জাভাস্ক্রিপ্ট কোড লেখার আগে ক্রোমের ডেভেলপার কনসোলের সঙ্গে সবাইকে পরিচিত হতে হবে। ক্রোমের ডেভেলপার কনসোল আসলে অনেক পাওয়ারফুল। এর অনেক কাজের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড রান করাটাও একটা কাজ। ক্রোমের কনসোলের সাহায্যে সহজেই আমরা লাইন বাই লাইন কোড লিখে লিখে রান করতে পারি। যদিও নোড জেএস ব্যাবহার করেও কোড রান করাতে পারি, কিন্তু আমি রিকোমেন্ড করবো জাভাস্ক্রিপ্ট শেখার সময় প্রথমেই ক্রোমের কনসোল দিয়ে শুরু করুন। এটার বেশ কিছু সুবিধা রয়েছে, যেগুলো আপনারা কোড শিখার সময় আস্তে আস্তে বুঝতে পারবেন। আর কন্সোলে রয়েছে অনেক গুলো টুল যার জন্য জাভাস্ক্রিপ্ট শেখা ক্রোমের কন্সোল দিয়ে আরো সহজ।