অনলাইনে PlayerUnknown হিসেবে পরিচিত আইশ IOS গেম ডেভেলপার ব্রান্ডিন গ্রিন ২০১৬ সালে সাউথ কোরিয়ান গেম ডেভেলপার Bluehole studio এর সাথে কলাব্রেশনের মাধ্যমে অনলাইন গেম প্লেয়ার-আননোন্স বটল গেমটি ডিজাইন করে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে ইউন্ডোজের জন্য স্টিমে গেমটির ফুল ভার্সন রিলিজ করা হয়েছিলো। ২০১৮ সালে Xbox ও PlayStation এ অফিসিয়াল ভার্সন রিলিজ করার পাশাপাশি টেনসেন্টার সাবস্ক্রিটারি LightSpeed & Quantam Studio এর কলাব্রেশনের মাধ্যমে এন্ড্রয়েড এবং IOS এর জন্য গেমটির ফ্রী মোবাইল ভার্সন বা পাবজি মোবাইল রিলিজ করা হয়।
Statista এর একটি তথ্য সুত্রে ২০১৮ সালের জানুয়ারি মাসে Steam এ পাবজি পিসির সর্বোচ্চ অ্যাক্টভ প্লেয়ারের সংখ্যা রেকর্ড করা হয় যার পরিমাণ ছিলো ৩ মিলিয়নের ও বেশি। ২০২১ সালের নভেম্বর মাসে পাবজি পিসিতে ৩,৪১,০০০ অ্যাক্টিভ প্লেয়ার কাউন্ট করা হয়। এছারাও বিজনেসঅ্যাপ এর এর তথ্য সুত্রে ২০২০ সালের ডিসেম্বর মাসে পাবজি মোবাইলের অ্যাক্টিভ ইউজার ছিলো ৩০ মিলিয়ন। এবং প্লেস্টোর থেকে গেমটি এই পর্যন্ত মোট ৫০০ মিলিয়ন বারের ও বেশি বার ডাউনলোড করা হয়েছে।