পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য Web Page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলে। ওয়েব ব্রাউজিং করে বিভিন্ন তথ্য নিয়ে আসা যায়। ওয়েব ব্রাউজিং করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। ত্রা মধ্যে জনপ্রিয় Web Browsing সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম (Google Chrome), মজিলা ফায়ার ফক্স (Mozilla Firefox), সাফারি (Safari), নেটস্কেপ ও ইন্টারনেট এক্সপ্লোরার।
ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেটে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটার গুলোতে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যাবহারের সুযোগ করে দেয়।
যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web Page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে, তাকে ওয়েব ব্রাউজার বলে। ওয়েব ব্রাউজার গুলো সাধারনত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেইজ (Web Page) রয়েছে তা প্রদর্শনের ব্যাবস্থা করে।
নিচে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজারের নাম দেওয়া হলো, যথাঃ-
- গুগল ক্রম (Google Chrome)
- ইন্টারনেট এক্সপ্লোরার (Inernet Explorer)
- নেটস্কেপ কমিউনিকেটর (Netscape Communicator)
- সাফারি (Safari)
- ওপেরা (Opera)
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox)
Web Browsing সফটওয়্যারে ব্যাবহৃত বিভিন্ন শব্দ নিচে দেওয়া হলোঃ-
http: hyper text transfer protocol
URL: Web Page এর এড্রেসকে URL বলা হয়। URL হচ্ছে Uniform Resource Locator.
পৃথিবীতে এক নামে কেবল মাত্র একটি ওয়েব পেইজ থাকে।