অনলাইনে কাজ না করে ইনকাম এটা কত টুকু সত্যি?
টি বা সাদ ছাড়া যেমন ঘর ঠিক তেমনি কাজ না করেই অনলাইন থেকে ইনকাম একদম সেম। আসলে অনলাইনে কখনই কাজ ছাড়া টাকা পাওয়া সম্বব না। তবে হ্যা কোন স্কিল ছাড়া হয়ত অল্প কাজ করেই টাকা উপার্জন করা সম্ভব। তবে এইসব কাজ একদম ভিত্তিহীন এবং ওয়ানটাইম। এইসব কাজ করে আপনার হয় MB কেনার টাকাও উঠবেনা। এই সব কাজে একদম সিমীত্ত পেমেন্ট করে থাকে। আর এইসব কাজের মেক্সিমাম কাজ হচ্ছে টাস্ক কমপ্লিট করা। টাস্ক গুলো হচ্ছে (বিভিন্ন অ্যাডসে ক্লিক করা) এর মাধ্যমে আপনাকে প্রতি টাস্কে ২-৫ টাকা করে দিবে বা তার কম টাকা দিবে। এই কাজ গুলো করার জন্য গুগল প্লে স্টোরে অনেক অ্যাপস আছে এবং অনলাইনে রয়েছে অসংখ্যা অ্যাপস। আমি নিম্নে কিছু অ্যাপ্সের নাম উল্যেখ করছি।
- Earning House BD
- Massive Income BD
- Earn Money BD
- Taka income
- BD Reward Cash
- Earning BD
এরকম আরো হাজারো অ্যাপস যা গুগল প্লে স্টোরে এভেলেব্ল আছে। আপনারা চাইলে এইসব অ্যাপস থেকে কিছুদিন কাজ করে দেখতে পারেন।
অনলাইনে এইসব কাজ করে ইনকাম করা থেকে নিজের যে কোন একটি স্কিল ডেভেলপমেন্ট করুন। এতে করে আপনি ফ্রীল্যান্সিংয়ের মত অন্য যে কোন কাজ ঘরে বসে করতে পারেন। যেমন আমি করে থাকি।
আপনি যদি আমাদের ওয়েবসাইটে কন্টেনট লিখে ইনকাম করতে চান তাহলে কর করুন এই (01644803771) নাম্বরে।
আমাদের ওয়েবসাইটে রয়েছে ৫০০+ আর্টিকেল যার মধ্যে আশা করি প্রত্যেকটা কনটেন্ট আপনার কোন না কোন কাজে আসবেই। ধন্যবাদ আগ্রহ সহকারে আমাদের লিখা গুলো পড়ার জন্য।