Friday, May 13, 2022

সেলুলার নেটওয়ার্ক কাকে বলে? সেলুলার নেটওয়ার্ক ব্যখ্যা

সেলুলার নেটওয়ার্কে রেডিও ফ্রিকোয়েন্সী ব্যাবহার করা হয়। সেলুলার রেডিও সিস্টেম রেডিও সার্ভিসের সাথে ভূমি এলাকায় সিগন্যাল বা সংকেত সরবরাহ করা হয়, যা নিয়মিত আকারের সেল (Cell) ভিভক্ত।

সেল ষড়ভূজাকার, বার্গাকার, বৃত্তাকার বা অন্য কোন অনিয়মিত আকারের হতে পারে, যদিও ষড়ভূজাকারই প্রথাগত বা প্রচলিত। প্রত্যেক সেলের জন্য বহু সংখ্যক ফ্রিকোয়েন্সি বরাদ্দ রয়েছে যা সমতুল্য রেডিও বেস স্টেশন রয়েছে। রি ফ্রিকোয়েন্সীসমুহের একটি শ্রেনী পুনরায় ব্যাবহার করা যেতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে একই ফ্রিকোয়েন্সী প্রতিবেশী বা পাশাপাশি সেলে পুনর্ব্যাবহৃত না হয়। 

সম্পুর্ন ভিন্ন ট্রান্সমিশনের জন্য বিভিন্ন এলেকায় একই রেডিও ফ্রিকোয়েন্সী পুনরায় ব্যাবহার করা যেতে পারে। যদি একটি মাত্র সাধারণ ট্রান্সমিটার থাকে তবে যে কোন প্রদেয় ফ্রিকোয়েন্সীতে কেবলমাত্র একটি ট্রান্সমিশন ব্যাবহার করা যেতে পারে। একই ফ্রিকোয়েন্সী পুনরায় ব্যাবহার করার ক্ষেত্রে একটি মানসম্পন্ন FDMA সিস্টেমের বিভিন্ন সেলের মধ্যে কমপক্ষে এক সেল বিরতি অবশ্যই থাকতে হবে।




শেয়ার করুন