এক ক্লিকে যে কোনো ফোটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে নিচের রুলস গুলো ফলো করুন, একবার শিখে ফেললে আপনি কয়েক সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
১. আপনার মোবাইলে/কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন।
২. ব্রাউজার ওপেন করার পর Remove Bg লিখে সার্স করুন অথবা ডাইরেক্ট এন্টার করুনঃ removebg.চম
৩. রিমুভ বিজির অফিসিয়াল ওয়েবসাইট খোলার পর আপলোড ফোটো নামে একটি বাটন পাবেন।
৪. উক্ত বাটনে ক্লিকের মাধ্যমে আপনার বিভিন্ন ছবি যেইগুলো থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই গুলো আপলোড করলেই বাস অটো মেটিক আপনার ফোটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।
ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ঠিক নিভে দেখানো স্ক্রিনশটের মতই।
এই ছবিটির অরিজানাল ভার্সন দেখতে উপরের স্ক্রিনশটে দেখানক লাল মার্ক করা Original এই ট্যাবে ক্লিক করুন।
এবার এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে🤗 আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ধন্যবাদ।