বাংলাদেশ থেকে ২০১৮ সালে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালোশিয়া, মাত্র ১০ টি প্রতিষ্ঠানে সিন্ডিকেটে কর্মী পাঠাতে অনিয়ম ও দুর্নিতির অভিযোগে। এবার মালোশিয়া নিজেরাই এ পথে হাটছে। দেশটির মানব সম্পদ মন্ত্রী ঘষনা দিয়েছেন- সব নয় সরাসরি ২৫ টি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিবেন তারা। তাদের অধীনে কাজ করতে পারবে ২৫০ টি এজেন্সি। শ্রমবাজারটিতে আবারও সিন্ডিকেট হওয়ায় আগের মতি দুর্নিতী হবে অভিযোগ ব্যাবসায়ীদের।
সোর্সঃ Business Report Machranga