যদি আপনার ডোমেইন ব্লক হয়ে থাকে বা আপনি নিয়মিত ফেসবুকে আপনার ওয়েবসাইটের URL কপি করে লিংক শেয়ার করে থাকেন। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যা। কারণ আজকের এই আর্টিকেলে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে ফেসবুকে ডোমেইন ভেরিফাই করবেন। ফেসবুকে ডোমেইন ভেরিফাই করলে আপনার ডোমেইন ফেসবুক আর কখনই ব্লক করবেনা এবং ভেরিফাই সম্পন্ন হলে ব্লক কৃত লিংক খুব দ্রুত ফেসবুক আনব্লক করে দিবে।
ফেসবুকে ডোমেইন ভেরিফাই শেখার পুর্বে অবশ্যই নিচে দেওয়া কিছু তথ্য আপনার প্রয়োজন হবে।
- একটি ফেসবুক বিজনেস ম্যানেজার থাকা লাগবে (এ্যাডমিন আবশ্যক)
- যেই ডোমেইনটি আপনি ভেরিফাই করতে যাচ্ছে অবশ্যই ঐ ডোমেইনের সম্পুর্ন এক্সেস বা একটি ওয়েবসাইট বানাতে যেই এক্সেস গুলো লাগে সেই এক্সেস আপনার কাছে থাকা লাগবে।
ফেসবুকে নিজের ডোমেইন কিভাবে ভেরিফাই করবেন?
ফেসবুকে ডোমেইন ভেরিফাই করতে প্রথমই চলে যেতে হবে ফেসবুকের বিজনেস ম্যানেজারে। বিজনেস অ্যাকাউন্ট যদি না থেকে থাকে অবশ্যই এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা যায়। বিজনেস ম্যানেজার ওপেন করার পর সাইডবার থেকে Setting এ ক্লিক করতে হবে। বিজনেস ম্যানেজার ওপেন করতে এই লিংকে ক্লিক দিন তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে।
সেটিং এর মধ্যে যাবার পর আপনার অ্যাকাউন্টে ক্লিক দিন যা নিচের স্ক্রিনশটে লাল মার্ক করে দেখানো হলো।
এবার এখান থেকে লাল মার্ক করা চিনহে ক্লিক করুন এবং এরপর নিচের স্ক্রিনশটে দেখানোর মত একটি পেজ পাবেন। এবং ঐখান থেকে আবার Brand Safety তে ক্লিক করুন যা নিচের স্ক্রিনশটে মার্ক করে দেখানো হলো।
Brand & Safety তে ক্লিক করার পর নিচে Domain নামে একটি অপশন আসবে। ডোমেইন ভেরিফাই করার জন্য অবশ্যই ডোমেইন অপশনে ক্লিক করতে হবে। Domain অপশনে ক্লিক দেওয়ার উপরে দেখানো স্ক্রিনশটে Add বাটনকে লাল তীর দিয়ে চিনহ করা হয়েছে, Add বাটনে ক্লিক করতে হবে। Add বাটনে ক্লিক দেওয়ার পরে একটি পপাপ ওপেন হবে এবং অইখানে আপনার ডোমেইন নামটি লিখতে হবে যেটা আপনি ভেরিফাই করতে চাচ্ছেন।