ল্যাটিন শব্দ "Tempus" হতে Tense শব্দের উতপত্তি। Tempus শব্দের অর্থ সময়। এখন অনেকেই ভাবছেন কিসের সময়? উত্তর হলোঃ- ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়। কোন কাজ হয়েছে, কী হচ্ছে, কী হবে ইত্যাদি বোঝালে Verb-এর রুপের যে পরিবর্তন হয়, তাকে Tense বা কাল বলে। এক কথায়, ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সনয়কে Tense বা কাল বলে।
Tense কত প্রকার?
Tense স্বাধারনত ৩ প্রকার হয়ে থাকে যা নিম্নে উল্যেখ করা হলোঃ-
- Present Tense
- Past Tense
- Future Tense
Present টেন্স কাকে বলে?
বর্তমান সময়ে কোনো কাজ হয়, হয়েছে বা হচ্ছে বোঝালে Verb এর যে রুপ হয়, তাকে Present Tense (বর্তমান কাল) বলে। কিছু উদাহরন নিচে উল্যেখ করা হলোঃ-
- আমি পড়ি -- I read.
- তুমি পড়ছ -- You are reading.
- সে পড়ছে -- He has reading.
Past Tense কাকে বলে?
অতীতকালে কোনো কাজ হয়েছিলো বা হচ্ছিল বোঝালে Verb- এর যে রুপ হয়, তাকে Past Tense বলে। Past Tense এর আবার চারটি রুপ আছে! যা নিম্নে উল্যেখ করা হলোঃ-
- Past Indefinite/Simple Past
- Past Continuous
- Past Perfect
- Past Perfect Continuous
Future Tense কাকে বলে?
Future মানে হলো ভবিষ্যত, আর Tense মানে কাল! অর্থাৎ ভবিষ্যত কাল। কোনো কাজ পরে হবে বা হতে থাকবে বোঝালে Verb- এর যে রুপ হয়,৷ তাকে Future Tense বলে। Future Tense এর চারটি রুপ আছে,