Tuesday, May 24, 2022

ব্লুটুথ কি? What is bluetooth

ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Aria Network - PAN) প্রটোকল যা স্বল্প দুরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যাবহৃত হয়। এর দুরুত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্ট ফোন ইত্যাদি ডিভাইসে ব্লুটিথ বিল্ড ইন আকারে থাকে।

তাছাড়াও ইউএসবি ব্লুটিথ অ্যাডাপ্টারের সাহায্যে যে কোন কম্পিউটারে ব্লুটুথ সক্রিয় করা যায়। এটি বর্তমানে বহুল প্রচলিত ও জনপ্রিয় ডেটা কমিউনিকেশন প্রটোকল। এর ডেটা ট্রান্সফার রেট প্রায় ১ মেগাবাইট/সেকেন্ড বা তারচেয়ে বেশি। ব্লুটুথ ব্যাবহার করে একই সাথে একাধিক ডিভাইসে সংযোগ দেইয়া যায়। এ যাবত ব্লুটুথের অনেক ভার্সন ভাজারে বের হয়েছে, তবে বর্তমানে ব্লুটুথ ভার্সন ৪.০ বিদ্যমান এবং তা ক্রমেই জনপ্রিয় হচ্ছে।

বিভিন্ন ভার্সনে ডেটা ট্রান্সফারের বৃদ্ধি ঘটেছে। নিম্নে ভার্সন অনুযায়ী ডেটা ট্রান্সফারের লিস্ট দেওয়া হলোঃ-

ব্লুটুথ ভার্সন ডেটা রেট
1.2 1 Mbit/s
2.0 + EDR 3 Mbit/s
3.0 + HR 3 Mbit/s
4.0 26 Mbit/s

শেয়ার করুন