Thursday, June 2, 2022

দারাজ থেকে অর্ডার করার নিয়ম | দারাজে অ্যাকাউন্ট করে কিভাবে?

দারাজ ইতিমধ্যে বাংলাদেশের সর্ববৃহত একটি ই-কমার্স প্লাটফর্ম। দারাজে আপনি পাবেন সকল ধরনের পণ্য এবং দারাজ বাংলাদেশে রয়েছে ২০ মিলিয়নের ও বেশি প্রোডাক্ট! মানে বুঝতেই পারছেন সব ধরনের প্রোডাক্ট দারাজে আছে। দারাজ একটি অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান তাই খুব সহজেই ঘরে বসে দারাজ থেকে অর্ডার করা যায় এবং নির্দিষ্ট সময়ে দারাজ আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌছে দিবে।  আজকের এই আর্টিকেলে আমরা জানবো কিভাবে আপনি খুব সহজে দারাজ থেকে পছন্দের পণ্যটি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন। 
দারাজ থেকে অর্ডার করতে হলে অবশ্যই দারাজে আপনার একটি অ্যাকাউন্ট থাকা লাগবে আর যদি অ্যাকাউন্ট না থাকে কোন সমস্যা নেই। কারন আজকের আর্টিকেলে দারাজ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অর্ডার দেওয়া পর্যন্ত আপনাদেরকে শেখাবো। তাই সবাইকে অনুরোধ করা হলো মনোযোগ দিয়ে লিখাগুলো পড়ার জন্য।

দারাজে যেভাবে অ্যাকাউন্ট খুলবেন?

দারাজে অ্যাকাউন্ট খোলার জন্য চলে যেতে হবে দারাজের অফিসিয়াল ওয়েবসাইট daraz.com.bd বা ক্লিক করুন এখানে। দারাজের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকার পর নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি স্ক্রিন পাবেন। এবার এখান থেকে SINGUP/LOGIN এখানে ক্লিক করবেন। নিচে দেখানো লাল মার্ক করে দেখানো হলো। 

SINGUP/LOGIN এ ক্লিক করার পর অ্যাকাউন্ট তৈরি করার পেইজে নিয়ে যাবে। নিচের ছবিটি লখ্য করলে দেখতে পাবেন এখানে আপনাকে লগিন করতে বলছে। (আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ইমেইল/নাম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগিন দিতে পারেন) যদি আপনি দারাজে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে দারাজে একটি নতুন অ্যাকাউন্ট করা লাগবে। নতুন অ্যাকাউন্ট করার জন্য Register এই নাম্বরে ক্লিক করতে হবে। অথবা আপনি ঝামেলা বিহীন সরাসরি Google বা Facebook এর মাধ্যমেও লগিন/রেজিস্টার করতে পারেন। (নিচের ছবিতে লাল মার্ক করে দেখানো হলো রেজিস্টার বাটন) আমি এখানে সররাসরি রেজিস্টার করবো তার রেজিস্টার বাটনে ক্লিক করছি।

এবার এখান থেকে Register এই বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করলে নিচে দেখানো স্ক্রিনশটের মত একটি পেইজ আসবে।

উপরে দেখানো স্ক্রিনশটের মত একটি পেইজ আসবে। এখানে আপনি আপনার তথ্যগুলো দিবেন। নিচের স্ক্রিনশটে আমি আমার তথ্য দিয়ে পুরন করা পেইজটির স্কিনশট দিচ্ছি।
এখানে লাল মার্ক করে দেখানো এটা স্লাইড করতে হবে। এতে করে আপনার সিমে বা মোবাইল নাম্বরে একটি কোড যাবে। এবং অইটা দিয়ে ভেরিফাই করতে হবে যা নিচের স্ক্রিনশটে দেখানো হলো-
সব শেষে নির্দিষ্ট তথ্য দেওয়ার পর SING UP এই বাটনে ক্লিক করতে হবে। এবং আপনার অ্যাকাউন্ট সম্পন্ন হবে যা নিচের স্ক্রিনশটে দেখানো হলো।

How to Order in Daraz? দারাজে কিভাবে অর্ডার করবো?

অ্যাকাউন্ট তৈরি করার পর দারাজের হোম পেইজে যেতে হবে। হোম পেইজে যেতে ক্লিক করুন এখানে অথবা সার্স করুনঃ Daraz বা এন্টার করুনঃ https://www.daraz.com.bd । দারাজের হোম পেইজে গিয়ে আপনার পছন্দের পণ্যটি খুজে বের করুন অথবা সার্স করুন। 
এবার এখানে সার্স বারে আপনার প্রোডাক্টের নাম লিখে সার্স বাটনে ক্লিক করুন। আমি Sun Glass লিখে সার্স বাটনে ক্লিক দিচ্ছি।

আমি এখান থেকে প্রথম পণ্যটি অর্ডার করছি। অর্ডার করতে ছবিতে বা লিখাতে ক্লিক দিচ্ছি। 

এখান  থেকে Buy Now বা Add to Cart এ ক্লিক করবেন। এখানে যদি আপনি ডিরেক্ট এই পণ্যটি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে Buy Now এ ক্লিক করতে হবে। আর যদি আরো কিছু পণ্য একসাথে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে Add to Cart এই বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে Add to Cart করছি। যেনো এটা কার্টে অ্যাড হয়ে থাকে। অ্যাড টু কার্টে ক্লিক দেওয়ার পর একটি পপাপ (Popup Window) ওপেন হবে। এখান থেকে সরাসরি আমি চেক আউটে ক্লিক করছি। (Check Out) 

check Out এ ক্লিক করার পর, আমাকে অন্য একটি ট্যাবে নিয়ে যায় এবং এখানে আমার পুরো ঠিকানাটি দিবো। আপনি যেই ঠিকানায় প্রোডাক্ট নিতে চান সেই ঠিকানাটা লিখে দিন।

এখানে আপনার তথ্য  গুলো দেওয়ার পর, ডান পাশ থেকে প্রসেস টু পে এই বাটনে ক্লিক দিবেন। এবং পেমেন্ত মেথড সিলেক্ট করে নিবেন। আপনি ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন। এবং শব শেষে Order কমপ্লিট হয়ে যাবে। 


শেয়ার করুন