বাংলাদেশের কঞ্জুমার ইলেক্ট্রনিক্স মার্কেট সাইজ কত বড়?
বর্তমানে বাংলাদেশের কঞ্জুমার ইলেক্ট্রনিক্স সেক্টরটির মার্কেট সাইজ ২.২৮ বিলিয়ন ডলার, যা ২০৩০ সাল নাগাদ ১০ বিলিয়ন ডলারে পৌছাবে বলে ধারনা করা হচ্ছে। বাংলাদেশের অন্যতম এই গ্রোয়িং সেক্টটরটি ইতোমধ্যে অনেকাংশেই সয়ংসম্পুর্ন হয়ে উঠেছে। একসময় সতভাগ আমদানি নির্ভর বাংলাদেশের কঞ্জুমার ইলেক্ট্রনিক্স সেক্টরে বর্তমানে বেশীরভাগ প্রোডাক্ট ক্যাটাগরির লিডার বাংলাদেশের লোকাল ব্রান্ড গুলো। বিশেষ করে লোকাল ব্রান্ড ওয়ালটন, এই সেক্টরের প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই এককভাবে মার্কেট লিড করছে। যার প্রেক্ষিতে, লোকাল মার্কেটের ডিমান্ড মেটাতে এবং লোকাল ব্রান্ডগুলোর এধরনের সাফল্য ইন্টারন্যাশনাল ব্রান্ডগুলোও লোকালি ম্যানুফ্যাকচারিং শুরু করেছে। তবে এই সেক্টরের মেজর প্রোডাক্ট ক্যাটাগরির দিকে প্রতিটি সেক্টরেই লোকাল ম্যানুফ্যাকচারারদে অধিপত্ব সবচাইতে বেশি।