দৈনন্দিন জীবনে কোন কিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও এক নিষ্ঠ সাধনার বিকল্প অপরিসীম। পরিশ্রমের মধ্য দিয়ে ভাগ্যকে উজ্জ্বল ও মসৃণ করা
যাই। ভাগ্যের কথা না ভেবে ভাগ্য বিশ্বাসী লোক অনেক অলস এবং শ্রম বিমুখ হয়। তাদের চিন্তাধারা অনেক নিচু মানের হয় । তারা মনে করে ভাগ্যে থাকলে পাবে, না থাকলে পাবে না। কিন্তু তারা, মনে করে না যে এই, আশায় বসে থাকলে, জীবনে কোনো মতে উন্নতি করা সম্ভব না। কঠিন, কঠোর পরিশ্রম করে বিরূপ ভাগ্যকে জয় করতে হয়। লক্ষ্য স্থির করে, সঠিক পদ্ধতিতেকৃষক ভাগ্যের ওপর নির্ভর করে ফসল ফলায় না পরিশ্রম করলে সৌভাগ্য আপনা_আপনি ধরা দেয়। এই পৃথিবীতে আজ পর্যন্ত যারা সফল হয়েছেন, তাদের পিছনে রয়েছে পরিশ্রমের জাদু ।
কৃষক ভাগ্যের উপরে বসে থেকে ফসল ফলায় না, তাকে হাড়ভাঙ্গা পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপন্ন করতে হয় । তেমনি পরিশ্রম ছাড়া দুনিয়াতে ভালো কিছু অর্জিত হয় ন।
★জীবনে সফলতা অর্জনের জন্য পরিশ্রম অপরিহার্য ।
,,.....যে জাতি যত পরিশ্রমী, সে জাতি তত উন্নত।.........
তাই অযথা ভাগ্যের পিছনে না দৌড়ে, লক্ষ্য স্থির করে সঠিক পদ্ধতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত। ★