Monday, May 2, 2022

ওয়েব Web

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব (Web) বলা হয়। ওয়েব ইন্টারনেট এর অংশ। ওয়েব পেজের মধ্যে মূলতঃ তথ্য সজ্জিত থাকে। এছাড়াও ওয়েবের মাধ্যমে ভয়েস মেইল করা, আলাপ করা, পত্র যোগাযোগ এমনকি ব্যাবসা বানিজ্য করা যায়।

সকল কর্মকান্ড কেবলমাত্র দেশের মধ্যেই নয় বাইরের দেশেও করা যায়। ওয়েবে কোন লেখা, অডিও, ভিডিও, ছবি, এনিমেশন ইত্যাদি যে কোন তথ্য নির্দিষ্ট পরিমান টাকার বিনিময়ে রাখা যায়। এরুপ কোন তথ্য সম্মলিত পেজকে ওয়েব পেজ বলে। প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোম পেজ বলে। এই পেজ এক বা একাধিক পৃষ্ঠার হতে পারে। 

যেমন নিচের চিত্রে গুগল ওয়েবসাইটের হোম পেইজের চিত্র দেখানো হলো। 




শেয়ার করুন