আপনার আর্টিকেল ইউনিক কিনা, তা যাচাই করার জন্য রয়েছে অসংখ্য টুল। যার মধ্যে Plagiarism চেকার সব থেকে বেশি ব্যাবহৃত হয়। আজকের এই আর্টিকেলে আমি শেয়ার করবো কিভাবে আপনি প্লাজেরজম চেক করতে পারেন আপনার ওয়েবসাইটের কন্টেন্টের বা আপনার লিখা কোন প্যারাগ্রাফের।
কিভাবে প্লাগরিজম চেক করবেন?
প্লাজিরিজম চেক করার জন্য আপনার কন্টেনট আগে আপনাকে রেডি করতে হবে। কন্টেন্ট রেডি করার পর উক্ত কনটেন্ট যদি লাইভে থাকে তাহলে তার লিংক কপি করুন। অন্যথায় কন্টেন্টের পুরো টেক্সট কপি করুন।
টেক্সট কপি করার পর গুগল সার্চবারে গিয়ে টাইপ করুন। plagiarism checker small seo tool এটা লিখে সার্চ করলে নিচে দেখানো স্ক্রিনশটের মতো একটি স্ক্রিন আসবে।
এখান থেকে সবার প্রথম লিংটা ওপেন করতে হবে।
এবার এই লিংকে যাওয়ার পর নিচে দেখানো স্ক্রিনশটের মতো একটি স্ক্রিন আসবে, যা ওয়েবসাইটের ইন্টারফেস।
উপরে দেখানো স্ক্রিনশট লখ্য করলে দেখবেন, এখানে আমি আমার লিখা কন্টেন্ট পেস্ট করেছি। এবারে একটু নিচের দিকে মাউস স্ক্রল করুন তাহলে একটি বাটন পাবেন।