ডাকযুগে চিঠি পাঠাতে হলে যেমন ঠিকানা প্রয়োজন তেমনি ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা প্রয়োজন। সার্ভিস প্রোভাইডারের সাথে সংযোগ নেয়ার সময় এ ঠিকানা সরবরাহ করা হয়। ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের ঠিকানা অন্যান্য। ইন্টারনেটের বিধি মোতাবেক এ ঠিকানা দেওয়া হয়। আজকাল পরিচিতি কার্ডে টেলিফোন ও ফ্যাক্স নাম্বারের পাশাপাশি অনেকেই ই-মেইলের ঠিকানা দিয়ে থাকেন।
ইমেইল ঠিকানায় মূলত ২ টি অংশ (user@host) থাকে। প্রথম অংশে থাকে ব্যাবহার কারীর পরিচিত বা কোন কোম্পানির নাম এবং @ দিয়ে এরপর দ্বিতীয় অংশ থাকে হোস্ট হিসেবে তথা ডোমেইন নাম।
একটি ইমেইল নাম কিভাবে বানানো হয় নিচের ছবিটি দেখলে সেই বিষয় আইডিয়া পাবেন।