চায়নার সুপার জায়েন্ট BBK Electronics. বর্রমানে বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন ম্যানুফাকচারিং কোম্পানি। কাউন্টার পয়েন্টের একটি তথ্য সুত্রে, ২০২১ সালের প্রথম কুয়াটারে Oppo, Vivo ও Realme প্রায় ৮৬ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করতে সক্ষম হয়। যার ফলে স্যামসাং, অ্যাপল ও সাওমিকে পেছনে ফেলে ২৫% মার্কেট শেয়ার নিয়ে BBk Electronics বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি।
তবে কোম্পানিটর অন্যতম সফল ব্রান্ড ONEPLUS, IQOO এবং Vsum এর মত ব্রান্ডের স্মার্টফোন বিক্রির সংখ্যা যোগ না করেই এচিপ করতে পেরেছে।
যদিও Oppo, Oneplus, Vivo ও Realme এর মত ব্রান্ড গুলোর প্রতিষ্ঠাতা BBK Electronics হলেও কোম্পানি গুলো নিজেদের প্রতিষ্ঠাতা হিসেবে BBK Electronics কে প্রোমট করেনা। তবে এই ব্রান্ড গুলো ছাড়াও Vsum, Iqoo, Imoo, Xtc, Dizo এর মত আরো বেশ কয়েকটি ব্রান্ড ও সাব ব্রান্ডের প্রতিষ্ঠাতাও এই কোম্পানিটি।
এত এত ব্রান্ড ও সাবব্রান্ড এর প্রতিষ্ঠাতা হিসেবে BBK Electronics আদোতে কত বড়? (এর পরের আর্টিকেলে পাবেন)