আপনার টপিক লিখলে অইখানে ওই টপিক রিলেটেড আরো অনেক টপিক পাবেন যার মধ্য থেকে আপনি লো কম্পিটিশন কি-ওয়ার্ড নিতে পারেন যেমন-
এবার এখান থেকে দৈনিক কোন ওয়ার্ড কতবার সার্চ হচ্ছে গুগলে তা সব বিস্তারিত দেখতে পারবেন। এবং আপনি ভিডিওর টপিক অনুসারে আপনি কিছু কি-ওয়ার্ড কালেক্ট করবেন। কি-ওয়ার্ড কালেক্ট করতে যে কোন নোটপেড ইউজ করতে পারেন অথবা MS Word ব্যাবহার করতে পারেন।
আমি এখান থেকে আমার প্রয়োজন অনুসারে কিছু কি-ওয়ার্ড বেচে নিয়েছি যা আমার টাইটেল সহ ভিডীওর ডেস্ক্রিপশন বক্সে এ্যাড দিবো। সেম ভাবে আপনিও আপনার ভিডিওতে এ্যাড করবেন।
এর পর যেই কাজটি সব থেকে বেশি ইমপর্টেইন্ট সেটি হচ্ছে একটি ভালো মানের থাম্বনেইল তৈরি করা। যেই থাম্বনেইলটি দেখে জেনো ভিউয়ার এক চাঞ্চে আপনার ভিডিওতে ক্লিক করে এবং দেখতে আগ্রহী হয়। একটি ভালো থাম্বনেইল আপনার চ্যানেল গ্রোথ করতে সহযোগিতা করে।
ভালো মানের থাম্বনেইল তৈরি করতে ক্যেনভা ব্যাবহার করতে পারেন।
অথবা কপিরাইটের ভয় থাকলে এ্যাডোবি ফটোশপ ব্যাবহার করতে পারেন।